![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
আমার এ শহরে আজকে আমি বৃষ্টি বুনবো। তীব্র তাপাদহ কেউ মেনে নিবেনা। নিয়ন যদি আলো ছড়ায়, কার সাধ্য ঝাপসা দেখে! সারিসারি জোনাকি যখন সূর্য হয়ে বেরিয়ে যাবে, এ শহর থেকে, কাল্পনিক কোন শত্রু এসে ভয় দেখাবে কোন সাহসে। আমার কথায় একদিন এই মিছিলে শামিল হও। উলঙ্গ, কোন পার্থক্যের লেবাস ছেড়ে। যদি একদিনের জন্যেও আগামীকাল স্বপ্নে দেখো, যদি একদিনের জন্য কাল স্বপ্ন দেখো। শামিল হও এ মিছিলে। আমি অর্জুন, যুধিষ্ঠির নই। আমার হাতে কোন অস্ত্র নেই, গায়ে তিন হাতির শক্তিও নেই। আমি পথে নামি বিশ্বাসে। করোটির ভিতর যখন তীব্র আন্দোলন দানা বাঁধে। তখন আমি বেসামাল।
মিথ্যার মিছিল আমি চাইনা। কথায় মিথ্যা, আশ্বাসে মিথ্যা, গায়ে মিথ্যা, চোখে মিথ্যা মিথ্যার শুক্রাণু গিজ গিজ করছে চারিদিকে।
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩
হাফ হাতা শার্ট বলেছেন: ভালো লেগেছে
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: শরীরের ঘাম ঝড়ালে
মনটা হাল্কা লাগে ।।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০১
সাগর শরীফ বলেছেন: ভাল লেগেছে !
নিয়ন যদি আলো ছড়ায় কার সাধ্য ঝাপসা দেখে !