![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হীরক রাজা ছিলেন প্রজানিপীড়ক এক শাসক। তার অত্যাচারে প্রজারা অতিষ্ঠ, জর্জরিত ছিলেন। হীরক রাজার দেশে হীরকের খনি থাকলেও প্রজারা না খেয়ে মারা যেত। তিনি সব সম্পদ রাজকোষে জমা রাখতেন। যত আকাল-অভাবই হোক না কেন, খাজনা বকেয়া রাখতে পারতেন না প্রজারা।
যারা এসবের প্রতিবাদ করত, মগজ ধোলাইয়ের জন্য হীরক রাজা তাদের ‘যন্তরমন্তর’ ঘরে পাঠিয়ে দিতেন। বিজ্ঞানী সন্তোষ দত্ত (গবেষক গবুচন্দ্র জ্ঞানোতীর্থ জ্ঞানরত্ন জ্ঞানবুদ্ধি জ্ঞানোচুড়োমণি) উদ্ভাবিত সূত্র অনুসারে তাদের মগজ ধোলাই করা হতো।
হীরক রাজার মন্ত্রীরা ছিল ক্রীড়নক। হীরক রাজার একমাত্র শত্রু ছিলেন উদয়ন পণ্ডিত। তিনি একজন স্কুলশিক্ষক। তিনি মূল্যবোধে বিশ্বাস করতেন। রাজা জোর করে তার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। উদয়ন পাহাড়ে গিয়ে আশ্রয় নেন।
হীরক রাজার হীরকজয়ন্তী উপলক্ষে সঙ্গীত পরিবেশন করার আমন্ত্রণ পান গুপী গাইন ও বাঘা বাইন। রাজার ছেলে শুত্তি ও হাল্লার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন গুপী ও বাঘা। তারা এ অবস্থার পরিবর্তন চাচ্ছিলেন। হীরক রাজার দরবারে আমন্ত্রণকে তারা কাজে লাগাতে চাইলেন। কিন্তু রাজার অত্যাচারী চরিত্র সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না।
এরই মধ্যে উদয়নের সঙ্গে পরিচয় হয় গুপী ও বাঘার। উদয়ন হীরক রাজার নির্মম চরিত্র সম্পর্কে জানতেন। তারা দু’জন উদয়নকে বোঝাতে সক্ষম হলেন যে, তারা তাদের জাদুকরী সঙ্গীতের মূর্ছনাকে রাজার অত্যাচারের বিরুদ্ধে ব্যবহার করলে বিপত্তারণ ঘটতে পারে।
তাদেরকে রাজদরবারে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। গুপী-বাঘা তাদের সুরের জাদুতে রাজাকে বোকা বানিয়ে তার ধনাগার লুণ্ঠন করেন। তাদের সুরের জাদুতে আচ্ছন্ন হয়ে পড়ে রাজার সম্পদের পাহারায় নিয়োজিত বাঘও। এসব সম্পদ রাজার রক্ষীদের দিয়ে দেয়া হয়।
অবশেষে উদয়ন ও তার শিষ্যদের গ্রেফতার করা হয়। তাদের মগজ ধোলাইয়ের জন্য যন্তরমন্তরে পাঠানো হয়। খবর পেয়ে সঙ্গীতের জাদুকে কাজে লাগিয়ে গুপী ও বাঘা যন্তরমন্তরে উপস্থিত হন। তারা গবেষককে ঘুষ দিয়ে তাদের পক্ষে নিয়ে নেন। গুপীর কণ্ঠে মুগ্ধ হন হীরক রাজা। শেষ পর্যন্ত রাজাকেই পাঠানো হয় মগজ ধোলাইয়ে।
সেই হীরক রাজাকে মগজ ধোলাইয়ের জন্য পাঠানো গেলেও গণতন্ত্রের মানসকন্যাকে কি গণতন্ত্রে ফেরানো যাবে? যিনি বলেন, আমি জেলে বসে দেশের উন্নয়নের কথা চিন্তা করি! আবার তিনিই কিনা জনগনের ভোটাধিকার খর্ব করেন। যিনি বলেন, আমর গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা প্রদান করেছি, আবার তিনিই টিভি চ্যানেল পত্রিকা বন্ধ করে দেন। গতকাল তারই নির্দশনায় ৩৫ টি অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়া হল। তার মধ্যে অন্যতম আমারদেশ অনলাইন এবং শীর্ষ নিউজ।
সম্প্রতি তথ্যঅধিদপ্তর একটি অনলাইন নীতিমালা করার ঘোষনা প্রদান করেন। সেখানে অনলাইন পত্রিকাগুলোর নিবন্ধনের কথাও বলা হয়েছিল। কিন্তু সেই আদেশ ঘোষনার আগেই এই ৩৫ টি অনলাইন পত্রিকাকে বন্ধ করে দেয়া হল। এ যেন নব্য বাকশাল!
আমার দেশ পত্রিকার ছাপা সেন্টার অনেক আগেই সীলগালা করে দিয়েছে পুলিশ! বছর দুইয়েক আগে হঠাৎ এক ভুতুড়ে আগুনে আমাদের দেশ পত্রিকার কারওয়ান বাজারের অফিসটিও পুড়ে গেল। আর আজকে আমাদের দেশ পত্রিকার অনলাইন ভার্সন বন্ধ করে দিল। হীরক রানীর এই দেশে কোন বিরোধী পক্ষ থাকবে না, নতুন করে এই শপথ গ্রহণ করেছেন। দেশ যখন জঙ্গিবাদের ভয়াল থাবায় পড়ে আছে তখন সরকার ব্যস্ত পত্রিকা বন্ধ করা নিয়ে। দেশের তরুন প্রজন্ম যখন সন্ত্রাসের দিকে পা বাড়াচ্ছে! তখন আমাদের হীরক রানী বিরোধী মতের পত্রিকা বন্ধে ব্যস্ত। দেশের উত্তরাঞ্চলের বন্যা কবলিত মানুষ যখন ত্রানের জন্য হাহাকার করছে তখন হীরক রানী নিজের পা চাটা পত্রিকা গুলো বাঁচিয়ে রাখতে ব্যস্ত। এটাই তো হীরক রানীর দেশ। এটাই বাকশালীর মেয়ের দেশ। এটাই গণতন্ত্রের মানসকন্যার দেশ। গনতন্ত্রের মানসকন্যার দেশে বন্ধ হওয়া ৩৫ টি অনলাইন পত্রিকাগুলো হল,
1. http://www.rtnews24.com
2. http://www.haquekotha.com
3. http://www.amrabnp.com
4. http://www.real-timenews.com
5. http://www.bnation24.com
6. http://www.nationnewsbd.com
7. http://www.bhoreralap.com
8. http://www.banglapost24.com
9. http://www.dailytimes24.com
10. http://www.mynewsbd.com
11. http://www.livekhobor.com
12. http://www.rikhan.com
13. http://www.sheershanewsbd.com
14. http://www.natunerdak.com
15. http://www.sylhetvoice24.com
16. http://www.somoybangla.com
17. http://www.prothom-news.com
18. http://www.banglalatestnews.com
19. http://www.bdmonitor.net
20. http://www.bdupdatenews24.net
21. http://www.newsdaily24bd.com
22. http://www.amardeshonline.com
23. http://www.doinikamardesh.com
24. http://www.onnojogot24.com
25. http://www.amarbangladesh-online.com
26. http://www.desh-bd.net
27. http://www.crimebdnews24.com
28. http://www.natunsokal.com
29. http://www.sheershakhobor.com
30. http://www.onb24.com
31. http://www.dinkalonline.net
32. http://www.sarabangla.com
33. http://www.parstoday.com
34. http://www.weeklysonarbangla.net
35. http://www.banglanewsblog.wordpress.com
হীরক রানীর নব্য আবিস্খৃত এই পন্থাকে আমরা ডিজিটাল বাকশাল বলতে পারি।
২| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
নতুন বলেছেন: ৭টা লিংক ক্লিক করলাম...৬টা কাজ করছে..১টা বন্ধ তাহলে সব বন্ধ করলো কেমনে?
সরকারের এই জিনিটা খুবই খারাপ... এটা ভাল কিছু আনবে না।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২১
কবি এবং হিমু বলেছেন: হীরক রাজার পরিনতিটা যেন কি ছিল??