নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শতাব্দীর পর শতাব্দী
আমি হেঁটে চলেছি,
অজানায়।
আমি নিঃস্ব,
আমি ভিখারি
আমি তোমার প্রেমের পূজারি।
তোমায় ভালোবেসে
আমি চেয়েছি যা,
পাইনি কখনো তা।
আমি রিক্ত হস্তে
তোমার তরে,
প্রেমের ঘোরে
মাতাল বিষন্নতায়
ভোগেছি শূন্যতায়।
#রিক্ততা ♥
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.