![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধ-কালো ফুল...ফুরনো পুতুল...হাওয়া দিক ভুল বারো মাস...এলানো কাজল... ভাঙা রাজমহল...বিষের ছোবল ঝরা শ্বাস...
একটা নির্দিষ্ট বয়সে পরিপূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও ঐসব বস্তু দেখেনা এমন পাবলিক এদেশে কম। অবশ্য দেখবে এটাই স্বাভাবিক। কিন্তু ঐসব দেখা আর না দেখা নিয়ে আমার কিছু মজার অভিজ্ঞতা আছে।
১. প্রথম অভিজ্ঞতা: তখন VCD'র যুগ পুরোদমে শুরু হয়নি এইদেশে। মোটামুটি সচ্ছল এমন কারো কারো ঘরে VCD প্লেয়ার এসেছে। কিন্তু প্রায় সবার ঘরেই একটি করে VHS প্লেয়ার ছিলো। হ্যাঁ, আমার অভিজ্ঞতাটা এই VHS প্লেয়ারের মাধ্যমেই। VHS প্লেয়ারটা অনেকদিন ধরেই অলস বসেছিলো। তো ঐটা নিয়ে ঘরের আর কারো তেমন মাথাব্যথা ছিলোনা। আমার তখনো গুঁতাগুঁতির বয়স চলছে। ইলেক্ট্রনিক জিনিস দেখলে সেটার গুষ্টি উদ্ধার না করে ক্ষান্ত হতাম না। তো মাঝখানে একদিন ঘরবাড়ি রঙ করার হুজুগ উঠলো। বাড়ি রঙ করা মানে বুঝেনই তো একশো ঝামেলা। ঘরের সব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে পোঁটলা বাঁধা হলো। নিয়ে রাখা হলো আমার ঘরে। টেলিভিশন আর VHS প্লেয়ারটাও সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিলো। আর ছিলো পর্বত সাইজের VHS ক্যাসেটের স্তুপ। তো রাত্রি হলো, বিছানায় শুয়ে শুয়ে আনন্দমেলা পূজাবার্ষিকী পড়ছি। হঠাৎ ক্যাসেটের পর্বতে চোখ রাখতে রাখতে একটা ক্যাসেটে দৃষ্টি আটকে গেলো। ক্যাসেটটার নাম (Ultimate Passion) দেখে কিছু না বুঝলেও উপরের কাভার দেখে বুক ধরফর শুরু হয়ে গেলো। মাথায় দুষ্টু বুদ্ধি চেপে গেলো। মাল্টিপ্লাগে টেলিভিশন আর VHS প্লেয়ার প্লাগ ইন করলাম। টেলিভিশনের সাউন্ড Mute করলাম। দরজার নিচে কাপড় দিলাম যাতে টেলিভিশনের আলো দরজার ফাঁক দিয়ে বাইরে না যায়। ক্যাসেট ঢুকিয়ে যেই প্লে করেছি, পুরো Screen জুড়ে একধরনের মসৃণ ঝিরঝিরতাপূর্ণ দৃশ্য দেখা যাচ্ছে। বুঝলাম VHS প্লেয়ারের হেড পরিষ্কার করতে হবে। বাথরুমে গেলাম.....আফটার শেভের বোতলখানা বগলদাবা করে ফিরলাম। গেন্জির ক্ষুদ্র অংশে আফটার শেভ ঢেলে আঙ্গুল দিয়ে উঁচু করে ধরে হেড পরিষ্কার করতে লাগলাম। ৩-৪ বার পরিষ্কার করার পর ছবি দর্শনযোগ্য অবস্থায় আসলো। কিন্তু বিধি বাম.....২ মিনিটেই ক্যাসেট শেষ। ক্যাসেট রিওয়াইন্ড করতে হবে। রিওয়াইন্ড বাটনে চাপ দিলাম.....এবং.....একই সাথে ঐ রাতের সবচেয়ে বড় ভুলগুলোর একটি করলাম। যাদের VHS প্লেয়ার আছে তাদের জানার কথা, VHS প্লেয়ারে রিওয়াইন্ডের সময় একধরনের বিতিকিচ্ছিরি আওয়াজ হয়......মনে হয় যেন এলাকার সব নেড়ি কুকুর একসাথে মরাকান্না জুড়ে দিয়েছে। কোনমতে স্টপ বাটন চেপে ঐ আওয়াজ বন্ধ করলাম। আর একটু হলেই পাশের রুম থেকে এই আওয়াজ শুনে ফেলতো। কি করা যায়?.......কি করা যায়?........আইডিয়া! বিছানার ওপর থেকে পেল্লাই সাইজের কম্বলটা নামালাম। সেটা ফেলে দিলাম VHS প্লেয়ারের উপর। কাজ হলো......এবার একটা চিনচিনে আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মনে মনে নিজের বুদ্ধির তারিফও করলাম: "ওহ! নাফিস......তুমি একটা জিনিস বটে! রিওয়াইন্ড শেষ। প্লে চাপলাম। শুরু হলো লীলাখেলা......দেখছি......জীবনে প্রথমবারের মতো......কিন্তু যা দেখছি তা বোঝার ক্ষমতা তখনো আসেনি আমার। তাই আমার অবস্থা অনেকটা......"এটা করলো কেন?"....."ওটা করলে কি হয়?".....এই ধরনের। যাই হোক রাতের পর যা ঘটলো তা ছিলো ঐ রাতের সবচেয়ে বড় ভুল। আমি লীলাখেলা দেখিতে দেখিতে কখন যে ঘুমের কাছে আত্মসমর্পণ করেছি নিজেও জানিনা। সকাল হতেই তাড়াতাড়ি করে ক্যাসেট বের করার জন Eject বাটন চাপলাম। এ্যাঁ......এইবার হয়েছে আসল কাজ......VHS প্লেয়ারের কি মতিগতি হয়েছে কে জানে ক্যাসেট অর্ধেক পথ এসে আর বের হয় না.....আবার স্বস্থানে ফিরে যায়। মনে আছে, ঐ শীতের সকালেও আমি টেনশন আর ধরা পড়ার ভয়ে দরদর করে ঘেমেছি। শত চেষ্টার পরেও যখন বের করতে পারলাম না এবং যখন সকালের নাস্তা খাওয়ার জন্য ডাক পড়ে গেলো তখনকার মতো প্রচেষ্টায় ইস্তফা দিয়েছিলাম। সিদ্ধান্ত নিলাম আজ স্কুলে যাওয়া যাবে না......এই সমস্যার সমাধান না করা পর্যন্ত শান্তি নেই। তার ওপর একটু পড়ে এসে যখন কাজের লোকদের দ্বারা সব জিনিসপত্র আবার পাশের রুমে নিয়ে যাওয়া হলো তখন আমার জানে আর পানি ছিল না। সারাটা দিন আমার দোয়া-দরূদ পড়ার মতো অবস্থায় কেটেছে.......শুধু মওকার অপেক্ষায় ছিলাম। পরে ঐদিনই বিকেল বেলায় ২য় প্রচেষ্টায় আমি ক্যাসেট বের করতে সক্ষম হয়েছিলাম। স্ক্রু ড্রাইভার আর ১২ ইন্চি স্টিলের স্কেলের সহায়তায় আমি কি করে ঐ ক্যাসেট বের করছিলাম তা না হয় নাই বললাম............
২. সৌদির জিনিস: আমাদের জয়েন্ট ফ্যামিলি। চাচা থাকেন সৌদি আরব.......চাচী দেশে। বছর দু'য়েক পরপর চাচা দেশে ফিরেন। ততোদিনে বাসায় নতুন VCD প্লেয়ার এসেছে। আমি আছি মৌজে। তো সেবার চাচা এলেন বিয়ের দেড় বছর পর.....বিয়ের পর দেশে মাত্র ২০ দিন ছিলেন। প্রতিবারের মতোই ২ দিনের মাথায় সাথে আনা লাগেজ, কার্টন খুললেন......আমাদেরকে সাবান, শ্যাম্পু প্রভৃতি দানপূর্বক বাধিত করলেন। দেখলাম এবার নিজের জন্য একটা VCD প্লেয়ার এনেছেন।
দুপুরবেলা......সবাই নিচে খাওয়ার টেবিলে খাচ্ছে। আমি আগে আগে খাওয়া শেষ করে দোতলায় এসেছি। কোন কারন ছাড়াই চাচার ঘরে ঢুকলাম। দেখি ফ্লোরে স্তুপ করা অসংখ্য CD'র কাভার বক্স। প্রতিটা বক্সেই ৩-৪ করে Disc ঢোকানো.....Disc এর সংখ্যা কম করে হলেও ২০০'র উপরে হবে.....কোনটা Verbatim, কোনটা Maxell, কোনটা Sony আবার কোনটা বা Imation......আর সবগুলোর উপরেই কোন না কোন দেশের নাম লেখা......Libiya, America, India, Bangladesh, Pakistan, Tamil, Japan..........মোটামুটি আন্দাজ করে ফেলেছিলাম জিনিসগুলো কি। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য চাচার VCD প্লেয়ারে একটা CD ঢুকিয়ে টেস্ট করি। দেখি যা ভেবেছি তাই......হাতে নিলাম ৪ টা CD.....নিয়ে সোজা এক দৌড়ে তিন তলায়। ঐ CD গুলো দীর্ঘদিন লাগিয়ে দেখেছিলাম। কিন্তু পরে বুঝেছিলাম কি গাড়লের মতো কাজ করেছি আমি। চাইলে আমি একমুঠো CD নিয়ে আসতে পারতাম। চাচা নিশ্চয়ই আমাকে এসে CD নিয়েছি কিনা জিজ্ঞেস করতো না.......হাজার হোক ঐসবের CD........
৩. কম্পিউটার যুগ: SSC'র পরপরই বাসায় কম্পিউটার এলো.....এলো বলা ঠিক হবে না......আমিই নিয়ে এলাম। তখন CD'র ঝামেলা থেকে মোটামুটি মুক্ত হলাম, CD কপি করে পিসিতে রেখে পরে দেখতাম। আর DVD আসাতে কন্টেন্ট এর পরিমাণও বেড়ে গিয়েছিলো। প্রথম দিকে পিসিতে হিরো প্লেয়ার নামে একটা প্লেয়ার ব্যবহার করতাম। নতুন পিসি ব্যবহারকারী.....আর তাই জানতাম না যে হিরো প্লেয়ারে এমন একটা ফাংশন আছে যার কারনে ভিডিও চলা অবস্থায় প্লেয়ার মিনিমাইজ করলে উইন্ডো মিনিমাইজ হয় ঠিকই কিন্তু ভিডিও ওয়ালপেপারের মতো পুরো Desktop জুড়ে অবস্থান করে। এই ফাংশনের কারনে আমি একবার ধরা পড়েও গিয়েছিলাম প্রায়.........
আমার পিসি আমি বাদে কেউ ধরতো না, আর তাই কখনোই ঐসব ফাইল বা ফোল্ডার Hide করে রাখার প্রয়োজন অনুভব করিনি। আমি ফাইলগুলো কপি করে রাখতাম C:WINDOWSsystem ফোল্ডারের ভেতরে আরো ফোল্ডার তৈরি করে। অপরপক্ষে আমার এক বন্ধু এসব ফাইল লুকিয়ে রাখতে Folder Locker, Folder Hide প্রভৃতি সফটওয়্যার ব্যবহার করতো। মনে আছে আমার ঐ বন্ধু আর আমি একবার পাড়ার দোকানে গিয়েছিলাম Blank Disc কিনতে। দোকানে গিয়ে দোকানের দায়িত্বে থাকা ভদ্রলোককে বলেছিলাম একটা "Verbatim এর ব্লু ডিস্ক দেন" (তখন Verbatim এর ডিস্ক খুব পপুলার বার্ন করার জন্য)। দোকানী ব্যাটা কি বুঝলো কে জানে.....যে ডিস্কটা হাতে ধরিয়ে দিলো বাসায় এসে দেখি ওটা ঐসব পূর্ণ । পরে বুঝেছিলাম ব্যাটা "ব্লু ডিস্ক"কে "ব্লু ফিল্ম" শুনেছে।
৪. আজকাল: আজকাল আর ওসব বলতে গেলে দেখিই না। মজা লাগে ভাবতে আগে কতো কষ্ট করেছি এসব দেখার জন্য। ক'দিন আগে নীলক্ষেতে গিয়েছিলাম বই কিনতে। ফুটপাথ থেকে কতগুলো চ্যাংড়া ছেলের দল ডাকছিলো: "মামু, গরম মাল.....লইয়্যা যান"। এমনভাবেই জেঁকে ধরেছিলো যে শেষে বলতে বাধ্য হলাম: "ভাই, বাসায় কম্পিউটার আছে, কম্পিউটারে দেখি।" কিন্তু আসলে আমিতো জানি বাসায় এখন ইন্টারনেটের অবারিত মুক্ত দ্বার থাকা সত্ত্বেও সারাদিন ফটোশপ আর রাজ্যের সব সফটওয়্যার নিয়ে ব্যস্ত থাকি। আসলে এই যে উপলব্ধি.....এই যে বুঝতে শেখা.......একেই হয়তো প্রাপ্তবয়স্কতা লাভ বলে.........
* এই পোস্টটি আমার ৫০ তম পোস্ট......নাপিষ ঈপতেক্ষার পুনরায় হাফ সেন্চুরী পূরণ করিলো........
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫২
নাফিস ইফতেখার বলেছেন: জ্বি না.....আসলে লাইনে আসতেসি.....
২| ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫২
আশীফ এন্তাজ রবি বলেছেন: আপনার পোস্টটি খুবই ভাল লাগল। দেখি একটা সিনেমা বানানো যায় কিন্, ফিকশন ফিল্ম...
অদ্ভুত কাহিনী .....
সিরিয়াসলি বলছি ...
একটা প্রডিউসার পেলে শিগরি্ই কাজে হাত দেব...
অসাধারণ জীবনবোধ সপন্ন কাহিনী ....
ভাল থাকুন, যোগযোগ রাখুন ...
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ.....ফিল্ম বানানোর মতো গল্প হয়েছে জেনে অবাক হলাম........
৩| ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
তামিম ইরফান বলেছেন: ৫০তম পোষ্টের অভিনন্দন
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৭
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ......
৪| ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
আরিফ থেকে আনা বলেছেন: আপনার জগত তো দেখি রংয়ে রংয়ে রঙীন ছিল
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
নাফিস ইফতেখার বলেছেন: আবার জিগায়......
৫| ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৭
আশীফ এন্তাজ রবি বলেছেন: পোস্টটির নামও অসাধারণ। আমার পর্ণবেলা ....
বছর দুয়েক আগে আমার নিজেরই একটা এইরকম অভিজ্ঝতা নিয়ে ছবি বানিয়েছিলাম, স্বল্প দৈর্ঘ্যের। নাম Ad Contact
একটা ছেলে একটা বিলবোর্ডের মেয়ের প্রেমে পড়ে। তারপর শুরু হয় , তার নানা মনোবিকার।
ছবিটি অনেক কষ্টে টাকা ধারদেনা করে বানিয়েছিলাম। চ্যানেল ওয়ানে দেখিয়েওছিল।
অাসলে এইরকম ভিন্ন ধারার ছবির প্রযোজক খুঁজে পাওয়া যায় না...সবই তুমি আমার, আমি তোমার টাইপের কাহিনী খোঁজে ..
তারপরও আমি কথা দিরাম , চেষ্টা করবো এটি নিয়ে ছবি বানাতে।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০০
নাফিস ইফতেখার বলেছেন: আপনি কি ফারুকীর ভাই ব্রাদারের কেউ নাকি ভাই?
২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
নাফিস ইফতেখার বলেছেন: আপনার Ad Contact আমি একটু আধটু দেখেছিলাম.........আর এবার চ্যানেল আইতে দেয়ার চেষ্টা কইরেন.........
৬| ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯
মারুফ মুনজির বলেছেন: আপনাকে দণ্যবাধ ধিয়ে চোঠ করতে ছাই ণা
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০২
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ দিলে তো জানতাম মানুষ বড় হয়......
৭| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০০
সাদা মন বলেছেন:
হা হা হা...আপ্নে তো বড়ই 1/(cos C) !
আমি পর্থম দেকচিলাম আক দুস্তের বার্তে...কেলাশ নাইনে থাক্তে...
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০১
নাফিস ইফতেখার বলেছেন: ওরেরেরে.....দ্ব্যর্থহীন স্বীকারোক্তি করেরে......
৮| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
বঙ্গদেশ বলেছেন: আপনারত ভাই বহুত মজা ছিল
আপনার ফ্যামিলির পুরো বাড়িটাই দেহি পর্ণ ফিল্মের লাইব্রেরি। আফনার আব্বা আম্মা কিতা করে? বুলু ফিল্মের কারবার?
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৭
নাফিস ইফতেখার বলেছেন: না.....আপনার মন্তব্যটি একটুও পছন্দ হয়নি.....এরকম কথা কেন বললেন?
৯| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৫
ঘাসফুল বলেছেন: যতৈদিনযাইতাছেততইতুমারলেখামজাকলাগ্তাছে
থ্যাংকু ম্যান সুন্দর অতীত রিওয়াইন্ড করার জন্য
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৮
নাফিস ইফতেখার বলেছেন: খিক খিক......ধইন্যা.....
১০| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
মেঘ বলেছেন: লিখাটা ভালো লাগলো, নিজের অভিজ্ঞতার কথা মনে পড়লো সময় পেলে লিখব কথা দিলাম
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২
নাফিস ইফতেখার বলেছেন: খেয়েছে.......
১১| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৮
বঙ্গদেশ বলেছেন: @মেঘ
হায়!! হায়!! মাইয়া মানসেও বুলু দ্যাহে নাকি!!!!
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
নাফিস ইফতেখার বলেছেন: দেখবে না কেন?
১২| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
বোকামাষ্টার বলেছেন: হাফসেঞ্চুরী পুরো করার অভিনন্দন।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১০
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ.......
১৩| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২
সুখী মানুষ বলেছেন: পড়লাম, দেখলাম আমার লগে মিলে কি না হাহাহা...
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
নাফিস ইফতেখার বলেছেন: হাহাহা
১৪| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২
বঙ্গদেশ বলেছেন: লেখক বলেছেন: না.....আপনার মন্তব্যটি একটুও পছন্দ হয়নি.....এরকম কথা কেন বললেন?
কইসি কারণ আফনে নিজেই কইসেন চাইতে না চাইতেই আফনার বাড়িতে হেগুলোর স্তুপ আসিল
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
নাফিস ইফতেখার বলেছেন: ক্যাসেটের স্তুপ ছিলো......পর্ণো ক্যাসেটের নয়......আর চাচার ঘরে ছিলো পর্ণো VCD'র স্তুপ.....আমার বাবা-মা'র ঘরে নয়.......
১৫| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২
বিবর্তনবাদী বলেছেন: ভাইরে এহেন প্রাপ্ত বয়স্কতা লাভ নিয়ে পোস্টাইতে বড়ই শখ ছিল। কিন্তু সামাজিক এই ব্লগে ছোট বড় ভাই-ব্রাদার-সিস্টারদের সামনে ঐ সব কথা কইতে সাহস করি নাই। আজকে আপনের সাথে শেয়ার করি, যেহেতু ১৮+ বিধায় কেউ ঢুকবে না আশা রাখি।
আমি এই জিনিসের ঝলক দেখছি এসএসসি দেবার সময়। তখন অনেক রাত জেগে পড়তাম। কি একটা টিভি চ্যানেল ছিল রাশিয়ান খুব সম্ভবত, বন্ধ মারফত জানতে পারলাম রাত ২ টার পর দেখায়। সেই অপেক্ষা শুরু, লেখা পড়া আর হয় না। তো দুইটার সময় ড্রইং রুমে টিভি অন করলাম। হায়রে জীবনের প্রথম দর্শন। সাথে সাথেই দেখি মা ডাক দিল, ড্রইং রুমে কেরে। সেকেন্ড হার্ট বিট এত বাড়ল যে কলিজা বোধ হয় ছিটকাইয়া বাইর হবে। ঐ বয়সে সেই শেষ। কলেজ লাইফে আর সাহস হয় নাই।
ইউনিভার্সিটিতে ভর্তির রেজাল্ট হবার সাথে সাথে রুমে কম্পিউটার এল। শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হওয়ার এলাকার দোকানে সিডি চাইতে সাহস করলাম না। নিজের কাছেই কেমন অস্বস্থিকর লাগত। তো অন্য পাড়ায় গেলাম এক বন্ধুর বাসায়। ঐ শালা আমার থেকেও বড় বেকুব, সে দোকানে যাইতে সাহসই করল না। তার পর তারে সাহস দিয়া নিয়া গেলাম। দোকানে ঢুকবার আগে ভাবছিলাম কি বলব। তো দোকানে ঢুকেই কিভাবে যেন বললাম XXX হবে? দোকানে যেমন চাল ডাল চাইলে বার করে দেয় তেমনি CD এর দোকানদারও কয়েকটা সিডি বার করে দিল। আমি অবাকই হলাম। বাসায় এসে নিজের পিসিতে সেই প্রথম দেখা। ঐটা দেখেই সাথে সাথে দোকানে আবার ছুটলাম, নতুন আর একটা আনলাম। ঐ শুরু। প্রথম বাসায় ৫০ টাকার ইন্টারনেটের কার্ড কিনবার পর মেইল অ্যাড্রেস খোলা ছাড়া পুরাটাই ঐ জিনিস সার্চ করেছিলাম।
এখন সারাদিন ইন্টারনেট বাসায় কিন্তু ঐ সবে আর আগ্রহ নাই। তবে এককালের সেই আগ্রহের কথা ভাবলে ভালই লাগে। এই পোস্টে +++++++++++++++++++++++++++++++++++++
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২২
নাফিস ইফতেখার বলেছেন:
"দোকানে যেমন চাল ডাল চাইলে বার করে দেয় তেমনি CD এর দোকানদারও কয়েকটা সিডি বার করে দিল। "
হা হা হা হা হা.....আর আপনি যে চ্যানেলটার কথা বলছেন ওটার নাম ছিলো TB6.....ওয়ার্ল্ড কাপের সময় রাত জেগে দেখতাম একসময়...... অনুভূতি শেয়ার করায় খুব ভালো লাগলো.......
১৬| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৪
বঙ্গদেশ বলেছেন: লেখক বলেছেন: দেখবে না কেন?
মাইয়্যাদের আমি ভালা পাই তাই ভাবতাম পারি নাই।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৬
নাফিস ইফতেখার বলেছেন: এগুলো মানুষের স্বাভাবিক মানসিক বৃদ্ধির অংশ......এগুলো দেখলেই কেউ খারাপ হয়ে যায় না........
১৭| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৪
মারুফ মুনজির বলেছেন: আপনার টার সাইজ কত হেই নাই ন থেকে শুরু করছেন ............
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৭
নাফিস ইফতেখার বলেছেন: অন্যেরটা জেনে কি লাভ?
১৮| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
চিলে কোঠার সেপাই বলেছেন: "ওহ! নাপিষ ঈপতেক্ষার......তুমি একটা জিনিস বটে!"
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৯
নাফিস ইফতেখার বলেছেন:
১৯| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৭
মেহরাব বলেছেন: জীবনমূখী পুষ্ট।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ.......
২০| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৯
নোবেলজয়ী বলেছেন: আজকাল আর দেখেন না কেন? শেখার কোন শেষ নাই
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৩
নাফিস ইফতেখার বলেছেন: শেখার শেষ নেই তবে দেখার শেষ আছে নো-বেলজয়ী......
২১| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২২
মেঘ বলেছেন: ভালো খারাপের সংজ্ঞা পর্ণো দেখা না দেখা দিয়ে?? কি আজিব এই দুনিয়া!
আমি কখনো এই ইহজীবনে নিজেকে ভালো হিসেবে দাবী করিনি বিধায়, আমার এই নিয়ে কোন সংস্কারও নেই।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
নাফিস ইফতেখার বলেছেন:
২২| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৬
আরিফ থেকে আনা বলেছেন: টিভি চ্যানেলটা সম্ভবত REN TV
নাকি?
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৮
নাফিস ইফতেখার বলেছেন: রেন টিভি ফরাসী চ্যানেল........যতোদূর জানি.......
২৩| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৬
ভাঙা চাঁদ বলেছেন: হাসতে হাসতে শেষ। ভাইরে আপনের অভিগ্গতা দেইখা বুঝতে পারলাম, বাংলাদেশের সবার এই জিনিসের অভিগ্গতা মনে হয় একই। নাইলে আপনের লগে আমার এত মিলল কেমনে???
সবই একরকম..
VHS থাইকা শুরু কইরা নীলক্ষেত পর্যন্ত সবই এক।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
নাফিস ইফতেখার বলেছেন: হা হা হা হা.....অভিজ্ঞতা আসলেই এক........আরো অনেক বন্ধুর কাছ থেকেও একই ধরনের অভিজ্ঞতার কথা শুনেছি.........
আর নীলক্ষেতের ঘটনার সময় আমার "বিশেষ কেউ একজন" আমার সাথে ছিলো....."ভাই, বাসায় কম্পিউটার আছে, কম্পিউটারে দেখি".....এই কথাটা বলার পর ও আমার দিকে অদ্ভূত দৃষ্টিতে তাকিয়েছিলো.........
২৪| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
নোবেলজয়ী বলেছেন: @ বিবর্তনবাদী
ঐ রাশিয়ান চ্যানেলটার নাম রেন টিভি। বাংলাদেশে বর্তমানে ঐ চ্যানেলটা ব্যান করা হয়েছে। আমিও বৃহস্পতি ও শুক্রবার এই দুইদিন দেখেছিলাম রাত ১২:৩০ থেকে ২:৩০ পর্যন্ত। আমার কাছে মনে হয়েছে সত্যিকারের আর্ট সমৃদ্ধ "এডাল্ট ফিল্ম" (পর্নো বলে ছবিগুলোর শিল্পরুপ কে অপমান করব না) ঐ চ্যানেলেই দেখায়। এর পরে বহুবার পর্ন দেখেছি কিন্তু উক্ত সময়ে দেখা আর্টিস্টিক ছবি গুলোর মজাই আলাদা ছিল। যৌনতার মধ্যে থেকেও একধরনের সৌন্দর্য্য খুজে বের করা যায় যদি পরিচালক ঐ লেভেলের হন। রেন টিভির কয়েকটি ছবির পরিচালক ঐ লেভেলের ছিলেন। তারা নগ্নতা কে নগ্নতা নয় বরং "শারীরিক ভালোবাসা" হিসেবে তুলে ধরেছেন যেটি আমার কাছে খুবই মান সম্মত মনে হয়েছে।
বি. দ্র: আমার প্রথম অভিজ্ঞতা টি চান্সে বলে নেই। আমি ক্লাস এইটে থাকতে দেখেছিলাম। জীবনের প্রথমটিই ছিল একটি লেসবিয়ান ফিল্ম। বুজতেই পারছেন উহা আমাকে কতটা কনফিউজ করেছিল এবং সত্যি বলতে কি, একদমই মজা পাইনি বরং "ছেলে কই?" এই প্রশ্নের উত্তর খুজতে ব্যাস্ত ছিলাম। ক্ষীক্জ...
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪
নাফিস ইফতেখার বলেছেন: বিবর্তনবাদীর বয়সের ওপর নির্ভর করছে চ্যানেলটি REN TV না TB6.....REN TV বাংলাদেশে TB6 এর পরে এসেছে......
২৫| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
নাঈম বলেছেন: খিকজ্
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
নাফিস ইফতেখার বলেছেন: ক্ষিক্জ......
২৬| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
বিবর্তনবাদী বলেছেন: @ নোবেলজয়ী - ভাই আপনি ঠিক বলেছেন। সত্যিই আর্ট ছিল। যৌনতারো যে সৌন্দর্য থাকতে পারে তা ঐ চ্যানেল না দেখলে হয়ত বুঝতাম না।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
নাফিস ইফতেখার বলেছেন: সহমত @ নোবেলজয়ী ও বিবর্তনবাদী.......যৌনতাও সৌন্দর্য্যমন্ডিত হয়ে ওঠে যদি কাবেল লোকের দ্বারা কাজটা করা হয়........আমিও আপনাদের সাথে আফসোসে যোগ দিলাম.......
২৭| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
অরুনাভ বলেছেন: মজা পাইলাম পোষ্টটাতে......
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
নাফিস ইফতেখার বলেছেন: মজা দিয়ে মজা পেলাম.......
২৮| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
বিবর্তনবাদী বলেছেন: RTP অথবা RTR এই নামেরও একটা ছিল তবে ব্লাক আন্ড হোয়াইট।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৪
নাফিস ইফতেখার বলেছেন: ঠিক ঠিক.....একদম ঠিক........
২৯| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৮
আরিফ থেকে আনা বলেছেন: যতদুর মনে পড়ে ঐটা রেনটিভিই ছিল এবং রাশিয়ার ছিল।
কারণ.....
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৩
নাফিস ইফতেখার বলেছেন: আচ্ছা.....তলে তলে এতোদূর.....
ওয়ার্ল্ড কাপের সময় রাত জেগে আমিও রেনটিভি দেখতাম একসময়......
৩০| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
ভাঙা চাঁদ বলেছেন: "আর নীলক্ষেতের ঘটনার সময় আমার "বিশেষ কেউ একজন" আমার সাথে ছিলো....."ভাই, বাসায় কম্পিউটার আছে, কম্পিউটারে দেখি".....এই কথাটা বলার পর ও আমার দিকে অদ্ভূত দৃষ্টিতে তাকিয়েছিলো.........""
হা হা হাসতে হাসতে শেষ
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
নাফিস ইফতেখার বলেছেন:
৩১| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
পল্লী বাউল বলেছেন: ভাল ভাগলো। আমার মনে হয় এ ধরনের অভিজ্ঞতা কম বেশী সবার
আছে। নীল শুভেচ্ছা।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪২
নাফিস ইফতেখার বলেছেন: আপনাকে পার্পল (অ্যাডাল্ট ফিল্মের বিকল্প রং) শুভেচ্ছা.......
৩২| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৬
সজল বলছি বলেছেন: মেঘ এর লেখার জন্য তর সইছেনা........ কখন পামু ..কখন পামু?????
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৯
নাফিস ইফতেখার বলেছেন:
৩৩| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫২
অ রণ্য বলেছেন: সুন্দর পোস্ট
তবে এটা দেখা না দেখা নিয়ে ভালো খারাপের কোন সম্পর্কই নাই
মানুষের স্বাভাবিক মানসিক প্রবৃত্তিগুলোকে যে চাপা দিয়ে রাখে যেটা বস্তুতই খুব স্বাভাবিক তাদের আমার ভীষণ ভয় লাগে
+
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
নাফিস ইফতেখার বলেছেন: আপনার কথাটা সম্পূর্ণ ঠিক......ভালো থাকবেন.......
৩৪| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
প্রশ্নোত্তর বলেছেন:
ভালা +
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৯
নাফিস ইফতেখার বলেছেন:
৩৫| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৮
হাসান বিপুল বলেছেন: ৫০ খানা পোস্ট দিলা, কিন্তুক গরম মশলা কয় শো দেখসো সেইডা তো কইলা না। যাউকগা ক্লাউড ম্যাডাম কয় কি না, দেখা যাক।
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১০
নাফিস ইফতেখার বলেছেন: সংখ্যাটা না হয় গোপনই থাক......
৩৬| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আমার বাসায় কখনো ভিডিও ক্যাসেট, ভিসিডি কিছুই ছিল না। প্রথম দেখেছিলাম সিনেমা হলে গিয়ে। ক্লাস ফোরে। এক টিকিটে দুই ছবির মর্নিং শো।
হলে গেলাম, কাউন্টার পর্যন্তও লম্বা হইনি তখনো। ইটের উপরে দাঁড়িয়ে একটু উঁকি দিয়ে কোন মতে ১৩ টাকা দিলাম টিকিটের জন্য। টিকিটম্যান ব্যাটা বলে, যা ভাগ, পুলাপান ঢুকা নিষেধ। ভাগিয়ে দিল। তখন পেছন থেকে কে যেন ডাকল। অই পিচ্চি এদিকে শুইনা যা। লোকটা ছিল গেটম্যান, বলল, ১৫ ট্যাকা দে, তরে ঢুকতে দিমু। ১৫ +১৫ =৩০ টাকা দিয়ে আমি আর আমার বন্ধু নাচতে নাচতে ভিতরে ঢুকে যা দেখলাম, তাতে মজার চেয়ে কৌতুহল মেটানোর আগ্রহই বেশি ছিল।
নরনারীর গোপন ব্যাপার গুলো আসলে কি আর স্ত্রীজাতি সম্বন্ধে বিশদ ধারণা নেবার ব্যাপারটাই মুখ্য ছিল সেদিন। এরপরে যখন বন্ধুদের বললাম কাহিনী, জানিস....মেয়েদের না......
আমি তো হিরো তখন।
এরপরে প্রায়ই সিনেমা হলে যাওয়া হত দল বেধে।
আর কম্পিউটার আসার পর এত বেশি করে দেখলাম যে ধীরে ধীরে শখটা কমে গিয়ে এখন প্রায় শূণ্যের কোঠায় এসে ঠেকেছে। তারপরও যে এখনও দুয়েকটা দেখি না , তা নয়।
আপনার পোস্টে প্লাস।
++++
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১১
নাফিস ইফতেখার বলেছেন: অদ্ভূত অভিজ্ঞতা দেখছি আপনার.......
৩৭| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৩
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: সবাই দেখি ক্লাউড ম্যাডামের কাহিনীর জন্য বইসা আচে!!!!
ক্ষিক্জ
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১২
নাফিস ইফতেখার বলেছেন: ক্ষিক্জ.......
৩৮| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৩
অ্যামাটার বলেছেন: ওরেরে...পুলাপাইন গুলা গ্যালো রে...X_X
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১১
নাফিস ইফতেখার বলেছেন: X একটা কম হয়ে গেলো না......?
৩৯| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: গেছে তো অনেক আগেই। ব্যান খাইয়া ভাল লাগতেছে। নিজেরে বস বস মনে হইতেছে। :ঢ়
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩
নাফিস ইফতেখার বলেছেন: ব্যান খাইসেন নাকি? কেন খাইলেন.......?
৪০| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৯
একজন ব্লগার বলেছেন: পুলাপাইন আর মানুষ হইলো না!
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৫
নাফিস ইফতেখার বলেছেন: পুলাপাইন মানুষ হওয়ার চেষ্টায়ই রত আছে.......পরিপূর্ণ মানুষ.......
৪১| ২৮ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৩১
শফিউল আলম ইমন বলেছেন: ব্যপক মজা পাইলাম।
নিজের কাহিনি মনে পইড়া গেলো।
৫০ এর অভিনন্দন।
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৬
নাফিস ইফতেখার বলেছেন: মজা দিয়ে মজা পেলাম......৫০ এর শুভেচ্ছা গৃহীত হলো.......
৪২| ২৮ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৩
রাজামশাই বলেছেন: ওরেরেরে
মজা পাইলাম
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০১
নাফিস ইফতেখার বলেছেন: ওরেরেরে.......কত মজা পায়রে........
৪৩| ২৮ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৩
রাফা বলেছেন: গোপণীয় জিনিসর প্রতি আকর্ষণ বেশিই হয়।পিনআপ ম্যাগাজিনের পাতা উল্টানোর শিহরন আজও মনে পড়ে।
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০২
নাফিস ইফতেখার বলেছেন: আহা!
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৩
নাফিস ইফতেখার বলেছেন: কোন কোন ম্যাগাজিন উল্টাতেন?
৪৪| ২৮ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৫
রেটিং বলেছেন: *****
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩
নাফিস ইফতেখার বলেছেন:
৪৫| ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২২
কৌশিক বলেছেন: ধুরো, কি পড়মু ভাবলাম, আর কি পড়লাম! মাইনাচ।
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৬
নাফিস ইফতেখার বলেছেন: কি পড়বেন ভাবছিলেন? আমি স্ট্রিপিং করমু......?
৪৬| ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪
এমিল বলেছেন: অভিনন্দন
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৫
নাফিস ইফতেখার বলেছেন:
৪৭| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০২
কেবলা কান্ত বলেছেন: আমি তো এমনি এমনি খাই খিক্জ
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৫
নাফিস ইফতেখার বলেছেন: কি খান?
২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১২
নাফিস ইফতেখার বলেছেন: কেন খান?
৪৮| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩১
অরণ্যচারী বলেছেন: বাংলাদেশের অধিকাংশ টিনএজারের অভিজ্ঞতা বোধ হয় একই রকম....একটা সময় প্রচুর দেখেছি....কিন্তু এখন বছরে একবারও দেখা হয় নাকি সন্দেহ। আসলে ঠিকই বলেছেন,একেই হয়তো প্রাপ্তবয়স্কতা লাভ বলে...+
২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৫
নাফিস ইফতেখার বলেছেন: আসলে এই দেখাদেখির বিষয়টা যতোটা নীতিবিরোধী ও অন্যায় বলে মনে হয় ঠিক ততোটা নয়......মানুষ কিন্তু অস্বীকার করতে পারবে না যে এগুলো দেখে তারা কিছু শেখেনি......হয়তো আমাদের আপত্তি এই বিষয়টা নিয়ে এই জন্য যে, অধিকাংশ এ্যাডাল্ট ফিল্মে যৌনতাকে এমনভাবে দেখানো হয় যা আমাদের সমাজে আজো ৮০% বিবাহিত/বিবাহিতা নর-নারীর মধ্যে প্রচলন নেই......এ্যাডাল্ট ফিল্মে ভায়োলেন্সও থাকে প্রচুর.....আর তার উপর এই যে দুই বা ততোধিক মানুষ জেনে বা না জেনে ক্যামেরার সামনে যৌনক্রয়ায় লিপ্ত আছেন এর অবৈধতা তো আছেই......কিন্তু অস্বীকার করার উপায় নেই যে মানুষের যৌন জীবনে এর ইতিবাচক প্রভাবও আছে......বিবাহিতরা হয়তো ভালো বলতে পারবেন.......তবে খারাপ দিকের মধ্যে রয়েছে এসব দেখে শিক্ষা গ্রহন করে তার অপব্যবহার করা......সমাজে ধর্ষণ, যৌন নিপীড়ন তেমনই কিছু অপব্যবহার.......
৪৯| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৪
মুহিব বলেছেন: ছিছিছিছিছিছিছিছিছিছিছিছিছিছি আপনি এত খারাপ। আমি তো ভাবতেই পারি না পর্নো দেখার কথা।
(এভাবে তো আমারও দিন পার হত।)
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪০
নাফিস ইফতেখার বলেছেন: আপনার গা ধোয়া পানি থেকে নির্ঘাত তুলসি পাতার নির্যাস পাওয়া যাবে.......
৫০| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৯
আসিফ আহমেদ বলেছেন: "নাপিষ ঈপটেক্ষারের 9X2 নামা"
লেখক: নাপিষ বয়োঃপ্রাপ্ত
প্রকাশনী: "ভিসিআরের গুষ্টি কিলাই" প্রকাশনী
পটভূমি: কোন একদিন ভিসিআরের আটকে যাওয়া ক্যাসেট থেকেই এই গাণিতিক সূত্রের আবিস্কার এবং এভাবেই বয়োঃপ্রাপ্ত হয়ে ওঠার আঠালো কাহিনী।
মূল্য: চুরি করে না পড়লে মজা নাই (ভ্যাট সহ)
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৫
নাফিস ইফতেখার বলেছেন: হা হা হা হা হা........আপনাকে অসংখ্য প্লাস...... + + + + + + + + + +
খুবই ভালো হয়েছে কাভারটা......... অনেক ধন্যবাদ......
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০১
নাফিস ইফতেখার বলেছেন: এই বইটা বইমেলার ৪র্থ আসরে প্রকাশের সম্ভাবনা আছে........কাভার ও কাভার নির্মাতা হিসেবে নাম আপনারই থাকবে তবে হয়তো বইয়ের নামটা একটু পরিবর্তন হবে.........
৫১| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৭
প্রচেত্য বলেছেন: ছাব্বাছ
হেভ্ভী হইছে
জীবনের সরল কথাগুলোর এমন সহজবোধ্য বহি:প্রকাশ, পড়তেই ভাল লাগল
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৮
নাফিস ইফতেখার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো......
৫২| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৫
আসিফ আহমেদ বলেছেন: আমার নাম দিতে হবেনা, আর যা চেন্জ করা লাগে করে দিয়েন সমস্যা নাই। আমি জাস্ট একটু ট্রাই করলাম আরকি
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬
নাফিস ইফতেখার বলেছেন: নাম থাকতেই হবে.......
৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
নাফিস ইফতেখার বলেছেন: নাম নাই তো কাম নাই.......
৫৩| ২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৫
কেবলা কান্ত বলেছেন: পুলাপাইনের যে কি হইলো কিয়ামত নজ্দিক, পরনো পুষ্টে এত কমেন্টস
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৮
নাফিস ইফতেখার বলেছেন: পোলাপাইনরে বেড়ে ওঠার সুযোগ দিন.......
৫৪| ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
নুশেরা বলেছেন: স্পর্শকাতর ও বিপজ্জনক বিষয়ে সাবলীল, বুদ্ধিদীপ্ত ও মানবিক লেখা।
চমত্কার।
২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
নাফিস ইফতেখার বলেছেন: অধিকাংশ মেয়েরা এই ধরনের স্পর্শকাতর পোস্টে খুব একটা সাচ্ছন্দ্য বোধ করেন না বিধায় সচরাচর কমেন্ট করেন না.....বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহন করে কমেন্ট জানানোর জন্য অভিনন্দন......
৫৫| ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
আহসান হাবিব শিমুল বলেছেন: কৌশিক বলেছেন: ধুরো, কি পড়মু ভাবলাম, আর কি পড়লাম! মাইনাচ।
হাহাহাহা.......।
প্রথমে ভেবেছিলাম দৃষ্টি আকর্ষনি লেখা,তাই পড়িনাই।
ভালো লিখেছেন।
তয় আপনার চেয়ে আমি স্বল্পায়ু।জন্মগ্রহন এবং মৃত্যবরন দুই ক্ষেত্রেই
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১১
নাফিস ইফতেখার বলেছেন: তয় আপনার চেয়ে আমি স্বল্পায়ু।জন্মগ্রহন এবং মৃত্যবরন দুই ক্ষেত্রেই
মানে বুঝলাম না......
৫৬| ২৮ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
নুশেরা বলেছেন: লেখক বলেছেন: বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহন করে কমেন্ট জানানোর জন্য অভিনন্দন......
এর কৃতিত্ব লেখকের। কারণ একটাবারের জন্যও লেখাটা কোথাও "ভালগার" হয়নি। এই পরিমিতিবোধ বিরল।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ...........
৫৭| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১২
কানা বাবা বলেছেন:
ল্যাকা ব্যাপ্পোক্ হৈচে...
পিলাচায়ণ...
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদায়ন..........
৫৮| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৭
নিঃসঙ্গ বলেছেন: +
সত্য কথা এখন আর এইরকম করে কেউ বলে না ।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৮
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ......
৫৯| ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৫
মুকুল বলেছেন:
২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৩
নাফিস ইফতেখার বলেছেন:
৬০| ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৮
নাফিস ইফতেখার বলেছেন: আসলে এই দেখাদেখির বিষয়টা যতোটা নীতিবিরোধী ও অন্যায় বলে মনে হয় ঠিক ততোটা নয়......মানুষ কিন্তু অস্বীকার করতে পারবে না যে এগুলো দেখে তারা কিছু শেখেনি......হয়তো আমাদের আপত্তি এই বিষয়টা নিয়ে এই জন্য যে, অধিকাংশ এ্যাডাল্ট ফিল্মে যৌনতাকে এমনভাবে দেখানো হয় যা আমাদের সমাজে আজো ৮০% বিবাহিত/বিবাহিতা নর-নারীর মধ্যে প্রচলন নেই......এ্যাডাল্ট ফিল্মে ভায়োলেন্সও থাকে প্রচুর.....আর তার উপর এই যে দুই বা ততোধিক মানুষ জেনে বা না জেনে ক্যামেরার সামনে যৌনক্রয়ায় লিপ্ত আছেন এর অবৈধতা তো আছেই......কিন্তু অস্বীকার করার উপায় নেই যে মানুষের যৌন জীবনে এর ইতিবাচক প্রভাবও আছে......বিবাহিতরা হয়তো ভালো বলতে পারবেন.......তবে খারাপ দিকের মধ্যে রয়েছে এসব দেখে শিক্ষা গ্রহন করে তার অপব্যবহার করা......সমাজে ধর্ষণ, যৌন নিপীড়ন তেমনই কিছু অপব্যবহার.......
৬১| ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫
আমি ও আমরা বলেছেন: আপনার লিখাটা ভালো লাগল।
২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৩
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ......
৬২| ২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১০
অন্য ভাবনা বলেছেন: সত্যি কথা। সুন্দর গল্প। ধন্যবাদ
২৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২
নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ........
৬৩| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
কাঙাল বলেছেন: এই কতা, আমি মনে করলাম নাপিচ মিয়ার পর্নো জীবন কাহিনী, মাইনে, পর্নো ছবিতে অভিনয় কাহিনি এখানে থাকবে
পর্নো ছবির নায়ক নাপিচ মিয়া
২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
নাফিস ইফতেখার বলেছেন: ব্লগার কৌশিকও তাই ভেবেছিলেন.......
৬৪| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
রবিন০৪ বলেছেন: ভাই অতীত মনে করাইয়া দিলেন। প্রথম দেখি কলেজে থাকতে বন্ধুদের সাথে হলে... তার পর নিজের হয়ে গেলাম গুরু। পরে কত বন্ধুযে আমার বাসায় ভিসিআর এ দেখছে ...
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৩
নাফিস ইফতেখার বলেছেন: বাহ! বাহ!
৬৫| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
এরশাদ বাদশা বলেছেন: নুশেরার মন্তব্যটি ভালো লাগলো।
খুব স্পর্শকাতর বিষয় নিয়ে লেখা। ভালগারাজিম ছাড়া এ রকম আকর্ষক লেখা লিখতে পেরেছেন আপনি। কৈশোরে কমবেশী সবাই নিষিদ্ধ জিনিসকে জানতে চায়। এতে দোষের কিছু নেই। কাজী আনোয়ার হোসেনের যৌন বিষয়ে সাধারন জ্ঞান বইটিতে টিনএজারদের উপকারি অনেক কিছুই আছে। সকল সচেতন অভিভাবকের উচিত এ বইটি তাদের পুত্র-কন্যাদের হাতে তুলে দেয়া।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪
নাফিস ইফতেখার বলেছেন: বইটির ব্যাপারে জানতাম না......
৬৬| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কোনো এক আজিব কারণে নাপিচ ভাইয়ের পুষ্টে কমেন্ট এর অভাব হয় না!!
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৩
নাফিস ইফতেখার বলেছেন:
"কোনো এক আজিব কারণে নাপিচ ভাইয়ের পুষ্টে কমেন্ট এর অভাব হয় না!!"
সেই আজিব কারনটি হলো:
রোজ এখানে ১ টাকা ফেলি আর দোয়া করি যেন আমার পোস্টের হিট + কমেন্ট বাড়ে খিক খিক
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
নাফিস ইফতেখার বলেছেন: বুঝলেন?
৬৭| ২৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
গিফার বলেছেন: হা হা হা খিকজ.......
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪২
নাফিস ইফতেখার বলেছেন: হি হি হি........
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৮
নাফিস ইফতেখার বলেছেন: এতো হাসেন ক্যান?
৬৮| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৭
আহমেদ হেলাল ছোটন বলেছেন: ভালো লিখেছেন।
আমার "প্রফেশনাল" কাজে আসবে আপনার লেখাটা।
হা হা হা ..........।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪০
নাফিস ইফতেখার বলেছেন: কি ধরনের প্রফেশনাল কাজ বলবেন কি? জানতে খুব ইচ্ছে করছে......
৬৯| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০০
গিফার বলেছেন: আহা খুব ইচ্ছা করছে.....
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫
নাফিস ইফতেখার বলেছেন: আহা!
৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৪
নাফিস ইফতেখার বলেছেন: কি ইচ্ছা করছে?
৭০| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৪
আহমেদ হেলাল ছোটন বলেছেন: এইটা তো বিজনেস সিক্রেট।
তবে কাজটা অবশ্যই "প্রফেশনাল"
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪
নাফিস ইফতেখার বলেছেন: হি হি হি
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১২
নাফিস ইফতেখার বলেছেন: নাটক/ফিল্ম হইলে আমার নাম না গেলে কিন্তু কপিরাইট কেস খাবেন.......হুশিয়ার.......
৭১| ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৫
কাল্পনিক বলেছেন: ভালো লেগেছে।
আমার কিন্তু লেসবিয়ান ভালোই লাগে (দুইটা মেয়ের সাথে নিজেকে ভাবতেই অন্যরকম লাগে!)।
মেয়েদের সাড়া দেখে ভালো লাগলো। ভার্সিটিতে খুব ঘনিষ্ট কিছু মেয়ের সাথে আলোচনা করেছিলাম, বেশিরভাগই স্বীকার করতে চায় না!
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১২
নাফিস ইফতেখার বলেছেন: ভার্সিটিতে আমিও ঘনিষ্ট কিছু মেয়ের সাথে আলোচনা করেছি......তারা অনেকেই অবশ্য স্বীকার করেছে......
৭২| ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৫
অচেনা সৈকত বলেছেন: ভালো লেখা। আপনার অভিজ্ঞতার সাথে নিজের অনেকগুলোই মিলে গেল। (হায় হায়, এই কমেন্ট করায় আবার না উইপোকার দল পিছনে লাগে!!!)
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৩
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ......
৭৩| ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৮
পাপী বলেছেন: ওরে নাপিস, ফাডাইয়েলছিস!! মেঘ এইটা কি কইলো?
রাশিয়ান মুভিগুলার ধারেকাছেও কেউ নাই..। ওদের শিল্প বোঝার খমতা এখনো ইংরেজদের হয় নাই!!
আসিফের ফডুডা জুশ!!
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৮
নাফিস ইফতেখার বলেছেন: খিক খিক........
৭৪| ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৭
দূরন্ত বলেছেন: আমি প্রথম সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলাম। তারপর বিরতির সময় হলের ভেতর হাঁটতেছি। এ সময় আমাদের প্রতিবেশী বড়ভাইয়ের সাথে দেখা।
প্রথমে আমি তো ভয়েই শেষ। আমি ওনার দিকে তাকাই না। উনিও আমার দিকে তাকায় না। মনে হইলো যেন কেউ কাউকে চিনিই না....
পরে এ ব্যাপারটা নিয়ে উনি কাউকে কিছু বলে নাই। আমিও কাউকে কিছু বলি নাই
পোস্টের জন্য ধন্যবাদ। ভালো লাগলো।
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৫
নাফিস ইফতেখার বলেছেন: হা হা হা.......প্রতিবেশীর কিছু বলার সুযোগ ছিল না.....কারন উনিও দেখতে গিয়েছিলেন.......
ধন্যবাদ!
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৮
নাফিস ইফতেখার বলেছেন: আপনার বয়স কত ছিল তখন?
৭৫| ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
সজল বলছি বলেছেন: আমার লাষ্ট পোষ্টা মুইচ্ছা দিলেন???
৩১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৭
নাফিস ইফতেখার বলেছেন: লাস্ট পোস্ট মুছে দিলাম মানে? কোন পোস্টের কথা বলছেন?
৭৬| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধুওরো মিয়া! এইখানে এডাল্টের কিছু আছে নাকি??? আমগোতো দেখতে দেখতে চোক পইচ্চা গেল।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২১
নাফিস ইফতেখার বলেছেন:
৭৭| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫
পারভেজ বলেছেন: এক ঈদের রাতে সারা রাত ভিসিডি র হেড এ কাগজ ধরে বসে ছিলাম। আমরা ভাড়া করেও আনতাম। পুরোনো কথা মনে করায়ে দিলেন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ......
৭৮| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
মুনীর উদ্দীন শামীম বলেছেন: @ বীর শ্রেষ্ঠ..............
এতো দেখি 'ইসলামিক' পর্ণোগ্রাফি (আবার তা পাকিস্তানী বংশজাত)...
...................................................................
নাফিস..........আপনাকে ধন্যবাদ...........এবং +++
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২
নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ.......
৭৯| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫
মুনীর উদ্দীন শামীম বলেছেন: লেখক বলেছেন: এইডা কি? কোন গল্পের লাইন নিচানিচি লিখসেন?
নকল নামধারী 'রাজাকার'টা আমার ব্লগেও এটি পেস্ট করে এসেছে...
যোগ্যতা না থাকলে যা হয়............
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
নাফিস ইফতেখার বলেছেন: কমেন্টের নামে গদ্য-ন্যায়-পদ্য দিয়ে ভরকানোর চেষ্টা......আর কি?
৮০| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
আন্দালীব বলেছেন: নুশেরা বলেছেন:এই পরিমিতিবোধ বিরল
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫
নাফিস ইফতেখার বলেছেন:
৮১| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
মুহিব বলেছেন: এভাবেইতো বড় হলাম। দোকানের সিডি, হার্ডডিস্ক, রাশান চ্যানেল।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬
নাফিস ইফতেখার বলেছেন: তাই নাকি?.....আচ্ছা সবার অভিজ্ঞতাই দেখছি প্রায় একই ধরনের অথচ আমরা কেউই এ ব্যাপারে অবগত নই.....আসলে অভিজ্ঞতা শেয়ার করলে বোঝা যায় প্রতিটা মানুষের জীবন কতোটা সামন্জ্ঞস্যপূর্ণ বিদ্যমান.....
মন্তব্যের জন্য ধন্যবাদ!
৮২| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
যাযাবর পাখি বলেছেন: ধন্যবাদ সেই সময়ের কথা মনে করিয়ে দেয়ার জন্য.।আসলে আমরা সবাই কম বেশি অইসব দেখেছি প্রথম জীবনে.।আমি আর ব্লগার-পল্লী বাউল তখন ঢাকায় একসাথে কাজ করি।।দিলখলা আর প্রানবন্ত অই মানুষটির সাথে পরিচয় হবার পরদিন আমাকে তিনি কি উপহার দিয়েছিলেন জানেন? তার এক্স সিডি সমগ্র !!! কত জাতের যে উপকরন ছিল অই সিডি বক্স এ।।এমনকি গে-সেক্স ও ছিল.।আজ জীবন এর এ পযায়ে আমি লন্ডন ।।উনি ফেনিতে.।হায় নস্তালজিয়া
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
৮৩| ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭
বিডিআর বলেছেন: আসলেই ভালো লেগেছে +
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ
৮৪| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫১
সজল বলছি বলেছেন: টারজান কেডা কেডা দেখছেন হাত তোলেন। দারুন লাগছিল জিনিসটা।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৬
নাফিস ইফতেখার বলেছেন: দেখি নাই........
৮৫| ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৮
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আবার কয়.... টারজান... আহ......
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
নাফিস ইফতেখার বলেছেন: টারজান দেখি নাই......
৮৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬
মেন্টাল বলেছেন: টারজান আমি দেখছি, আমার দেখা সেরা একটা পর্ণো।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৫
নাফিস ইফতেখার বলেছেন: আমি দেখি নাই.......
৮৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
শাদা-অন্ধকার বলেছেন: হট 50x.
-অভিনন্দন।সরল স্বীকারোক্তি।সবার অভিজ্ঞতা প্রায় একই।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৬
নাফিস ইফতেখার বলেছেন: 50!!!!!!!!!!!!!!! খেয়েছে!!!!!!!!!!!!!!!!
৮৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
ওয়ার হিরো বলেছেন: আরে ভাই, টারজান তো জোসিলা জিনিস।
এখনো মুগ্ধ হয়া দেখি এশিয়া ক্যারেরার ফিলম গুলা। আহা
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩০
নাফিস ইফতেখার বলেছেন: আমি দেখতে ছাঈ.......
৮৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
মেন্টাল বলেছেন: টারজানের নায়িকাটা ১৯৯০ সালের মিস হাঙ্গেরী নির্বাচিত হইছিলো
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
নাফিস ইফতেখার বলেছেন: আমি টারজানের ব্যাপারে পুরা মূর্খ.......
৯০| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৬
সাব্বির শাহরিয়ার বলেছেন: আমিও একই গোয়ালে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
নাফিস ইফতেখার বলেছেন: ও ভাই......গোয়াল কন ক্যান? কন একই বনের সিংহ......শুনতে ভালো লাগে.......
৯১| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৭
ফাহমিম বলেছেন: ভাইরে...আপনের লেখার হাত আসে!
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩২
নাফিস ইফতেখার বলেছেন: জ্বি......এইতো এতোক্ষণে বুঝছেন যে আমি লেখাটা হাত দিয়ে লিখসি........
৯২| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৪
সজল বলছি বলেছেন: টারজানের নায়িকাটা ১৯৯০ সালের মিস হাঙ্গেরী নির্বাচিত হইছিলো
তাই নাকি? জটিল জিনিস... ইমানে কইতাছি............
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩৩
নাফিস ইফতেখার বলেছেন: আমি এমনতর জটিল জিনিস দেখতে ছাঈ.......
৯৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৪
লুকার বলেছেন:
যারা বিচিত্র রকমারি যৌন বিষয়ে স্বল্পসময়ে বিশেষজ্ঞ হইতে চান, তারা পেন্টহাউজ রিডার্স ফোরামের লেটার-কালেকশনগুলা পইড়েন।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
নাফিস ইফতেখার বলেছেন: এটা দেখছি নতুন সংযোজন......
৯৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৪
সজল বলছি বলেছেন: ফুতপাতে খোঁজেন। পাইয়াও যাইতে পারেন। দেইখা আমারে দিয়েন। কতোদিন ওই সব দেহিনা........
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১০
নাফিস ইফতেখার বলেছেন:
৯৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: একেই হয়তো প্রাপ্তবয়স্কতা লাভ বলে.........
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
নাফিস ইফতেখার বলেছেন: হয়তো.......
৯৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩০
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: লেখার ধরন খুব সুন্দর, মনে হলো এমনি একটা ছেলেবেলার কাহিনী পড়ছি। এমন একটা স্পর্শকাতর ব্যপারকে এভাবে উপস্থাপন করাটাও বেশ কঠিন। পড়তে একটুও অশ্লীল লাগে নি। এই কৃতিত্বটার জন্য অভিনন্দন।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ ঝড়কণ্যা.........
৯৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০১
মোহিত বলেছেন: অসাধারণ
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪১
নাফিস ইফতেখার বলেছেন:
৯৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭
হুমায়ূন সাধু বলেছেন: "লেখক বলেছেন: আপনি কি ফারুকীর ভাই ব্রাদারের কেউ নাকি ভাই?"
- জ্বিনা, উনি ফারুকীর ভাই ব্রাদারের কেউ না।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
নাফিস ইফতেখার বলেছেন: আচ্ছা!
৯৯| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৪
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ম্যালাদিন পরে আবার পুস্টটা পর্তে আয়া কমেন্টাইয়া গেলাম। নাফিস বাই, বালো আচেননি?
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮
নাফিস ইফতেখার বলেছেন: আছি ভালোই আল্লাহর রহমতে........আপনাকে তো দেখাই যায় না........কেমন আছেন?
১০০| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: জ্বি ভাই। বস্তাপচা অনুষ্টান দেক্তাচি টিবিতে।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৩
নাফিস ইফতেখার বলেছেন: চ্যানেল আইতে "সেরা কণ্ঠে সোনালী ফ্রেম" দেখেন......খুবই ভালো হচ্ছে.........
১০১| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫১
মৈথুনানন্দ বলেছেন: @নাফিস সার
শব্দটাকে বদলিয়ে পর্নপরিচয় করুন - ভালো বিক্কিরি হবে!
পুনশ্চ : আমার বইয়ের সেকন্ড ভার্সনের নতুন প্রচ্ছদ কই - খেলুম নে।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২২
নাফিস ইফতেখার বলেছেন: বইয়ের সেকেন্ড ভার্শন বের করার প্রয়োজন পড়লো কেনো হঠাৎ?
১০২| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৬
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: ওরেরে.........................
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৯
নাফিস ইফতেখার বলেছেন: ওরেরে..................
১০৩| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০
অদ্ভুতুড়ে বলেছেন: ভালো লেগেছে
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩
নাফিস ইফতেখার বলেছেন: ভালো লাগাতে পেরে ভালো লাগছে...........
১০৪| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
আকাশনীল বলেছেন: নাফিস ভাই, জোশ লিখসেন
আপনার লেখা পরে লেখলেখির ব্যাপারে কিছু সাহস পাইলাম
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৯
নাফিস ইফতেখার বলেছেন: খিক খিক............
১০৫| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
আকাশনীল বলেছেন: নাফিস ভাই, জোশ লিখসেন
আপনার লেখা পরে লেখলেখির ব্যাপারে কিছু সাহস পাইলাম
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৯
নাফিস ইফতেখার বলেছেন: খিক খিক............
১০৬| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: আরে !!! এই পোস্টে আমার কমেন্ট গেলো কৈ !
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১০
নাফিস ইফতেখার বলেছেন: কমেন্ট করেছিলেন নাকি?
১০৭| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: মনে তো হয় কর্ছিলাম । বুঝতাছিনা আসলেই কর্ছিলাম কিনা !!!
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৮
নাফিস ইফতেখার বলেছেন: আমি শেষ কবে কারো মন্তব্য মুছেছি আমার নিজেরই মনে নেই.....মনে হয় আমার ৩য় পোস্টে......তাও সেই পোস্টটাও এখন আর নেই........মুছে দিয়েছি........
১০৮| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৭
পথিক!!!!!!! বলেছেন: সবাই দেখে ..কেউ উতিহাস ভুলে যায়..
আপনি মনেই রাখেন নি চয়ন ও করেছেন
সাধু বাদ
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩১
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ!
১০৯| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩
নোবেলজয়ী বলেছেন: Click This Link
পর্নিশ গল্প...পরে দেখুন
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫২
নাফিস ইফতেখার বলেছেন: দেখে কমেন্টও করে এলাম...........
১১০| ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
পারভেজ রানা বলেছেন: মন্তব্য করব না।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৫
নাফিস ইফতেখার বলেছেন: কারনটা অজানাই রইলো........
১১১| ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৯
নকীবুল বারী বলেছেন: আমার ফেভারিট পর্নস্টার টেরা প্যাট্রিক। ৩৬ডিডি-২৬-৩৪ ভিয়েতনাম ইনহেনচান। ২০০৭ সালে বেষ্ট একট্রেস পুরষ্কার পাইছে। মাইক্রোবায়লজিতে গ্রাজুয়েট(হেদী পেদি না.......আগে বারে বা স্ট্রিট ক্যাফেতে কাম করতো এমুন না)
বিশাল ইতিহাস মামা...........তবে আপনার মতই কিছুটা....
পোস্টের লাইগা থ্যাঙকু.........
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৪
নাফিস ইফতেখার বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
১১২| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭
নতুন বলেছেন: প্রথম বার দেখছিলাম দরজার ফাক দিয়া...
আর ১৯৯৯ এ যখন কম্পিউটার কিনলাম তখন ... ইনিস্টল করার সময় আমাকে জিঙ্গাসা করলো কি কি দিবো.... বললাম সবকিছু... কিন্তু আমি পন`গ্রাফীক কিছু বুঝাইনাই.... কিন্তু বাসায় নিয়া তো সারা রাত জেগে বিবিন্ন জিনিস দেখতা ছি.....
ঠিক পেছনে খাটে মামা আর এক চাচাতো ভাই ঘুমাইতাছে....
হঠাত কইরা এক ফোলডারে কিছু jpg file দেইখা ক্লিক করছি.... সাথে সাথে পদা` জুইরা fullscreen e সেই করকম ছবি চইলা আইলো..... কেমনে কি করুম কেমনে বন্ধ করুম খুইজা পাইতে সময় লাগছিলো...... বন্ধকরার পরে দেখি ঘেমে অস্থির... .. পরি খুইজা দেখি বেচারা লিটন ভাই সবই দিছে ঐ ফোলডারে...
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৯
নাফিস ইফতেখার বলেছেন: উফফ!!!........
১১৩| ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩২
নাফিস ইফতেখার বলেছেন: আহ! এই সেই পোস্ট! মনে পড়ে যায়!
১১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০০
মীর ইমাম বলেছেন: হুম,,,,,,,,
আপনার লেখায় আপনার শৈশবের কথা সুন্দর ভাবে ফুটে উঠেছে।
অনেক ভালো লাগলো।
আমি এই ব্লগে নতুন।যে ৫-৫ জনের লেখা নিয়মিত পড়ি,আপনি তাদেরি একজন।
৫০!!! অভিনন্দন আপনাকে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮
নাফিস ইফতেখার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!
১১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০২
মীর ইমাম বলেছেন: ৪-৫ জন লিখতে গিয়ে,,,,,,আফসোস
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
নাফিস ইফতেখার বলেছেন:
১১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫১
ডেমিয়েন থর্ন বলেছেন: টারজান আমার দেখা প্রথম টা। পুরাই জটিল।
বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে, শিখতে হবে, শেখাতে হবে।
কিন্তু কিভাবে???
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
নাফিস ইফতেখার বলেছেন: কিন্তু কিভাবে???
১১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫
রুমমা বলেছেন: কি অবস্থা.......।তবে লিখেছেন ভালো।সব ছেলেদেরই এই অভিগ্গতা আছে মনে হ্য়.।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪২
নাফিস ইফতেখার বলেছেন: আসলে প্রায় সবারই অভিজ্ঞতা পুরোপুরি একরকম না হলেও পরস্পর সমতূল। আবার অনেকে আছে যারা এগুলো জানেই না বা জানতে চায় না বা জানার সুযোগ পায় না। মেয়েদের অভিজ্ঞতাগুলো আরো মজাদার - বেশ কয়েকজনের কাছ থেকে শুনে আমার তাই মনে হয়েছে।
১১৮| ০২ রা মার্চ, ২০০৯ রাত ২:৪৮
'লেনিন' বলেছেন: নুশেরার মন্তব্যটিই রিপিট করতে চাই।
নিজের অভিজ্ঞতা হালকা বলে যাই, বন্ধুর 286 মেশিনে "স্ট্রীপ পোকার থ্রি" খেলা। ভিসিআরে কখনোই চেষ্টা করিনি, মানে করতে হয়নি কারণ ফ্লপিডিস্ক প্রযুক্তিবিদ হয়ে গিয়েছিলাম
জেপেগ আর বিএমপি(প্রাগৈতিহাসিক যুগের) দেখে শুরু কিন্তু ভিডিও দেখার সৌভাগ্য অনেক অনেক পরে(এইচএসসি'র পর), কারণ ফ্লপি ডিস্ক যুগে এমপিফোর ফরম্যাট ছিলোনা। হা হা
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৪
নাফিস ইফতেখার বলেছেন: হা হা হা.......মজার অভিজ্ঞতা আপনার.......
১১৯| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৫
লুথা বলেছেন: কাদের এই লিখা ভাল লাগে নাই ?? অনাদের কি ইয়ে তে ইয়ে আছে নাকি ?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৪
নাফিস ইফতেখার বলেছেন: কে জানে........
১২০| ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৪
তায়েফ আহমাদ বলেছেন: কস্ কিরে মমিন!
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০১
নাফিস ইফতেখার বলেছেন: হরে মমিন হ!
১২১| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০০
নাজমুল হক রাসেল বলেছেন: সজল বলছি বলেছেন: টারজান কেডা কেডা দেখছেন হাত তোলেন। দারুন লাগছিল জিনিসটা।
আরে ভাই অইবার ভারসিটি এ কেবল ভরতি হইলাম। তহন আস্ল টারজানের সেই বস্তু। ভোলার না
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০৯
নাফিস ইফতেখার বলেছেন: বাহ্!
১২২| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৮
ফ্রুডো বলেছেন: কিলাস এইটে থাকতে পাশের বাসার বড় ভাই যায় যায় দিনের ইকডা লিখা ধরাইয়া দিসিল। এক বুড়ো দম্পতি এক জোড়া টিকটিকিকে দেখে পুরানো দিনের স্মৃতিচারণ করার কাহিনী। ঐ টাই এ বিষয়ে আমার প্রথম পড়া।
পড়েই গায়ে কাপুনী উঠে গেসিল।
জুস লিখসেন। শুভ নববড়সো।
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২১
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! মজার স্মৃতি! শুভ নববর্ষ!
১২৩| ০৩ রা মে, ২০০৯ রাত ৮:৪১
শরীফ উদ্দীন বলেছেন: নাফিস ভাই, যোশ লিখেছেন। অবশ্য মানুষের জীবনাভিজ্ঞতা পড়তে আমার কাছে বেশ ভালই লাগে। তা যেমন ধরনেই হোক। ফাকে আমার অভিজ্ঞতার কথাটাও বলে দেই। আমি কবে দেখেছি তা মনে নেই। তবে প্রথম পর্ণো ছবি দেখেছি ভিউ কার্ডে আমার এক চাচাতো ভাইয়ের কাছে। সেটা সম্ভবত ক্লাস ৯/১০ এ হবে। আর আমার ফ্যামিলি একটু ইসলামি মাইন্ডেট হওয়ায় আমার বাসায় টিভি বা ভিসিডি কিছুই ছিল না। তাই এই ভিডিও দেখার অভিজ্ঞতা তখনো হয়নি। এরপর ২০০৪এ S.S.C পরীক্ষার পর কম্পিউটার কিনলাম। কিন্তু নেট চালাতে পারিনা। তখন সাইবারে গিয়ে ব্যবহার করতাম। কম্পিউটারের কিছু কিছু বুঝলেও তখনও নেটে পুরোপুরি অজ্ঞ। এক বন্ধুকে ধরলাম আমাকে নেটের ব্যবহার শেখাতে। বন্ধু আমার নেট ব্রাউজিং শেখার পর্ব শুরু করল ওয়ার্ডসেক্সডটকম দিয়ে। সেই থেকে শুরু। কতদিন কত টাকা আর সময় নষ্ট করেছি এর পেছনে। গত এক বছর আমার বাসায় নেট কানেশন। স্পিডও সাইবার থেকে বেশ ভাল। কিন্তু আজ আর ঢুঁ মারা হয় না সে সাইটগুলোতে যে গুলোর রেগুলার ভিজিটর ছিলাম। শুধু তাই না, বাসায় এখন পর্ণ ফিল্টার ইউজ করি। ছোট বোন নেট সার্ফিং করে যে.......................।
০১ লা জুন, ২০০৯ রাত ৯:১৫
নাফিস ইফতেখার বলেছেন: আসলে সবার শেষ পরিণতিটাই প্রায় একই রকম.........
১২৪| ০১ লা জুন, ২০০৯ রাত ৮:৫৩
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: "মেয়েদের অভিজ্ঞতাগুলো আরো মজাদার - বেশ কয়েকজনের কাছ থেকে শুনে আমার তাই মনে হয়েছে।"
মেয়েদের মজাদার অভিজ্ঞতা গুলো শেয়ার করেন না............নাম উল্লেখ কইরেন না
০১ লা জুন, ২০০৯ রাত ৯:১৫
নাফিস ইফতেখার বলেছেন: নারে ভাই! সম্ভব না! আমারে কাঁচা গিলে খাবে.........
১২৫| ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৮
ইট-মানব বলেছেন: ভাই huge comment. কেউ ছটি নিআ কিসু লিখলেননা ? আমরা তো physics বই এর ভিতর ছটি বই পড়েই educated hoisi.
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৯
নাফিস ইফতেখার বলেছেন:
১২৬| ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪০
নাজমুল আহমেদ বলেছেন:
সেইম সেইম রে মমিন.................
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৯
নাফিস ইফতেখার বলেছেন:
১২৭| ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪২
নাজমুল আহমেদ বলেছেন:
এই পুষ্টে কিচু মন্তব্য দেইক্কা আবার মনে পরল সামুতে কিচু ১৮ - পুলাপাইন আচে। যাগো গেয়ান বুদ্ধি অখনও পাকে নাই। (মন্তব্য ৮ ও ১৭)
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২১
নাফিস ইফতেখার বলেছেন: হা হা হা........পুরানো কথা!
১২৮| ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩
নাজমুল আহমেদ বলেছেন:
RenTV র কথা বহুত দিন পরে মনে পরল
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২১
নাফিস ইফতেখার বলেছেন: আহা! ক্লাসিক জিনিস!
১২৯| ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৭
আসিফুজ্জমান তমাল বলেছেন: পরে
২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২২
নাফিস ইফতেখার বলেছেন: ?
১৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
শাওন৭৯ বলেছেন: নাপিচরে ভালা পাই।
তয় যত যাই কও MEGA TVরে মিস করা ঠিক হয়নাই।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
নাফিস ইফতেখার বলেছেন: আসলেই ঠিক হয় নাই!
১৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
পলাশ ভাই বলেছেন: Tarzan আমিও দেখছি। চরম জিনিস। নাফিসরে ধন্যবাদ একটা Extream জিনিস শেয়ার করার জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৮
নাফিস ইফতেখার বলেছেন: আমি এখনো দেখতে পারলাম না টারজান!
১৩২| ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
কোর আই সেভেন বলেছেন:
২৯ শে মার্চ, ২০১০ রাত ১০:৫১
নাফিস ইফতেখার বলেছেন:
১৩৩| ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬
কোর আই সেভেন বলেছেন: আমার এক ফ্রেন্ড কে আমার "কালেকশন" সিডি করে দিয়েছিলাম... পরের সাত দিন হদিস পাই নি...
২৯ শে মার্চ, ২০১০ রাত ১০:৫৫
নাফিস ইফতেখার বলেছেন:
১৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২
নষ্ট কবি বলেছেন: ভালো লাগলো। রবি ভাই আমার ও আনেক গল্প আছে......সিনেমা বানাবেন??????
১৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২
নষ্ট কবি বলেছেন: ভালো লাগলো। রবি ভাই আমার ও আনেক গল্প আছে......সিনেমা বানাবেন??????
১৩৬| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১১
মগজ ধোলাই বলেছেন: ভাই তুমি আমার ঘটনার কথা মনে করিয়ে দিলে।আমিও লিখবো আমার অভিঙ্গতার কথা। শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে।
০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৩৮
নাফিস ইফতেখার বলেছেন:
১৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫২
রাখালছেলে বলেছেন: এমনিতেই আপনার পোষ্টে কমেন্টসের অভাব হয় না তারপরো কিছু বলে থাকতে পারলাম না ।আপনার লেখা দেখলে আমি একবার হলেও পড়ে দেখি । চালিয়ে যান । অত:পর ধন্যবাদ
০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৫৩
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ আপনাকেও!
১৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০
পৃথিবীর আমি বলেছেন: জব্বর।
০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৫৪
নাফিস ইফতেখার বলেছেন:
১৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৭
রাজসোহান বলেছেন: খাইচে এইহানে দেহি সব জ্ঞাণীপর্ণ রা
০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৫৪
নাফিস ইফতেখার বলেছেন: ইয়াপ!
১৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
এনটনি বলেছেন: ভাই তো আরেকটু হইলেই লেখাটা "চটি" লেভেলে নিয়া গেসিলেন মালুম হ্য়.........।
১৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৩
মারুফ আহমেদ বলেছেন: ২৮০ টা মন্তব্য....... ও এম জি..... লোল,,,,,,,,,
১৪২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫১
সেই সাম্য বলেছেন: ৫ বার পড়সি, আবার পরতেছি।
ভাই আন্নে পারেন বটে..............................ঝাজা
১৪৩| ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৩৬
সোহেল_সিএসই_ঢাবি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমাদের সবার জিবনেই এমন ওনেক ঘটনা আছে।
খুব হাসি পায় এসব মনে পড়লে।
একবার কোচিং সেন্টারে এর কম্পিউটারে দেখতে গিয়ে স্যার কাছে ধরা খেয়ে কি যে ওবস্হা..
যাক সেগুলি মনে না করাটাই বেটার।
১৪৪| ২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৪৬
রাজিয়েল বলেছেন: আমার ভাইয়া যখন বাইরে যেতো তখন তার রুমে থাকা টিভি আর ভিসিপি তে তারই আনা পোর্ণো দেখতাম।
একদিন দেখছি, হঠাৎ কারেন্ট চলে গেলো। মনে পড়ল আজ তো সারাদিন কারেন্ট থাকবে না, গতকালই মাইকিং করে গেছে!
তারপর চললো সারাদিন আমার ঘাম ছোটা আর প্যানিক। কপাল ভালো ভাইয়া বাসায় ফেরার আগেই কারেন্ট চলে এসেছিল আর আমি সেই সুযোগে সবকিছু যথাস্থানে....................... :!> :#> :>
১৪৫| ১১ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩০
যুবাইর বলেছেন: ওয়ার্ল্ড কাপের সময় রাত জেগে রেনটিভি দেখা!!! মিস করবো এবার!
১৪৬| ১৫ ই জুন, ২০১০ দুপুর ২:১১
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: ণাফিষ বাই, আপনার সরল স্বীকারোক্তির জন্য আপনাকে অভিবাদন জানানো উচিত, আমার তো এত সহজে স্বীকার করার সাহস নাই...............তারপরও বলি, আমার প্রথম দেখা পর্ণো ছিল কার্ড, ভিডিও নয়। এক পাকনা বন্ধুর কাছে পেয়েছিলাম, তাও আবার ১২ টাকা দিয়ে কিনিয়েছিলাম ৪টা কার্ড।.................এখন আর সময়, সুযোগ, ইচ্ছা কোনটাই হয় না, একেই বোধহয় প্রাপ্তবয়স্কতা লাভ করা বলে...............
পোস্টে প্লাস............
১৪৭| ২০ শে জুন, ২০১০ দুপুর ১:২৭
বিষফোঁড়া বলেছেন: বঙ্গদেশ বলেছেন: লেখক বলেছেন: না.....আপনার মন্তব্যটি একটুও পছন্দ হয়নি.....এরকম কথা কেন বললেন?
কইসি কারণ আফনে নিজেই কইসেন চাইতে না চাইতেই আফনার বাড়িতে হেগুলোর স্তুপ আসিল ;
ভাই বঙ্গদেশ,আপনি একটা খচ্চর
১৪৮| ০৪ ঠা জুলাই, ২০১০ ভোর ৪:৩৭
রিফাত হক বলেছেন: ভাই, অনেক মজা লাগলো আপনার লেখা পড়ে। নুশেরা আপার মন্তব্য আমিও সমর্থন করলাম। এমন একটি বিষয় এত সুন্দরভাবে উপস্হাপনের জন্য।
১৪৯| ০৯ ই জুলাই, ২০১০ রাত ১:৩৮
হাফিজ খাঁন বলেছেন: অনেকবার পরলাম, ভালোই লাগে পরতে। প্রচুর মিল, শুধু আমার সাথেই না প্রায় সকলের সাথেই মিলে যাবার কথা।
কার না ভালোলাগে এতো সহজে এতো মধুর স্মৃতির অতিতে কিছু সময়ের জন্যে ফিরে যেতে?
যতবার উকি দিলাম ততবার যদি প্লাস দিতে পারতাম অনেক ভালোলাগতো।
অসংখ্য ধন্যবাদ।
১৫০| ২৭ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪৪
কপালপোড়া বলেছেন: ঠিক । ওগুলার একটা নিদিষ্ট বয়স থাকে , তারপর আর . . . . কত আর দেখবো , নতুনের কি আছে এর মাঝে . . . এই টাইপের হয়া যায় . . . . বাকি থাকে বৌরে নিয়া দেহন । ভাইর কি ওইটাও শেষ ?
১৫১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩০
সৃষ্টি রওনক বলেছেন: আপনে তো অনেক দেরিতে দেখছেন। আমি দেখসি ক্লাশ টু তে পড়াকালীন। তখন বুঝতাম না যে ঘটনা কি? কিন্তু মনে মনে খুব গিলটি ফিল করতাম। ভাবতাম যে শুধু আমিই মনে হয় দেখি। আর কেউ দেখে না। মনে মনে ভাবতাম, আমি আসলে খারাপ হয়ে গেছি। কিন্তু লোভ সামলাতে না পেরে বার বার দেখেছি। কিন্তু যখন বুঝলাম যে। শুধু আমি না, আমার বয়সী সব মাইয়া পোলা দেখে। তখন একটু হাফ ছেরে বাচলাম। কিন্তু মজার কথা হচ্ছে, আমি কখনও ধরা খাই নাই। তবে ভি সি আর এ একবার ক্যাসেট আটকে গেছিলো, ক্যাসেট না বের করা পরযন্ত কি যে টেনশনে ছিলাম !
১৫২| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১০:১২
রিয়াল ফেরদৌস বলেছেন: এইগুলা সবাই দেখে কেউ আগে কেউ পরে। ও্ই বয়সে ধরা খাওয়াটা কি লজ্জার ব্যাপার, হিডেন ফোল্ডার গুলা অনেক উপকারী।
ভি সি পি / ভি সি আর আসার আগে মানুষ কি ভাবে এইগুলা দেখতো ??
প্রযুক্তির কতো খারাপ দিক আছে?
এখনতো এগুলা কেউ আর কিনে দেখে না, নিজেরা বানায়ে দেখে আর জাতিকেও দেখায়।ঘরে ঘরে হোমমেড ফ্লিম তৈরি হচ্ছে এখন।
১৫৩| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:১৫
আসিফ মুভি পাগলা বলেছেন: ৮ ,১১ ও ১৭ নং কমেন্ট দেখে খুব বিরক্ত লাগল । আপনি কমেন্ট মুছেন নাই দেখে বেশ ভাল লাগল । সাবলীল লেখা । নতুন করে আর কি বলব ।
১৫৪| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০১
ইকরি বলেছেন: সাহসী পোষ্ট,তয় ভাইজান কিছু আবাল ফালতু কমেন্টস আছে,অগর থাবরাইয়া রিমুভ করেন।
১৫৫| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৭
চে গুয়েভারা ২ বলেছেন: আপ্নে জিনিয়াস বস
১৫৬| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৫
রিমন০০৭ বলেছেন: +++++++++++++্
১৫৭| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০৬
মিরাজ is বলেছেন: শেষের কথাগুলো চরম সত্য ।
১৫৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৮
বাবুআনা বলেছেন: এটা মনে হয় আমাদের প্রায় সবার জীবনেই ঘটনা...শুধু মানুষ গুলো আলাদা!!!
১৫৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৭
সরল জটিল বলেছেন: উপভোগ্য পোস্ট, মারাত্মক স্বীকারোক্তি
১৬০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:২৪
শিহাদ বলেছেন: আপনার কাহিনীতো পুরোপুরি আমার সাথে মিলে গেল।
সরাসরি প্রিয়তে নিলাম।
১৬১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩১
মুণণা বলেছেন: ভাই, জীবন এ প্রথম এই সব মুভি দেখসি আমি যখন ক্লাস 4 এ পরি, ভাইরে তখন তো tension পরে গিয়েছিলাম যে এরা এমন করতেসে কেন??? :-) .... তখন না বুইঝা দেখসি। বুঝেছি ক্লাস ৮ এর পরি তখন...
১৬২| ২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:২০
অদ্ভুত সেই ছেলে বলেছেন: মাইন্ড কইরেন না ভাই, আ পনার মেশিনে জং আই মিন মরিছা পইরেছে।
১৬৩| ১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৫
নাঈম১২৩৪ বলেছেন: বেশ মজা লাগল
১৬৪| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৩৪
সংবাদ বলেছেন: অনেক সহজ করে কঠনি কথা গুলো বলা পড়ে ভালো লাগল আসলৈ দেখার বেপারটা একেকজনরে দৃষ্টিতে এককে রকম কেউ দেখে জানার কৌতুহলে এ দলের জনসংখ্যা সবচেয়ে বেশি আর কিছু আছে নিজরে কু প্রবিত্তিকে জাগ্রত করার জন্য, তবে একটা ব্যাপার লক্ষ্যনীয় প্রথম দেখার অভিজ্ঞতা অভিন্ন স্থান কাল ঘটনা আলাদা মাত্র
১৬৫| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ২:০৬
জাওয়াদ তাহমিদ বলেছেন:
ফাটাফাটি হইসে ভাই।
আমিও ১ বার ধরা খাঁইতে খাইতে বাইচ্চা গেসি।
১৬৬| ০৭ ই মে, ২০১১ দুপুর ২:২২
ধূসরধ্রুব বলেছেন: আহ কি বয়সই না ছিল । আমি ধরা খাইনাই কিন্তু
আসলে এই যে উপলব্ধি.....এই যে বুঝতে শেখা.......একেই হয়তো প্রাপ্তবয়স্কতা লাভ বলে......... এর চেয়ে সত্য আর কি হতে পারে ??
১৬৭| ১০ ই মে, ২০১১ রাত ১২:৪৬
কালো চিতা বলেছেন: আহরে নাপিচের ভাগ্যটাই পাটা কপাল আমি দরা খাইছি নিচে হইলেও দশ বারো বারতো হবেই
একদম ডাইরেক্ট হাতে নাতে
নো প্রবলেম এখন সবাই জানে :#>
১৬৮| ০৩ রা জুন, ২০১১ ভোর ৪:১২
জিপসি মেহেদি বলেছেন: পেলাস ।
আরো কিসু কৈবার লাগসিলাম । ল্যাহার আগেই যা লেহুম মনে কইরা নিজের কাছেই কিঞ্চিত লজ্জা পাইলাম ।
১৬৯| ১২ ই জুন, ২০১১ রাত ৩:১৭
নিশম বলেছেন: ক্লাস সিক্সে থাকতে প্রথম ছোটোমামার কম্পুতে দেখছিলাম। WWF এর ট্রিষ এর। যখন চালু হইলো, আমি মাউস নাড়াইতে পারতেসিলাম না, হাত কাওতেসিলো! এডা কি হইতাসে! বন্ধ করতে পারিনা, এমন কাপাকাপি করতেসিল হাত! ভয় পাইসিলাম অনেক
১৭০| ১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
শুটকাভাই বলেছেন: তালাইমারীতে দল বেঁধে যাইতাম ব্লু দেখতে। কখনও কখনও মুখ বাইন্দা যাইতাম যাতে সিনিয়র/জুনিয়র ভাইরা বুঝতে না পারে। কি মজাই না পাইতাম! তালাই এর উপর বসে দেখতাম। ছবি চলাকালে অনেককেই দেখতাম হস্তমৈথুন করতে।
১৭১| ১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
জারনো বলেছেন: লেখক বলেছেন: আসলে এই যে উপলব্ধি.....এই যে বুঝতে শেখা.......একেই হয়তো প্রাপ্তবয়স্কতা লাভ বলে.........
সত্যিই তাই। আপনার বুঝতে শিখাকে সাধুবাদ জানাই, কারণ আপনি ঠিক সময়েই বুঝতে শিখে ছিলেন।
১৭২| ১৭ ই জুন, ২০১১ দুপুর ১২:২১
জালটাকা বলেছেন: তাওতো ভাল আজকালকার পলাপাইরা তো নিজেরাই xxx বানায়..
১৭৩| ২৬ শে জুন, ২০১১ ভোর ৪:১২
মিন্ট বলেছেন: সত্য কথা, অনেকদিন ধইরা দেখা হয় না
আসলে ভালও লাগেনা, বয়স হইছে তো ...
সবচাইতে ভাল লাগছে অবশ্য
এই ছবিটা
১৭৪| ০৬ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৫
আল ইমরান বলেছেন: খুব স্বাভাবিক ঘটনা।
১৭৫| ০৬ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৯
জাফরিন বলেছেন:
আপনার লেখাটা দেখে মনে পড়ল।
চাইলে দেখতে পারেন_
........................................................
১৭৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
ইমরান হক সজীব বলেছেন:
১৭৭| ১৯ শে মার্চ, ২০১২ দুপুর ২:২৮
মনপুরা ৪২০ বলেছেন: আসলে ভাই কি কমু।১৮+ দেখলেই মানুস খালি কমেতস করে।
তবে এটা হল প্রথম প্রেমের মত।
১৭৮| ৩০ শে মার্চ, ২০১২ রাত ১২:১৪
আব্দুল্লাহ-আল-মামুন শামীম বলেছেন: "ওহ! নাফিস......তুমি একটা জিনিস বটে!
১৭৯| ২৯ শে জুন, ২০১২ সকাল ১০:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: কি কমু বুঝতাছিনা তবে আমার মনে হয় সবারই এমন অভিজ্ঞতা আছে ,
অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন
০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৩৭
নাফিস ইফতেখার বলেছেন: খিক খিক!
১৮০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৮
ফার্ুক পারভেজ বলেছেন: মনে পড়ল সেই সোনালি দিনের স্মৃতি
এই যে বুঝতে শেখা.......একেই প্রাপ্তবয়স্কতা লাভ বলে.........
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫১
চোরকাঁটা বলেছেন: আহাহারে....।


পুলাডা দিনে দিনে বেলাইনে যাইতাছে গা!
মাইনাছ
খাক খাক খাক