নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি পোলাডারে ব্লগে খাইলো...

নাফিস ইফতেখার

অন্ধ-কালো ফুল...ফুরনো পুতুল...হাওয়া দিক ভুল বারো মাস...এলানো কাজল... ভাঙা রাজমহল...বিষের ছোবল ঝরা শ্বাস...

নাফিস ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

কবিতা Lesson - ১ (Nafis Iftekhar ft. গরু - গরু রচনা)

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

গরু রচনা



গরু

- তুমি গৃহপালিত

তুমি সুন্দর, তুমি নিরীহ

তোমার দু' জোড়া শিংকে করি সমীহ :|

আছে চার পা, দু চোখ, দু' কান

আছে চুলযুক্ত পুচ্ছ - গুচ্ছ গুচ্ছ

মশা মাছি তার কাছে তুচ্ছ :-*



এমনিতে তুমি কুল্হেড - ঠিক যেন হাশিম আমলা

কিন্তু চটে গেলে করো শিং দিয়ে হামলা X((

- লে ঠেলা সামলা

দাও তুমি দুগ্ধ

তাতে মিশায়ে জল

- বেচে গোয়ালা

তাই খেয়েই আমরা মুগ্ধ



যেখানে দেখো ঘাস-লতা-পাতা-খড়

-ভাতের মাড়

সেখানেই ব্রেকফাস্ট-লাঞ্চ আর

- ডিনার

(করো সাবার) :P



দন্তপাটি একখানিই

- তাতেই কাটো জাবর

তোমার বুদ্ধি দেখলে পরে

লজ্জা পাবে বাবর /:)

ডাকো তুমি সারাদিন

- হাম্বা হাম্বা

আরেকটু সুরে ডাকলে হয়তো

ডাকতো তোমায় বামবা



কুরবানির আগের রজনী

কাটাও অস্থির চিত্তে - একাকী অসহায় :(

হায়!

ছুড়ি-রামদার ঝনঝনানি, দেয় তাতে শানাই

- কসাই

পাও কি শুনতে তোমার মৃত্যু সাঁনাই :((



তোমার চামড়া বড়ই মূল্যবান

- তা জানি

হুজুরেরা করে তা নিয়ে টানাটানি

মাদ্রাসার নাম করে চামড়া যায় হাজারিবাগে!

কিন্তু -

তোমার কি এসে যায় তাতে

হায়!

তুমি তখন বিদায় লয়েছো এ ধরনী হতে!



ও গরু, তুমি আমার

প্রিয় সবচাইতে!

খাবার টেবিলে

ভুনা-শুকনা-ভাজি ঝুরঝুরি

ভালোবাসি তোমার মগজ, পায়ের হাড়

- আর ঐ ভুড়ি

বলে যেতে চাই শুধু উপসংহারে

শান্তি পাই আমি শুধু তোমার সংহারে! :P



প্রেরণা: অপরবাস্তব ৪ এ প্রকাশিত একাধিক 'গদ্য-ন্যয়-পদ্য' এই কাব্য নামের কলঙ্কের প্রেরণা হিসেবে কাজ করেছে। আগামীবার আপনাদের দেখাবো কি করে সংবাদপত্রের রিপোর্ট বা আর্টিকেল থেকে কবিতা লিখতে হয়। B-)

মন্তব্য ৬০ টি রেটিং +৪০/-৫

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

অপরিচিত_আবির বলেছেন: প্রেরণাটা পড়েই বেশী মজা পাইলাম!

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৯

নাফিস ইফতেখার বলেছেন: আচ্ছা! :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

আরিফ আমীন বলেছেন: কিছু বলব না

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪১

নাফিস ইফতেখার বলেছেন: ক্যান ভাই? :(

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১২

রাজসোহান বলেছেন: গরুরে এতই তেলাইলেন??? :-* :-* :-*

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

নাফিস ইফতেখার বলেছেন: আসলে এতোটা দরকার ছিলো না। গরু এমনিতেই বেশ তেলতেলে। ;)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১২

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হাশিম আমলাকে খুব ভাল লাগে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

নাফিস ইফতেখার বলেছেন: আমারও! :)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১২

টেকি মামুন বলেছেন: নাফিস ভাই জিন্দাবাদ প্লাস।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৩

নাফিস ইফতেখার বলেছেন: ;)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৪

টেকি মামুন বলেছেন: নাফিস ভাই কিছু লেখলেই হিট আর হিট কমেন্টস এর বন্যা

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৪

নাফিস ইফতেখার বলেছেন: এক কাজ করেন আপনি একটা নিক খুলেন 'নাফিস ইফতেথার' নামে। পাবলিক ভুল করে ঢুকবে আর আপনিও চরম হিট হবেন। ;)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৩

ই য়া দ বলেছেন: বিরক্তিকর!!

আপনার লেখা পড়লেই + দেয়া লাগে!

ধুর! X((

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৫

নাফিস ইফতেখার বলেছেন: ধরু! :(

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৯

চতুষ্কোণ বলেছেন: আরেকটু সুরে ডাকলে হয়তো
ডাকতো তোমায় বামবা

=p~ =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৬

নাফিস ইফতেখার বলেছেন: ডাকতেও পারে! ;)

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪১

তুতুষার বলেছেন: অনেকদিনপর আপনার লেখা পড়লাম। ভালো লাগলো। +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৭

নাফিস ইফতেখার বলেছেন: অনেক ধন্যবাদ! :)

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮

সিউল রায়হান বলেছেন: আগামী পর্বের অপেক্ষায় :)

অ.ট.: টুইটারে দেখিনা যে ???

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯

নাফিস ইফতেখার বলেছেন: পিসি নিয়ে সমস্যায় আছি: বিপরীত স্রোত বলেছেন: Click This Link

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: প্রেরণা পড়ে হা হা প গে। কে বলেছে, কবিতা লেখা কঠিন কাজ, বাঙালি মাত্রই এক এক জন জীবনানন্দ!

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১

নাফিস ইফতেখার বলেছেন: =p~ =p~

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩

লালসালু বলেছেন:
হে গরু,
তুমি নাফিসরে করিছ মহান
গরুর জন্য,
নাফিস ইফতেখারের কত টান!
গরুর যদি,
থাকিত সামুতে সেইফ নিক
এই পোষ্ট,
গরু ছড়িয়ে দিত চারিদিক
চারিদিকে শুধু,
হত গরু-নাফিস-গরু রব
মনের সুখে,
গরু সাহেব চিবাইতেন যব।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২

নাফিস ইফতেখার বলেছেন: সাধু সাধু! আপনাকে একুশে পদক দেয়া হোক। আর অপরবাস্তব ৫ এর জন্য এ লেখাটিকে মনোনয়ন দেবার জোরালো দাবী জানাচ্ছি। :)

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

লালসালু বলেছেন:
হে নাফিস,
কেন তুমি মারিতেছ গরুদের তেল?
তুমি হয়তো,
ভাল করে দেখ নাই গরু জাতির খেল।
তারা শান্ত,
তবে মাঝে মাঝে চেতিয়া মারে গুতা,
শান্তি পাই,
যখন গরুর চামড়া দিয়া বানাই জুতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১

নাফিস ইফতেখার বলেছেন: :)

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লালসালু বলেছেন:
হে গরু,
নাফিস কী ভুল করিয়াছ দেখ
নামের আগে,
বসায় নাই বঙ্গবনধু কিংবা শেখ
চামে চামে,
নাফিস তোমায় করিয়াছে অপমান
গরু বলে,
তোমার কী নেই কোন দাম?
গরু ঝাতি,
তোমরা নাফিসকে কর বয়কট
তাহলে সে,
মাংস না খাওয়াইয়া খাওয়ায় তাকে বট!

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৪

নাফিস ইফতেখার বলেছেন: :) :) :)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯

সামিউর বলেছেন: খুব মজা পাইলাম এই পোস্ট টায়। জোস।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৮

নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! :)

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৩

তায়েফ আহমাদ বলেছেন: বহুদিন পরে নাফিস অন ফুল ফর্ম।
:D
ভালো লাগল।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৯

ডঃ জেকিল বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: গরুরতো অনেক তেল, অরে আর তেল দিয়া কি অইবো??

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

রিসাত বলেছেন: ফালতু

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৫

নাফিস ইফতেখার বলেছেন: সহমত! :)

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

কাঙাল মামা বলেছেন: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: প্রেরণা পড়ে হা হা প গে। কে বলেছে, কবিতা লেখা কঠিন কাজ, বাঙালি মাত্রই এক এক জন জীবনানন্দ!

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৯

রিসাত বলেছেন: নাহ আমি আসলে বলতে চেয়েছি তাদের কবিতার চাইতে আপনার পোস্টটা ফালতু। অল্প কথায় বুঝেন নাই ভেবে আবার বুঝাতে আসলাম। :P

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৪

নাফিস ইফতেখার বলেছেন: আমিও প্রথমবারেও এটাই বুঝেছি যেটা বোঝোতে আপনি আবার কষ্ট করে এলেন। তাই আবারও বলছি "সহমত!" :)

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৯

কালপুরুষ বলেছেন: দূর্দান্ত!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭

নাফিস ইফতেখার বলেছেন: ধইন্যা! :) :)

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৬

স্বপ্নকথক বলেছেন: গরু রচনা থাইকা গরু কোবতে? মাক্ষি!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৯

নাফিস ইফতেখার বলেছেন: ;)

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৫

কাঠের খাঁচা বলেছেন: সীরাম।

খিকয

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮

নাফিস ইফতেখার বলেছেন: :)

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৬

ফিউশন ফাইভ বলেছেন: অপরবাস্তব ৪ এ প্রকাশিত একাধিক 'গদ্য-ন্যয়-পদ্য' এই কাব্য নামে...

কথা সত্য। সহমত। আমি নিজেরই কিছু লেখা বুঝতে চরম কষ্ট হয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৩

নাফিস ইফতেখার বলেছেন: আমার নিজেরও!

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৫

হিটলারের সাগরেদ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৩

নাফিস ইফতেখার বলেছেন: :) ;) :)

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
প্রথম অর্ধেক বেশী ভালো। বাকীটা চলনসই...........

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

নাফিসতো দেখা যাইতেছে ব্লগের তথাকথিত কবিকূলের ভাত মারিবে। :-B B:-) B:-)

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওরে মজাক! ;)

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩৮

সাকিরা জাননাত বলেছেন: হাসতে হাসতে পেটে খিল!!!:):):):)

৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

সুবিদ্ বলেছেন: আরে......এতো একেবারেই নতুন আঙ্গিকের লেখা পড়লাম........

এরপরে ছাগল/গাধা পর্বও লিখে ফেলান......

৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৫

জনৈক আরাফাত বলেছেন: =p~ =p~ =p~

৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭

সেই সাম্য বলেছেন: এরপরে ছাগল/গাধা পর্বও লিখে ফেলান......

আর নাফিস ভাইয়ের কোবতে পইরা আমি তো খাট থেকে পইরা গেলাম রে।
চ্রম

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

কৌশিক বলেছেন: হাহাপেদি

৩৫| ১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৩

ডেট্রয়েট বলেছেন: হা হা হা হা হা........ গরু নিয়ে এমন ছড়া আর কখনো শুনি নি। কিন্তু বেশি মজা দিতে গিয়ে দুটো শিংকে দু'জোড়া শিং বানানো কি ঠিক হলো ?

৩৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৪

ফাইরুজ বলেছেন: :)+++

৩৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫২

একটি শিশিরবিন্দু বলেছেন: অনেকদিন এমন ভালো কবিতা পড়ি নাই। এইরকম কবিতা আরো লেখে না কেন?

৩৮| ১৯ শে আগস্ট, ২০১১ ভোর ৪:১৫

অণুজীব বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.