![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.
“প্রেম-ভালবাসা” তো অনেকেই করে কিন্তু সত্যিকারের “প্রেম-ভালবাসা” কয়জনে করতে পারে? যারা সত্যিকারের ভালবাসে তাদের সবাই পাগল প্রেমিক বলে।
পাগল প্রেমিকরা তার ভালবাসার মানুষটির একফোঁটা ভালবাসা পাওয়ার জন্য অফুরন্ত ভালবাসে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড সেই প্রিয় মানুষটির কথা মনেতে বিরাজ করে।
সতিকারের ভালবাসায় থাকে মান-অভিমান, থাকে খুনসুটি ঝগড়া, আর থাকে পাগলামি।
প্রেমিকরা তার ভালবাসার মানুষটির জন্য অনেক পাগলামি করে। পাগলামি হয় তোমার বাসার সামনে সারারাত দাড়িয়ে থাকার, পাগলামি হয় তীব্র শীতের সকালে তোমার জন্য অপেক্ষা করার, পাগলামি নিজের ভালবাসার রুপার জন্য হিমু হয়ে যাওয়ার, পাগলামি হয় ভালোলাগার, পাগলামি হয় ভালবাসার।
ঠিক যেমন একধরণের পাগলামি আমি করে এলাম। একটু আগে ক্যাম্পাসের সেই যায়গাটিতে গিয়েছিলাম, যেখানে আমার রাজকুমারীকে দেখেছিলাম, সেখানে দাড়িয়ে অনুভব করছিলাম সেই দিনটার মত রাজকুমারী আমার সামনে দাড়িয়ে আছে, সে হাসছে, কথা বলছে, আর আমি অবাক চোখে ওকে দেখছিলাম।
জুতোগুলো হাতে নিয়ে হিমু হয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে রাস্তায় বের হলাম, এক সময় ভাবতাম মানুষ কেন এত ভালবাসে? কেন এত পাগলামি করে? আজ বুঝলাম প্রেমে পড়লে সবাই কবি হয়ে যায়, হিমু হয়ে যায়, সেই ভালবাসার মানুষটির জন্য পাগল হয়ে যায়।
আমাকে জুতা হাতে হাঁটতে দেখে এক লোক হা করে তাকিয়ে ছিল, আমার এত কিছু খেয়াল ছিল না, আমি আকাশের তাঁরা দেখছিলাম.. যখন বুঝলাম কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে তখন আমার বোধোদয় হয় আরে আমি তো পাগলামি করছি.. তৎক্ষণাৎ জুতা পড়ে বাসায় চলে এলাম। ভাঙাচোরা পিচঢালা রাস্তায় হাঁটার ফলে পায়ের কয়েক জায়গায় কেটে গেছে, তখন টের পাইনি এখন পাচ্ছি... আর ভাবছি আমি কেন এত ভালবাসি তোমাকে?
►লিখাঃ MD Nahid Hossain (NHD)
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪৮
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: বরাবরের মতই দুর্দান্ত
