![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো থেকো
ঝড়া পাতার পথে তাকিয়ে তাকিয়ে আমার না হয় কেটে গেল একটা জীবন।
অমাবস্যার রাতে তারায় তারায় …… তাকাতে তাকাতে সব তারা গোনা একজীবনে অসম্ভব। তাই আমিও থাকবো বেঁচে নক্ষত্রের সাথী হয়ে ।
ভুলে যাওয়া মনে রাখার মতো কঠিন কিচ্ছু না …..ভুলে যেও তোমরা তোমরা এভাবে অগনিত তোমরা।
কতকিছু মানুষ ভুলে যায় ধরো প্রথম প্রেম,ধরো মায়েরমুখ
ধরো মধুর শৈশবের লাল জামা,ধরো ধরো ……বকুলের গনেধর মতো কিছু ..না কিছু
কিছু অভিমান বুকে নিয়ে কিছু প্রতিশোধের মরিচ বুকে শূকিয়ে শুকিয়েই মরে যায় তাই
একদিন আমিও ভুলে যাবো……
তবুও তো একদিন আমার আগমন ,বিদায় সংক্রান্ত যাবতীয় সমৃতির পনেরটি মাস পনের টি পৃষ্টায় শুধু তোমরাই ছিলে সারথী হয়ে ।
এইসব দিনের কথা একদিন ভুলে যাবো ভেবেই
মন খুব কেঁদে ওঠে……ব্যকুলতার পাখা মেলে
ভুলে যাওয়া মনে রাখার মতো কঠিন কিচ্ছু না …..ভুলে যেও
……যারা আমার মতো মনে পড়ার কঠিন অসুখে বিসুখে ভোগো খুব
তোমরা তোমরা এভাবে অগনিত তোমরা ……
©somewhere in net ltd.