![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুরাশি হাজার বর্গমাইল বেষ্টিত পৃথিবীর ভূ-স্বর্গ জুম্মু এবং কাশ্মীর। এই কাশ্মীরের একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা! এই গ্রামের চারটি বাচ্চা! যাদের বয়স মাত্র ৫ বছর! এই বয়সটা খেলাধুলা করার উৎকৃষ্ট সময়। এই বয়সের বাচ্চারা বিভিন্ন কল্পিত বিষয় নিয়ে খেলতে ভালোবাসে! যেমন তারা নিজেদেরকে সুপারম্যান অথবা স্পাইডার ম্যান মনে করে বিভিন্ন ধরনের খেলা করে! কিন্তু কাশ্মীর বলেই হয়তো এই বাচ্চারাও একটু ব্যতিক্রম! তারা কাঠের তৈরী ক্লাশনিকভ নিয়ে খেলছে! তারা দু’জন করে দু’পক্ষ হয়ে যায়! একদল হয় কাশ্মীরের মুজাহিদ বাহিনী এবং অপরদল হয় হিন্দুস্থানী সেনাবাহিনী। দু’দলেই একে অপরকে গুলি করতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে হিন্দুস্থানী সেনাবাহিনী পরাজয় বরন করে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ৫ বছর বয়সের এই বাচ্চারা সামান্য খেলার মাঝেও নিজেদেরকে হিন্দুস্থানী ভাবতে চায় না। তাই কারা হিন্দুস্থানী হবে তা নিয়ে টস করতে হয়। টসে যারা হেরে যাবে তারাই হবে হিন্দুস্থানী সেনাবাহিনী। আর প্রতিবার জয়লাভের পর সেই বাচ্চারা গলা ছেড়ে চেঁচিয়ে বলবে, “হাম কিয়া চাহতে? আযাদী! আযাদী কা মতলব কিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ”। ( আমরা কি চাই? মুক্তি। মুক্তির উৎস কী? লা ইলাহা ইল্লাল্লাহ ) কাশ্মীরের একটি শিশুও স্বাধীনতার স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটাও বেশ পুরনো।
জুম্মু,কাশ্মীর ও উত্তর এলাকাসমূহ নিয়ে এই উপত্ত্যকা ভূ-রাজনৈতিক দৃষ্টিকোন থেকে অনেক গুরুত্বপূর্ণ! এই উপত্যকার ৮৫ ভাগ মানুষই মুসলিম। সেনুপাতে সংখ্যালঘু হিসেবে এখানে হিন্দুরা প্রথম সংখ্যালঘু এবং শিখরা দ্বিতীয় সংখ্যালঘু হিসেবে বসবাস করে। ১৮৪৬ সালে বৃটিশরা পাঞ্জাবের অমৃতসরে বসে জুম্মু ও কাশ্মীরের মুসলিম আবাসভূমি শ্রীনগরকে মাত্র ৭৫ লাখ টাকার বিনিময়ে জনৈক পাঞ্জাবী গোলাব সিং ডোগরার হাতে বিক্রি করে দেয়। কিন্তু শ্রীনগরের মানুষ দেশ বিক্রির এই খেলাকে মেনে নিতে পারেনি। ফলে তারা ডোগরার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে। কিন্তু ডোগরা রাজশক্তি এবং বৃটিশ সৈন্যদ্বারা এই বিদ্রোহ দমন করে এবং ডোগরার রাজ্য শাসন প্রতিষ্ঠা করে। তারপর থেকেই কাশ্মীরের এই মানুষরা স্বপ্ন দেখে আসছে, একদিন বৃটিশ শাসনের অবসান হবে সেই সাথে ডোগরার রাজ্য শাসনেরও পরিসমাপ্তি ঘটবে। স্বাধীন কাশ্মীরে তারা আবার স্বাধীনভাবে নিঃশ্বাস গ্রহণ করতে পারবে।
১৯৪৭ সালে মুসলমানদের আন্তনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার দাবি বাস্তাবায়নের শর্তেই দেশ ভাগ হয়েছিল। কথা ছিল মুসলিম জনসংখ্যা অধ্যুসিত অঞ্চলগুলো নিয়ে গঠিত হবে মুসলিমদের স্বতন্ত্র আবাসভূমি Seperete Muslim Homeland Pakistan. এখানে উল্লেখ্য, ভারত বিভাগের পূর্বে বৃটিশ শাসনের অধীনে ৫৬২টি দেশীয় করদরাজ্য ছিল। যারা বৃটিশ সরকারকে কিছু বা রাজস্ব প্রদানের বিনিময়ে মোটামুটি স্বাধীন ভাবেই রাজ্য শাসন করতো। দেশ বিভাগের সময় ১৯৪৭ সালে ভারতের আইনে বলা হয়, ১৯৪৭ সালের ১৪ আগষ্টের পর দেশীয় রাজ্যগুলোর উপর থেকে বৃটিশ নিয়ন্ত্রন অবসান হলে রাজ্যগুলো স্বীয় ইচ্ছামত ভারত অথবা পাকিস্তানে কিংবা স্বাধীন থাকতে পারবে। অথচ তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ এবং স্বয়ং ভাইসরয় মাউন্ট ব্যাটেনের গোপন ষড়যন্ত্রের কারণে স্বাধীনতা আইনের এই নীতিটিকে কার্যকর করা সম্ভব হয় নি। দেশ বিভাগের নীতিটি সততার সাথে অনুসৃত হলে জুম্মু ও কাশ্মীর পাকিস্তানের অংশ হওয়া উচিত ছিল। সে ক্ষেত্রে কাশ্মীর সমস্যা বলে কোন সমস্যাই তৈরী হতো না।
কিন্তু ভিন্নদিকে ভারতের সাম্রাজ্যবাদী মনোভাবের সামান্য একটি উদাহারণ দিচ্ছি। হিন্দু সংখ্যাগরিষ্ট জুনাগড় রাজ্যের শাসক ছিলেন মুসলমান। তিনি পাকিস্তানে যোগদানের কথা ঘোষনা করলে ভারতীয় নেতৃবৃন্দ, হিন্দু সংখ্যা গরিষ্ঠ অঞ্চল পাকিস্তানে যোগদানের ঘোষনা দেশ বিভাগ নীতির পরিপন্থি বলে চেঁচামেচি শুরু করে। এরপর সেখানে তারা সেনাশক্তি নিয়োগ করে জুনাগড় দখল করে নেয়। অপরদিকে দু’মাস পরই পঁচাশি ভাগ মুসলিম অধ্যুষিত জুম্মু এবং কাশ্মিরের হিন্দু রাজা হরি সিং ভারতে যোগদানের কথা ঘোষনা করল। কিন্তু তখন সেটাকে দেশ বিভাগ নীতির বরখেলাপ বলা হলো না। ভারতীয় নেতারা হরি সিং ভারতভুক্তিকে সমর্থন জানালেন। এমনকি রাজা সিং এর বেআইনী ঘোষণায় জনগন যখন প্রতিবাদ মুখর হয়ে উঠল,তখন ভারত তলে তলে রাজার পক্ষ নিয়ে প্রজা পীড়নে উৎসাহ দিতে লাগল। রাজা সিং এর ভারতভুক্তির প্রতিবাদে আরোপিত আন্দোলন ধীরে ধীরে গণআন্দোলনে পরিণত হল। গিলগিট এজেন্সির জনগন পাকিস্তানের সাথে তাদের একাত্ততা ঘোষনা করে। একই সাথে পুঞ্জ এবং মীরপুর জেলার জনগনের সাথে দ্বীতিয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ৬০ হাজার সৈনিক একত্রিত হয়ে হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে। রাজা হরি সিংও তার বাহিনী দিয়ে আন্দোলন কারীদের উপর দমন নীপিড়ন চালাতে থাকে। ১৯৪৭ সালের আগষ্ট মাসে ভারতীয় নেতৃবৃন্দের উস্কানিতে এবং হরি সিং ডোগরার প্রত্যক্ষ মদদে কাশ্মীরি পুলিশ এবং শিখরা মিলে প্রায় দুই লাখ কাশ্মীরি মুসলিমতে গুম অথবা হত্যা করে।
হরি সিং এর নিষ্ঠুরতা ওখানেই থেমে থাকেনি। ঐ বছর হরি সিং ঘোষনা দেন, যারা পাকিস্তানে চলে যেতে চায় তাদের জন্য ৬ নভেম্বর বাস প্রস্তূত থাকবে। ৬ নভেম্বর পঁচিশটি বাস ভর্তি কাশ্মীরি মুসলিম নর-নারী,আবাল বৃদ্ধ বনিতা এবং শিশুকে নিয়ে পাকিস্তান অভিমুখে যাত্রা করে। কিন্তু বাসগুলো সামবা নামক সড়কে পৌছার পর হরি সিং এর সৈন্যরা বাসগুলো থামিয়ে এলাপাতাড়ি ব্রাশফায়ার করে। পরে সেই পঁচিশটি বাসে আগুন লাগিয়ে মুসলিমদের পুড়িয়ে হত্যা করা হয়। পরের দিনও পয়ত্রিশটি বাসভর্তি মুসলিমদেরকে একই কায়দায় হত্যা করা হয়। কাশ্মীরিরা আজও সেই ৬ নবৈম্বরকে কালো দিবস হিসেবে পালন করে থাকে। এসব নির্মম ঘটনার স্বীকার হয়ে অনেক কাশ্মীরি বাধ্য হয়ে পাকিস্তানে চলে যায়। ভিন্ন দিকে কাশ্মীরি মুসলিমদের উপর জুলুম নিপিড়ন দেখে মুজাহিদ বাহিনী দলে দলে জুম্মু ও কাশ্মীরে প্রবেশ করতে শুরু করে। মুসলমান মুাহিদের ভয়ে রাজা হরি সিং ভারতের সাহায্য কামনা করে। আর ভারত যেন ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। তারা আন্তজার্তিক সকল নিয়ম কানুন উপেক্ষা করে কাশ্মীরে সেনাবাহিনী ঢুকিয়ে দেয়। সেই যে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করল, আজও তারা কাশ্মীর দখল করে রয়েছে। আজও তারা একইভাবে কাশ্মীরি মুসলিমদের উপর নির্যাতন করে চলেছে।
সাম্প্রতিক সময়ে কাশ্মীর আজাদী আন্দোলনের নেতা বুরহানকে অন্যায় ভাবে হত্যা করে ভারতীয় সেনাবাহিনী। তারপর থেকে আজাদী কাশ্মীর আন্দোলনের পালে হাওয়া বৈতে শুরু করেছে। এখন পর্যন্ত শতাধিক কাশ্মীরি নিহতের সংবাদ পাওয়া গেছে। দমন নিপিড়ন চালিয়ে একটি জাতিকে স্বাধীনতা থেকে বিমুখ করা যায় না, তার জলন্ত প্রমাণ জুম্মু ও কাশ্মীর।
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫
নাকিব১ বলেছেন: আল্লাহ কবুল করুন। আমীন।
২| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৭
প্রািন্ত বলেছেন: একতরফা, ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ প্রসূত লেখা এটি। এখানে প্রকৃত ঘটনাবলি আড়াল করা হয়েছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের আগে ভারতের শত ৯৭ জন মুসলমানের দাবী ছিল হিন্দুর সাথে একত্রে থাকলে তাদের ধর্ম বিপন্ন হবে। তাই তাদের আলাদা হোমল্যান্ড চাই। মোহাম্মদ আলী জিন্নাহ আর ইংরেজী পিরিতের অবৈধ সন্তান হিসেবে জন্ম নেয় পাকিস্তান। কিন্তু পাকিস্তানীরা স্বাধীনতার পর তাদের দেশে বসবাসরত হিন্দুদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাদেরকে ভারতে বিতারিত করেছে। কিন্তু কোন নজির নেই যে, কোন মুসলমান ভারত ছেড়ে পাকিস্তানে গেছে। যাইহোক অবশেষে ৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানের ‘বাংলাদেশ’ নামের অদ্ভুদয়ের মাধ্যমে চুড়ান্ত আত্নশুদ্ধি ঘটে। যদি মোহাম্মদ আলী জিন্না অসাম্প্রদায়িক ভারতে সেদিন যদি সাম্প্রদায়িকতার বিষবাস্প না ছড়িয়ে দিত, তাহলে আজও এখানে কোন জঙ্গীর জন্ম হতো না। এখানে হিন্দু-মুসলমানের সহবস্থানের অনেক ইতিহাস রয়েছে। মুসলমাদের জন্য হিন্দুরাও একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে খিলাফত আন্দোলন করেছিল।
এবার আপনার লেখার বিষয়ে আলোকপাত করা যাক। ১৮৪৬ সালে ৭৫ লাখ টাকায় গোলাব সিং ডোগরা ইংরেজদের কাছ থেকে জুম্মু ও কাশ্মীরের মুসলিম আবাসভূমি শ্রীনগরকে কিনে নেন। কাশ্মীরের মুসলিমদের হিন্দু বিরোধী হওয়ার কারণ কি? মুসলমান হলেই কি মুসলমান হিসাবে আলাদা দেশ চাইতে হবে? ১৯৪৭ সালে শত করা ২৬জন মুসলমান ভারতের ৩০ ভাগ জমি ভাগ করে নিয়েছে। সুতরাং ভারতে আর তাদের কোন ভূখন্ড থাকার কথা নয়। এবার যদি তারা আবার নিজেদের জন্য হোমল্যান্ড দাবী করে তাহলে তাদেরকে সীমান্ত পার করে দিতে হবে। এটাই ইতিহাসের শিক্ষা।
৩| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪১
প্রািন্ত বলেছেন: আপনি বলেছেন- “কাশ্মীরের মানুষের স্বাধীনতা কামনা যদি অপরাধ হয়, তারা যদি সন্ত্রাসী হয় এবং বুরহান যদি নরকের কীট হয় তাহলে বাঙ্গালীর অহংকার মুক্তিযোদ্ধারাও সন্ত্রাসী ছিল। রুমী, সালাম বরকত এরাও নরকের কীট! কারণ এরাও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে স্বাধীনতা চেয়েছে! বুঝা গেছে???????????” এমন ফালতু মন্তব্য করার আগে একবার ঠান্ডা মাথায় ভাবা উচিত ছিল আপনার। মুক্তিযোদ্ধা আর জঙ্গী এক জিনিস নয়। জঙ্গীরা ধর্মকে ব্যবহার করে আল্লাহু আবার বলে আনন্দ চিত্তে মানুষ খুন করে। আর মুক্তিযোদ্ধারা একটা জাতির আশা আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে নিজের জীবন বিপন্ন করে শক্র সেনার সাথে সন্মুখ সমরে অংশ গ্রহণ করে। জঙ্গী বুরহান গংরা পিছন থেকে মানুষ হত্যা করতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা হলে আমাদের মুক্তিযোদ্ধাদের মত সামনাসামনি ভারতীয় সেনাদের মোকাবেলা করতো।
১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৯
নাকিব১ বলেছেন: কা্শ্মীরের স্বাধীনতা কামীরা যে জঙ্গি নয় তা আমিও যেমন জানি আপনিও তেমনটাই জানেন! কিন্তু সমস্যা হচ্ছে গোড়াতেই! কাশ্মীরের মানুষ মুসলিম! তাই সবকিছুকেই আপনারা প্রশ্নবিদ্ধ করার জন্য ওতপেতে থাকেন!
৪| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৯
প্রািন্ত বলেছেন: আর সেখাই অশান্তি।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দমন নিপিড়ন চালিয়ে একটি জাতিকে স্বাধীনতা থেকে বিমুখ করা যায় না, তার জলন্ত প্রমাণ জুম্মু ও কাশ্মীর।
কাশ্মীর তাদের স্বপ্ন পূরণে সফল হোক।