![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.
একটি অদ্ভুত জিনিস। একটি অদ্ভুত অনুভূতি। একটি অবুঝ সম্পর্ক। ভালবাসায় প্রিয় মানুষটির একটুখানি অবহেলা নীল আকাশের মত অসীম মনে হয়, তার একটুখানি মন খারাপ থাকলে সবকিছু অর্থহীন মনে হয়। ইচ্ছে করে জগতের সমস্ত সুখ দিয়ে আপন মানুষটির মুখে একটুখানি হাসি ফুটাতে। যখন আপন মানুষটি হাসে তখন অন্যরকম প্রশান্তি পাওয়া যায়, যা কেউ কখনো কাউকে দিতে পারবেনা।
ভালবাসার সঠিক অর্থ, সঠিক সংজ্ঞা কেউ কখনো দিতে পারেনি, আর হয়তো পারবেও না। পবিত্র ভালবাসা কি? ভালবাসার উদ্দেশ্য? মানুষ কেন ভালবাসে? এসব প্রশ্নের আসলেই কোন উত্তর হয়না। যদি উত্তর হয় তাহলে তা কখনোই পবিত্র ভালবাসা নয়। ভালবাসি তোমাকে অফুরন্ত ভালবাসা দেয়ার জন্য, তুমি কষ্ট পেলে তা মুছে দেয়ার জন্য, তোমার একটুখানি হাসির জন্য সমস্ত পৃথিবীর সাথে লড়াই করার জন্য।
অনেকে অনেক সময় ভুল করে ভুল মানুষের সাথে ভুল রিলেশনে জড়িয়ে পড়ে, শেষে ভালবাসাকে অন্ধ, খারাপ বলে গালি দেয়। কিন্তু ভালবাসা কখনোই অন্ধ হতে পারেনা, খারাপ হতে পারেনা, ভালবাসার মানুষগুলো খারাপ হয়, যারা ভালবাসতে জানেনা তারা অন্ধ, ভালবাসা নয়।
ভালবাসা আল্লাহ প্রদত্ত, ভালবাসা পবিত্র, ভালবাসা শুধুই ভালবাসা। সবার জীবনে একবার হলেও পবিত্র ভালবাসা আসে জীবনটাকে বদলানোর জন্য, জীবনের সঠিক অর্থ বুঝানোর জন্য, কাউকে মন থেকে অনেক অনেক ভালবাসার জন্য।
কি বন্ধু কি ভাবছো? ভাবছো এখনো তুমি সেই পবিত্র ভালবাসার দেখা পাওনি?
ডোন্ট ওরি, পবিত্র ভালবাসা পাওয়ার জন্য তোমাকে কিচ্ছু করতে হবেনা, সেই ভালবাসা খুঁজতেও হবেনা। পবিত্র ভালবাসা খুঁজতে হয়না, পবিত্র ভালবাসা আর ভালবাসার মানুষটি সঠিক সময়ে তোমার জীবনে আসবে, তার জন্য শুধু নিজে পবিত্র থেকে অপেক্ষা করতে হবে।
লিখাঃ নাহিদ হোসাইন (N H D)
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: একেবারে ঠিক কথা বলেছেন