|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গেল ঈদের তৃতীয় দিনের ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় আম্মু গেলেন চা বানাতে। চা বানানো শেষ হতে না হতেই কোথা থেকে একটা নাদুসনুদুস গোবেচারা টাইপের ব্যাঙ হেলেদুলে আম্মুর দিকে এগিয়ে এল। প্রথম আম্মু খেয়াল করেননি। যখন ব্যাঙটা আরও কাছাকাছি এসে নিচু কণ্ঠে ঘ্যাঙর ঘ্যাঙ করে ডেকে উঠল আম্মু ভয় পেয়ে ছিটকে সরে গেলেন। ব্যাঙটা সেদিকে ভ্রুক্ষেপ না করে ডাকতে ডাকতে আরও একটু এগিয়ে এল।
আমি মজা করে বললাম, ‘ওর মনে হয় খিদে পেয়েছে, কিছু খেতে চায়।’ রান্নাঘরে এই ব্যাঙ কোথা থেকে এল আম্মু তখনো সেই রহস্য উন্মোচনে ব্যস্ত। আমি দুষ্টুমি করে চামচে একটু চা নিয়ে ওর সামনে মেঝেতে ঢেলে দিলাম। আর আমাকে অবাক করে দিয়ে ব্যাঙটা চুকচুক করে চা খেতে শুরু করে দিল। পরপর তিন চামচ চা খেয়ে অতঃপর সে মহানন্দে ভুঁড়ি দুলিয়ে চলে গেল। ঘটনা এখানেও শেষ হতে পারত, কিন্তু হলো না। এর পরদিনও চা বানানোর সময় সে এল এবং চা খেয়ে চলে গেল। কোথায় যে সে লুকিয়ে থাকে আর ঠিক চা বানানোর সময় এসে হাজির হয়, সে এক বিরাট রহস্য। হয়তো সে নিয়মিতই চা খেতে আসত যদি না আমরা দুদিনের জন্য নানুবাড়ি বেড়াতে যেতাম। দুদিন আমাদের না পেয়ে হয়তো সে মন খারাপ করে অন্য কারও বাসায় চলে গেছে। যারা সন্ধ্যাবেলা নিয়মিত চা বানায়।
 ১২ টি
    	১২ টি    	 +৩/-০
    	+৩/-০  ৩০ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৩৪
৩০ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৩৪
আফরোজ ন্যান্সি বলেছেন: হাহা। এটি কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে
২|  ৩০ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৩৫
৩০ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:৩৫
সিফটিপিন বলেছেন: দুদিনের চা বানিয়ে রেখে জেতে পারতেন   
   
   
 
লিখে যান, শুভ ব্লগিং।
  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৯:৫৩
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৯:৫৩
আফরোজ ন্যান্সি বলেছেন: আহারে এই বুদ্ধিটা কেন যে মাথায় এলো না :'(
৩|  ৩০ শে জুলাই, ২০১৭  বিকাল ৫:১৪
৩০ শে জুলাই, ২০১৭  বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
শুভব্লগিং।
  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৯:৫৪
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ৯:৫৪
আফরোজ ন্যান্সি বলেছেন: ধন্যবাদ
৪|  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩৯
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি নাকি কাল্পনিক লেখা?
তবে মজা পেলাম ব্যাঙ মামা চা খাই।
ভাল থাকুন।
  ৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৫৩
৩১ শে জুলাই, ২০১৭  সকাল ১০:৫৩
আফরোজ ন্যান্সি বলেছেন: ব্যাপারটা আশ্চর্যের হলেও সত্যি
৫|  ০১ লা আগস্ট, ২০১৭  বিকাল ৪:০৫
০১ লা আগস্ট, ২০১৭  বিকাল ৪:০৫
উদাস মাঝি বলেছেন: এর পরেরবার ব্যাঙ আসলে কফি দিয়ে আপ্যায়ন করেন, সঙ্গে হালকা নাস্তা চানাচুর-বিস্কুটও দিতে পারেন  
  ০১ লা আগস্ট, ২০১৭  বিকাল ৪:২১
০১ লা আগস্ট, ২০১৭  বিকাল ৪:২১
আফরোজ ন্যান্সি বলেছেন: বেচারা ভ্যাবাচ্যাকা খেয়ে পালাতে পারে
৬|  ০২ রা আগস্ট, ২০১৭  রাত ২:১১
০২ রা আগস্ট, ২০১৭  রাত ২:১১
ওসেল মাহমুদ বলেছেন: মজা পেলাম !
  ০২ রা আগস্ট, ২০১৭  সকাল ১০:২৪
০২ রা আগস্ট, ২০১৭  সকাল ১০:২৪
আফরোজ ন্যান্সি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৭  দুপুর ২:১৩
৩০ শে জুলাই, ২০১৭  দুপুর ২:১৩
আমি চির-দুরন্ত বলেছেন: ব্যাঙের ভবিষ্যত