নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাঈমা আকতার

নাঈমা আকতার › বিস্তারিত পোস্টঃ

বিপর্যয়

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

যে বিষয়টি নিয়ে লিখতে যাচ্ছি, তা নিয়ে আমার চিন্তার সাথে অনেকের চিন্তাই মিলবে না। অনেকেই হয়তো অনেকটা লাঠি হাতে আমাকে তাড়া করার মতো তাড়া করবেন।না হোক মনে মনে কিছু কঠিন ঝাড়ি দেবেন। আমি এসএসসি-এইচএসসি 2005 এবং 2007 এ।এরপর স্বাভাবিকভাবেই কয়েকবছর জিপিএ 5 কমজন পেল খোঁজ রেখেছি এবং একসময় ছেড়ে দিয়েছি।সঠিক সংখ্যাটা মনে করা বলা আমার জন্য বেশ কঠিন। 2016 তে সংখ্যাটি এসএসসিতে লাখ ছাড়ানো। আর এইচএসসিতে সম্ভবত অর্ধ লাখের উপর। এ সংখ্যা ক্রমবর্ধমান। যতদূর মনে পড়ে 2001 এ জিপিএর সংখ্যা বোধহয় 100 ও ছিল না। 15 বছরে জাতির মেধা বেড়েছে বহুগুণে। ক্ষতি ছিল না। আনন্দই পেতাম। যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ বিপর্যয়টা না দেখতাম। ভর্তি পরীক্ষায় পাশ নম্বরটা পাওয়া কিন্তু খুব কঠিন কাজ নয়। বিশেষত যারা সব বিষয়ে 80 করে পেয়েছেন তাদের জন্য 40/50 এর গন্ডি পেড়োনো তো নস্যি। কিন্তু তা হচ্ছে না। যেখানে এসএসসি-এইচএসসি তে পাশের হার 90 শতাংশেরে ঘরে, সেখানে ভর্তি পরীক্ষায় তা 20 এর ঘরেও পৌঁছে না।এর সাথে যুক্ত হয়েছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। মেধা যাচাই এর মুখে এ যেন সপাটে একটি চড়। ফাঁস হয়ে যাওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে মেধা তালিকার শীর্ষে পৌঁছে যাচ্ছে শিক্ষার্থী।

প্রশ্ন হলো এদের হাতে জাতির ভবিষ্যত কি? পরবর্তী প্রজন্ম কিসের মুখোমুখি হতে যাচ্ছে? জাতি কেমন চিকিৎসক, প্রকৌশলী, অর্থনীতিবিদ, পরিবেশবিদ, শিক্ষক পেতে যাচ্ছে? সবচেয়ে বড় কথা হলো আমাদের নৈতিকতা বোধটাই বা কোথায় যাচ্ছে? যেখানে ফাঁস হওয়া প্রশ্ন লাখ লাখ টাকায় কিনে দম্ভ ভরে বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের শিক্ষার্থী হয়ে উঠছে অনেকে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

আনিসা নাসরীন বলেছেন: আমিও একই ব্যাচের।

এই প্রশ্নটা আমার মধ্যেও ঘুরে সে আসলে কি হতে যাচ্ছে সামনে!

ভালো লিখেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

নাঈমা আকতার বলেছেন: ধন্যবাদ। শুধু চিকিৎসকের বেলাতেই ভেবে দেখুন। আমরা তো তাও কিছু ভালো ডাক্তার পাই। আমাদের পরবর্তী জেনারেশনের কি দশা হবে?

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

বিজন রয় বলেছেন: দেশের কোন ভবিষ্যত নেই, তাতো কয়েক বছর আগেই জেনে গিয়েছি।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

নাঈমা আকতার বলেছেন: কিন্তু এ কথা ভাবতে তো ভাল লাগে না ভাই! ভাল হবে, ভাল থাকব এটাই তো আশা। কেবল মাত্র জিপিএ বাড়াতে গিয়ে দেশকে যে কোথায় ছুঁড়ে ফেলা হচ্ছে এ কথা যদি একবার নীতি বনর্ধারক মহল ভাবতেন!!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

আনিসা নাসরীন বলেছেন: এই জিনিসটারই ভয় আমার বেশি।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

রায়হান চৌঃ বলেছেন: আপু এতটা পথ পাড়ি দিয়ে ও মনে হ্য় একটু এখনো কাঁচা ই রয়ে গেলেন- (সরি মাপ করবেন :),
অনেক দিন আগে কোন এক পত্রিকার সম্পাদকিয় তে দেখেছিলাম, ২০২০ সালের মধ্যে বাংলাদেশের ৫ লাখ উচ্চ পর্যায়ের চাকুরী ভারতীয় দের হাতে যাবে এবং সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে্‌ন। আমার মনে হয় না ঐ সম্পাদকিয় সমিক্ষায় ভুল বলেছেন, আপনি এখনো ভাল ভাবে তাকালে দেখবেন প্রায় ২ লাখ চাকুরী ভারতীয় দের হতে :) ফলাফল স্বরুপ গার্মেন্টস ফ্যেক্টরীর দিকে তাকালে টের পাবেন......... ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.