নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশান্তিঘেরা এ জীবনে একটুকু শান্তি দিতে,
তুমি এসো প্রিয়…
আমার জীবনে,
আমায় ভালোবেসে !
আমার ঘুম না ভাঙ্গা সকালে,
তুলবে ডেকে তুমি আমাকে।
আমি ঘুম থেকে উঠেও ঘুমাবো,
তোমার কোলে মাথা রেখে।
আমার চলার পথে ক্লান্তিতে,
আমি মাথা রাখব তোমার কাঁধেতে।
আমার শত বিরক্তিতে,
তোমার মুখের এক চিলতে হাসি আমায় মিশিয়ে দেবে প্রশস্তিতে.
আমার রাগ-অনুরাগ দুষ্টুমিতে,
জড়িয়ে রব তোমায় অজস্র ভালোবাসাতে...।
#তোমায়_নিয়ে ♥
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.