নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ হোসাইন

▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.

নাহিদ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

►"প্লে বয়"◄

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৩

লিখাঃ MD Nahid Hossain (NHD)

১ম বন্ধুঃ দোস্ত অহনারে পটাইয়া ফেলেছি।
২য় বন্ধুঃ ব্যাটা পার্টি দে, তা সম্পার কি হল?
১ম বন্ধুঃ আর বলিস না, বেশি ভাব নেয়, গায়ে হাত লাগালেই চিৎকার উঠে । কিস কইরা ছেড়ে দিছি। ওর চাইতে নাবিলা ভালো ছিল, ওইটারে তো একটু আকটু...............।
২য় বন্ধুঃ ব্যাটা তুই একটা চিজ। তা এইটারে কতদিন রাখবি?
১ম বন্ধুঃ দোস্ত তুই তো জানিস, এক ফুলের মধু বেশিদিন খাইতে ভালো লাগে না, ফুলে ফুলে ঘুরে বেড়ানোয় আমার নেশা। অহনার সাথে ফাইনাল ম্যাচ খেলে ছেড়ে দিব।
২য় বন্ধুঃ তোর কপাল আছে, এতগুলা মেয়েরে কি করে পটাস? পুরা রোমিও হয়ে গেলি।
১ম বুন্ধুঃ হুম, রুপা ফোন দিছে, তোর সাথে পরে কথা হবে।
২য় বন্ধুঃ এইটারে আবার কবে পটালি? :o
১ম বন্ধুঃ গতকাল। :D
১ম বন্ধুটি বিজয়ীর মত হাসি দিয়ে চলে যায়। এই টাইপের ছেলেদের প্লে বয় বলা হয়। গায়ের শার্টের মত মেয়ে বদলানো এদের কাজ। এরা একসাথে কয়েকটা রিলেশন করে, উদ্দেশ্য হাসিল হলেই ছেড়ে দিয়ে আরেকটা ধরে।
এদেরকে আধুনিক ছেলেও বলা হয়, হাতে ব্রেসলাইট, চুলে জেল, মোটরবাইক নিয়ে সারাদিন স্কুল/কলেজের গেটের আশেপাশে, মেয়েদের পিছন পিছন ঘুরাই এদের কাজ।
১৬-২২ বছর সময়টা হল অদ্ভুত একটা সময়। এই সময়ে যা দেখি তাই ভালো লাগে, প্লে বয় টাইপ ছেলেরা একটু হিরো টাইপের হয় বলে মেয়েরা তাদের জালে ফেসে যায়। আবেগের বশবর্তী হয়ে রিলেশন করে, নিজের সতীত্বটুকু হিংস্র কুকুরের কাছে তুলে দেয়। অতঃপর সেই কুকুরটা সব চেটেপুটে খেয়ে চলে যায়।
দুর্ভাগ্যজনক হলেও সত্যি বেশীরভাগ মেয়েরা এদের প্রেমে পরে, তারপর একটা এক্সিডেন্ট ঘটিয়ে দুনিয়ার সকল ছেলেদের একরকম মনে করে, ঘরের এক কোনায় নিশ্চুপে কেঁদে কেঁদে রাত পার করে দেয়, কেউবা আবার নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়।
মেয়েদেরকে বলছি, ভালোবাসো কোন সমস্যা নেই, কিন্তু অন্ধ ভালবেসে অন্ধভাবে বিশ্বাস করে নিজের সতীত্বটুকু দিয়ে আসবে না, একটা কথা মনে রেখ, যদি কোন ছেলে ভালবাসার দোহায় দিয়ে ভোগ করতে চায়, তবে সে তোমাকে নয়, তোমার দেহকে ভালবাসে।

প্লে বয়দের কাছ থেকে দূরে থাক এক হাতে তালি বাজে না এটা আমরা সবাই জানি, তুমি না চাওয়া পর্যন্ত কেউ তোমার গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। আবেগ দ্বারা নয়, বিবেগ দ্বারা সিদ্ধান্ত নাও, কোন কাজ করার আগে দশবার ভাবো।
তোমার দেহ, তোমার সতীত্ব, তোমার সম্পদ একে হেফাজত করার দায়িত্ব তোমার। তোমার জীবন অন্য কারও জীবনের পরিপূরক নয়, কারণ জীবন একটাই। জীবনে চলার পথে কোন সিদ্ধান্ত নেয়ার আগে নিজের ফ্যামিলিকে জানাও, তোমার বাবা-মায়ের বিবেক-বুদ্ধি তোমার থেকে বেশি, তোমার অমঙ্গল হোক এমন কিছুই তারা বলবেন না। প্রেম কর, ভালোবাসো কোন সমস্যা নেই, কিন্তু নিজের মূল্যবান জীবনটা অন্য কারো জন্য অবহেলায় নষ্ট করিও না।

►[বিঃদ্রঃ আমি সব ছেলেদের কথা বলি নাই।
খারাপ ছেলেরা যেমন একটি ভদ্র, ভালো মেয়ের জীবন নষ্ট করছে।ঠিক তেমনি লুচুপুচু মেয়েরাও ভদ্র ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে বেরাচ্ছে! ]
কাউকে জ্ঞান দেয়া আমার পোস্টের উদ্দেশ্য নয়, পোষ্টে উল্লিখিত নামগুলো কাল্পনিক, জীবিত বা মৃত কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নয়। লেখাটি পরে যদি কেউ উপকৃত হন তবেই আমার লেখা সার্থক হবে।
আমার পরবর্তী লেখা থাকবে প্লে গার্লদের নিয়ে.. পড়তে চাইলে অপেক্ষা করুন.... (নাহিদ)

আমার ফেসবুক লিঙ্ক..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.