নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেথায় মিথ্যেরা সব চুপ করে যাবে,
অজুহাতরা দৌড়ে পালাবে।
সেথায় তোমায় নিয়ে বাঁধব,
ছোট্ট একটা কুঁড়েঘর।
খড়-কুঠর এই ঘরে,
সম্পদ বলতে শুধু থাকবে
অজস্র ভালোবাসা-সম্মান
আর সেখানে,
তুমি আমি হব না কেউ কারো পর।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.