নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার প্রহর তুমি,
তুমিই আমার সব।
তোমায় নিয়ে মনের গহীনে,
হচ্ছে আজ কলরব।
জানিনা, কোন অজানা মায়ায়
জড়াচ্ছি আমি।
প্রতিনিয়ত তোমারে খুঁজি,
ভালোবাসা মানেই তুমি।
#তোমায়_নিয়ে ♥
~ নাঈমা সুলতানা
০৭-০১-২০২০
©somewhere in net ltd.