নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি পোলাডারে ব্লগে খাইলো...

নাফিস ইফতেখার

অন্ধ-কালো ফুল...ফুরনো পুতুল...হাওয়া দিক ভুল বারো মাস...এলানো কাজল... ভাঙা রাজমহল...বিষের ছোবল ঝরা শ্বাস...

নাফিস ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন.......

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০০





প্রতিবার যখন আমরা নতুন করে পিসি সেটআপ দেই ভাবি এবার আর পিসিতে কোন জন্ঞ্জাল বাড়াবো না। আউল-ফাউল আজাইড়া সফটওয়্যার সেটআপ দেবো না। কিন্তু প্রতিবারই নিজের কাছে করা এই প্রতিজ্ঞাটা আমরা ভাঙ্গি, পিসি হয়ে যায় স্লো এবং ফলস্বরূপ আবার উইন্ডোজ নতুন করে সেটআপ দিতে বাধ্য হই। এই পোস্টটি লেখার উদ্দেশ্য উইন্ডোজকে প্রথম থেকেই যতোটা সম্ভব গুছানো ও পরিষ্কার অবস্থায় রাখা। এ ব্যাপারে সবার নিজস্ব মতামত আছে। আমি শুধু আমার ব্যাক্তিগত পছন্দগুলোর কথাই বলবো। আসুন তাহলে শুরু করা যাক -



১. অপারেটিং সিস্টেম কথন: ব্লগে অনেককেই দেখেছি যে বাজারে সিডিতে/ডিভিডিতে Windows XP ও Windows Vista এর কিছু মোডিফাইড বা টুইকড ভার্শন পাওয়া যায় সেগুলো ইন্সটল করেন। এগুলোতে কিছু নজরকাড়া থিম ও জরুরী কিছু সফটওয়্যারের পুরাতন ভার্শন উইন্ডোজের সাথেই ইন্সটল হয়। অনেকেই এইসব থিমের লোভে পড়ে এইসব জন্ঞ্জাল সেটআপ দেন ও পরে মাথা চাপড়ান। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এইসব বিশেষভাবে মোডিফাইড/টুইকড সংস্করণের অপারেটিং সিস্টেমগুলো কোন প্রোগ্রাম না চলা অবস্থাতেও কয়েকশ' মেগাবাইট RAM খেয়ে বসে আছে। Windows XP এর এমন টুইকড ভার্শনগুলোতে ভিসতা থিম বলে চালানো কিছু "না-ভিসতা-না-এক্সপি" থিম দেয়া হয় যা দেখতেও যেমনি করে ভালো নয় সাথে সাথে পারফরম্যান্সও কমিয়ে দেয়। আর যারা ভিসতার এমন টুইকড ভার্শন সেটআপ দেন, তাদের আমার ক্ষ্যাত ছাড়া কিছু বলার নেই। ভিসতা হচ্ছে মাইক্রোসফটের আজ অব্দি বানানো সবচেয়ে সুন্দর অপারেটিং সিস্টেম। তারপরেও যদি আপনার অতিরিক্ত থিমের প্রয়োজন হয়, তাইলে বলবো - "ভাই আর যাই করেন বিয়া কইরেন না, আপনার মন ভরাবে এমন মেয়ে নাই"। ফালান মিয়া এসব মোডিফাইড XP/Vista! বাজারে গিয়া ক্লিন ইন্সটল হবে, অর্থাৎ শুধু অপারেটিং সিস্টেম বাদে আর কিছু ইন্সটল হবে না এরকম সিডি কিনে নিয়ে আসেন। তবে খেয়াল রাখবেন যেনো XP বা Vista যেটারই CD হোক লেটেস্ট সার্ভিস প্যাক যেনো সংযুক্ত থাকে। Windows XP এর লেটেস্ট সার্ভিস প্যাকটি হলো Service Pack 3 (SP3) এবং Windows Vista এর লেটেস্ট সার্ভিস প্যাকটি হলো Service Pack 1 (SP1)।



২. ব্রাউজার: আপনি সেই ২০০০ সালে কোমায় চলে গিয়েছিলেন আর আজ ২০০৯ এ এসে আপনার ঘুম ভাঙলো? নাকি বিল গেটস আপনার বেয়াই লাগে? নাকি আপনি মান্ধাতা আমলের লোক এবং আর সবকিছুর মতো ব্রাউজিংটাও ধীরগতির পছন্দ করেন? ৩টির একটিও হয়ে থাকলে আপনার ব্যবহারের জন্য আছে Internet Explorer। আর যদি তা না হয় আমি আর কোন কারন দেখছি না কেন আপনি Mozilla Firefox ব্যবহার করবেন না। Firefox দ্রুত, নিরাপদ (এদিক দিয়ে Internet Explorer হলো ভাইরাসের ফ্রি রাইড), আছে চমৎকার সব এ্যাড-অন ব্যবহারের সুবিধা ও প্রায় প্রতিটি অংশ পরিবর্তনযোগ্য অর্থাৎ কিনা Highly Customizable। একান্তই যদি না Internet Explorer অপারেটিং সিস্টেমের একটি অংশ হতো তাহলে এটাকে আমি চোখ বুঁজে আনইন্সটল করতাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে (Windows Update ও আরো কিছু অপারেটিং সিস্টেমের সাথে জড়িত কাজ) Internet Explorer লাগে তাই এটাকে ফেলে দেয়া যায় না। যেটা করা সম্ভব তা হলো । আপনার Mozilla Firefox ভালো লাগে না? আচ্ছা কোন সমস্যা নেই Opera ব্যবহার করুন - তাও Internet Explorer এর চাইতে বহুগুণ ভালো। কিন্তু Opera এর সমস্যা হলো বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারের সাথে এর কম্প্যাটিবিলিটি এখনো অনেক কম এবং সিকিরিউটিও ততোটা ভালো নয়। Google Chrome ফুল ভার্শন যদিও অনেক আগেই এসেছে কিন্তু আমার কাছে এই ব্রাউজারটি এখনো এতোটাই অসম্পূর্ণ যে এটিকে এখনো বেটা পর্যায়ে আছে বলা যেতে পারে। Apple Safari কে উইন্ডোজের জন্য কোন ব্রাউজারের পর্যায়েই ফেলা সম্ভব না। Safari ব্রাউজার হিসেবে Mac ব্যবহারকারীদের কাছে রাজা হতে পারে কিন্তু উইন্ডোজের জগতে এটি এখনো জল-বিন-মাছলি (পানির বাইরে মাছ)। এছাড়া Avant, Flock. K-Melon নামে কিছু ব্রাউজার আছে। এগুলো মূলত Internet Explorer বা Mozilla Firefox এর প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানানো। এগুলোও মন্দ নয়। তবে একান্তই যদি ওয়েব ডেভোলপার না হয়ে থাকেন তবে পিসিতে একাধিক ব্রাউজার ইন্সটল করার কোন প্রয়োজন নেই - সর্বোচ্চ দুইটা। খালি খালি জায়গা নষ্ট ও টেম্পোরারি ফাইল বাড়ানো - অথচ দেখা যাবে ব্যবহার করছেন একটি ব্রাউজারই।



ডাউনলোড:



Mozilla Firefox

Opera



৩. Zip/RAR: প্রশ্ন হলো কোনটা সেটআপ দেবেন - Winzip নাকি WinRAR? নাকি দু'টোই? প্রাথমিক উত্তর: WinRAR। কারন এটি Zip ও RAR দুটি ফাইল ফরম্যাটেই Compress ও Extract করতে পারে। পক্ষান্তরে Winzip শুধু RAR ফাইল Extract করতে পারে, বানাতে পারে না। কিন্তু এখানে একটা "কিন্তু" আছে। আরো ভালো হয় যদি আপনি 7-Zip ইন্সটল করেন। WinRAR ফ্রি কোন সফটওয়্যার নয় (অবশ্য অনেকেই এটা জানেন না বা খেয়াল করেন না কারন তারা যে সেটআপ ফাইল দিয়ে ইন্সটল করেন সেটাতে প্রি-ক্র্যাক ভার্শনটি থাকে) কিন্তু 7-Zip সম্পূর্ণ ফ্রি ও ওপেনসোর্স। এটি ইন্সটল দিলে আপনি সারাজীবনের জন্যে আর কোন আর্কাইভিং সফটওয়্যারের প্রয়োজনীয়তা অনুভব করবেন না।



ডাউনলোড:



WinRAR

7-Zip



৪. একদমই জরুরী কিছু সফটওয়্যার: উইন্ডোজ সেটআপ দেয়ার পর থেকেই আপনি এই সফটওয়্যারগুলোর অনুভব করতে থাকবেন। এই সফটওয়্যারগুলো হলো: Adobe Flash Player, Adobe Shockwave, Java ও DirectX। একটা জিনিস যা অনেকেই জানেন না তা হলো Internet Explorer ও Mozilla Firefox এর জন্য Adobe Flash Player এর ভার্শন আলাদা। মনে রাখবেন, Adobe Flash Player ও Java ইন্সটল দেয়া না থাকলে আপনি Youtube, Facebook এর মতো জনপ্রিয় সাইটগুলোতে কার্যত কোন কিছুই করতে পারবেন না। পিসিতে সবসময় এগুলোর লেটেস্ট ভার্শন ইন্সটলড রাখুন। DirectX এর লেটেস্ট সংস্করনটি ইন্সটল করা না থাকলে না থাকলে 3D ইমেজ জেনারেট করে এমন সব সফটওয়্যার ঠিকমতো কাজ করবে না। উইন্ডোজ এক্সপির জন্য DirectX এর লেটেস্ট সংস্করনটি হচ্ছে DirectX 9.0c (March 2009) এবং ভিসতা ব্যবহারকারীদের জন্য DirectX এর লেটেস্ট সংস্করনটি হচ্ছে DirectX 10.1।



ডাউনলোড:



Adobe Flash Player (ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য)

Adobe Flash Player (মোজিলা ফায়ারফক্সের জন্য)

Adobe Shockwave Player

Java Runtime Environment

DirectX 9.0c (March 2009)





৫. পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম: পিসি পরিষ্কার রাখতে CCleaner এর কোন জুড়ি নেই। এটি নিমিষেই পিসির অপ্রয়োজনীয় ও টেম্পোরারী সব ফাইল মুছে ফেলে। বিভিন্ন সফটওয়্যার আপনার পিসিতে চলার সময় যে সমস্ত টেম্পোরারী ফাইল সৃষ্টি করে তাও সম্পূর্ণভাবে পরিস্কার করা সম্ভব CCleaner এ র মাধ্যমে। এছাড়াও এটি একটি কার্যকর রেজিস্ট্রি ক্লিনার।

Revo Uninstaller এরকম আরেকটি কাজের সফটওয়্যার। এই সফটওয়্যারটি অত্যন্ত কার্যকরভাবে যে কোন সফটওয়্যাকে পিসি থেকে আনইন্সটল করারা সুবিধা দেয় যা উইন্ডোজের Add Remove Program সুবিধাটি পারে না। যেসব সফটওয়্যারে আনইন্সটল হওয়ার পরেও হার্ডডিস্কে অপ্রয়োজনীয় ফাইল ও রেজিস্ট্রিতে Key রেখে যায় Revo Uninstaller সেসব সফটওয়্যারকেও নিমেষে আনইন্সটল করে, আনইন্সটল করে সেসব সফটওয়্যারও যেগুলো আনইন্সটল করার কোন অপশন থাকে না।

উইন্ডোজের Disk Defragment ব্যবস্থাটি একটি জলজ্যান্ত কৌতুক। প্রচন্ড ধীর গতির এই সুবিধাটির বদলে কোন থার্ড পার্টি Disk Defragment সফটওয়্যার ব্যবহার করুন, যেমন: Auslogics Disk Defrag বা Smart Defrag।



ডাউনলোড:



CCleaner

Revo Uninstaller

Auslogics Disk Defrag

Smart Defrag



৬. গাড়ি চলে না, চলে না.......ইন্টারনেট স্পিড: আমার কেন, কারো বাপেরও সাধ্য নাই আপনার ISP আপনাকে যা স্পিড দেয় তার চাইতে নেটের স্পিড বাড়িয়ে দিবে। সর্বোচ্চ যা করা সম্ভব তা হলো ISP আপনাকে যতোটুকু স্পিড দেয় তার পূর্ণ সদ্ব্যাবহার করা। প্রথম কথা, আপনি কি জেনুইন এক্সপি/ভিসতার মালিক? তাহলে উইন্ডোজের অটোমেটিক আপডেট সক্রিয় রাখুন - না হলে আর এতো দাম দিয়ে লাইসেন্স কিনলেন কেন? আর যদি জেনুইন মালিক না হন তাহলে অটোমেটিক আপডেটরে CTN, বন্ধ কইরা রাখেন। সাধারণত ডিফল্ট ভাবে উইন্ডোজের অটোমেটিক আপডেট ডাউনলোডের অপশনটি অন থাকে ও আপনাকে না জানিয়েই তা নেট থেকে আপডেট ডাউনলোড করে ইন্সটল করে নেয়।







কি চমৎকার তাই না - এদিকে আপনি নেটের স্পিড কম কেন সেই রহস্য উদ্ধারে ব্যস্ত আর ঐদিকে সে আপনাকে না জানিয়ে চুপিচুপি আপডেট ডাউনলোড করছে। উইন্ডোজের জেনুইন অপারেটিং সিস্টেমের মালিক না হয়েও অটোমেটিক আপডেট অন রাখলে যা হইতে পারে তা হলো একদিন সকালে আৎকা পিসিতে ম্যাসেজ দেখবেন: You may be a victim of software counterfeiting. This Copy of Windows is not genuine.











আপনার পিসিতে যদি অলরেডি এইরকম কিছু দেখায় তবে সেটা সারানোর উপায় হলো এই ছোট সফটওয়্যারটি: View this link এটি ডাউনলোডের পর রান করলে একবার রিস্টার্ট চাইবে। ব্যস আপনার সমস্যা শেষ! তাই জেনুইন উইন্ডোজের মালিক না হলে আজই উইন্ডোজের অটোমেটিক আপডেট অপশনটি বন্ধ করে দিন। আর যারা জেনুইন উইন্ডোজের মালিক তারা যে অপশনটি আপনাকে উইন্ডোজের আপডেট ডাউনলোড ও ইন্সটলের আগে করবেন কি করবেন না অপশন দেবে সেটি সিলেক্ট করে রাখুন:







এতো গেলো অটোমেটিক আপডেটের কথা। এবার আসুন বিভিন্ন সফটওয়্যারের আজাইরা নেট খাওয়া প্রসঙ্গে। আমাদের মধ্যে একাট বাজে স্বভাব হলো আমরা সফটওয়্যার সেটআপ দেয়ার সময় ভালো করে না দেখে/বুজেই সবকিছুতে টিক মার্ক দেই। তারপরে কি হইলো না হইলো আমাদের কোন হুঁশ থাকেনা। খুবই খারাপ কথা। আপনার পিসিতে কি হচ্ছে তা আপনার জানা থাকা দরকার। কিছু কিছু সফটওয়্যার অটোমেটিকালি নেটে একটু পর পর আপডেট খুঁজে, ডাউনলোড করে ও ইন্সটলও করে সেই আপডেট অথচ আপনি তার কিছুই জানেন না। মাঝখান দিয়ে দেখা যায় কোন গুরুত্বপূলর্ণ ডাউনলোড চলার সময় আপনার স্পিড স্লো করে দিচ্ছে। সফটওয়্যার ইন্সটলের সময় সবগুলো অপশন দেখে নিন, যেটা দরকার নেই সেটাতে টিকমার্ক দেবেন না বা সিলেক্ট করবেন না। অধিকাংশ সফটওয়্যারই ইন্সটলের সময় অপশন দেবে আপনি কি এই সফটওয়্যারের অটোমেটিক আপডেট হওয়া চান কিনা, আপনি কি চান আপনার পিসি থেকে তথ্য সে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কাছে পাঠাক। যেমন: Google Chrome ইন্সটলের সময় এরম একটা অপশন থাকে যেটা বলে যে: Help make Google Chrome better by automatically sending usage statistics and crash reports to Google। মানে Google আপনার পিসি থেকে তথ্য তাদের কাছে নিবে সফটওয়্যারের উন্নতির জন্য।







ক্ষ্যাতা! আমাদের এইসব সমাজসেবার টাইম নাই। Google এর সফটওয়্যারের উন্নতির কাম তারাই করুক। আমরা হলাম লোভী End User, আমাদের কাজ পারফরম্যান্স দিয়ে।

তবে এ্যান্টিভাইরাসের ক্ষেত্রে অটো-আপডেট সক্রিয় রাখাটা জরুরী। ওটা আবার বন্ধ করে দিয়েন না। তবে চাইলে সিলেক্ট করে দিতে পারেন দিনের কোন সময়ে সে আপডেট হবে।



৭. আজাইড়া কিছু সফটওয়্যার যা এড়িয়ে চলবেন: অনেকেই নতুন উইন্ডোজ সেটআপ দিয়েই Power DVD আর WinDVD এর মতো ভারী ভারী সফটওয়্যার ইন্সটল করেন। আমি জিজ্ঞেস করি আপনার গ্রফিক্স কার্ড কি HD? আপনি কি Blu-ray ডিস্ক বা HD DVD চালাবেন পিসিতে? না চালালে ঐসব আজাইরা সফটওয়্যার ফালান। অনেককে দেখেছি ব্লগে অমুক ফাইল চালানোর জন্য প্লেয়ার খোঁজেন, কোডেক খোঁজেন। ক্ষ্যাতা! VLC Media Player বা KMPlayer পিসিতে ইন্সটল করে বসে থাকেন। দেখি আপনার আর কোন প্লেয়ারের দরকার পরে।

Adobe PDF Reader ব্যবহার করার দিনও শেষ হলো বলে। Adobe PDF Reader 7 পর্যন্ত এই সফটওয়্যারটির পারফরমেন্স দুর্দান্ত ছিলো। কিন্তু ভার্শন 8 থেকেই সফটওয়্যারটির পারফরমেন্স ক্রমাগত স্লো হতে থাকে ও 9 এ এসে তা চুড়ান্ত রূপ ধারন করে। তাই পরামর্শ হচ্ছে Adobe PDF Reader ব্যবহার না করে Foxit PDF Reader ব্যবহার করুন। সুখে থাকবেন।

ACDSee হলো আরেকটি আকাইম্যা সফটওয়্যার। ছবি দেখার জন্য এর চাইতে ঢের ছোট ও কার্যকর সফটওয়্যার আছে। তেমনই একটি হলো: IrfanView।

Windows Blind, Style XP নামক কিছু আজাইড়া সফটওয়্যার আছে যেগুলো পিসিতে চটকদার সব থিম চালাতে দেয় কিন্তু পিসি স্লো করে ও সিস্টেমের ডিফল্ট ফাইল মুছে ফেলে ১২টা বাজায়। এগুলারে CTN।



ডাউনলোড:



VLC Media Player

KMPlayer

Foxit PDF Reader

IrfanView



৮. এ্যান্টিভাইরাস ও সুরক্ষা: এ্যান্টিভাইরাস কি ফ্রি ব্যবহার করবেন নাকি কিনে? যদি ফ্রি ব্যবহার করেন তবে নিচের যে কোন একটি বেছে নিন:



১. Avast

২. Avira



AVGও ফ্রি কিন্তু অত্যন্ত অকার্যকর এই এ্যান্টিভাইরাসটি ব্যবহারের কোন কারন আজ অব্দি খুঁজে পাইনি। ধীরে ধীরে এটি এ্যান্টিভাইরাস তেকে একটি কৌতুকে পরিণত হচ্ছে। একান্ত বাধ্য না হলে ব্যবহার করবেন না।



যদি কিনে ব্যবহার করেন তবে নিচের যে কোন একটি বেছে নিন:



১. Kaspersky

২. NOD32

৩. Bitdefender

না কিনে এগুলো ক্র্যাক করে ব্যবহার করতে চাইলে Kaspersky এর চেয়ে NOD32 ব্যবহার অনেক বেশি সুবিধাজনক। কারন Kaspersky কয়েকদিন পরপরই তাদের Key গুলো ব্ল্যাক লিস্টেড করে যে সমস্যাটা NOD32 এর ক্ষেত্রে নেই।

যারা চিন্তা করছেন এই তালিকায় Mcafee আর Norton কোথায় তারা চোখে-মুখে পানি দিয়ে আসুন। Mcafee, Norton কে এখন আর কার্যকর এ্যান্টিভাইরাস তো দূরে থাক, এ্যান্টিভাইরাসই বলা যায় না। কিন্তু আপনি যদি পুরনো জিনিসের সৌখিন হয়ে থাকেন তাহলে ব্যবহার করুন।



এ্যান্টিস্পাইওয়্যার সফটওয়্যারের মধ্যে নিম্নের দু'টিই ইন্সটল দিন কারন সব এ্যান্টিস্পাইওয়্যারই যে সব স্পাইওয়্যার আর ম্যালওয়ার ডিটেক্ট করতে পারবে এমন কোন কথা নেই:



১. Malwarebytes' Anti-Malware

২. SUPERAntiSpyware



৯. এতোকিছুর পরও পিসি স্লো কেন? অনেকের পিসিতেই স্টার্টআপে অর্থাৎ পিসি চালু হবার সময় একাধিক সফটওয়্যার সয়ংক্রিয়ভাবে একসাথে চালু হয়। সেগুলোর অধিকাংশই আবার টাস্কবারে ঘাপটি মেরে বসে থাকে। এটি আপনার সিস্টেমকে প্রচন্ড স্লো করে দেবে তা আপনার RAM যতো বেশিই হোক না কেন:







স্টার্টআপে এসব অবাঞ্ছিত প্রোগ্রাম চালু হওয়া বন্ধ করতে Start Menu থেকে Run অপশনে গিয়ে লিখুন msconfig। Enter চাপুন। এবারে Startup নামক ট্যাবটিতে গিয়ে যেগুরো দরকার সেগুলো বাদে বাকিগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে Apply করুন। এ কাজটি CCleaner দিয়ে আরো সহজে করা সম্ভব।



১০. সবশেষে: ডেস্কটপে আইকন যতোটা সম্ভব কম রাখুন। দরকার হলে ডেস্কটপে আলাদা আলাদা ফোল্ডার করে তাতে প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর শর্টকাট রাখতে পারেন। ফোল্ডারগুলোর নাম হতে পারে ক্যাটাগরি অনুযায়ী, যেমন: Internet Softwares, Utility Softwares, Graphics Softwares, Players & Converters, Games প্রভৃতি। এরকম ফোল্ডার Start Menuতেও করতে পারেন All Programs তালিকাটি বড় হওয়া ঠেকাতে।

নেটে কিছু একটা দেখলেই সেটা ডাউনলোড করা থেকে বিরত থাকুন। ডাউনলোডের আগে যথাসম্ভব যাচাই করে নিন। সন্দেহজনক মনে হলে বিরত থাকুন।

ফায়ারফক্স ব্যবহার করলে সাথে Adblock Plus এ্যাড-অনটি ব্যবহার করুন। এতে করে বিভিন্ন ওয়েবপেইজে থাকা অপ্রয়োজনীয় বিজ্ঞাপণগুলো লোড হওয়া থেকে রেহাই পাবেন আপনি। অনেক পপ-আপ উইন্ডো ওপেন হওয়াও ঠেকানো যাবে এভাবে।

অপারেটিং সিস্টেম যে ড্রাইভে আছে অর্থাৎ C ড্রাইভে নিতান্তই ঠেকায় না পড়লে ও যে সফটওয়্যারগুলো অন্য ড্রাইভে ইন্সটল দেয়া যায় না সেগুলো বাদে আর কোন অপ্রয়োজনীয় সফটওয়্যার C ড্রাইভে ইন্সটল দেবেন না। সব গুরুত্বপূর্ণ ফাইল ও সফটওয়্যারের ব্যাকআপ C বাদে অন্য কোন ড্রাইভে রাখুন।

সিস্টেমের প্রয়োজনীয় সকল ড্রাইভারের সিডি হাতের কাছে রাখুন যাতে নতুন করে উইন্ডোজ সেটআপ দিলে নিমিষেই ড্রাইভারগুলো ইন্সটল করতে না পারেন। নতুন পিসি নেওয়ার সময় এই ড্রাইভারের সিডিগুলো বিক্রেতার কাছ থেকে বুঝে নিন। না হলে পরে মহা বিপদে পড়বেন। দেখা যাবে ড্রাইভারগুলো নেট থেকে ডাউনলোডের জন্য নেটে ঢুকতে পারছেন না কারন পিসিতে ল্যান ড্রাইভারটিও ইন্সটল করা নেই।

মন্তব্য ৪৯২ টি রেটিং +৪১২/-৫

মন্তব্য (৪৯২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১০

কাঙাল মামা বলেছেন: জসিলা পোস্ট দিলেন তো!!! সোজা শোকেছে!!!

CTN গুলার সাথে একমত।

সাউন্ডকার্ড/গ্রাফিক্সকার্ড/মডেম এডির ড্রাইভারের কথা কইলেন না?

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৯

নাফিস ইফতেখার বলেছেন: ড্রাইভারতো পিসিভেদে ভিন্ন। তবুও আপনি যেহেতু বলেছেন শেষে ছোট করে যোগ করে দিলাম..........:)

২| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১১

আরিফ থেকে আনা বলেছেন: +

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৯

নাফিস ইফতেখার বলেছেন: :)

৩| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৩

রাতমজুর বলেছেন:
অতিশয় উত্তম হৈছে। আমিও সবসময় অল্টারনেটিভ সফ্টওয়্যার ইউজ করি, আর যতটা সম্ভব পোর্টেবল গুলো ইউজ করি।

একবার ফ্রেশ উইন্ডোজ দিবার পরে ঘন্টা খানেক ধইরা প্রসেস ঘাঁটাঘাঁটি কৈরা নিছি আগেই, অখন সি এর ইমেজ থাকে ব্যাকাপে, তেড়িবেড়ি কর্লেই ইমেগ রিস্টোর ;)

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২০

নাফিস ইফতেখার বলেছেন: পোর্টেবল সফটওয়্যার ইউজ করাটা বেশ বুদ্ধিমানের কাজ। সিস্টেমে কোন ছাপ রেখে যায় না.........:)

৪| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৩

কাঙাল মামা বলেছেন: জসিলা পোস্ট দিলেন তো!!! সোজা শোকেছে!!!

CTN গুলার সাথে একমত।

সাউন্ডকার্ড/গ্রাফিক্সকার্ড/মডেম এডির ড্রাইভারের কথা কইলেন না?

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৫

নাফিস ইফতেখার বলেছেন: একই মন্তব্য ২ বার :)

৫| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৯

গুরু ভাই বলেছেন: ++++

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৬

নাফিস ইফতেখার বলেছেন: :) :) :)

৬| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৯

নিঃসঙ্গ বলেছেন: সমাজসেবা দারুন হইছে নাফিস।

প্লাস দিয়ে প্রিয় পোষ্টে রাইখা দিলাম অনেকরই কাজে আসবে।

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৬

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! তয় সমাজসেবারে CTN ;)

৭| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২১

মারুফ হোসেন বলেছেন: revo ইউজ করলে আর cclener ইউজ করা লাগবে?

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৭

নাফিস ইফতেখার বলেছেন: সরি আগেরবারের ভুল উত্তরটির জন্য। CCleaner আর Revo Uninstaller দু'টির কাজ সম্পূর্ণ ভিন্ন। CCleaner টেম্পোরারী ফাইল পরিষ্কার করে আর Revo Uninstaller পূর্ণাঙ্গরূপে সফটওয়্যার আনইন্সটল করে। তাই একটি থাকলেও আরেকটি ব্যবহার করা লাগবে অবশ্যই।

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৩

নাফিস ইফতেখার বলেছেন: তবে, Revo Uninstaller এরও টেম্পোরালী ফাইল ডিলেট করার ক্ষমতা আছে কিন্তু CCleaner এ ব্যাপারে বেশি দক্ষ।

৮| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২২

মোহাইমেন বলেছেন: +

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩২

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

৯| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৮

শূন্য আরণ্যক বলেছেন: খুব ভালো পোষ্ট হইসে ....

বেশীর ভাগ মিলে গেলো

এর পরও প্রিয়েতে ..
পোলাপাইন চাইলে রেডিমেড জিনিষ দেয়া যাবে ;)

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৩

নাফিস ইফতেখার বলেছেন:

পোলাপাইন চাইলে রেডিমেড জিনিষ দেয়া যাবে ;)

খেক খেক........;)

১০| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৯

পৈতাল বলেছেন: ভালোই হইসে ৫টা+ ০টা- তাই কুনটা দিমু চিনতায় আছে

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

নাফিস ইফতেখার বলেছেন: ৫+ দিলে মন্দ হয় না........;)

১১| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩০

কাঙাল মামা বলেছেন: একটা কমেন্ট মুইছা দিও ;)

পিসি ভেদে ভিন্ন ঠিকাছে। কিন্তু মেজাজ খারাপ লাগে এক্সপি করার পরেই যখন ক্রিয়েটিভ লাইভ ভ্যালুর বিশাল সফটওয়ারটা ১০ মিনিট লাগিয়ে ইন্সটল করা লাগে। এরপর আছে, এনভিডিয়া জিফোর্স ইন্সটল। যাদের আলাদা নাই তাদের মাদারবোর্ডের সিডি ঢুকিয়ে করতে হয়।

যদিও আজকালকার ল্যানগুলা প্লাগ এন প্লে। ড্রাইভার লাগে না।

আমাদেরর জন্য পোর্টেবল সফ্টওয়ার একটা আশির্বাদ :)

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

নাফিস ইফতেখার বলেছেন: না থাক কমেন্টটা। হুদা কামে একটা কমেন্ট কমাইয়্যা কি লাভ? ;)

জয়তু পোর্টেবল সফটওয়্যার.........:)

১২| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৪

বৃহস্পতি বলেছেন: পিলাচ

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৮

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ!

১৩| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

মারুফ হোসেন বলেছেন: নাফিস ভাই, আমি জিজ্ঞেস করেছি, 'revo ইউজ করলে, cclener ইউজ করা লাগবে কি না?'

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৮

নাফিস ইফতেখার বলেছেন: সরি আগেরবারের ভুল উত্তরটির জন্য। CCleaner আর Revo Uninstaller দু'টির কাজ সম্পূর্ণ ভিন্ন। CCleaner টেম্পোরারী ফাইল পরিষ্কার করে আর Revo Uninstaller পূর্ণাঙ্গরূপে সফটওয়্যার আনইন্সটল করে। তাই একটি থাকলেও আরেকটি ব্যবহার করা লাগবে অবশ্যই।

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৩

নাফিস ইফতেখার বলেছেন: তবে, Revo Uninstaller এরও টেম্পোরালী ফাইল ডিলেট করার ক্ষমতা আছে কিন্তু CCleaner এ ব্যাপারে বেশি দক্ষ।

১৪| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

স্নিগ্ধা বলেছেন: kharap na. Market pabe valo. So + Samja

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৬

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! কিন্তু, মার্কেট পাবে ভালো! কি?

১৫| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৭

আইকন বলেছেন: জটিল!!
থ্যাংকস্

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৯

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ আইকন ভাই! :)

১৬| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৭

খসরু চৌধুরী বলেছেন: কাজের পোষ্।ট

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৯

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৭| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৮

গুরু ভাই বলেছেন: ছবি দেখার জন্য আরো ছোট ও কার্যকর সফটওয়্যার হল google picasa

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

নাফিস ইফতেখার বলেছেন: পিকাসা অধিক কার্যকর কারন পিকাসার বেসিক ফটো এডিটিং ফিচারটি বেশ ভালো যেটা IrfanView এ সীমিত।
কিন্তু পিকাসা IrfanView এর চাইতে ছোট নয় কারন পিকাসা = ৯.৪৮ মেগাবাইট, সেখানে IrfanView = ১.২৮ মেগাবাইট। আর আমরা এখানে শুধু ছবি দেখার কথা বলছি, এডিটিংয়ের নয়। আপনাকে ধন্যবাদ! :)

১৮| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৯

আলমগীর কুমকুম বলেছেন: জটিল পোস্ট। শোকেসে না রেখে উপায় নাই।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:১৫

নাফিস ইফতেখার বলেছেন: ৩ ঘন্টার অসম্পূর্ণ একটা ঘুম ভেঙে উঠলাম। জ্বর জ্বর লাগছে। মেপেছিও - ১০০ এর মতো তাপমাত্রা। ফ্যানের বাতাসে ঘাম শুকাচ্ছে, ঠান্ডা লাগছে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, জেনে ভালো লাগছে যে জোর করে প্রিয়তে নেওয়ালাম..........:)

১৯| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪১

নীল বাউল বলেছেন: :D :) :D
কাল আরেকবার জানালা ইন্সটল দিলাম :(

আগে কইবেন না? তাহলে এতবার ঝামেলা করা লাগতো না :)

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:০২

নাফিস ইফতেখার বলেছেন: Next time.......:)

২০| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৬

আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমি ভাই প্রাচীন আমলের মানুষ, এতকিছু লাগে না, তবু শোকেসে রাখলাম আপাতত!

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:১০

নাফিস ইফতেখার বলেছেন: শোকেসে রাখেন, তবে দেখবেন - ধুলো পড়ে না যেনো.........;)

২১| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫১

একরামুল হক শামীম বলেছেন: কাজের পোস্ট :)
ধইন্যাপাতা।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:১১

নাফিস ইফতেখার বলেছেন: আপনারেও এক ট্রাক ধনেপাতা..........:)

২২| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৫

সপ্ন বালক বলেছেন: ভালা লাগলো। আপনারেই তো আমি খুজবার লাগছহি।
আপনার লাইগা পিলাচ।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২৭

নাফিস ইফতেখার বলেছেন: খেক খেক.........ধন্যবাদ! :)

২৩| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৬

দি ওয়ান বলেছেন: ভালো :)

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২৮

নাফিস ইফতেখার বলেছেন: Neo, he's the one.......:)

২৪| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৮

এন এইচ আর বলেছেন: নাপিষ দা এক বস্তা ধইন্না পাতা নেন। কামের সময় আসল পোস্ট খানা পাইলাম।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০২

নাফিস ইফতেখার বলেছেন: হেঁ হেঁ........আপনারেও ধনেপাতা! :)

২৫| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৯

মোঃ মোয়াজ্জেম হোসেন বলেছেন: আমার মতো অনেকের কাজে লাগবে। প্রিয়তে রাখলাম । সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১১

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও অস্যংখ্য ধন্যবাদ! :)

২৬| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৯

মাছিমারা কেরানি বলেছেন: ভাই, এখনো ঝীনাড়েল, তাই শোকেস বা প্রিয় তে নিতে পারছি না।। কমেন্ট দিয়া লিঙ্ক টা রাখলাম।
চমৎকার পোষ্ট এর জন্য ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৪

নাফিস ইফতেখার বলেছেন: জেনারেল থাকলে কি প্রিয়তে নেয়া যায় না? আজব তো! কখনো খেয়ালই করিনি!

২৭| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:০৮

হাসান শরিফ বলেছেন: ভালো লাগলো। কিন্তু অনেক হিসাব নিকেশ। ভালো হয় যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যলেয়ে এসে আমার কম্পিউটারটি ইনস্টল করে দেন। (হি..হি. হি)। ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৪

নাফিস ইফতেখার বলেছেন: হি হি হি.......আপনাকেও ধন্যবাদ! :)

২৮| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:১০

ঊন্মাদ বলেছেন: আফনে তো দেখি খুবই এলেমদার লোক। পিলাচ

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১০

নাফিস ইফতেখার বলেছেন: খেক খেক........:)

২৯| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:১২

কায়েস মাহমুদ বলেছেন:


জনকল্যানমূলক পোষ্টে পিলাস।

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১০

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকে ধনেপাতা! :)

৩০| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:১৬

ইতর পোলা বলেছেন: জটিল পোস্ট। শোকেসে না রেখে উপায় নাই। আমার ও এক মত।

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১২

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

৩১| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:১৮

নোবেলজয়ী বলেছেন: খুবই কাজের পোস্ট। জয়তু নাফিস ইফতেখার :) +

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১২

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকে ধনেপাতা! :)

৩২| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৪

স্বাধীন_০৮ বলেছেন: নাফিস ভাই আপনের খবর আছে,

এই সব ঠিক না। আমি আজকেই ফায়ারওয়াল ঠিক করতেছি।


জটিল!! লিখছেন।্ +++

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১২

নাফিস ইফতেখার বলেছেন: ভাই ধন্যবাদ! তবে ফায়ারওয়ালে কোনই লাভ হবে না। আমার হ্যাকাররা দুর্দমনীয়........;)

৩৩| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৫

সময়ের সাথে সবসময় বলেছেন: নাফিস ভাই বড়ই উপকার করছেন এই পোষ্ট দিয়া,
আমার পিসিতে যে, কি হইছে বুঝতেছি না। ইয়াহু মেসেন্জার আগে কাজ করত কিন্তু কয়েকদিন আগে পন্ডিতি কইরা মেসেন্জার এর আপডেট দিতে গিয়াই লাগল যত ঝামেলা। এখন ইয়াহু মেসেন্জারে আমার কোন আইডি লগইন হচ্ছে না। কন্টোল প্যানেলে গিয়ে মেসেন্জার রিমোভ করতে গেছি কিন্তু ওখান থেকেও রিমোভ হয় না। সিস্টেম রিস্টোর করার জন্য সিস্টেম টুলস থেকে সিস্টেম রিস্টোরে ডুকলেই সাথে সাথে পিসি
Restart হয়ে যায়। উইন্ডোজ সেটাপ দেওয়ার জন্য এক্সপি সফটওয়ার দিয়ে Restart দিলেও পরবর্তিতে সরাসরি পিসি ওপেন হয়ে যায়। কি করব কিছুই বুঝতেছি না।

আমি জানি আপনি এর একটা দিক নির্দেশনা দিতে পারবেন, দয়া কইরা বিপদ থেইকা উদ্দার করেন।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২৬

নাফিস ইফতেখার বলেছেন: প্রথম কাজ: ইয়াহু ম্যাসেন্ঞ্জার নেট থেকে ইন্সটলার দিয়ে সেটআপ না দিয়ে পুরো সেটআপ ফাইলটাই একবারে ডাউনলোড করে নিন পিসিতে। লিংক: Click This Link

দ্বিতীয় কাজ: আগেরটা আনইন্সটল না করেই সেটআপ ফাইলটা রান করুন, আবার নতুন করে সেটআপ দিন ইয়াহু ম্যাসেন্ঞ্জার। এটা করারা উদ্দেশ্য যে ফাইলগুলো ক্ষতিগ্রস্ত সেগুলোকে নতুন করে কার্যকর করা। যদি সেটআপ হয়ে যায় তাহলে সমস্যা চলে যাওয়ার কথা। আর যদি সমস্যা তাও থাকে এবারে তবে Revo Uninstaller দিয়ে ইয়াহু ম্যাসেন্ঞ্জার সম্পূর্ণভাবে আনইন্ন্সটল করুন। লিংক: Click This Link

এবারে একদম নতুন করে সেটআপ দিন ইয়াহু ম্যাসেন্ঞ্জার। এবারে হওয়ার কথা, আর তাও না হলে আমাকে জানান। আপনার ইয়াহু ম্যাসেন্ঞ্জারের ভার্শনটা জানি না। ভার্শন ৮ নাকি ৯?

৩৪| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৬

সময়ের সাথে সবসময় বলেছেন: +++++

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

৩৫| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৮

রণদীপম বসু বলেছেন: দারুণ প্রয়োজনীয় একটা পোস্ট দিলেন। শো-কেসে না রেখে তো উপায় দেখছি না !
অভিনন্দন আপনাকে।

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

নাফিস ইফতেখার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! ভালো থাকুন! :)

৩৬| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:২৩

মুক্ত বয়ান বলেছেন: কামে লাগবো। :)

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

নাফিস ইফতেখার বলেছেন: তাহলেই সার্থক........:)

৩৭| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৯

চিলে কোঠার সেপাই বলেছেন: যারা কম্পুটারের সৌন্দর্যের চেয়ে পারফর্মেন্সকে;) গুরত্ব দেবেন তাদের জন্য একটা ফাও দিই।(অবশ্যই Windows XP এর জন্য)


My Computer(right click) >Properties>Advanced Tab>Performance (Settings)>(Visual Effects Tab)Adjust for best performance.

Apply >>OK:)

ধন্যবাদ নাফিস ইফতেখার।

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

নাফিস ইফতেখার বলেছেন: ভালো বলেছেন। এটা আমিও প্রায় করি। মাঝে মাঝে ইচ্ছে করে থিম ক্লাসিকটা দিয়ে রাখি। আপনাকেও অনেক ধন্যবাদ! :)

৩৮| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ২:৫৭

খারেজি বলেছেন:



নাফিস, শত কুটি ধন্যবাদ।

প্রথমত, পিসি খুললেই গেটস ঘুরাইয়া ফিরাইয় জানাইয়া দিত আমি গরিব দেশের লোক, তাই সফটওয়ার পাইরেসির শিকার হইতে পারি।
আপনে আমারে সেই কলঙ্ক থেকে মুক্ত করলেন। কি জাদু!!

তারপর আ্যান্টি স্পাই ওয়ার, বাপরে আমার সুস্থ পিসিতেই একজন লুকাইয়া ছিল, আ্যভিরা টেরও পায় নাই!


বাকি গুলা ধন্যবাদও আগাম দিয়া রাখলাম, রাইত দুপুর বানায়া দিলেন আপনি।


কিন্তু একটাই ঝামেলা, মজিলাই ব্যবহার করতাম। গত মাসখানেক দুই তিনটা উইন্ডো অন করলেই মনিটর আন্ধার, তারপর পিসি অফ। এমনও না যে পাওয়ার অফ হইলে অন করার পর যে রকম চেকআপ চায়, সেটাও না। এক্সপ্লোরার ব্যবহার করলে এটা বেশ কম হয়।


তারপরও হাজার সালাম।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৬

নাফিস ইফতেখার বলেছেন: যেহেতু শুধু ফায়ারফক্সে না, এক্সপ্লোরারেও হয় সমস্যাটা তাই মনে হচ্ছে RAM এর সমস্যা। RAM কতো ভাই আপনার? আপনি পিসির ভার্চুয়াল মেমরী বাড়িয়েও চেষ্টা করে দেখতে পারেন।

৩৯| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:০১

চিলে কোঠার সেপাই বলেছেন: Temporary File পরিস্কারের জন্য (রানিং এবং সিস্টেম ট্রে(টাস্কবার) সব প্রোগ্রাম বন্ধ করে)

RUN>&#xTe;mp% টাইপ করে OK দিলে Temporary File ফোল্ডারে যা পাওয়া যাবে চোখ বন্ধ করে Shift -Delete:)

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

নাফিস ইফতেখার বলেছেন: হ্যাঁ, Temporary File ম্যানুয়ালীও পরিষ্কার করা যেতে পারে। তবে ভালো হয় CCLeaner দিয়ে করলে, সেক্ষেত্রে অন্যান্য ফোল্ডারে লুকানো অপ্রয়োজনীয় এ্যাপ্লিকেশন ডেটা আর Temporary Fileও ডিলেট করা যায় :)

৪০| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫১

'লেনিন' বলেছেন: রবিন হুড পোস্ট... কিন্তু পাইরেসিকে না বলুন। হয় কিনে উইন্ডোজ ব্যবহার করুন, নতুবা ফ্রি লিনাক্স / উবুন্তু ব্যবহার করুন।

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

নাফিস ইফতেখার বলেছেন: কপিরাইট হলো প্রথম বিশ্বের মানবাধিকার আর পাইরেসি হলো তৃতীয় বিশ্বের মানবাধিকার। :)

তবে সহমত, পাইরেসিকে না বলুন। :)

৪১| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৩

'লেনিন' বলেছেন: চিলে কোঠার সেপাই বলেছেন: Temporary File পরিস্কারের জন্য (রানিং এবং সিস্টেম ট্রে(টাস্কবার) সব প্রোগ্রাম বন্ধ করে)

RUN>Te;mp% টাইপ করে




এটা ... &#xte;mp% অথবা &#xtm;p% হবে

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

নাফিস ইফতেখার বলেছেন: হুমমম........:)

৪২| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৫

স্বাধীন_০৮ বলেছেন: অফটপিকঃ

এই নামের কোন ফোল্ডার কি আপানার পিসিতে আছে।


C:WINDOWSpchealt

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১১

নাফিস ইফতেখার বলেছেন: C:WINDOWSpchealth নামে ফোল্ডার আছে।

৪৩| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৬

স্বাধীন_০৮ বলেছেন: C:WINDOWSpchealth

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:০০

নাফিস ইফতেখার বলেছেন: C:WINDOWSpchealth নামে ফোল্ডার আছে। কেনো?

৪৪| ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:১৬

স্বাধীনতার চরমপত্র বলেছেন: বেশ ভালো লিখেছেন।

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫৯

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ আপনাকে! :)

৪৫| ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:১৭

আট আনা বলেছেন: আমি মাইক্রসফট ভার্চুয়াল পিসি ব্যবহার করি। যতসব ২ নাম্বারি কাজ কাম সব ওইটার মধ্যেই সারি। ;) লাস্ট উইন্ডোজ ইন্সটল করছি দেড় বছর আগে, আর আমি কোন অ্যান্টি-ভাইরাস প্রোগ্রামও চালাইনা। B-)

৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫৮

নাফিস ইফতেখার বলেছেন: ভার্চুয়াল মেশিনের জন্য আরেকটি অল্টার্নেটিভ হলো VMware.......আমি এটা ব্যবহার করেছি একটা সময়। ভার্চুয়াল মেশিনের সুবিধাটা হলো আকাম-কুকাম যাই করেন না কেন শুধু মুছে দিলেই সব শেষ। এ্যান্টিভাইরাসবিহীন জীবন একটা সময় আমিও কাটিয়েছি। আপনি যদি জানেন কি করছেন ও কিভাবে করছেন তাহলে ভাইরাসের সাধ্য নেই আপনাকে ছোঁয়........আর যদি ছোঁয়ও, ম্যানুয়ালি রিম্যুভ করাটাও ব্যাপার না। শুধু সামান্য সতর্কতা আর কমন সেন্সের সংমিশ্রণ দরকার........:)

৪৬| ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২০

স্বাধীন_০৮ বলেছেন: rovo uninstaller এ কি pc health এই নামে কোন এপ্লিকেশন আছে।

থাকলে একটু জানান।

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

নাফিস ইফতেখার বলেছেন: না, নেই। কেন?

৪৭| ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২২

মীর ইমাম বলেছেন: অ,আ,ক,খ ,,,,আরো,,,,শিখবার চাই


আমার ল্যাপটপ কিনেছি একবছর আগে,সনদ হারিয়ে ফেলেছিলাম তাই সামান্য নষ্ট হওয়ার পর বাঙ্গালী এক বেটার কাছে দিছিলাম,,,,

আমিও কাজ দেখার আগে তারে £ দিয়ে দিছিলাম,,,,,,,,
এর পরে সে আমার ল্যাপটপরে পাস্টিকের একটা চপিং বোর্ড বানায়ে দিসে,,,,

হার্ড ড্রাইভ ১৬০ থেকে ৮০ তে নেমে এসেছে।
উইন্ডোজ ভিসতা হোম প্রমিয়াম থেকে হোম বেসিক বানায়ে দিয়ে (তাও জেনুয়িন না,,,ঐটা ভেজাল)
এন্টি ভাইরাস গায়েব (নর্টন৩৬০)
উইন্ডোজ মিডিয়া প্লেয়ার গায়েব।
মাইক কাজ করেনা
ওয়েভক্যাম কাজ করেনা।

অনেক ভালো ভালো সফ্টওয়ার ছিলো,যেগুলা কিনতে হয়,মাগনা নেহি মিলেগা,,,,,সেইগুলানো....

:((:((:((

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

নাফিস ইফতেখার বলেছেন: দুঃখজনক অভিজ্ঞতা দেখছি আপনার........

৪৮| ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:২৪

মীর ইমাম বলেছেন: উপরের মন্তব্যে অনেক বানান ভুল হইসে,,,,দুঃখিত জনাব:|

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

নাফিস ইফতেখার বলেছেন: আরে ব্যাপার না! বুঝা যায়! :)

৪৯| ৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৩২

স্বাধীন_০৮ বলেছেন: আমি এক্সিডেন্টলি এইটা আনইন্সটল করে দিছি।

C:WINDOWSpchealth নামে সার্চ দিতে গিয়া এই লিংকে কিছু টপিক পড়লাম
Click This Link
টপিকটা হলোঃ

'''Description:
pchealth.exe is a process which is registered as the W32.Cone worm. This virus is distributed via the Internet through e-mail and comes in the form of an e-mail message, in the hopes that you open its hostile attachment. The worm has its own SMTP engine which means it gathers E-mails from your local computer and re-distributes itself. In worst cases this worm can allow attackers to access your computer, stealing passwords and personal data. This process is a security risk and should be removed from your system. Please see additional details regarding this process.
Recommendation for pchealth.exe:
DISABLE AND REMOVE IMMEDIATELY. This process is most likely a virus or trojan. ''

এটা কি কোন ভাইরাস ফাইল স্টোরেজ নাকি?

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০৯

নাফিস ইফতেখার বলেছেন: না না.....ব্যাপারটা আসলে তা নয়। বিষয়টাকে এভাবে চিন্তা করুন: ধরুন আমি ভাইরাস বানাই এবং আমি আমার বানানো ভাইরাসটি কোন পিসিতে আক্রমণ করার পর ভাইরাসটি কোথায় কোথায় কপি হবে তা নির্ধারন করে দিতে চাই। যেমন ধরুন, আমি চাই আমার ভাইরাস ফাইলটির নাম হবে: explorer.exe এবং এটি থাকবে C:WINDOWSsystem ফোল্ডারের ভেতরে। একে তো নাম explorer.exe তার উপর আপনি যখন দেখবেন C:WINDOWSsystem ফোল্ডারের ভেতরে তখন কিন্তু আপনি ভেবেই নেবেন এটি সিস্টেমেরই কোন একটি ফাইল। উইন্ডোজের তথা সিস্টেমের বিভিন্ন ফোল্ডার ভাইরাসের ব্যারাক হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে মূলতঃ ভাইরাসটিকে বিশ্বাসযোগ্য করে তোলা ও যাতে ইউজার ফাইলটিকে খুঁজে পেলেও ডিলেট করবেন কি করবেন না তা নিয়ে সংশয় থাকেন। তাতে করে কিন্তু C:WINDOWSsystem ফোল্ডারটি ভাইরাস স্টোরেজ হয়ে যাচ্ছে না। :)

৫০| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩২

পারভেজ বলেছেন: +

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১০

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

৫১| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫০

আন্ধার রাত বলেছেন:
বিগ সাইজ এন্ড বিগ উপকারী লেখা। খাইতে টেস্ট আছে তাই আপাততঃ ফ্রিজে রাখলাম।

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১০

নাফিস ইফতেখার বলেছেন: ফ্রিজ!!! খাইসে! :)

৫২| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৬

ক-খ-গ বলেছেন: তুখোর

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

নাফিস ইফতেখার বলেছেন: তেলতেলে বোধ করছি........:)

৫৩| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৯

অক্ষর বলেছেন: তয় এতকিছু করার থিকা, উইন্ডোজ নতুন কৈরা দেওনই ভালো

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

নাফিস ইফতেখার বলেছেন: তুই দে! /:)

৫৪| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৪

সময়ের সাথে সবসময় বলেছেন: ধন্যবাদ নাফিস ভাই,,,,,,,, এখন অফিসে....... বাসায় গিয়ে দেখব ঠিক হয় কিনা!

আমার ইয়াহু ভার্শন ৮ ছিলো সম্ববতোম, পরে ভার্সন ৯ এর আপডেট দিতে গিয়েই যত ঝামেলা লাগছে?

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৭

নাফিস ইফতেখার বলেছেন: ওকে........:)

৫৫| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৮

রবিন০৪ বলেছেন: আগে আমিও এভাবে চলছি। কিন্তু এখন এইসব ঝামেলা থেকে দূরে আছি কারণ এখন আমি ব্যবহার করছি লিনাক্স মিন্ট। উইন্ডোজএর মত এত ঝামেলা নাই। আপনারাও সুইচ করতে পারেন।

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

নাফিস ইফতেখার বলেছেন: কিছু কিছু সফটওয়্যারের লিনাক্স/উবুন্টু ভার্শন না থাকার কারনে এখনো সুইচ করতে পারছি না। এমনকি ওয়াইন দিয়েও চলে না। ফটোশপ তার মধ্যে প্রধান। আমি গিম্প এ কাজ করতে পারি না। :(

৫৬| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩০

সময়ের সাথে সবসময় বলেছেন: ভাইডি লিংক গুলাইনতো ওপেন হচ্ছে না, আপনি লিংকগুলাইন আমার মেইলে পাঠান> [email protected]

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

নাফিস ইফতেখার বলেছেন: লিংকগুলো ওপেন হবে না কেন? আমারতো হচ্ছে! আমি তাও আপনাকে মেইল করছি।

৫৭| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৬

তায়েফ আহমাদ বলেছেন: আপ্নে না থাকলে এই নাদান ব্লগবাসীর কী হইতো?
আমরা ধইন্য!

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

নাফিস ইফতেখার বলেছেন: আমি থাকলেও যা, না থাকলেও তাই! :)

৫৮| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩২

শামায়েল বলেছেন: চাইলে আরো ফাস্ট করা যায়।

মাই কম্পিউটার প্রপার্টিয থেকে এ্যাডভান্স্ড এ পার্ফরমেন্স সেটিংসে যেয়ে Adjust for best performance এ ক্লিক করে ok তে ক্লিক করুন।

এটাতে প্রব্লেম হল লুকটা সেকেলে হয়ে যায়। কিন্তু কাজ করে দারুন মজা পাওয়া যায়।

দারুন কাজের পোস্ট। ধন্যবাদ।

@রবিন০৪। আমিও চিন্তা করছি মিন্টে সুইচ করবো। পারলে ব্লগে কোন হাউটু দিয়েন।

৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৭

নাফিস ইফতেখার বলেছেন: মাই কম্পিউটার প্রপার্টিয থেকে এ্যাডভান্স্ড এ পার্ফরমেন্স সেটিংসে যেয়ে Adjust for best performance এ ক্লিক করে ok তে ক্লিক করুন।

একদম ঠিক! :)

৫৯| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২৮

ডিজুষ আঙক্ষেল বলেছেন: কত ঝামেলা রে!!!! উবুন্টু লাগায় লাও

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৯

নাফিস ইফতেখার বলেছেন: এটাও ঠিক! :)

৬০| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৮

সাগর ঢাকা বলেছেন: ধন্যবাদ নাফিস :)

সেদিন আপনার সাথে চ্যাট করে ব্যপক মজা পেয়েছি!
আপাতত প্রিয়তে...পরে কাজে লাগবে ..

ধন্যবাদ :)



৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:২০

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

৬১| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৬

তায়েফ আহমাদ বলেছেন: আজেবাজে পোষ্ট লেখার অপরাধে (!) জীবনে প্রথম জেনারেল হলাম।
সকলের দোয়াপ্রার্থী।

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৩

নাফিস ইফতেখার বলেছেন: পোস্টটা দেখেছি..........এটাতো আজেবাজে পোস্টের ক্যাটাগরিতে পড়ে না.........মডুদের মাথায় ঘিলুর প্রচন্ড অভাব!

৬২| ৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

বুলবুল আহমেদ পান্না বলেছেন: যথারীতি ২ টেরাক......

কন তো কি?;)

৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

নাফিস ইফতেখার বলেছেন: পালংশাক? ;)

৬৩| ৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

ফারহান দাউদ বলেছেন: সব ঠিক আছে কিন্তু ভাইরাস জীবন অতিষ্ঠ কইরা দিল,ফোল্ডার অপশন খায়া দিসে,CCLeaner আর অ্যান্টিভাইরাস ইন্স্টল করতে দেয় না,সব মিলায়া ছ্যাড়াব্যাড়া অবস্থা।

৩০ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৩

নাফিস ইফতেখার বলেছেন: আপনি Malwarebytes' Anti-Malware সেটআপ দিন। এই ভাইরাসটা চলে যাবে ইনশাল্লাহ। লিংক: Click This Link

ডাউনলোডের পর ইন্সটল করে সবগুলো ড্রাইভ স্ক্যান দিন। স্ক্যানের পর কিছু পেরে সেটা ডিলেট/রিম্যুভ করার অপশন দেবে। ডিলেট করার জন্য রিস্টার্টও চাইতে পারে। ট্রাই করেই দেখুন। সফটওয়্যারটা বেশি বড় না।

৬৪| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩৮

বিডি আইডল বলেছেন: আইই-৮ বেশ ভালো করেছে দেখলাম...

ড্রাইভার সমস্যার জন্য একটা ভালো সফট আছে...পিসির সব ড্রাইভারের ব্যাকআপ রাখে এবং নেট থেকে প্রয়োজনীয় আপডেট খুজে বের করে...পোষ্ট করবো সামনে সেটা নিয়ে দেখি..

লেখাটি ভালো হয়েছে..কাজে লাগবে অনেকেরই

৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:০২

নাফিস ইফতেখার বলেছেন: আইই - ৮ এখনও ফায়ারফক্সের সামনে কিছুই না। ড্রাইভার ব্যাকআপের যে সফটওয়্যারটির কথা বললেন সেটা আমার কাছেও আছে। কাজের জিনিস। আপনাকে ধন্যবাদ! :)

৬৫| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৬

'লেনিন' বলেছেন: লেখক বলেছেন: কিছু কিছু সফটওয়্যারের লিনাক্স/উবুন্টু ভার্শন না থাকার কারনে এখনো সুইচ করতে পারছি না। এমনকি ওয়াইন দিয়েও চলে না। ফটোশপ তার মধ্যে প্রধান। আমি গিম্প এ কাজ করতে পারি না। :(

আপনি ক্রসওভার দিয়ে অনেক গেম এবং ফটোশপ জাতীয় সফটওয়্যার চালাতে পারেন। আমি তাই করি। একবছর হলো গুডবাই জানিয়েছি পুরানো পিসি আর উইন্ডোজকে। ল্যাপটপে কেবলি উবুন্তু :)

৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩২

নাফিস ইফতেখার বলেছেন: আচ্ছা তাই? ক্রসওভারে পারফরমেন্স কেমন আসে? পিসির চাইতে কি স্লো? ওয়াইনে শুনতাম উইন্ডোজের অনেক এ্যাপ্লিকেশন নাকি ওয়াইন দিয়ে উইন্ডোজের চাইতেও উবুন্টুতে অধিকতর দ্রুত রান করে। :)

৬৬| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৭

'লেনিন' বলেছেন: ক্রসওভার দিয়ে আমি ফটোশপ ৫ এবং ৭ ইন্সটল করেছি। আরো অনেক সফটওয়্যার সময়ের অভাবে চালানো হয়না।

এমনকি মাইক্রোসফট অফিস XP এমনকি ২০০৭!, ইলাস্ট্রেটর সিএস, ফটোশপ সিএস২, ফ্ল্যাশ এমএক্স, ইন্টারনেট এক্সপ্লোরার(এখনও যে গরু গাধারা এটা ব্যবহার করে তাদের চোখে আমাদের দেখতে হয় :P), মাইক্রোসফট ভিসিও ২০০৩, ওরাকল জেইনিসিয়েটর ইত্যাদি ব্যবহার করি।

ওরাকল ডাটাবেজও ইনস্টল করেছি, সামনে ডেভেলপার ইন্সটলার ব্যবহার করার ইচ্ছা আছে।

ওহ হ্যাঁ ক্রসওভার কিন্তু বিনামূল্যে নয়। এটি ওয়াইনের মতোই উইন৯৮ বা উইন২০০০ বোতল তৈরি করে তাতে বিভিন্ন সফটওয়্যার চালায়। আমার কাছেও গিম্পকে অনেক অনেক সমস্যা মনে হয়, ফটোশপের অনেক প্রিয় ফিচার নেই এতে। :( সব সফটওয়্যার সফলভাবে ইন্সটল করতে পারবেন তার নিশ্চয়তা নেই। মিনিনোভাতে খুঁজে স্ট্যাবল ফ্রি ভার্শন পাবেন। তবে.... পাইরেসিকে না বলুন!!!

ফ্রি ওপেন-সোর্স সফটওয়্যার ব্যবহার করুন.....

৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৭

নাফিস ইফতেখার বলেছেন: অসংখ্য ধন্যবাদ এই অমূল্য তথ্যগুলোর জন্য। ইচ্ছে আছে আপনার বাতলানো পথে হাঁটার! :)

অফটপিক: আপনার প্রোফাইলের পিক পরিবর্তন করায় বয়স খানিকটা কমেছে........;)

৬৭| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৯

'লেনিন' বলেছেন: ক্রসওভারে ফটোশপে এই মুহূর্তে কিছু কাজ করছিলাম.. আপনার কথায় মনে হচ্ছে স্পিড উইন্ডোজের চেয়ে ভালোই, পারফর্ম্যান্সও দুর্দান্ত বলা যায়।

আমি ওয়াইন ব্যবহার করিনা, ক্রসওভার রক্স! :)

অফটপিক: আরে ভাই আমি চিরতরুণ! বয়স ১৮!
"I'll be 18 forever" - Bryan Adams ;) :P

৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৪

নাফিস ইফতেখার বলেছেন: হা হা চিরতরুণ.........;)

৬৮| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৯

রায়হান(তন্ময়) বলেছেন: চমেতকার ;)+++++++

৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৩

নাফিস ইফতেখার বলেছেন: মচৎকার! ;)

৬৯| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩২

সৌম্য বলেছেন: কঠিন। মনে হইতেছে আমার জন্যেই লেখা হইছে। আস্তে আস্তে কামে লাগাইতেছি।

৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩৪

নাফিস ইফতেখার বলেছেন: বাহ্! :)

৭০| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৯

ফারহান দাউদ বলেছেন: স্পাইওয়্যার ধরসে কিসু,কিন্তু অ্যান্টিভাইরাস ইনস্টলই করতে দিলো না। :(

৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৫

নাফিস ইফতেখার বলেছেন: আপনার সমস্যাটা সিভিয়ার মনে হচ্ছে.........

৭১| ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১০

শফিউল আলম ইমন বলেছেন: বেশ ভালো লেখা। হামার কম্পু সুপার ফার্ষ্ট:):):)
সিটিএন ;);)
বলেন সিইটিএন বুঝলেন;)

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৯

নাফিস ইফতেখার বলেছেন: ;)

৭২| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৭

মাতব্বর বলেছেন: মনে হচ্ছে পুরো নাফিস ইফতেখার কে সো-কেইসে ভরতে হবে ;)

৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪২

নাফিস ইফতেখার বলেছেন: ভয়ংঙ্কর চিন্তা-ভাবনা........:)

৭৩| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৫

অক্ষর বলেছেন: দিমুই তো, এতো কাহিনী করার কি আছে। নতুন কৈরা দাও সব কাহিনী শ্যাষ

৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৮

নাফিস ইফতেখার বলেছেন: তোর ল্যান্ঞ্জা নাড়া কুত্তার ছবিটা আরেকবার দে তো.........একটা ট্রাই মারুম.........

৭৪| ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৯

অক্ষর বলেছেন:

৭৫| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৫

তয়ন নাজির বলেছেন: ভাই পুরান service pack use করলে কনো সমস্যা আছে.....যেমন: Service pack 2

৩১ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩৬

নাফিস ইফতেখার বলেছেন: তেমন কোন সমস্যা নাই। তবে আপডেটেড থাকা ভালো।

৭৬| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫১

প্রতিদিন বলেছেন: oh niceeeeeeeeeeee. thanks nasif.

৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:০২

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

৭৭| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৫

অলস ছেলে বলেছেন: চোখের সামনে আনাতে আমার উপকার হৈলো, আপনিও মন্তব্য পাইলেন (ধন্যবাদ ফাও)।

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৭

নাফিস ইফতেখার বলেছেন: হেঁ হেঁ.........:)

৭৮| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৬

শিবলী রহমান বলেছেন: হি হি হি
মামু লজ্জা দিলা আমারে

১ নং টা বাদ দিলে আমি খ্যাত না :P

যাই হোক মামু
আমি উবুন্টু ৮.১০ ভার্সন দাউনলোড করসি
এইডা পেন্ড্রাইভ দিয়া ডাইরেক্ট ক্যাম্নে চালামু??

আর...... পুস্টটা ভাল্লাগসে
দুইদিন অনলাইনে ছিলাম না
ভালো থাইকো......+

০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! আপনিও ভালো থাকবেন। :)

৭৯| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৮

রানা বলেছেন: সাভিস প্যাক ৩ তে এভাইরা ইনস্টল হচ্ছে না। আগে যখন সার্ভিস প্যাক ২ ছিল সেখানে যেটি ইনস্টল করেছিলাম সেটি দিয়েই ট্রাই করেছি। কিন্তু হচ্ছে না। সার্ভিস প্যাক ৩ এর এভাইরা কি আলাদা ?

০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

নাফিস ইফতেখার বলেছেন: যতোদূর জানি এমনটা হওয়ার কথা না। আপনি তারপরও এ্যাভিরার ওয়েবসাইট থেকে সাম্প্রতিকতম ভার্শনটি ডাউনলোড করে চেষ্টা করে দেখুন কাজ হয় কিনা।

৮০| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:০১

আকাশ_পাগলা বলেছেন: পাওয়ার ডিভিডি র কাজ বোধহয় বুঝেন নাই। থিয়েটার সাউন্ড আর থিয়েটার ভিশনের একটা ব্যাপার আছে।এখন ত ঈগল ভিশন ২ ছাড়ছে। মজাই আলাদা। তাছাড়া, হালকা স্ক্র্যাচ থাকলেও এটা ডিভিডি চালাতে পারে।


আর কোথায় অপেরা, কোথায় মজিলা। অপেরা ৫ গুণ দ্রুত। ফেসবুকে ২ টা দিয়ে আলাদা ভাবে ঢুকেন। নিজেই বুঝবেন পার্থক্য।


ম্যাকএফী 'ফায়ার ওয়াল প্লাস' বাইর করছিল। এইটা ইন্সটল করা থাকলে, আর কম্পিউটারে কী কী ইন্সটল করছেন সে সম্পর্কে ধারণা থাকলে, কোন ধরণের এন্টি ভাইরাস আর ম্যালওয়ার ছাড়াই সারা জীবন কাটায়া দিতে পারবেন। এইটা আপডেট না করলেও চলব। এতই কাজের।


কেম্যাক্স কোডেক একবার ইন্সটল দিলেই হয়। দুনিয়ার এমন কিছু নাই যা উইন্ডোজের মিডিয়া প্লেয়ারে চলবে না। যদিও যার যার ইচ্ছা। এখানেই চালাতে হবে এমন ত আর কেউ মাথার দিব্যি দেয় নাই।



সিক্লিনারের চাইতে regcleaner ব্যাবহার করেন। ভালো লাগবে। এটায় ফাইল টাইপ রিমুভ টুলটা খুবই পাওয়ারফুল। সেটা হল, চাইলে নির্দিষ্ট একটা টাইপের যত ফাইল আছে, কম্পিউটার থেকে সরিয়ে দিতে পারবেন।


ডাউনলোড এক্সেলেটরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছিনা। আইডিএম ক্ষ্যাত। ১৪ গুষ্টি ডাউনলোড শুরু করে। কন্ট্রোল কম।ড্যাপ আবার বিজ্ঞাপন দেয়। ধূর।

সবার উপকারের জন্য এত কিছু লিখেছেন। তাই + । এভাস্টের ব্যাপারে কিছু জানান। এইটা কী ম্যালওয়ার , স্পাইওয়ার ধরতে পারে ?? কৌতুহল ছিল।


তবে, আমার একটা কথা ছিল, খুব পরিচিত না হলে একই টপিকে আমি ওপেন সোর্স থেকে ক্র্যাক সফটওয়ার পছিন্দ করি। কারণ, সস্তার বারো অবস্থা। অনেক অদ্ভুত ঝামেলায় পড়তে হয় অপরিচিত ওপেন সোর্স সফটওয়ার বেবহার করে।

৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫১

নাফিস ইফতেখার বলেছেন: ১. অপেরা স্লো কোথাও বলা হয়নি। বলা হয়েছে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারের সাথে এর কম্প্যাটিবিলিটি এখনো অনেক কম এবং সিকিরিউটিও ততোটা ভালো নয় যতোটা ফায়ারফক্সের।

২. আইডিএম ক্ষ্যাত??? আপনি বোধোহয় পুরা দুনিয়াতে একলা এই মতবাদধারী। চোখে-মুখে পানি দিয়ে আসুন জনাব!

৩. এ্যান্টিভাইরাস আপডেট না করে সারা জীবন সেইফ থাকবেন???? খাইসে! ভালো! তা কনফ্লিকার কি জিনিস জানে তো আপনার এই বিশেষ "আপডেট-না-করে-চলনেওয়ালা" এ্যান্টিভাইরাস?

৪. Power DVD হালকা স্ক্র্যাচ থাকলেও ডিভিডি চালাতে পারে। VLC পারে না? KMPlayer পারে না? হাস্যকর! আপনার কি হোম থিয়েটার আছে? তাহলে পাওয়ার ডিভিডি নিয়েই থাকুন। আপনি কি নেট থেকে ম্যুভি নামিয়ে তা সাবটাইটেল সহ দেখেন? না দেখলে আপনি পাওয়ার ডিভিডি নিয়েই শান্তিতে থাকুন।

৫. কেম্যাক্স কোডেক কেন? কোডেকের প্রয়োজনটাই বা কেন যেখানে একটা প্লেয়ার ইন্সটল করা যাচ্ছে যেটা সব ফাইল চালাতে পারে কোন কোডেক উইন্ডোজে ইন্সটল করা ব্যতীতই?


আপনি এ্যাডভান্সড, টেকনিক্যাল দিক ও ইউজিবিলিটির সরলকীরন গুলো চিন্তা না করেই অধিকাংশ মন্তব্যগুলো করেছেন। তাই আপনার অধিকাংশগুলো যুক্তিগুলোই একেবারেই খোঁড়া। আপনি যে বিষয়গুলো ভালোমতো জানেন সেগুলোর জন্য সাধুবাদ আপনাকে। কিন্তু যে বিষয়গুলো জানেন না, অনুরোধ থাকলো সম্পূর্ণ যাচাই-বাছাই না করে সে বিষয়ে কোন কথা না বলার জন্য। প্লাস দিয়েছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার এগুলোর অধিকাংশ বিষয়েই ধারণা স্বচ্ছ নয়।

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩

নাফিস ইফতেখার বলেছেন: এ্যাভাস্ট খুবই কার্যকরী - স্পাইওয়্যার ও ম্যালওয়্যার ধরতে পারে।

৮১| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১২:১৯

চিলে কোঠার সেপাই বলেছেন: @লেলিন ভুল লিখার জন্য দুঃখিত্।

Run এ গিয়ে &#xTe;mp% লিখতে হবে

৮২| ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৬

চিলে কোঠার সেপাই বলেছেন: &#xTe;mp% (bujthe parchina tik vabhe keno asche na)

৮৩| ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৮

চিলে কোঠার সেপাই বলেছেন: {(%)Temp(%)}

৮৪| ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৯

চিলে কোঠার সেপাই বলেছেন: এই বার হইছে!!:)

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮

নাফিস ইফতেখার বলেছেন: :)

৮৫| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১০:১১

স্বাধীন_০৮ বলেছেন: IDM এবং ORBIT এই দুইটাই আমি ব্যাবহার করছি।

অরবিটা ভাল লাগছে , আর আইডিএম থেকে ভাল কাজ ও করছে।

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮

নাফিস ইফতেখার বলেছেন: আইডিএম নতুনটা (ভার্শন ৫.১৬) একটা চমৎকার ও অনন্য ফিচার দিয়েছে। অনেক সাইট যেগুলো ডাউনলোড রিজিউম সাপোর্ট করে না সেগুলোতেও রিজিউম করতে দিচ্ছে। ৫.১৬ এর মূল চেন্ঞ্জটাই এখানে। আমার জন্য কিছু অচেনা সাইটি থকে ম্যুভি ডাউনলোডে খুবই সুবিধা হয়েছে।

What's new in version 5.16 (March 30, 2009):

* Completely remade the logic of download resume feature and added the possibility to resume downloads for sites that use temporary download addresses or when download addresses expire.

৮৬| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯

রুবেল শাহ বলেছেন: ইহার জবাব নাই.........................;)

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৯

নাফিস ইফতেখার বলেছেন: ;)

৮৭| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১০:২১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: বস উইন্ডোজ ছাড়েন, লিনাক্সে আসেন :)

০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

নাফিস ইফতেখার বলেছেন: প্ল্যান আছে! :)

৮৮| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১০:২৫

আমড়া কাঠের ঢেকি বলেছেন: উইন্ডোজ সাপোর্ট করার লাইগা মাইনাছ ;)

০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

নাফিস ইফতেখার বলেছেন: মাইনাস সাদরে গৃহীত হইলো! ;)

৮৯| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:১৩

স্বাধীন_০৮ বলেছেন: অফ টপিকঃ

উবুন্টুতে ডায়ালআপ কানেকশন সেটআপ এর ব্যাপারে কিছু জনেন।

আমি অনেক আগে একবার ট্রাই করছিলাম কিন্তু কিছু করতে পারি নাই।

আপনি পাড়লে একটা পোস্ট দিয়া ফেলেন।

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

নাফিস ইফতেখার বলেছেন: উবুন্টু ৮.১০ তে আমার এন৭০ অটো পাইতো। কিছুই করা লাগে নাই।

৯০| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৩১

ম্যাভেরিক বলেছেন: একখানি ডিপ্লোমা অর্জিত হইল। ধন্যবাদ। :)

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫০

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

৯১| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮

রূপক  বলেছেন: পিসিতে মাত্র ৫ টা ব্রাউসার আছে.........সবগুলাই লাগে বেটা টেস্টিং-এ :(

০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৯

নাফিস ইফতেখার বলেছেন: তোমার দরকার আছে। তুমি ইউজ করো! :)

৯২| ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: কামের পুষ্ট করছেন বাই। প্রিয়তে।।।

০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০১

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ মুন্না! :)

৯৩| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:২৫

রাতিফ বলেছেন: দুর্দান্ত পোস্ট..........ব্যাপক ধন্যবাদ আপনারে।

০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০১

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

৯৪| ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৫

ক্যানন কার্ণেগী বলেছেন: ভালো পোষ্ট। অনেকেরই কাজে আসবে যদি পোলাপাইনের মতো স্টাইলিশ অপারেটিং গ্রাফিক্স এর লোভ ছাড়তে পারে। বাঙালির সমস্যাই হলো পিসিতে আকাইম্যা ভুংচুং এর দিকে দৌড়ানো।

অফটপিক: আপনার নড৩২ নিয়ে পোষ্টে আরেকটা অলটারনেট লিংক সহ কমেন্ট করেছিলাম। মুছে দিয়েছেন কেন জানতে পারি? আপনার কাছ থেকেই প্রথম কমেন্ট মোছা খাইলাম।

০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

নাফিস ইফতেখার বলেছেন: আমি তো সাধারণত ইচ্ছে করে কমেন্ট মুছিনা ভাই। যদি আপনারটা মুছেও গিয়ে থাকে তা অবশ্যই ভুলে। সেক্ষেত্রে আমি অত্যন্ত দুঃখিত।আমি কমেন্ট মোডারেশনে গিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবো। কি ছিলো ঐ কমেন্টে? কিসের লিংক?

৯৫| ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮

সন্দীপন বসু মুন্না বলেছেন: আমাদের দেবদুতদের জন্য নতুন গ্রুপ ছোটদের সামহয়্যারইন
Click This Link
আপনার কষ্টার্জিত জ্ঞান-প্রজ্ঞা ছড়িয়ে দিন আগামী প্রজন্মের মাঝে...
Click This Link

৯৬| ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৪

আবু সালেহ বলেছেন:
অনেক কিছুই জানা ......
বহুত কামের পোস্ট.............

০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

৯৭| ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

আকাশ_পাগলা বলেছেন:
ওপেরার সিকিউরিটি কম কোথা থেকে জেনেছেন সেটার সোর্স দিলে ভালো হত। থার্ড পার্টি কয়েকটা সফটওয়্যারের নাম বলেন, যেগুলো অপেরায় ব্যবহার করতে পারছিনা। হয়ত, কিছু শিখব।


আমি যে ফায়ারওয়ালের কথা বলেছি, সেটা জাস্ট রেজিস্ট্রি পরিবরতনটা বন্ধ করে দেয়। তেমন সিরিয়াস না হলে আমাকে জিজ্ঞেস করে, যে কী করবে।

কনফিকার কে চিনা লাগবে না। ওটা অপারেটিং সিস্টেমের যে রেজিস্ট্রিট্টা পরিবর্তন করবে, সেটা গার্ড দিয়ে রাখলেই হয়। এটা এন্টিভাইরাস না। ফায়ারওয়াল প্লাস।


আমি একাই যদি আই ডি এম কে খ্যাত বলি, তাহলে বাকি সবাই এর পক্ষে !! তাহলে, দুনিয়ায় অন্যান্য এক্সেলেটরগুলো চলে কেন ? হাস্যকর কথা বলেছেন।

যাই হোক, পালটা যুক্তি দিলাম শুধু। কিন্তু, আমি নিজে এখন আই ডি এম ব্যবহার করছি। একই রকম সব। আর খ্যাত বলেছিলাম লুকিং এর দিক থেকে, আর কিছু না। স্পিড সব একই রকম দেয়।বাড়তি পাওয়া, ড্যাপ দেখতে দারুন। আর, বলে যে, ৪০০ % নাকি ফাস্ট করে স্পিড। সেখানে আই ডি এম বলে ৩০০ %। জানিনা কোনটা ঠিক, কারণ ড্যাপ আবার বিজ্ঞাপন দেয়। বাকি গুলোও এমনি। আই ডি এম রেপিড শেয়ার থেকে ডাউনলোদের সময় সরাসরি লাইন আপ এ নেয়। পরে, টাইম শেষ হয়ে যায়। ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে চাইলে অনেক ঝামেলা করতে হয়।


পাওয়ার ডিভিডি নিয়ে কি বলছি আর কী বুঝছেন, আপনিই জানেন। একটা ডিভিডি কে যখন ৮ এক্স জুমে চালাই, তখন কয়টা সফটওয়ার এত স্মুথ রান করায় ? আর আগের কমেন্টে কয়েকটা ফিচারের কথা ত বললামই।

যাই হোক, যার যার পিসি তার তার ক্যানভাস। আমারটা এমন করে রাখছি, যে সুইচ অন এর ৭ সেকেন্ডের মধ্যেই প্রোগ্রাম রান করাতে পারি। আমি সন্তুষ্ট এতেই। তবে, আমার টাস্কবারে ঘড়ির কাছে এত্তগুলা টাস্ক থাকে। ওগুলা কমিয়ে পিসি কে আরও ফাস্ট করার ইচ্ছা নাই।


আপনার পোস্ট অনেকেরই উপকারে আসবে। আমি ব্যাপারটাকে আরও একটু গুছাতে চাইছিলাম। যাই হোক, আপনার পোস্ট, আপনার ইচ্ছা মতই রাখেন।
ভালো থাকবেন।

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮

নাফিস ইফতেখার বলেছেন: এ্যাকচুয়ালি আপনার জন্য শুধু এই পোস্ট কেন, দুনিয়ার কোন অপটিমাইজেশন গাইডই নয়। যে বুঝতে চায় না তাকে বোঝানোর সাধ্য কারো নেই।

৯৮| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৬

রূপক  বলেছেন: @ আকাশ_পাগলা: "খুব পরিচিত না হলে একই টপিকে আমি ওপেন সোর্স থেকে ক্র্যাক সফটওয়ার পছিন্দ করি"

আপনার মত লোকগুলোকে ধরে পুলিশে দেয়া উচিত.... যেসব কাজের জন্য ওপেনসোর্স ভালো সফটওয়্যার আছে, সেসব কাজে ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করা আমি মোটেও সাপোর্ট করি না। যেখানে কোন অল্টারনেটিভ নেই, এবং এত টাকা দিয়ে লাইসেন্সড সফটওয়্যার কেনার টাকা নেই, শুধুমাত্র সেক্ষেত্রে আমি ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করার পক্ষপাতি। আপনি এমনভাবে কথাটা বললেন, যেন ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করাটা একটা বিরাট কৃতিত্বের কাজ। সারা জীবনে এমন একট সফটওয়্যারও বানিয়েছেন যেটা কাজের? মনে হয় না। বানালে বুঝতেন, পরিশ্রম কি জিনিস, পারিশ্রমিক কি জিনিস। ধিক আপনাকে।

৯৯| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৪১

রূপক  বলেছেন: "ফায়ারফক্স ব্যবহার করলে সাথে Adblock Plus এ্যাড-অনটি ব্যবহার করুন।"

প্লিজ ভাই, এই জিনিসটা কাউকে করতে উৎসাহিত করিস না... কারন নতুনদের জন্য এডসেন্স একটা বিশাল ইন্সপায়ারেশনের জিনিস। আমি অনেককে দেখেছি, এডসেন্স থেকে আয় করা যায় শুনে সাইট তৈরী করেছে, ব্লগ লিখা শুরু করেছে... পরে ধীরে ধীরে আরো কাজে হাত দিয়েছে...এবং ভালো করেছে।

লাইনটা এভাবে দিতে পারিস:
"ফায়ারফক্স ব্যবহার করলে সাথে Adblock Plus এ্যাড-অনটি যাষ্ট ইন্সটল্ড রাখুন এবং সাইট ভ্রমনের সময় যদি কোন সাইটে মাত্রাতিরিক্ত অ্যাডের কারনে কাজ করতে সমস্যা হয়, শুধুমাত্র তখন এটি ব্যবহার করুন।"

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯

নাফিস ইফতেখার বলেছেন: তোমার আমার আমার দৃষ্টিভঙ্গি এ ব্যাপারে কখনোই মিলবে না। ব্রাউজিং ফাস্ট করাটাই এখানে লক্ষ্য। আমরা এখানে ইউজার সাইডের কথা বলছি। ডেভোলপারদের পক্ষ থেকে চিন্তা করলে অবশ্যই এ্যাড সরানোটা পজিটিভ কিছু নয়। ডেভোলপাররা তাদের মতো ব্যাপারটা ডিল করুক, আর ইউজাররা ইউজারদের মতো। কারো কাউকে অনুরোধ বা অনুনয়-বিনয়ের কোন কারন দেখছি না - তা সে পূর্ণমাত্রায় Adblock Plus এ্যাড-অনটি ব্যবহার করার ক্ষেত্রেই হোকই না কেন। এটা যার যার ইচ্ছের ব্যাপার।

১০০| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯

রিজভী বলেছেন: অসাধারণ ভালো একটি পোস্ট। প্রিয়তে অ্যাড করলাম।

+

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:১৯

নাফিস ইফতেখার বলেছেন: অনেক ধন্যবাদ আপানাকে! :)

১০১| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫

আকাশ_পাগলা বলেছেন: রূপক বলেছেন --

আপনার মত লোকগুলোকে ধরে পুলিশে দেয়া উচিত.... যেসব কাজের জন্য ওপেনসোর্স ভালো সফটওয়্যার আছে, সেসব কাজে ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করা আমি মোটেও সাপোর্ট করি না। যেখানে কোন অল্টারনেটিভ নেই, এবং এত টাকা দিয়ে লাইসেন্সড সফটওয়্যার কেনার টাকা নেই, শুধুমাত্র সেক্ষেত্রে আমি ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করার পক্ষপাতি।

--------------------------------------------------------------------

এই যে , ছোট বাবু, এই কথা গুলোই আমি এক লাইন এ বলেছি, তুমি বুঝনি কেন, খোকা ??

মানুষকে হুদাই পঁচানোর চেষ্টা করতে মজা লাগে ???।।


--------------------
ওপেন্সোর্সের ভালো সফটওয়্যার অপ্রিচিত থাকবেনা। এটা নিশ্চয়ই পরিচিত হবে। সেখানে আমি ওপেন্সোর্স ব্যবহার করার কথাই বলেছি,
আন্দাজে কিছু ইন্সটল করে পিসির বারোটা বাজানোর সখ নাই। তাই, পরিচিত না হলে, আমি ওপেনসোর্স ব্যবহার করি না। টাকা নাই বলে, ক্র্যাক ইউজ করি।

এই কথাটা সবাই বুঝেছে, শুধু আপনি, আপনার বন্ধু আর আপনার অন্যান্য নিক গুলো বুঝবেনা।

০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫০

নাফিস ইফতেখার বলেছেন: মানুষের প্রতি ও সহব্লগারদের প্রতি সম্মান বাড়ান। আপনার মধ্যে না জেনে কথা বলার যে প্রবনতাটা আছে সেটা দূর করার চেষ্টা করুন। ততোক্ষণ পর্যন্ত আপনাকে আমার ব্লগে ব্লক করা হলো।

১০২| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:১২

আমড়া কাঠের ঢেকি বলেছেন: @আকাশ পাগলা, এই বিষয়ে আরেকটু সিরিয়াস হতে হবে। আমরা যারা সফ্টওয়ার কোডিং করি তারাই শুধু বুঝি এটা কতটা খাটনির আর ব্রেইনজব। একেকটা সফ্টওয়ার একেকজন প্রোগ্রামারের সন্তানের মত বললেও কম বলা হয়।

যাই হোক, ওপেনসোর্স হলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু ওপেনসোর্স আর ফ্রিওয়ারের পার্থক্যটা বুঝতে হবে। এইদুইটার মাঝেও কিন্তু অনেক পার্থক্য আছে। ওপেনসোর্সের সোর্স কোড উন্মুক্ত, যেকেউ এর কোড দেখতে, ডেভেলপ করতে পারে। কাজেই এতে ঝুকি নেই বললেই চলে।

ক্র‌্যাকিং/পাইরেসি আর চুরি একই কথা।

০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪১

নাফিস ইফতেখার বলেছেন: সহমত!

১০৩| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:১৯

পাপী বলেছেন: ওরে মা রে, এত্ত বড় ল্যাখা ক্যান?? +

০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪১

নাফিস ইফতেখার বলেছেন: বড় হবেনা কেন? :)

১০৪| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:২৭

রূপক  বলেছেন: কারো সম্পর্কে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কোন মন্তব্য করা উচিত না। "এই যে , ছোট বাবু" কথার অর্থ কি? আপনাকে তাহলে "বুড়া আঙ্কেল" ডাকব? আর ব্লগে আপনার বয়স কতদিন? "মানুষকে হুদাই পঁচানোর চেষ্টা করতে মজা লাগে" মানে কি? যারা এই ব্লগে নিয়মিত আসেন, তারা জানেন আমি আমার ব্লগিং লাইফে কাউকে পঁচিয়েছি কিনা। বিনা কারনে তো দূরের কথা, কখনোই আমি কাউকে অপদস্থ করার চেষ্টা করেছি বলে মনে পড়ে না।

যাই হোক, আপনার মত অতি জ্ঞানীদের সামনে "আমার, আমার বন্ধু আর আমার অন্যান্য নিক গুলো" সত্যিই তুচ্ছ। তা ভাই, আমার অন্যান্য নিকগুলা কি যদি একটু বলতেন? বড় উপকার হত... সাহস থাকলে প্রমান সহ বলে যান। নাহলে আলগা বাহাদুরি বন্ধ করুন। আপনার কিছু পোষ্ট পড়েই আপনার জ্ঞানের দৌড় আমার বোঝা হয়ে গিয়েছে। আপনাকে সত্যিই অপদস্থ করার মত পয়েন্ট এখনি আমার হাতে আছে। কিন্তু ওই যে বললাম, কাউকে অপদস্থ করা আমি পছন্দ করি না।

ভালো থাকবেন। শুভ ব্লগিং।

১০৫| ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৬

হরিসূধন বলেছেন:

কামের পোষ্ট :)

০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৩

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ!

১০৬| ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০২

সিএইচকে বলেছেন: প্রায় সবগুলোই জানা। নতুন কিছুও জানলাম।
আমি কোন এন্টি ম্যালওয়ার বা স্পাইওয়্যার ব্যবহার করি না। শুধু নড৩২ স্মার্ট সিকিউরিটি ব্যবহার করি। ওটা কি স্পাইওয়্যার প্রটেকশন দেয় না?

Malwarebytes Anti-Malware 1.35 এর সিরিয়াল কী সহ ডাউনলোড লিংক দরকার।

০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৯

নাফিস ইফতেখার বলেছেন:

ডাউনলোড লিংক: Click This Link

সিরিয়াল:

ID : 9OI66
KEY : LKDP-ELK3-DCPM-LANW

১০৭| ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৪

নাফিস ইফতেখার বলেছেন:

@আকাশ_পাগলা: মানুষের প্রতি ও সহব্লগারদের প্রতি সম্মান বাড়ান। আপনার মধ্যে না জেনে কথা বলার যে প্রবনতাটা আছে সেটা দূর করার চেষ্টা করুন। ততোক্ষণ পর্যন্ত আপনাকে আমার ব্লগে ব্লক করা হলো।

১০৮| ০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৬

অক্ষর বলেছেন: নাফিস, আপনি উনাকে ব্লক করে ঠিক কাজ করেননি। আপনি উনার থেকে কম জানেন স্বীকার করে নেন। আকাশ ভাই যা বলছে না জেনে বলছে না। উনার জ্ঞান ভান্ডার অনেক, তা দেখেই বুঝতেছি।



আপনি উনার ব্লক উঠিয়ে নেন। সবাইকেই বলার সুযোগ দেয়া উচিত। আর যদি সে আকাশ পাগলা হয়। তাহলে তো কথাই নেই।

০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০২

নাফিস ইফতেখার বলেছেন: উনার ব্লক উঠিয়ে নেয়া হলো। উনার জ্ঞান ভান্ডার অনেক, আমরা এর আরো ঝলক দেখতে চাই।

১০৯| ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৫

ভেবে ভেবে বলি বলেছেন: আপনি নিজেও জানেন না যে এভাবে লেখার মধ্য দিয়ে আপনি নিজেকে কোন উচ্চতায় নিয়ে চলেছেন...আপনি যে সত্যিই একজন তারকা ব্লগার, সকলের চোখের মণি, তা আপনার এই লেখাগুলো পড়লেই বোঝা যায়। আমি একজন নতুন ব্লগার, জানি না অনেক কিছুই, তবু আপনার ব্যাপারে আমিও এক বাক্যে বলে দিতে পারি, You deserve it. You really really really deserve it !

জয়তু নাফিস ইকবাল। জয়তু সামহয়ারইন ব্লগ।

০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! আমার সৌভাগ্য যে আপনি আমার ব্যাপারে এমনটা ভাবেন। শুভেচ্ছা রইলো, অনেক অনেক ভালো থাকুন। :)

১১০| ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪১

ভেবে ভেবে বলি বলেছেন: সরি...আপনার নাম ভুল লিখে ফেলেছি...কিছু মনে নেবেন না।

০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭

নাফিস ইফতেখার বলেছেন: আরে এটা কোন ব্যাপার না, এমনিতেও ব্লগে আমার নাম শুদ্ধ বানানে কেউ লিখে না। নাপিষ আর ণাপিষ হয়ে গেছে..........:)

১১১| ০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৯

ক্যানন কার্ণেগী বলেছেন: নাফিস ভাই, প্রশ্নের উত্তরের জন্য ধন্যবাদ। যদি ভুলে মুছে থাকেন, নো ওরিস, এমন কিছু কমেন্ট করি নাই যে আপনাকে আবার আনডু করার জন্য সময় নষ্ট করতে হবে। ভীষণ নিরীহ পাঠক হিসাবে (নিজেকে ব্লগার দাবী করার মতো সময় আমি সামুতে দিতে পারিনা) আমার শুধু জানার ইচ্ছে ছিল মোছার কারন। সেটা জানলাম দিস ইজ এনাফ।

তাছাড়া আপনার বেশিরভাগ পোষ্টে যে পরিমান হিট আর কমেন্ট আসে তাতে এমন বাই মিসটেক কমেন্ট মোছা খুবই সম্ভব। ভালো থাকুন।

১১২| ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৫

আকাশ_পাগলা বলেছেন: রূপক বলেছেন,
আপনাকে সত্যিই অপদস্থ করার মত পয়েন্ট এখনি আমার হাতে আছে।

--------------------
ভুল গুলো দেখালে খুশি হতাম।

@নাফিস,

আমার যেমনটা ভাল লাগে, তেমনটাই তো বললাম। কাউকে কি জোর করলাম নাকি ? সেভাবে বুঝে থাকলে দুঃখিত। আপনার পোস্টে আমি + দিছিলাম, কারণ মানুষের উপকার করতে চাইছেন। আমিও যেমনটা বুঝি বলতে চাইছি। কারো ত আর ইচ্ছা করে ক্ষতি করতে চাই না।ভুল জানি আর ঠিক জানি, যা জানি হয়ত কারও উপকারে লাগবে ভেবেই বলেছি। এটাতে আপনার, আপনার বন্ধুর এমন react এর কারণ বুঝলাম না।
যাই হোক, সবশেষে ব্লগ থেকে ব্লক উঠিয়ে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

[যেমনটা বুঝি তেমনটা বলি, মানুষ এখানে আসে ত সেকারণেই। ঠিক না? কিন্তু, মতের সাথে না মত না মিললেই মানুষ এমন করে কেন, বুঝলাম না। আর, অফ দ্যা টপিক,সত্যি করে বলবেন, আপনি কখনও পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন নি ? আমি চুরির পক্ষে যাচ্ছি না, তবে স্বীকার করি যে ব্যবিহার করি। আমার কথা কারও খারাপ লেগে থাকলে, আমি আন্তরিক ভাবেই দুঃখিত।]

০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

নাফিস ইফতেখার বলেছেন: আপনার এই পোস্টে করা প্রথম মন্তব্যটি কোন টেকির (আমার মতো আম-ছালা কম্পিউটার ইউজার নয়) কাছ থেকে একটু মিলিয়ে নিন। তারপর দেখুন আপনার ভুলটা কোথায়। আমি পার্সোনালি বোঝাতে বিব্রত বোধ করছি। ক্ষমা করবেন।

আমি পাইরেটেড সফটওয়্যার এখনও ব্যবহার করি। আমি এখনও এর লিংক মানুষকে দেই। সেটা নিয়ে কিন্তু কোন কথা আপনার সাথে আমার হয়নি, হয়েছে আপনার সাথে রূপকের। মতের অমিলের জন্য আপনাকে ব্লক করা হয়নি। তবে "এই যে, ছোট বাবু" কোন সহব্লগার যে আপনার চেয়ে বড় না ছোট তা আপনি জানেন না তার প্রতি সম্বোধন হতে পারে না। ব্লক করার কারন ছিলো সেটিই। পরে রূপক আমাকে পার্সোনালি আনব্লক করতে বলেছিলো ম্যাসেন্ঞ্জারে - তাই করেছি।

১১৩| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৭

রূপক  বলেছেন: হুমম....

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫১

নাফিস ইফতেখার বলেছেন: হুমমম..........

১১৪| ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৫

রানা বলেছেন: কাজ হয়েছে। লেটেস্টটি ডাউনলোড করছি। ইনস্টলও হয়েছে। আপনি এভিজি কে কৌতুক বলছেন কেন? আমি সব ডাউনলোডের সাইটে এটাকে ৪/৫ স্টার দেয়া দেখেছি। আমার অব্যশ্য এভাইরাই পছন্দের.....

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫১

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! এভিজি কৌতুক বলার মূল কারন এটি অনেক ক্ষেত্রেই স্পাইওয়্যার ধরতে চরম রকমের ব্যর্থ। আর প্রচুর ফলস পজিটিভ ধরে। একটা নির্দোষ কি-জেন যেটা আর প্রত্যেকটা এ্যান্টিভাইরাস জামিন দিয়েছে, এভিজির কি যেন মতিগতি - ফাঁসিয়ে দেয়। আর নতুন একটা ভাইরাস আসলে তাকে সরানোর জন্য প্রয়োজনীয় আপডেট এভিজি কোন কারনে অন্যান্য এ্যান্টিভাইরাসের চেয়ে অনেক পরে পায়। এভিজির রেটিং ভালো হওয়ার মূল কারন ২টি -

১. এটি ফ্রি
২. এটি অফলাইন আপডেট করা যায়

১১৫| ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৭

নকীবুল বারী বলেছেন: লিংক গুলোর জন্য ধন্যবাদ.................আমি পুরান পিসি চালাই, মাদারবোর্ড দুইবার গ্যাছে, কোরিয়ান দুই নং মাদার বোর্ড চালাই..... আমার জন্য উপকারী পোষ্ট।

ফ্রি এন্টিভাইরাস-এ কোন কাজ হয় না বইলাই আমার ধারনা।.........ট্যাকা দিয়া সফটওয়ার কিনার মনমানসিকতা এখনো আমাগো তৈরী হয় নাই। তবে পারলে ট্যাকা দিয়াই সফটওয়ার কিনা উচিত..............

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৫

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! ফ্রি এ্যান্টিভাইরাসে কাজ হয়না কথাটা ভুল। এ্যাভিরা এবং এ্যাভাস্ট খুবই শক্তিশালী এ্যান্টিভাইরাস এবং অনেক কার্যকর। আস্তে আস্তে পেইড সফটওয়্যারগুলোর সাথে এগুলোর পার্থক্য কমে আসছে। তবে পেইড সফটওয়্যারগুলো এখনও টপে। ক্যাস্পারেস্কি, নড৩২, বিট ডিফেন্ডার এখনও রাজা।

১১৬| ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৯

রানা বলেছেন: অফ টপিক ঃ আপনার মিগ৩৩ এর আইডি কি ছিল ? এখনও ইউজ করেন ?

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫১

নাফিস ইফতেখার বলেছেন: আমার মিগ৩৩ এর আইডি বলতে ব্যাক্তিগত সমস্যা আছে। দুঃখিত! এখন আর ইউজ করি না। অনেকদিন যাই না। রুম চ্যাটের পরিবেশ নেই। আর বন্ধুরা অনেকেই ম্যাসেন্ঞ্জারে। :)

১১৭| ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪১

রিসাত বলেছেন: অনেক বড়ো পোস্ট,,, আপাতত ফেভারিট করি কী বলেন??:P

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৪

নাফিস ইফতেখার বলেছেন: করেন........:P

১১৮| ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪২

রিসাত বলেছেন: ভুলে মাইনাস বাটনে চাপ পড়ছে:(

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৪

নাফিস ইফতেখার বলেছেন: আরে ধুরর! এটা কোন ব্যাপার না। এমনটা প্রায়ই হয়..........:)

১১৯| ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৪

সাদাচোখ বলেছেন: +

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৪

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১২০| ১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৮

জনৈক আরাফাত বলেছেন: খুবই দরকারী পোস্ট। ধন্যবাদ বরাবরের মত।
আচ্ছা? পাসওয়ার্ড দিয়ে সিডি রাইট করা যায়? যেন কেউ সিডি খুলতে না পারে?

১২১| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১০

শামীম দ্যা রক্ বলেছেন: আমি ভিসতা লাগাইয়া রাকসি।
Intel Pentium D 997 3.2 Ghz
Transcend 2GB DDR2 667
XFX Gforce 8600GT 256GDDR3
80+80GB HDD

কেমন হয়?

তয় সমইস্যা হইল আমি Hibernate বন্ধকরবার পারতাসিনা। সিস্টেম রিস্টোর অফ করা।

আপনার কি মনে হয় উইন্ডোজ এশিয়ার জন্য লো প্রাইস এডিশন ছাড়া উচিৎ?

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৫

নাফিস ইফতেখার বলেছেন: আমারতো মনে হয় উইন্ডোজ ফ্রিতে বিতরণ করা উচিৎ........:P

১২২| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: নাফিস ভাই, ব্রেকিং নিউজ


ESET Smart Security 4

http://beta.eset.com/







খুব সুন্দর করছে। কিন্তু উইন্ডোজ আপডেট চাইতেছে। কি করুম???? :(

১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৭

নাফিস ইফতেখার বলেছেন: মুন্না, ESET Smart Security 4 এর ফুল ভার্শনই আসছে। বেটাটা কেন ব্যবহার করতেসো এখনো? আর উইন্ডোজ আপডেট এর সমস্যাটা ঠিক করতে Setup এ গিয়া Advanced Setup এ যাও। তারপর System Updates অপশনে No Update কইরা দেও। ঠিক হইয়া যাইবো.........:)

১২৩| ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ঠিক অয়নাই। প্রোডাক্ট কি নিয়াও ঝামেলা করতেছে। হলুদ অয়া আছে।।। :(

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০

নাফিস ইফতেখার বলেছেন: ঠিক হবে না কেন? তোমার নড এর ভার্শন কি? আমারটা ৪.০.১৩৪। আমারতো এবাবেই ঠিক হইসিলো।

১২৪| ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারডা ফুল ভার্সন বইলাই মনে হইতেছে। বেটা লেখা নাই কোনখানে।।।

১২৫| ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এই এররটা দেখাইতেছে।।।



Click This Link

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০

নাফিস ইফতেখার বলেছেন: আমারো এই এররটাই ছিলো। আমিও ঠিক করছি এভাবেই। নড এর Setup এ গিয়া Advanced Setup এ যাও। তারপর System Updates অপশনে No Update কইরা দেও। তারপর OK দাও:


বড় করে দেখতে: View this link

১২৬| ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩১

হাশেম বলেছেন: ঝাক্কাস হইছে নাফিস ভাই।

তবে ইউটিলিটি সফটওয়ার এর জন্য টিউন আপ খুবই কাজের..
১. অসাধারণ ডিফ্রাগমেন্ট সুবিধা
২. মেমরী অপ্টিমাইজ সুবিধা
৩. রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট সুবিধা
৪. স্পীড অপ্টিমাইজ সুবিধা
৫. ওয়ান ক্লিক মেইনটেনেন্স
৬. রেজিস্ট্রি ক্লিনার
৭. আনইন্সটলার
৯. রিপেয়ার উইজার্ড
১০. আনডিলেটার
এবং আরো অনেক...
লিঙ্ক http://www.tune-up.com/download/

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫২

নাফিস ইফতেখার বলেছেন: সহমত! টিউন আপ ইউটিলিটিজ খুবই কাজের সফটওয়্যার। :)

১২৭| ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৭

মিছে মন্ডল বলেছেন: এডোপ শকওয়েব প্লেয়ারের ফাংশন কী?

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩০

নাফিস ইফতেখার বলেছেন: এ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার আর শকওয়েভ প্লেয়ারের কাজ প্রায় একই ধরনের হলেও শকওয়েভ প্লেয়ারের মাধ্যমে অনেক অপেক্ষকৃত জটিল কাজ করা সম্ভব যেটা ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে সম্ভব নয়। যেমন: শকওয়েভ প্লেয়ারের Direct 3D সাপোর্ট আছে। এটি অনলাইনে গেইম খেলার জন্য ও বিভিন্ন ইন্টারেকটিভ টুল রান করতে বহুলভাবে প্রচলিত।

১২৮| ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬

মিছে মন্ডল বলেছেন: ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৮

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১২৯| ১৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৮

মিছে মন্ডল বলেছেন: আইডিএম এর ক্র্যাক সহ কার্যকর কোন ভার্সন এর লিংক দিতে পারবেন?

১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৮

নাফিস ইফতেখার বলেছেন: আমারটাই আপলোড করে দিলাম। এটা লেটেস্ট ভার্শন। ইন্সটলের পর প্যাচ ফাইলটি ওপেন করলে IDMan.exe ফাইলটা খুঁজে বের করে ডিটেক্ট করিয়ে দিতে বলবে। আপনি IDM যেখানে ইন্সটল দিয়েছেন সে যায়গা থেকে প্যাচটাকে ফাইলটা পাইয়ে দিন। সাধারণত C:Program FilesInternet Download ManageIDMan.exe ফোল্ডারে থাকে, অবশ্য ডিপেন্ড করে আপনি কোন ড্রাইভে ইন্সটল দিয়েছেন তার উপর। ফাইলটা দেখিয়ে দিয়ে প্যাচ বাটনটি চাপুন, ব্যস IDM ফুল ভার্শন হয়ে যাবে।

লিংক: http://www.mediafire.com/?gth4ynyx52y

১৩০| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪২

মিছে মন্ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৫

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! তবে কোন কারনে কাজ না হলে জানিয়েন :)

১৩১| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৭

মিছে মন্ডল বলেছেন: কাজ হইছে। এরপরও কোন সমস্যা হইলে জানাবো।

১৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

নাফিস ইফতেখার বলেছেন: যাক বাঁচলাম! :)

১৩২| ২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০০

হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন: ভাল লিখেছেন।কিছু জিনিস জানা ছিল.,কিছু নতুন ভাবে জানলাম।অত্যন্ত কাজের সন্দেহ নেই।ধন্যবাদ একটি সুন্দর পোস্টের জন্য।

ইন্টার কোন্ ব্যাচ জানতে পারি???

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৪

নাফিস ইফতেখার বলেছেন: ২০০৭, আপনি?

১৩৩| ২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৯

হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন: ০৫ব্যাচ।

২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৪

নাফিস ইফতেখার বলেছেন: ওকে! সিনিয়র তাহলে......:)

১৩৪| ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: JOTIL POST.

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৭

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ!

১৩৫| ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৯

ল্যাটিচুড বলেছেন: বরাবরের মত অসাধারণ। ডবল প্লাস

২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:২২

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৩৬| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৫৭

নামহীনা বলেছেন: ভালো পোষ্ট দিছেন তাই +++

০১ লা মে, ২০০৯ দুপুর ১২:১৫

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৩৭| ১০ ই মে, ২০০৯ বিকাল ৪:০২

ট্রুথ ফাইন্ডার বলেছেন: ভাল পোস্ট। কাজে লাগবে। +++

১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৩৮| ১০ ই মে, ২০০৯ বিকাল ৪:০২

ট্রুথ ফাইন্ডার বলেছেন: ভাল পোস্ট। কাজে লাগবে। +++

১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৩৯| ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:০০

অবিরাম বলেছেন: ভাল। ধন্যবাদ!

১৫ ই মে, ২০০৯ সকাল ১১:৪৩

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

১৪০| ১৮ ই মে, ২০০৯ সকাল ১০:৩০

অনীয়ম বলেছেন: নাফিস ভাই আমি আপনার পাংখা হইয়া গেলাম।
এখন থেকে আপনার কোন পুস্ট না সরাসরি আপনি প্রিয়তে রইলেন।

১৮ ই মে, ২০০৯ দুপুর ১:৩২

নাফিস ইফতেখার বলেছেন: অসংখ্য ধন্যবাদ! অনেক বড় জায়গা দিয়ে দিলেনরে ভাই...........:)

১৪১| ১৮ ই মে, ২০০৯ দুপুর ১:৪৩

চাচামিঞা বলেছেন: আমি একবার এক্সপি সেটাপ দিয়া টাশকি খাইসি....এক্সপি এর পরে অফিস দিমু.....অবাক....দেখি এক্সপির লগে লগে অফিসও সেট হইয়া গেসে.....কি বিচিত্র এই দুনিয়া....৫০ টাকায় অপারেটিং সিস্টেম...লগে অফিস ফ্রী;)

১৮ ই মে, ২০০৯ দুপুর ২:২৫

নাফিস ইফতেখার বলেছেন: আসলেই! কি আজব! ;)

১৪২| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

আমজাদ সুজন বলেছেন: ধন্যবাদ

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১৪৩| ২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

হরিপদ দে বলেছেন: সরাসরি সকেসে। ++++++++++++++++++
একটা private প্রশ্ন করতে পারি...........
আপনার HSC কোন সালে? কোন কলেজ?

২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

নাফিস ইফতেখার বলেছেন: HSC ২০০৭ এ, বাংলাদেশ রাইফেলস কলেজ :)

১৪৪| ২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

এস আই সাঈদ বলেছেন: খুব কাজের পোস্ট। ধন্যবাদ।

২৮ শে মে, ২০০৯ রাত ৮:২২

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

১৪৫| ৩১ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩

মাজেদুল ইসলাম বলেছেন: আপনার এই পোস্টের প্রতিটা টিপস এর সাথে ভীষনভাবে একমত।আমার পেশা Computer Troubleshooting.২০০৩ থেকে এই পেশায় আছি।কারো কাছে শেখার সুযোগ হয়নি,নিজেই ঠেকে শিখেছি।ভুল থেকে শিক্ষা নিয়েছি।আমি দেখতাম আমার আইডিয়া গুলো ভালো ভাবে কাজ করছে,কিন্তু সন্দেহ থেকেই যেত কারণ কারো কাছ থেকে যাচাই করা হত না।আপনার পোস্ট পড়ার পর মনে হচ্ছে আমার ধারনা গুলো ঠিক ছিল।আমি বুঝিনা পাবলিক কেন Style এর পেছনে ছোটে।আমি মানা করা সত্ত্বেও ঐ ফালতু Windows গুলো Install করে আর ফোন দেয়।PC নিয়ে এসে বলবে ভাই এবার আমাকে Dark Edition/Style XP/Vista Theme install করে দেবেন।আমি বলি ওগুলো ভাল না,তাও মানতে চায় না,অথচ ঐ windows গুলো সেটাপ করা অনেক সহজ,সিরিয়ালও দিতে হয় না,দেয়া গেলেতো আমারই লাভ,কিন্তু কে কাকে বুঝাবে।দেখা গেলো জোর করে ওই টাইপের windows সেটাপ করে নিয়ে গেল,দুই দিন পর ফোন ভাই কি কাজ করলেন দুই দিনেই আবার প্রবলেম!!! স্কুল পড়ুয়া গুলাকে নিয়া আরেক প্রবলেম,ভাল windows দিয়া দিলাম দুই দিন পর বন্ধুরা এসে বলল তুই এখনো এগুলা পুরান জিনিস ইউজ করিস?আমি অমুক জায়গা থেকে সার্ভিসিং করাই ওরা সব সময় আপডেট জিনিস দেয়।এর পর বন্ধুরা মিলে CD কিনে এনে দিল পচা উইন্ডোজ,agp,sound ভাল ভাবেই পাইল কিন্তু প্রিন্টার সেটাপ নেয়না,ডিজিটাল ক্যামেরা পায়না।ইন্টারনাল টিভি কার্ডে সাঊন্ড আসে ছবি নাই।আসলে এসব windows এ অনেক Hardware & Software সমস্যা করে।আপনার আপত্তি না থাকলে এই লেখাটা PDF করে ওই সকল গাধা গুলোকে দেখাতাম।

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

নাফিস ইফতেখার বলেছেন: আমার কোনই আপত্তি নাইরে ভাই। আপনি পিডিএফ করেন! :)

১৪৬| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:২৪

মাজেদুল ইসলাম বলেছেন: আকাশ পাগলার কমেন্ট গুলো হাস্যকর,অন্যদের সাথে তার মতের মিল একেবারেই পেলাম না।Opera IE এর থেকে ভাল এবং শক্তিশালী কিন্তু কখনই Firefox এর সমকক্ষ নয়।Power DVD পুরান কালে মানুষ ইউজ করত।The KM Player আর VLC প্লেয়ার আসার পর খুব কম মানুষ Windows Media Player অথবা power DVD এর মত সফটওয়্যার ইউজ করে।আর যেসব প্লেয়ার কোডেক ছাড়া DiVX,XviD,H264,mkv,flv ইত্যাদি চালাতে না পারে সেগুলোকে আমি প্লেয়ারই মনে করি না।তিনি যে কমেন্ট গুলো করেছেন এগুলো বাইরের দেশের ফোরাম গুলোতে বললে মুশকিল ছিল।

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

নাফিস ইফতেখার বলেছেন: আমার আর কিছু বলার নাই.........

১৪৭| ৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

মাজেদুল ইসলাম বলেছেন: আর CD,DVD Burning Software এর কথা কিছু বললেন না?Nero এর নতুন ভার্সন Nero 9 খুব ভারি একটা Program.Install করলেই এক থেকে দেড় গিগা জায়গা দখল করে নেয়।অনেক দিন থেকে এর অল্টারনেটিভ খুজছিলাম।Open Source Burning Software "Infra Recorder" পেলাম কিন্তু SATA ডিভিডি রাইটারে সাপোর্ট করে না।পর CDBurnerXP পেলাম ভালই লাগছে।নাম CDBurnerXP হলেও এটা CD,DVD,Blue-Ray,HD-DVD রাইট করতে পারে,এবং Vista সাপোর্ট করে।আপনার ব্যভার করে ভাল লাগলে সবাইকে পরামর্শ দিতে পারেন।
http://cdburnerxp.se/download

৩১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

নাফিস ইফতেখার বলেছেন: নিরোর ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ সহমত ভাই! :) তাই আমি বর্তমানে নিরো বাদ দিয়ে Ashampoo Burning Studio Free 6.75 ব্যবহার করছি এবং এটাও CD, DVD, Blue-Ray সাপোর্ট করে। লিংক: Click This Link

১৪৮| ০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৩৬

মাজেদুল ইসলাম বলেছেন: C Cleaner কোম্পানির Defraggle ইউজ করি Defragment এর জন্য।এর চেয়ে কি আপনার দেয়া সফটওয়্যারটা বেশি দ্রুত কাজ করে?

০১ লা জুন, ২০০৯ বিকাল ৫:৫১

নাফিস ইফতেখার বলেছেন: আমি পিরিফর্ম এর CCleaner আর Recuva ব্যবহার করি। Defraggle আমি ট্রাই করেছি, তবে এর চেয়ে Auslogics Disk Defrag কে ফাস্ট মনে হয়েছে বেশি। যদিও এটা আসলে ইউজারভেদে ভিন্ন হতে পারে। দেখা গেলো আপনার ক্ষেত্রে Defraggle বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে Auslogics এর চেয়ে। :)

১৪৯| ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৩

শয়তান বলেছেন: এ্যামনে কুপিরাইট ভংগ করলেন ? :)

০৭ ই জুন, ২০০৯ রাত ২:০২

নাফিস ইফতেখার বলেছেন: কপিরাইট মানে? বুঝলাম না! :(

১৫০| ০৭ ই জুন, ২০০৯ রাত ২:১৬

শয়তান বলেছেন: 129 এ আইসা শেষে :)

০৭ ই জুন, ২০০৯ রাত ২:২০

নাফিস ইফতেখার বলেছেন: হা হা হা........কিছু করার নাই ভাই! একটু আধটু করতেই হয়! :(

১৫১| ০৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১১

হরিপদ দে বলেছেন: ভাই Nod 32 এর ক্র্যাক সহ কার্যকর কোন ভার্সন এর লিংক দিতে পারবেন? খুব কষ্টে আছি।

০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

নাফিস ইফতেখার বলেছেন: এই লিংকটি থেকে NOD32 এর ট্রায়াল ভার্শনটি ডাউনলোড করে নিন: Click This Link

ডাউনলোড করার সময় ইউজার নেইম ও পাসওয়ার্ড চাইলে এই ওয়েবসাইট থেকে সবুজ রঙে লেখা ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করুন: http://www.for-ever.cn/nod32/

ডাউনলোড করে ইন্সটল দেয়ার পর ফুল ভার্শনে আপগ্রেড করতে হলে নড৩২ এ "Upgrade to full version" নামে একটা বাটন/অপটশন থাকে সেটায় ক্লিক করুন এবং আবারো আগের সাইট থেকে ইউজার নেইম ও পাসওয়ার্ড বসান (ইউজার নেইম ও পাসওয়ার্ডের প্রয়োজন পড়লেই ঐ সাইটে যাবেন)। এরপরে অটোম্যাটিকালি নড৩২ প্রয়োজনীয় আপডেট ইন্সটল করে নেবে ও আপনার নড৩২ ভার্শনটি ফুল ভার্শন হয়ে যাবে।



এভাবে ফুল ভার্শন চালানোর সময় ২/১ মাস পর পর আপনার ইউজার নেইম ও পাসওয়ার্ড ভুল বলতে পারে (ভাগ্য খুব ভালো হলে নাও বলতে পারে)। বললে আবারো ঐ ওয়েবসাইটে যাবেন ও ইউজার নেইম ও পাসওয়ার্ড কপি করে বসিয়ে দেবেন। তারপে র নড৩২ আবার যথারীতি ফুল ভার্শন হয়ে যাবে। :)

১৫২| ০৯ ই জুন, ২০০৯ রাত ৯:১৫

অপরিচিত_আবির বলেছেন: আপনি যেই যেই জিনিস করতে বললেন তা অবশ্য পরথম থেইকাই কইরা আসতিসি। তবে ইউটিলিটির জন্য সিক্লিনার ভালো হলেও টিউনআপ ইউটিলিজ এর জুড়ি নাই।
আর নর্টনের ব্যাপারে যা বলছেন সেইটা মানলাম না। খুব সম্ভবত আপনে নর্টন ইন্টারনেট সিকিউরিটি ২০০৯ ইউজ করেন নাই। আমি বুয়েটের সিএসই এর ছাত্র এবং পিসি ইন্টারনেট আর হলের ল্যানের সাথে কানেক্টেড। আমার মুভি আর গানের বিশাল কালেকশনের জন্য আমার অনুপস্থিতিতেই পোলাপান যখন তখন এইখান ঐখান থেকে পেনড্রাইভ ঢুকায় আর বাইর করে। আর ল্যানের ভাইরাসের কথা আর কি কমু। নর্টন আছে বইলাই এখনো বাইচা আছি। নর্টন ইউজ করবার পর থেকে এখন পর্যন্ত কোন ভাইরাস অ্যাটাক করতে পারে নাই। আর ক্যঅসপারস্কি থেকে নর্টন অনেক কম প্রসেস খায়, এর সাইলেন্ট মুড ফিচারটাও বেশ কাজের। আর যদি গেমিং এডিশন ব্যবহার করেন তাইলেতো কথাই নাই।

০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৪১

নাফিস ইফতেখার বলেছেন: নরটনের সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলছি না, তুলছি RAM হগিং নিয়ে। নড৩২ বা ক্যাস্পারস্কি যেটা থেকে প্রায় মুক্ত বলা যেতে পারে।

টিউনআপকে ভালা পেতাম, কিন্তু সফটওয়্যারটার মেদ বাড়ছে।

১৫৩| ০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৫৪

অ্যালন বলেছেন:
টেকি কম্যান্ট:
কোন ফোল্ডারোপেন্কোর্তে হোলে তারুপর য়ির্দুর্দৈরা বাম্দিকে দুঈবাঢ় টিবি দেন..ফোল্ডারোপেন্হোয়ে জ্বাবে..


শবাই টেকি পোশ-ট দেএ তাই য়ামিয়োঁ টেকি কম্যান্ট দ্যালাম../:)

০৯ ই জুন, ২০০৯ রাত ১০:০৮

নাফিস ইফতেখার বলেছেন: বাম্দিকে দুঈবাঢ় টিবি বুঝ্লাম তয় কিসের্বাম্দিকে বুঝ্লাম্না! /:)

১৫৪| ০৯ ই জুন, ২০০৯ রাত ৯:৫৬

মিঞা ভাই বলেছেন:

০৯ ই জুন, ২০০৯ রাত ১০:০৮

নাফিস ইফতেখার বলেছেন:

১৫৫| ০৯ ই জুন, ২০০৯ রাত ১০:৩৬

অ্যালন বলেছেন:
য়ীন্দূর্য়ের.. /:)

০৯ ই জুন, ২০০৯ রাত ১০:৩৮

নাফিস ইফতেখার বলেছেন: ওয়াচ্ছা! /:)

১৫৬| ০৯ ই জুন, ২০০৯ রাত ১১:০৩

অপরিচিত_আবির বলেছেন: কপি করবার জন্য আমি আবার উইন্ডোজেরটার ওপর ভরসা করি না। টেরাকপি সফটওয়্যারটা ব্যবহার করে দেখতে পারেন। আর জীবনেও ডিফল্ট কপি ইউজ করতে ইচ্ছা করবে না।
http://www.codesector.com/teracopy.php

০৯ ই জুন, ২০০৯ রাত ১১:১৪

নাফিস ইফতেখার বলেছেন: দারুন কাজের জিনিস দিলেন ভাই! ট্রাই করে দেখবো। অসংখ্য ধইন্যা! :)

১৫৭| ০৯ ই জুন, ২০০৯ রাত ১১:০৮

অ্যালন বলেছেন: ওয়াচ্ছা! /:) = য়োঁ-য়াচ্ছাঁ /:)

০৯ ই জুন, ২০০৯ রাত ১১:১৬

নাফিস ইফতেখার বলেছেন: ধূঁর্বাল! /:)

১৫৮| ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৮

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: উবুন্টুতে চইলা আসেন, আমি তো ওয়াইন দিয়াই ফটোশপ চালাই।

১৭ ই জুন, ২০০৯ রাত ১২:১৬

নাফিস ইফতেখার বলেছেন: আমার ডুয়াল বুট করে উবুন্টু সেটআপ দেয়া আছে। অধিকাংশ সময় ওখানেই কাটে। পুরোপুরি (বা প্রায় পুরোপুরি) উবুন্টুতে সুইচ করার আগে কিছু কিছু বিষয় শিখে নিচ্ছি! :)

১৫৯| ১১ ই জুলাই, ২০০৯ রাত ৮:০২

মিঠুন ভাই বলেছেন: ভাল লাগল

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০

নাফিস ইফতেখার বলেছেন: :)

১৬০| ১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:১০

হরিপদ দে বলেছেন: ধন্যবাদ ভাই।

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! ;)

১৬১| ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯

ফয়সাল রকি বলেছেন: ভাই, আমার একটা সনি-এরিকসন কে-৭৫০আই মোবাইল ফোন আছে, এটাতে কি আমি কোনো পিডিএফ-রিডার ডাউনলোড করলে *.পিডিএফ পড়তে পারবো? সম্ভব হলে লিংকটা একটু দিয়ে দিয়েন।

এই পোস্টটার জন্য ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৬

নাফিস ইফতেখার বলেছেন: এটা চেষ্টা করে দেখতে পারেন:http://www.mediafire.com/?cjmnpjqxsyy

তবে আমি শিওর না কাজ করবে কিনা, সনি এরিকসন ব্যবহার করি না। :(

১৬২| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১২

মাজেদুল ইসলাম বলেছেন: অপরিচিত_আবির ভাইকে টেরা কপির কথা বলার জন্য অনেক ধন্যবাদ,খুবই ভাল কাজ করে,যেসব সিডি কপি হয় না সেগুলোও কপি করা সম্ভব Teracopy দিয়ে। filehippo.com এ টেরাকপির উপডেট পাওয়া যাবে।

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৯

নাফিস ইফতেখার বলেছেন: ওয়াউ! :)

১৬৩| ১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি আমারটা দিয়া দিতেছি।।।।। :)


Browser:
Firefox
Google Chrome
Internet Explorer

Zip/RAR:
WinRAR

Cleaning, Defragmenting:
Tune-Up Utilities 2009

Media Player:
The KMPlayer

Antivirus:
ESET Smart Security

Anti-spyware:
Malwarebytes' Anti-Malware FREE version
SUPERAntiSpyware FREE version

Theme:
Zune XP by Microsoft

Image Viewer:
Picasa 3






কোন রিকোমেন্ডেশন থাকলে দ্যান....



ভাই, আপনে আসলে একটা জিনিয়াস। আপনের কথা শুইনা কখোনো পিসি নিয়া কোন বিপদে পড়িনাইক্কা। কিন্তু যখনি আপনের কথা না শুইনা আকাইম্মা কিছু করবার যাই। ঝামেলা একটা না একটা হয়ই........:(


দুইটা প্রশ্ন আছিল:

১. টিউন-আপ থাকার পরেও কি অন্যান্য ইউটিলিটি প্রোগ্রামের দরকার আছে। যেমন: সিসি ক্লিনার, রেডো আনইন্সটলার।

২. এন্টিভাইরাস থিকা যেসব সমাজসেবা করার অপশন দেয় সেইগুলারে কি এনাবল কইরা রাখুম???

১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৩

নাফিস ইফতেখার বলেছেন: তোমার আলাদা কোন রেকোমেন্ডেশন লাগবে না - যা আছে পারফেক্ট! :)

প্রশ্নোত্তর:

১. রেভো লাগতে পারে, কারন এটা চমৎকার আনইন্সটলার। তবে সিসি মনে হয় লাগবে না। টিউন আপ ক্লিনিংয়ে ভালো। তবে টিউন আপ আমি ইউজ করি না অন্য কারনে। সফটটা ভারী হইয়া যাইতেসে দিন দিন :(

২. এ্যান্টিভাইরাসকে কোনদিন না বলতে নেই মুন্না! ;)

১৬৪| ১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: অনেক থ্যাংকু ভাই.....................:)

১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪১

নাফিস ইফতেখার বলেছেন: :)

১৬৫| ১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৮

অজানা এক পথিক বলেছেন: আরেকটা সফট যোগ করতে পারেন। Total Commander। খুব কাজের ফাইল ম্যানেজার

১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪১

নাফিস ইফতেখার বলেছেন: এটা ব্যবহার করা হয়নি........

১৬৬| ১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫২

অজানা এক পথিক বলেছেন: Total Commander Ultima Prime - এইটা ইউজ করেন। Recuva, Notepad++, XnView, IrfanView সহ আরও অনেক ভাল সফট প্যাকেজ করা আছে।

Click This Link

২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৬৭| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২০

তানজীল ইসলাম বলেছেন: Happy Birthday...................... Jeete Raho........

২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

নাফিস ইফতেখার বলেছেন: অসংখ্য ধন্যবাদ! :)

১৬৮| ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬

বাঙ্গাল বলেছেন: উহ...দূর্দান্ত।শুকেজে ও গুরুপে।

১৬৯| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১১

ঊনমানুষ বলেছেন: http://www.for-ever.cn/nod32/ এই সাইটে গেলে এটা কি দেখাচ্ছে?

Do not have the heart to publish a thing, this site permanently closed with immediate effect.

Nod32 upgrade no longer provides any relevant information, for a long time concerned about the site's friends.

Nod32's friends want to enjoy genuine support!


20:38 At 20:38 on September 1, 200

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

নাফিস ইফতেখার বলেছেন: খুবই দুঃখজনক! :(

১৭০| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৫

ঊনমানুষ বলেছেন: http://www.nod32keys.com
এটাটে কাজ হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

নাফিস ইফতেখার বলেছেন: আরেকটা নিন: http://www.nod123.cn/ :(

১৭১| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩০

ঊনমানুষ বলেছেন: Nod32 এর অফলাইন আপডেট পাওয়ার উপায় আছে কোনো? আমি ম্যাকাফে এন্টারপরইজ ৮.৫i ব্যবহার করি। sdat আপডেট ফাইলটা নামিয়ে নেই নেট থেকে। আমার বেশ কজন ফ্রেন্ডস আর টিচারস নেট না থাকায় এন্টিভাইরাস আপডেটের জন্য আমার উপর নির্ভরশীল।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

নাফিস ইফতেখার বলেছেন: খুবই ভেজাইল্লা একটা পদ্ধতি আছে বটে: Click This Link

কিন্তু এটা রেকোমেন্ড করছি না।

১৭২| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৬

ঊনমানুষ বলেছেন: Windows XP এর ফাইল এক্সপ্লোরার এ ভিসটা কিম্বা উবুন্টুর ফাইল এক্সপ্লোরারের (উবুন্টুরটা নটিলাস) মজাটা পাইনা। উইন্ডসের জন্য ইউসার ফ্রেন্ডলি কোনো ফাইল এক্সপ্লোরারের সন্ধান পেলে উপকার হত। যেটা ডিফল্টটাকে রিপ্লেস করবে!!

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৬

নাফিস ইফতেখার বলেছেন: ExplorerXP দেখতে পারেন: http://www.explorerxp.com

এটি এক্সপ্লোরারে ট্যাব ফিচার সহ আরো কিছু বাড়তি ফিচার দেয়।

তবে এটি সরাসরি Explorerকে রিপ্লেস করবে না।

এছাড়া XYPLORER সফটওয়্যারটিও দেখতে পারেন: http://www.xyplorer.com/index.htm

এটিও বেশ কাজের। তবে এটি ফ্রি নয়। এর পোর্টেবল ভার্শনটি ক্র্যাক করা অবস্থায় পাবেন এখানে: Click This Link

১৭৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৭

আজমান আন্দালিব বলেছেন: শোকেসে...

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৭৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১১

মহাজাগতিক বলেছেন: বালা পাইসি। বালা লাগছে। +

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

নাফিস ইফতেখার বলেছেন: ধইন্যা! :)

১৭৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২১

ল্যাটিচুড বলেছেন: নাফিস ভাই কদিন ধরে নড এর উইন্ডেজ আপডেটের সমস্যায় ভূগছিলাম আজকে আপনার ব্লগে ঢুমারতে গিয়ে মুন্ন ভাইকে দেওয়া সমাধান দেখে সারাইলাম।

আবারো ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

নাফিস ইফতেখার বলেছেন: :)

১৭৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

রাকিব বলেছেন: ইরফানভিউ তেমন ভাল লাগেনাই। পিকাসা ব্যবহার করি। নড৩২ এর ফ্রি লাইসেন্স কি কী পাওয়া যাবে? বিট ডিফেন্ডার-এর? ক্যারপারস্কাই শুনেছি ভাল না। সিক্লিনার ইউস করি না। তবে এডভান্সড সিস্টেম কেয়ার বেশ দ্রুত গতিতে কাজ করে। অনেক ইউটিলিজ আছে। আমার ইন্টারনেট স্পিড ২৩৬.৮ কেবিপিএস(কিলোবিটস)। এর জন্য টিসিপি/আইপি কততে অপটিমাইজড করব?

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭

নাফিস ইফতেখার বলেছেন:

আমার ইন্টারনেট স্পিড ২৩৬.৮ কেবিপিএস(কিলোবিটস)। এর জন্য টিসিপি/আইপি কততে অপটিমাইজড করব?

আমার এ সম্পর্কে কোন ধারনাই নেই :(

নড৩২ এর ফ্রি লাইসেন্স কি কী পাওয়া যাবে?

এই পোস্টে একাধিক ওয়েবসাইটের লিংক দেয়া আছে যেখান থেকে নড৩২ এর কি সংগ্রহ করা যাবে: http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar/29003230 আমি নিজেও এভাবেই ব্যবহার করছি।

ক্যারপারস্কাই প্রচুর RAM খায়। বিট ডিফেন্ডারের এ্যাকটিভেশন প্রোসেসটা আমি জানি না। এডভান্সড সিস্টেম কেয়ার ব্যবহার করিনি তবে টিউন আপ ইউটিলিটিস করেছি, ওটাও বেশ ভালো।

১৭৭| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৪

স্বপ্নকথক বলেছেন: CTN কি??

২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২১

নাফিস ইফতেখার বলেছেন: একটি অশ্লীল শব্দ যার ফুল ফর্ম ব্লগে বলা যাবে না.......তবে এটির অর্থ হচ্ছে "আমলে নেওয়ার/মাথা ঘামানোর টাইম নাই".......

১৭৮| ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১

সৌরদীপ্ত বলেছেন: আমিও এসব সফটওয়্যার ব্যবহার করি ।

২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৮

নাফিস ইফতেখার বলেছেন: জেনে খুব ভালো লাগলো! :)

১৭৯| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৫

মোসতফা মনির সৌরভ বলেছেন: পোস্টটা জটিল।

এন্টিভাইরাসের সাথে ফায়ারওয়ালগুলোর কথা যোগ করা উচিত।

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬

নাফিস ইফতেখার বলেছেন: পোস্টটা বেশি বড় হয়ে যাচ্ছিলো........আর অধিকাংশ ইন্টারনেট সিকিউরিটি স্যুটগুলো আজকাল সাথে ফায়ারওয়্যাল দিয়ে দেয়.........:)

১৮০| ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

হামিদ পায়োনিয়ার বলেছেন: চেক করে নিন। B:-) B:-)

সিস্টেমের প্রয়োজনীয় সকল ড্রাইভারের সিডি হাতের কাছে রাখুন যাতে নতুন করে উইন্ডোজ সেটআপ দিলে নিমিষেই ড্রাইভারগুলো ইন্সটল করতে না পারেন।
:)


ধন্যবাদ

০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! ঠিক করে দিচ্ছি! :)

১৮১| ১৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: আমি উইন্ডোজ ৭ অরিজিনালটা ইউজ করি। আমারটা কি উইন্ডোজ এক্সপির সফ্টগুলোতে কাজ করবে? না করলে আমার জন্য উপদেশ কি?
(++++শোকেইসড)

১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩০

নাফিস ইফতেখার বলেছেন: সবগুলোই কাজ করবে.......তবে আমার পোস্টের উইন্ডোজ আপডেট অংশটি ফলো করার প্রয়োজন নেই। কেননা আপনি অরিজিনাল উইন্ডোজ ৭ ব্যবহারকারী.......

১৮২| ১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এসব ব্যাপারে একদম কাঁচা। ঠিক বুঝতে পারিনা কখন কি করতে হয়। মাঝে মাঝে বিভিন্ন সফট খুব ঝামেলা করে। আপনাকে আবারো ধন্যবাদ।

১৮৩| ২৩ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০৫

নার্ডী বয় বলেছেন: খুব কাজের পোস্ট।আমার অনেক কাজে লেগেছে।এই পোস্ট টা অনেক দিন আগে পড়েছিলাম।কিন্তু এক্সেস পাইনি মন্তব্যের।আপনার উপস্থাপনের ধরণ চমৎকার।মনে হয় যেন বড় ভাই বা কাছের কোন বন্ধু একান্তে সুপরামর্শ দিচ্ছে।সত্যিই আপনি মানুষের মন জয় করার জন্য পারদর্শী।আপনার মত ইউজার ফ্রেন্ডলী মানুষ শিক্ষক হলে বেশ সুনাম কামাতেন।আপনাকে স্যার মানছি।ভাল থাকুন।অনেক কৃতজ্ঞতা রইল।আমার মনে হয় আমার মত অনেক পাঠক আছে যারা আপনার পোস্ট পড়ে উপকৃত হয় এবং হচ্ছে কিন্তু কিছুই বলতে পারছেনা।মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছে নাফিস ইফতেখার নামের মানুষটির প্রতি।

২৩ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩

নাফিস ইফতেখার বলেছেন: আমি ধন্য হলাম.......অনেক বড় কমেন্টের ছোট্ট একটা জবাব........

১৮৪| ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০

মাহিন আহমেদ বলেছেন: ফাটাফাটি পোস্ট। আমার ৬ বছর বয়সী শিশু কম্পুর জন্য বিশেষ দরকারী। B-)

১৮৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২১

মাসুদ চৌধুরী বলেছেন: ফাটাফাটি

১৮৬| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

আহাসান বলেছেন: প্রথম থেকেই শুরু করছি, জবাব দেবেন কিন্তু, ভাই...
(আপনি তো অমাবশ্যার চাঁদ হয়ে গেলেন, ব্যস্ত নাকি ?!) 8-|

আমার অরিজিনাল ভিসতা, তাই সফটওয়্যারের ব্যাপারে চুপ (তবে আমার মনে হয়, এখন পোস্ট করলে সেভেনের লুক নিয়ে কিছু বলতেন, তাইনা )

আমি মজিলাই ইউজ করি। এখানে দুটো জিনিস জানার আছে। যে এ্যাড-অন গুলো আমি ইন্সটল করলাম, সেগুলো নেক্সট টাইম পাবার কোন সোজা পদ্ধতি আর বুকমার্ক রিস্টোর (বিল্ট ইন রিস্টোর দিয়ে পারিনি, হয়ত আমারই ভুলে)
ভাল ও প্রয়োজনীয় কয়েকটা এ্যাড-অন সাজেস্ট করবেন ?
এক্সপ্লোরার তো আমি ভুলেও কখনও ইউজ করিনা

আপনি লিখলেন, ভিসতা ব্যবহারকারীদের জন্য DirectX এর লেটেস্ট সংস্করনটি হচ্ছে DirectX 10.1, কিন্তু এটা ডাউনলোডের কোন লিংক পাইনি। Click This Link
আপনি কি দিতে পারবেন ? মাইক্রোসফটের সাইটে লিখেছ DirectX 11 এর কথা। এটা কি ভিসতায় ইউজ করা যাবে ?


CCleaner ব্যবহার করি, তবে Revo Uninstaller করিনা। এর প্রয়োজন আছে কি ? Smart Defrag ব্যবহার করা শুরু করলাম। এর জন্য বাড়তি ধন্যবাদ।

CTN মানে কি ?

KMPlayer বলতে কি কে-লাইট মিডিয়া কোডেকসহ প্লেয়ার এর কথা বলছেন ? আমি এটাই মূলত ইউজ করি, তবে .vob ফাইলগুলা Power DVD এর কোডেক ছাড়া চলেনা। VLC Media Player কেন জানি ভাল লাগেনা। আসলে আমার মিডিয়া প্লেয়ার ক্লাসিক ভাল লাগে, কারন এতে প্লেয়ারে বিল্ট ইন কন্ট্রোল আছে। আপনি কি এমন প্লেয়ার সাজেস্ট করতে পারেন, যাতে বিল্ট ইন কন্ট্রোল আছে আর স-অ-ব চলবে ?

ACDSee টা আসলেই স্লো কিন্তু এডিটিং তো বিল্ট ইন কোনটা দিয়ে হয়না, তাই বাধ্য হয়ে...
IrfanView টা অবশ্য ট্রাই করা হয়নি, দেখছি

অ্যান্টিভাইরাস নিয়ে তো আগেও আপনার সাথে কথা হয়েছে। দেখি, এবার ট্রায়াল শেষ হলেই হয় অ্যাভাস্ট নয় নড৩২ ই্উজ করব। দুইটাই ডাউনলোড করে রেখেছি।

এ্যান্টিস্পাইওয়্যার ব্যবহার না করলে কি ভাইরাসজনিত সমস্যা হতে পারে ? আমি কখনো এ জাতীয় সফটওয়্যার ইন্সটল করিনি।

আমি ডেস্কটপ সবসময় ফাঁকা রাখি। ব্যবহার করি Quick Launch. প্রয়োজনীয় সব থাকে সেখানে। এখন সেখানে আছে, Media Player Classic, Winamp, Mozilla Firefox, Microsoft Office Outlook, Windows Media Player, Orbit Downloader, Nokia Suite, Bangla Dictionary, Oxford Dictionary, My Universe, Switch, Show Desktop

আইডিএম ইউজ করিনি, তবে আপনার কথা শুনে মনে হয়, খুব ভাল হবে। আসলে অরবিটে তেমন সমস্যা ফেস করিনি তো, তাই আলসেমি করে ইন্সটল করা হয়নি। নামিয়ে রেখেছি আগেই, আপনি বললেই...

ফক্সিট রিডারকে আমি পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পেরেছি। সেভেন জিপ, IrfanView, Orbit এগুলা পোর্টেবল হিসেবে ব্যবহার করা যাবে কি ?


সবশেষে, সবচেয়ে প্রয়োজনীয় কথা, রাতমজুর বলেছেন: সি এর ইমেজ থাকে ব্যাকআপে, ইমেজ রিস্টোর করেন। কিভাবে করব এটা ?
আমার ল্যাপটপের জন্য রিকভারি ডিভিডি আছে, যেটা হার্ডডিস্কের ৬ গিগা হিডেন (...এমনিতেই ১২০ গিগা) অংশ থেকে সব করে

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭

নাফিস ইফতেখার বলেছেন:

মোজিলার এ্যাড অন ব্যাকআপ ও রিস্টোর করতে FEBE এ্যাড অনটি ব্যবহার করুন: Click This Link

আর যদি এ্যাড-অনগুলো সেটিংস সহ ব্যাকআপ রাখতে চান তাহলে সাথে OPIE এ্যাড-অনটিও ব্যবহার করতে হবে: Click This Link

এই লেখাটি অনেক আগের। ডাইরেক্ট এক্স ১১ই এখন লেটেস্ট।

Revo Uninstaller ও CCleaner এর কাজ এক নয়। Revo Uninstaller সফটওয়্যার আনইন্সটল করার কাজে ব্যবহৃত হয়। অনেক সফটওয়্যারই আনইন্সটল করার পরেও অনেক অকাজের জন্ঞ্জাল ফাইল ও রেজিস্ট্রি ডেটা রেখে যায়, এটি সেগুলো সরাতেই ব্যবহার করা হয়ে থাকে। কাজের জিনিস......

CTN একটি গালি বা অশ্লীল বাক্য যার পুরো অর্থ ব্লগে বলা যাবে না।

KMPLayer মোটেও Media Player Classic বা K-Lite Codec Package নয়। এটি একটি আলাদা প্লেয়ার। VLC ও KMPlayer এগুলোর সুবিধা হচ্ছে এগুলো আলাদা কোন আলাদা কোডেক পিসিতে ইন্সটল করে জন্ঞ্জাল বাড়ায় না বা ইনকম্প্যাটিবিলিটি সৃষ্টি করে না। এগুলোর নিজস্ব ইন্টার্নাল কোডেক আছে। আর 'বিল্ট ইন কন্ট্রোল' বলতে কি বুঝালেন বুঝিনি।

Irfan View এর এডিট অপশন সমৃদ্ধ নয়। আমি নামটা লিখিনি তবে Picasa বর্তমানে বেস্ট আমার মতে।

অধিকাংশ ভালো এ্যান্টিভাইরাসেই আজকাল বিল্ট ইন এ্যান্টিস্পাইওয়্যার দেয়া থাকে, তাই আর আলাদা করে ইন্সটল করার প্রয়োজন পড়ে না। Malwarebytes Anti-Malware এটা আমি তারপরও পিসিতে রাখি......কারন এটি সেইসব ম্যালওয়্যার আর স্প্যাইওয়্যার পিসি থেকে সরাতে পারে যা এ্যান্টিভাইরাসের ধরা-ছোঁয়ারও বাইরে।

Internet Download Manager ব্যবহার না করলে ডাউনলোডের অর্থেক মজা থেকে বঞ্চিত হবেন। এই ব্লগে Internet Download Manager নিয়ে পোস্টের সংখ্যা দেখলেই বুঝবেন........

"ফক্সিট রিডারকে আমি পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পেরেছি"

আপনি বোধোহয় ইন্সটলের পর ফো্ল্ডারটা কপি করেছেন পেনড্রাইভে। ফক্সিট রিডারের আলাদা পোর্টেবল ভার্শন পাওয়া যায়, সেটা ব্যবহার করাই উত্তম: Click This Link

7-Zip পোর্টেবলটা পাবেন এখানে: Click This Link

IrfanView পোর্টেবলটা পাবেন এখানে: Click This Link

১৮৭| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২

আহাসান বলেছেন:
সি ড্রাইভের ব্যাকআপ ইমেজ রিস্টোর করব কিভাবে ?
এ্যান্টিস্পাইওয়্যার ব্যবহার করা কি জরুরী ?
ছবি এডিটিং এর জন্য কি ACDSee এর চেয়ে পিকাসা ভাল হবে ?

KMPlayer ব্যবহার করব
DirectX 10.1 ডাউনলোডের কোন লিংক পাইনি।
ভাল ও প্রয়োজনীয় কয়েকটা এ্যাড-অন সাজেস্ট করবেন ?

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২

নাফিস ইফতেখার বলেছেন: ভালো ও প্রয়োজনীয় অনেক এ্যাড-অন পাবেন এই পোস্টে: Click This Link

১৮৮| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০০

আহাসান বলেছেন:
FEBE এর কথা জানতাম, এটা ব্যবহার করার চেস্টা ! ও করেছি, কিন্তু এর স্পীড এর নমুনা দেখে ... X((
তাই আপনার কাছে অন্য বিকল্প চাইছি।

আমার ভিসতার জন্য যে DirectX 10.1 এর কথা বলেছেন, তার ডাউনলোডের কোন লিংক পাইনি।

আমার ঘন ঘন সফটওয়্যার ইন্সটল বা আনইন্সটল করার ইচ্ছা নেই, তাই বলছিলাম কি, Revo Uninstaller ব্যবহার না করলেই কি নয় ? CCleaner তো ব্যবহার করি।

KMPlayer এর জন্য আলাদাভাবে বিশেষ Thanks.

পিকাসা ইন্সটল করব, ACDSee মুছে দিয়ে।
Malwarebytes Anti-Malware টা ব্যবহার করার তেমন ইচ্ছা নাই।
Internet Download Manager ও নামিয়ে রেখেছি, একফাঁকে ইন্সটল করে ফেলব। আসলে একটার পর একটা চলতেই আছে তো :P

সি ড্রাইভের ব্যাকআপ ইমেজ রিস্টোর করব কিভাবে ?

এটা বললেন না যে...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪১

নাফিস ইফতেখার বলেছেন: সি ড্রাইভের ব্যাকআপ ইমেজ রিস্টোর করতে Acronis True Image এর জুড়ি নেই।

১৮৯| ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৩

নষ্ট কবি বলেছেন: ভালো লাগলো

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪০

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৯০| ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৫

আহাসান বলেছেন: ভাই, কে এম প্লেয়ার খুব স্লো, অন্য প্লেয়ারের তুলনায়। কেন বুঝতে পারছিনা ! B:-)
এটা আমার খুব ভাল লেগেছিল... :(

সেভেন জিপ পোর্টেবলের লিংক থেকে ডাউনলোড করতে পারছিনা, আর রিডার পোর্টেবলও তো দেখি ইন্সটল করা লাগে, এর চেয়ে তো ফোল্ডার কপি সিস্টেমই ভাল ছিল, মনে হচ্ছে :P

১৯১| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

মোজাম্মেল বলেছেন: অতীব দরকারি পোস্ট।
অনেক অনেক ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

নাফিস ইফতেখার বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ! :)

১৯২| ২১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:১১

নিশাচর০০৭ বলেছেন: ++++++
:P:P:P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৬

নাফিস ইফতেখার বলেছেন: :) :) ;)

১৯৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

জন রাসেল বলেছেন: হেভী উপকারী পোকা সরি পোকা না পুস্ট

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

নাফিস ইফতেখার বলেছেন: :)

১৯৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

নীড় ~ বলেছেন: ভালো পোস্ট

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৯৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

বাবর মোহাম্মদ বলেছেন: অনেক ধইন্যা...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৩

নাফিস ইফতেখার বলেছেন: :)

১৯৬| ১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২

জেমস বন্ড বলেছেন: বালিসের তুলার লগে রাখলাম পরে বাইর কইরা রইধে শুকাইতে দিমু আর ডেলি ডেলি মাথার নিচে দিয়া ঘুমামু :) :) :)

আর আপনারে দিলাম একটা যোগ +

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১২

নাফিস ইফতেখার বলেছেন: ওকে! :)

১৯৭| ১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

আপেল বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩

নাফিস ইফতেখার বলেছেন: :) :) :) :)

১৯৮| ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৮

রঙধনূ বলেছেন: ভাই অনেক উপকার পাইলাম মনে হয়, আইজকাই ট্রাই মারুম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩

নাফিস ইফতেখার বলেছেন: আচ্ছা! :)

১৯৯| ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩০

সেই সাম্য বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪

নাফিস ইফতেখার বলেছেন: :) :) :) :) :)

২০০| ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এদ্দিন পরে পোস্টটারে আবার পইড়া একটা ভুল বের করলাম।।। :):):)



সিস্টেমের প্রয়োজনীয় সকল ড্রাইভারের সিডি হাতের কাছে রাখুন যাতে নতুন করে উইন্ডোজ সেটআপ দিলে নিমিষেই ড্রাইভারগুলো ইন্সটল করতে না পারেন।



=p~ =p~ =p~ =p~ =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২০

নাফিস ইফতেখার বলেছেন: এটা আর ঠিক করা হয় নাই! :)

২০১| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২১

মুভি পাগল বলেছেন:

টিপসে ভরপুর

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৪

নাফিস ইফতেখার বলেছেন: :)

২০২| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৫

শেষ বিকেল বলেছেন: nice ++++++++++++++++++++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৫

নাফিস ইফতেখার বলেছেন: :) :) :)

২০৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০০

িঠকানা বলেছেন: অনেক ধন্যবাদ, উপকারি পোস্ট।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩১

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

২০৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১০

রাহী বলেছেন: নাফিস, windows 7 এর evaluation copy ব্যবহার করছি গত কয়েক মাস থেকে। আমার প্রেম যখন তুঙ্গে, প্রেমিকা এখন ছেড়ে যা্ওয়ার হুমকি দিলো :(( :(( :(( . . আগামী ৭ দিনের মধ্যে সব বাক্স-প্যাটরা ব্যাক-আপ করতে বলেছে। এখন উপায়? কোনো ক্র্যাক বা অন্য কোনো উপায় আছে????

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

নাফিস ইফতেখার বলেছেন: আপনার উইন্ডোজ সেভেন এর ভার্শন বলুন। দেখি কি করা যায়।

২০৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

সাপিয়েন্স বলেছেন: উইনডোজ ৭ এ অটো আপডেট বন্ধ করে দিলেও ব্যাকডোর দিয়ে জেনুইন কি না চেক করে " আপনার কপি জেনুইন নয়" লিখে দেয়, এবং কিছুক্ষণ পর পর বিএসডি এসে পিসি বন্ধ।
এসব ফাজলামোর জন্য ক্র্যাক তৈরি করা দরকার।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩০

নাফিস ইফতেখার বলেছেন: এটা এক্সপিতে হলে সমাধান দিতে পারতাম! :(

২০৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৬

রাহী বলেছেন: windows 7 Ultimate evaluation;

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০২

নাফিস ইফতেখার বলেছেন: evaluation ভার্শন বলতে কোনটা বোঝাচ্ছেন? ট্রায়াল? ৩০ দিনে শেষ হয়? নাকি বেটা?

২০৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১৪

রাহী বলেছেন: beta.

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০০

নাফিস ইফতেখার বলেছেন: বেটা ভার্শন ক্র্যাক করা বেশ কষ্টকর এবং লস। কারন বেটা ভার্শনে মূল ভার্শনের অধিকাংশ সুবিধাই পাবেন না। অনেক সফটওয়্যারও কাজ করবে না।

২০৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬

রাহী বলেছেন: ওহ ! তোমাকে ধইন্যা...

২০৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৭

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: বাহ, এই পোস্টে আবারো প্লাস দিবার পারলাম। খ্যাক খ্যাক। বাঘ ভাল্লুক কিনা কে জানে।

২১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪

আধারে অপ্সরী বলেছেন: Avast antivirus ইউজ করলে আমার PC স্লো হয়ে যায়....(আমার টা মান্ধাতার আমলের পিসি.. RAM ও কম :|) এখন আমি কি ইউজ করুম ? :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪

নাফিস ইফতেখার বলেছেন: আপনার জন্য ESET NOD32 এ্যান্টিভাইরাস রেকোমেন্ড করছি। আমি যে যে কারনে এটা ব্যবহার করি তার মধ্যে RAM কম খাওয়ার বিষয়টি একটি। আমি সম্প্রতি ESET NOD32 ইন্সটল করেছি একটি ২৫৬ মেগাবাইট RAMওয়ালা একটি পিসিতে, খুবই স্মুথলি চলছে।

ESET NOD32 ডাউনলোড করুন এখান থেকে: View this link

ইন্সটলের সময় বা পরে আইডি/পাসওয়ার্ড চাবে, এই আইডি/পাসওয়ার্ড আপনার ESET NOD32 এর ট্রায়াল ভার্শনটি ফুল ভার্শনরূপে চালাতে লাগবে। আইডি/পাসওয়ার্ড নিচে দিয়ে দিলাম কিছু:

Username: EAV-26356905
Password: m3m27aabs5
Expiry Date: 09.07.2010

Username: EAV-26357023
Password: rm6sn66u4d
Expiry Date: 09.07.2010

Username: EAV-26358848
Password: 2a3kdnx4tc
Expiry Date: 09.07.2010

Username: EAV-26358967
Password: 5fn4mc7brm
Expiry Date: 09.07.2010

Username: EAV-26359084
Password: hj2verfa8s
Expiry Date: 09.07.2010

২১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২১

আধারে অপ্সরী বলেছেন: :D ধন্যবাদ :D

২১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৮

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: আমার সমস্যা হল windows 7 software original na এখন ধরা খাইয়া গেছি। আপনার ফরমুলা অনুযায়ী removewga download করেছি। কিন্তু এটা চলে নি। কী করতে পারি??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৯

নাফিস ইফতেখার বলেছেন: Remove WGA এক্সপির জন্য, সেভেনের জন্য নয়। সেভেনের জন্য এরকম কোন কিছু আমার জানা নেই, পেলে জানাবো........

২১৩| ০২ রা মার্চ, ২০১০ সকাল ৭:৪০

এস মাহবুব বলেছেন: চমৎকার।
আমি সি-ক্লিনার দিয়ে আপনার পরামর্শ মতে অনেক প্রোগ্রাম (যেটা বুঝতে পেরেছি) স্টার্টআপে গিয়ে ডিসএবল করেছি। কিন্তু কিছু বিষয় আছে সেটা রিমুভ করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না।
যেমন- WlTRAY.exe, OEM13mon.exe ইত্যাদি।
এক্সপার্ট নই বিধায় বুঝতে পারছি না এগুলো সরালে আবার সমস্যায় পরি কি না?
ধন্যবাদ।

২১৪| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১০

রাষ্ট্রপ্রধান বলেছেন: Macromedia Flash AND Adobe Flash কি একই কাজ করে

২১৫| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:০৫

ফাহাদ বাপ্পী বলেছেন: অসম্ভব জোস

২১৬| ২৬ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৪

আজম মাহমুদ বলেছেন: আমার মনে হয় এই পোষ্টটি সারা বিশ্বের বাংলা ভাষার জানা মানুষদের জন্য অত্যন্ত কাজের জিনিস। যারা এই পোষ্ট দেখেছেন, গুরুত্ব দিয়ে পড়েছেন, তাদের মনে হয় কম্পিউটার চালানো এবং এই বস্তুটা সম্পর্কে জ্ঞান অর্জন অনেক বেড়ে গেছে। সত্যি এটা বাংলাদেশের জন্য উল্লেখ্য যোগ্য কাজ। সব কথা বলতে হয়না তবু না বলে পারলাম না।
এই পোষ্টে যে কাজ হয়েছে তা মনে হয় দেশের আর কোন লেখা থেকে এতোটা উপকৃত হয়তো দেশের কম্পিউটার ইউজার রা।

ধন্যবাদ আপনাকে এবং যারা মন্তব্য দিয়ে এই পোষ্টটিকে সমৃদ্ধ করে তুলেছেন।

২১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১২:১০

জন প্লেয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং যারা মন্তব্য দিয়ে এই পোষ্টটিকে সমৃদ্ধ করে

২১৮| ০৬ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৯

কাম্রুল বলেছেন:

২১৯| ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৪

আল আিম ১ বলেছেন: Thanks for this advise. Thats sooooooo cooooooool. I like thats. Thanks again.

২২০| ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৭

এস এম সাজ্জাদ হোসেন বলেছেন: খুব কাজের পোষ্ট!! অনেক অনেক ধন্যবাদ নাফিস ভাই!

+

২২১| ০১ লা মে, ২০১০ রাত ৩:১৫

মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: এখানকার বেশ কয়েকটা জিনিস আমি নিজেই আগে আমার বন্ধুদের বলতাম (যেমন পাওয়ার ডিভিডিরে সিটিএন, কেএমপ্লেয়ার চালাই, বা ম্যাকাফি ফালায়া অ্যাভিরা নে, পিসি পাঙ্খা হয়া যাইবো)............আপনার পোস্ট টা থেকে আরও অনেক কিছু শিখতে পারলাম........... (হেহেহে, অশেষ ধইন্যা)........

২২২| ০১ লা মে, ২০১০ রাত ৮:১০

আর.এইচ.সুমন বলেছেন: ভাই windows 7 বিষয়ে একটু লেখেন ......

২২৩| ০২ রা মে, ২০১০ দুপুর ২:৪৪

আজিজ তানভীর বলেছেন: glary utilities টাও খুব ভালো।এক সাথে অনেক সফটয়ারের কাজ করে

২২৪| ০৯ ই মে, ২০১০ রাত ৮:১১

মির্জা সাথী বলেছেন: এত কােজর পোষ্ট, ধন্যবাদ । +++++

২২৫| ১১ ই মে, ২০১০ রাত ৩:০২

জবরুল আলম সুমন বলেছেন: থ্যাঙ্কু মামা, হ্যাভি একটা পোষ্ট দিসো... অনেক কামে লাগবো। প্রিয়তে রাইখা দিলাম।

২২৬| ০২ রা জুন, ২০১০ বিকাল ৪:৩৫

ফজলুল করিম বলেছেন: দেরীতে হলেও পড়লাম। বেশ কাজে পোষ্ট

২২৭| ০৯ ই জুন, ২০১০ সকাল ১০:৩০

শিশির ভেজা ভোর বলেছেন: ++++

২২৮| ১৮ ই জুন, ২০১০ রাত ১২:৪৩

নগর-বাউল বলেছেন: খুবি কাজের পোষ্ট।

২২৯| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫৩

sumon2015 বলেছেন: দেরীতে হলেও পড়লাম। বেশ কাজে পোষ্ট

২৩০| ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০০

সহজপাঁচালি বলেছেন: সামুরে খামু
পোস্টটা আমি সোকেসে রাখতে পারতেছি না কেন্?
যতবারই তারায় ক্লিক মারি ততবারই কয় ইতিমধ্যে রাখা হয়েছে
অথচ আমার সোকেসে নাই
................................................


বরই উপকারি পুস্ট তাই +

২৩১| ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:১১

বিদ্রোহী-৪৬২ বলেছেন: পোস্ট লেখা হয়েছে ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০০
সর্বশেষ মন্তব্য ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০০


প্রিয়তে রাখলাম

২৩২| ২৬ শে জুলাই, ২০১০ রাত ২:০১

একলোটন বলেছেন: বরই উপকারি পুস্ট তাই +

২৩৩| ৩০ শে জুলাই, ২০১০ সকাল ১১:১০

িমবন বলেছেন: ভাই এরকম একটা পোস্ট দিয়া ঘুমাইতাছেন?কেন?

২৩৪| ০৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৫

rasselbd বলেছেন: ভাই, এই রকম গরম গরম পোষ্ট আরো দেন.,,,,

২৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০২

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information

২৩৬| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৬

জিপসি মেহেদি বলেছেন: সোজা শোকেছে!!!

২৩৭| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২০

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: ++

২৩৮| ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৫

অর্ণব আর্ক বলেছেন: আপনি সেই ২০০০ সালে কোমায় চলে গিয়েছিলেন আর আজ ২০০৯ এ এসে আপনার ঘুম ভাঙলো? নাকি বিল গেটস আপনার বেয়াই লাগে? নাকি । সুন্দর একটা পুস্ট পুস্টাইচেন .. ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার কাছেথেকে এই ধরনের আরও সুন্দর সুন্দর পুস্ট আশা করি..... পেলাচ.+++++++++++++++++++++++++++++++ লন.

২৩৯| ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৬

জুবায়ের হাসান বলেছেন: ধন্যবাদ। বহুতই উপকারী পোষ্ট। শোকেসে রাখলাম

২৪০| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৪

অন্ধকার বলেছেন: দেরিতে দেখলাম। প্রয়োজনীয় পোস্ট... ধন্যবাদ।

২৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪৯

কথা কম বলেছেন: +

২৪২| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৬

েতপান্তর বলেছেন: +++++ধন্যবাদ

২৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৮

শাহেদ_আহমেদ বলেছেন: এই ধরনের পোস্ট আপডেট করা দরকার

২৪৪| ২৩ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৫

সাইফ হিমু বেস্ট বলেছেন: সোজাসুজি শোকেসে। চ্রম হইছে।

২৪৫| ২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৩

shapnobilash_cu বলেছেন: ভাই, আমি উইন্ডোজ সেভেন সেট আপ দিয়েছি। আপডেট শুরু থেকেই বন্ধ করা ছিল। কিন্তু এক মাস পর সেই একই সমস্যা। সেটা হল,

আপনি যে ছোট সফটওয়্যারটির কথা বলেছেন সেটা মাত্র তের কিলো বাইটের, আমি নামিয়েছি। কিন্তু রান করছে না, মেসেজ আসছে Microsoft WGA notification is not currently active in ur system. কি করা যায় জানালে উপকৃত হবো। অপেক্ষায় রইলাম উত্তরের জন্য।

২৪৬| ৩০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১০

অকপট পোলা বলেছেন: আপনার সব ফার্স্ট চয়েসগুলা অলরেডী আমারটায় ইনস্টলড। B-))

২৪৭| ০১ লা জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪৭

তাজ উদ্দীন সুমন বলেছেন: আজ অনেক দিনের পুরানো একটা সমস্যার সমাধান হল। আপনানে অসংখ্য ধন্যবাদ আপানার মুল্যবান সময় ব্যায় করার জন্য। একবারের বেশী + দেত্তয়া যায় না আজ মনে হচ্ছে যদি যত ইচ্ছা ততবার দেত্তয়া যেত তাহলে মন্দ হত না।

২৪৮| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৩

সাইফ বাঙ্‌গালী বলেছেন: +

২৪৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৯

রপদ বলেছেন: (+) + (প্রিয়তে)।

২৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

মো: রাশেদ খান মেনন বলেছেন: জরিপ কাজ

২৫১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দারুন একখান পুস্টু, প্রিয়তে নিমুনি ? যাক লইয়াই যাই।

২৫২| ০১ লা মার্চ, ২০১১ রাত ১২:২২

ফেরারী... বলেছেন: জসিলা পোস্ট :) :)

২৫৩| ২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩২

মুর্তজা হাসান খালিদ বলেছেন: দরকার হইলেই এই খানে চইল্যাআসি

২৫৪| ১৩ ই মে, ২০১১ ভোর ৬:৩৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বেশ কাজে পোষ্ট

২৫৫| ২৩ শে জুন, ২০১১ সকাল ১০:১৫

সোহে০০০৭ বলেছেন: বেশ কাজের পোষ্ট, .......................................

২৫৬| ২৩ শে জুন, ২০১১ রাত ১০:৫৬

স্বপ্নবাজ জুয়েল বলেছেন: দারুন পুস্টু

২৫৭| ০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৪

বস শাকিল বলেছেন: ++

২৫৮| ১০ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০৬

প্রবাহ.কম বলেছেন: ভাল একটা পোস্ট

২৫৯| ০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ২:১১

মাহমূদ হাসান বলেছেন: মায়া জড়ানো কেয়া গাছ আর সারি সারি নারিকেল বাগানে ঘেরা নীল সাগরের মাঝে প্রবালের উপর বিস্তৃত দ্বীপ সেন্টমার্টিন। জীবন্ত প্রবাল, শৈবাল, সামুদ্রিক কচ্ছপ, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, কাকড়া, হাঙ্গর, সামুদ্রিক পাখি, অধিবাসীদের জীবন যাত্রা ও কৃষি প্রণালী ভ্রমন পিপাসুদের আকৃষ্ট করবে। পিন পতন নিস্তব্ধতায় সমুদ্রের হু হু গর্জন ও আকাশে তারার মেলায় আপনার রাত্রি যাপন হবে এক অপূর্ব অনুভূতি!

সেন্ট মার্টিন নিয়ে ফেসবুকে একটি ফ্যান পেজ

২৬০| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১২:১৩

ওয়াসিম বলেছেন: প্রিয়তে।

২৬১| ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০২

megher_kannaa বলেছেন: কাজের জিনিস।প্রিয়তে নিলাম।

২৬২| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

নাঈম আহমেদ আকাশ বলেছেন: নাফিস ভাই ডাউনলোড ম্যানেজারের কথা কিছু কইলেন না?

২৬৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:৫৪

একজন অপদার্থ বলেছেন: প্রিয়তে ছলে গেল গুরু B-) B-)

২৬৪| ১০ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫৫

রেজাউল বলেছেন: কি বলব, জবাব নেই ।

২৬৫| ২৪ শে মে, ২০১২ রাত ৮:২৫

অনন্ত আরেফিন বলেছেন: অসাধারণ মারাত্মক পোস্ট !!

২৬৬| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:২০

মূসা আলকাজেম বলেছেন: +++++++++++++++++++++++++++++++

২৬৭| ০২ রা জুন, ২০১২ ভোর ৪:৪৮

লোভা রহ্‌মান বলেছেন: অনেক অসাধারণ একটি কাজের পোস্ট। কিন্তু C Cleaner আমার একটি সমস্যা হয় তা হল Mozilla Firefox এর History মুছে যাওয়া। এইটা কিভাবে ঠিক করা যায়?

২৬৮| ০৩ রা জুন, ২০১২ রাত ৩:৫০

জাবেদ-আসাদ বলেছেন: C Cleaner open kore applications a jan-
tarpor firefox/Mozilla theke j sob option gole clean korte chan na shekhan theke tike chinno tole den.


Bangraje lekhar jonno sorry........

২৬৯| ০৬ ই জুন, ২০১২ রাত ৯:০৭

জাহিদ হাসান বলেছেন: ব্লগে অনেককেই দেখেছি যে বাজারে সিডিতে/ডিভিডিতে Windows XP ও Windows Vista এর কিছু মোডিফাইড বা টুইকড ভার্শন পাওয়া যায় সেগুলো ইন্সটল করেন। এগুলোতে কিছু নজরকাড়া থিম ও জরুরী কিছু সফটওয়্যারের পুরাতন ভার্শন উইন্ডোজের সাথেই ইন্সটল হয়। অনেকেই এইসব থিমের লোভে পড়ে এইসব জন্ঞ্জাল সেটআপ দেন ও পরে মাথা চাপড়ান।

একদম সত্য একটা ইনফরমেশন দিয়েছেন । আমি একবার এইরকম ফালতু উইন্ডোজ সেটাপ দিয়ে শিক্ষা পেয়েছি ।

পোষ্ট প্রিয়তে ।

২৭০| ০৬ ই জুন, ২০১২ রাত ৯:১০

জাহিদ হাসান বলেছেন: আমার কাছে উইন্ডোজ সেভেন সেইরকম । এক্সপিও ভাল তবে যেগুলো ক্লিন শুধু উইন্ডোজ সেটাপ হয় সেগুলো সেটাপ দেই । সেভেনও তাই । তবে সেভেনই সবচেয়ে বেটার মনে হয় ।

কেউ যদি বলে কোনটা আমার কাছে সুবিধাজনক -বলব - উইন্ডোজ সেভেন ।
:) :)

২৭১| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৪:২৭

ভুতের বলেছেন: ভাই রেজিস্ট্রি ডিলিট দিলে কি কখনো দরকারি রেজিস্ট্রি ডিলিট হবে ccleanert দিএ?

২৭২| ১৩ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৪

স্ক্রুড্রাইভার বলেছেন: পোষ্টটা আপডেট রাখুন, আর আরো কিছু সফটওয়্যার এর নাম দিয়ে দিন, যেমন, IDM এর বদলে FDM (Free Download Manager), Converter এর জন্য Format Factory or iwisoft free video converter, Backup এর জন্য Paragon Backup & Recovery এ সবই ফ্রি, সাথে পিসিকে স্লো করে না।

আর এভিরা কি ভাল? আমি একবার দিয়েছিলাম, ফলস পজিটিভ দিয়ে ভরে ফেলেছিল, তাই বাদ দিয়ে এভাস্ট দিয়েছি। আর হ্যাঁ ফায়ারওয়াল লাগলে Comodo Free বা Zonealarm ও ব্যবহার করা যায়।

২৭৩| ২৭ শে আগস্ট, ২০১২ দুপুর ২:২৩

নিউ সায়মা বলেছেন: অনন্ত আরেফিন বলেছেন: অসাধারণ মারাত্মক পোস্ট !!

২৭৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট প্রিয়তে নিয়েছি
এটা বলতে ভুলে গিয়েছি :)

২৭৫| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫১

জাহিদুল হোসেন বলেছেন: অনেক পুরান পোস্ট। কিন্তু সবসময়ের জন্য কাজের।

২৭৬| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভিসতা হচ্ছে মাইক্রোসফটের আজ অব্দি বানানো সবচেয়ে সুন্দর অপারেটিং সিস্টেম B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২৭৭| ১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২০

লাল সবুেজ বলেছেন: many many thanks

২৭৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

আতিফ আসলাম বলেছেন: ভাল

২৭৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

েবনিটগ বলেছেন: =+

২৮০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাই পোস্টটা আপডেট করেন।

২৮১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

অনিক্স বলেছেন: ++++++++++++++++++++++...........
khubi joruri post.

২৮২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

ইখতামিন বলেছেন: +++++++++++++

২৮৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

লেজ কাটা শেয়াল বলেছেন: +++++++++++++

২৮৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

s r jony বলেছেন: প্রিয়তে নিলাম ও আপনাকে +++++++++++ দিলাম

২৮৫| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আশফাক সুমন বলেছেন: ধন্যবাদ

উইন্ডোজ ৭ /৮ নিয়ে সম্ভব হলে কিছু লিখুন দয়া করে

২৮৬| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:১৪

ভাবতে চাই বলেছেন: পোস্ট-টা অনেক ভালো লাগল...তবে আমি যে windows 7 user !!!

২৮৭| ১০ ই জুন, ২০১৩ রাত ২:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এই সেই ঐতিহাসিক পোস্ট। পড়ছিলাম টেকটিউনস এই...যখন দিছিলেন.................. কমেন্ট আজকে দিলাম।

২৮৮| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:১১

সেরকম পেইন বলেছেন: ভাই, CTN মানে কি?

২৮৯| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

কে ওখানে বলেছেন: সেরকম পেইন CTN মানে চু*র টাইম নাই

২৯০| ০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৮

ফাহাদ রহমান খান কবির বলেছেন: এখন ২০১৩ তবুও এতকিছু করা লাগে জানিনা! !!

২৯১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

বেকার সব ০০৭ বলেছেন: অনেক পুরান পোস্ট। কিন্তু সবসময়ের জন্য কাজের।

২৯২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

ইখতামিন বলেছেন:
প্রিয়তে +++

২৯৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয়তে।

২৯৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পড়ে একটা কমেন্ট দিলাম।

২৯৫| ২০ শে মে, ২০১৪ বিকাল ৫:০৪

কিয়ামওুলাহ বলেছেন: Adblock Plus DOWNLOAD LINK ? ?

২৯৬| ২০ শে মে, ২০১৪ বিকাল ৫:০৪

কিয়ামওুলাহ বলেছেন: Adblock Plus DOWNLOAD LINK ? ?

২৯৭| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২২

জামান শেখ বলেছেন: খুব ভালও লাগলো।

২৯৮| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১:২৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এমন আজাইরা পোস্টও মাইনষে প্রিয়তে নেয়!!
এইগুলাই ব্লগের পিউরতম আবর্জনা!!
আপচুচ! কেহ ইহা বুঝিলোনা~!

২৯৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

এরশাদ বাদশা বলেছেন: direct to the show case

৩০০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

এরশাদ বাদশা বলেছেন: direct to the show-case.

৩০১| ০২ রা মে, ২০১৯ রাত ৮:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দিন কাটিয়া যায়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.