![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগে যুগে কত কোটি কোটি স্বপ্নের রাত পুড়ে গেছে
মানুষের ।নিচিহ্ন হয়েছে কত কষ্টের ইতিহাস...
মানুষ ভুলে গেছে...সেইসব আবেগময় .....কত কিছু
নিজস্ব ভালোবাসার বিলাস ছেড়ে ......মানুষ আত্মসমর্পন করেছে...
নিজস্ব বাস্তবতার কুড়েঁ ঘরে।
অথচ স্বপ্নের ফেরীওয়ালা হয়ে একদিন নিজেকে ছিন্ন ভিন্ন করেছি...
সেইসব কষ্ট সুখের স্মৃতি .....মেশানো জীবনকে
আজ যেভাবে অস্বীকার করি নিজের কাছেই,
...তাতে নিজেকে বিশ্বপ্রতারক মনে হয়।
অথচ একদিন এই প্রেমের জন্য ভিক্ষা করেছি অলিতে গলিত
......কতবার মরেছি ...কতবার মরেছি
তবু ও কেউ বলেনি ........বেঁচে থাকো কিশোর ....
একদিন তোমার স্বপ্নের লতায়পাতায় নিজেকে জড়াবো আমিও
কেউ বলেনি ...
তবুও বেহায়ার মতো শতবার মৃত্যুর পর বেঁচে থাকা......
অথচ এসব অস্বীকার করতে এখন ভালোই লাগে
এখন চারিদিকে দুর্যোগ
অতীতেও ভালোবাসার জলবায়ু ....ভয়ংকর প্রতিকূল ছিল
কেবল এই অসভ্য প্রেমকে কোন সভ্যতাই এনে দিতে পারিনি শুদ্ধ আবেগ।
অথচ যুগে যুগে কত কোটি কোটি স্বপ্নের রাত পুড়ে গেছে
মানুষের ।নিচিহ্ন হয়েছে কত কষ্টের ইতিহাস...নুরুল
©somewhere in net ltd.