নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে খুঁজেনি তোমায়,
যে বুঝেনি আমায়..
তাহারেই ভালোবাসো কেন তবে
এতো অবহেলায়!
তাহারই আশায়,
কুঁড়েঘর ভাসায়..
মনের অগোচরে
প্রেমের ও মায়ায়!
নিষ্ঠুর সে,
অবেলায় এসে
মনের আকুতি
জমানো সব অনুভূতি
চূর্ণবিচূর্ণ করে, যায় পালিয়ে!
একলা করে,অগোচরে
শূন্যতায় পূর্ণ করে
#শূণ্যতা ♥
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.