নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ হোসাইন

▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.

নাহিদ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

রিলেশনশিপ ফ্যাক্ট

২০ শে জুন, ২০১৫ রাত ৮:২২


=======================================
✎ছেলেদের রিলেশনশিপ ফ্যাক্ট...
১.
বড়লোক বাবার হ্যান্ডসাম ওভারস্টাইলিশ ছেলেরা, বাইক নিয়ে মেয়েদের পিছনে ঘুরে ক্যাম্পাসের টপ সুন্দরীর সাথে রিলেশন করে নিজেকে বীরপুরুষ মনে করে আর মূল্যবান সময় নষ্ট করে। পরিশেষে বিয়ের সময় এই অকালকুষ্মাণ্ডকে যখন প্রতিষ্ঠিত কোন মেয়ের বাবা জামাই করতে রাজি হন না, তখন পাড়ার সখিনাকে ও এঞ্জেল মনে করে তারা।
২.
সবদিক দিয়ে ভালো-ভদ্র ছেলে হওয়ার পরও ছেলেটি কোন রিলেশনে জড়াতে পারেনা কারণ সে দেখতে কালো, ব্রেসলাইট পড়েনা, তার বাইক নেই, আর হ্যান্ডসাম তো হওয়া দুরের কথা। পরিশেষে, সেই কালো-আনস্মার্ট ছেলেটি যখন বড় কোন অফিসের চেয়ারম্যান তখন হাজারো মেহজাবিন ছেলেটির বউ হওয়ার জন্য স্বপ্ন দেখে।
.
✔কারণ, ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট, হ্যান্ডসাম হতে হয়। কিন্তু বিয়ে করার জন্য টাকাওয়ালা হতে হয়, স্মার্ট নয়।
.

✎মেয়েদের রিলেশনশিপ ফ্যাক্ট...
১.
ক্যাম্পাসের টপ সুন্দরীর তালিকায় মেয়েটির নাম প্রথম। ফেসবুকে সেলফি আপলোড করার কয়েকমিনিটের মধ্যেই হাজারো লাইক-কমেন্ট পড়ে যায়। আর প্রপোজ তো আছেই। পরিশেষে, স্টাইল-ভাব-চালচলন সবদিক দিয়ে মিসেস পারফেক্ট হলেও পোশাকে যখন বেপর্দাশিল, তখন কোন প্রতিষ্ঠিত ছেলেই ঐ মেয়েকে বিয়ে করতে রাজি হয়না।
২.
মেয়েটির কোন বন্ধু নেই, কারো সাথে কথা বলতে গেলেও কেউ ভালো করে কথা বলেনা কারণ তার গায়ের রঙ কালো। ক্লাসের মধ্যে ফার্স্ট গার্ল হওয়া সত্ত্বেও কোন ছেলে মেয়েটির প্রতি বিশেষ আগ্রহ দেখায় না, কারণ সে ওভারস্টাইলিশ না পর্দাশিল। পরিশেষে, সেই কালো মেয়েটি যখন উচ্চশিক্ষিত+মার্জিত, তখন হাজারো কিউট মিঃপারফেক্ট বিয়ে করার জন্য সিরিয়াল ধরে।
.
✔বিয়ের ক্ষেত্রে মেয়েদের সুন্দরী কম, সুশীল-পর্দাশীল হতে হয়, তখন গায়ের রঙ কোন ফ্যাক্ট না, কারণ বিয়ে করার জন্য ছেলেরা সচ্চরিত্রবান মেয়ে খুঁজে সুন্দরী নয়...
৩.
মেয়েরা একসময় ক্রাশ খায় স্মার্ট লেকচারারের উপর। তারপর তাহসান, তাসকিন, জাস্টিন বিবারের মত কিউট কিউট সেলেব্রিটির। রুমের দেয়ালে, বইয়ের আনাচে-কানাচে হাবিব, পাভেল, ইমরানের মত শিল্পীদের ছবি দিয়ে ভরিয়ে ফেলে। আর ভবিষ্যতে এমন কোন মহাপুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পরিশেষে, যখন বিয়ের সময় হয় তখন দেখা যায় সেই মহাপুরুষের মত কেউ দেখতে এখনো স্টাডি শেষ করেনি, অবশেষে টাকাওয়ালা আঙ্কেল টাইপ স্বামী কপালে জুটে তাদের।
বিয়ের সময় স্বামী কিউট-হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোন ফ্যাক্ট নয়, তার টাকা থাকলেই হয়। হাজার হোক, শপিংয়ে গিয়ে সিরিয়ালের দামি দামি শাড়ি কিনে পাশের বাসার ভাবির সাথে প্রতিযোগিতায় নামতে হবেনা... :P

৪.
মেয়েদের আরেকটা ফ্যাক্ট হল, "ভালো করে না বুঝে ঝগড়া কমেন্ট ফ্যাক্ট"। যেমন, আমার এই স্ট্যাটাসে অনেক ললনা অগ্নিময়ী-জ্বালাময়ী কমেন্টের মাধ্যমে এই পোস্টের তীব্র বিরোধিতা করবেন। পরিশেষে তাদের সঠিক সময় হলে বুঝবে যে, নাহিদের লেখায় কোন ভুল ছিলনা.... :D
=======================================
ツ লিখাঃ Nahid Hossain (N H D) ツ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.