নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নডানায় দেব পাড়ি,
তোমায় নিয়ে, হব দেশান্তরি।
বছর ঘুরে, ফিরব বাড়ী।
করবে না কিন্তু প্লিজ বাড়াবাড়ি ।
রাগ-অভিমান ভুলে গিয়ে ,
ভালোবাসার ছড়াছড়ি,
তুমিই হবে আমার ইচ্ছে-ঘুড়ি ♥।
#তোমায়_নিয়ে ♥
~ নাঈমা সুলতানা
০৩-০১-২০২০
©somewhere in net ltd.