|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি বড়জোর সিদ্ধার্থের প্রেমে পড়তে পারি
গর্ভে নিতে পারি এক কিংবা একের অধিক
বিশুদ্ধ ভ্রুণ; কিন্তু নিশি পাওয়া পুরুষটিকে
( হ্যাঁ মহাপুরুষ সিদ্ধার্থকে আমি এক নিশিপাওয়া
উন্মাদ ছাড়া আর কিছু ভাবিনা) আমি ক্ষমা
করতে স্বাচ্ছন্দ্যবোধ করি ; যে কিনা বুকের তলায়
আমাকে পিষ্ট করে, আমাকেই খুঁজতে বেরিয়ে পড়েছিলেন, আমাকেই উপেক্ষা করে! 
তবু আমি এক মহাপুরুষকে ক্ষমা করার স্পর্ধা দেখাতে পারি,
এবং
আমি সেই খাপছাড়া জ্যোৎস্না হয়ে উঠি যার মায়াবলে 
এক সাধারন পুরুষ ঘর ছেড়ে রাতারাতি উত্তীর্ণ হয়েছিলো মহাপুরুষে ; 
যদিও তিনি নিজেকে দিব্য দৃষ্টির অধিকারী মনে করেন কিন্তু
আমিই সে-ই ঈশ্বরী যাকে বুক থেকে খুলে রেখে
তথাকথিত দিব্য দৃষ্টির লোভে মহাপুরুষ সিদ্ধার্থ গুহাবাসী হয়েছিলেন।
তদুপরি আমি প্রকৃতির মতো আগলে রাখি
এক (অর্জিত) মহাপুরুষের সম্ভোগজাত ঔরস।। 
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ৩১ শে জুলাই, ২০১৭  দুপুর ২:৩৩
৩১ শে জুলাই, ২০১৭  দুপুর ২:৩৩
আফরোজ ন্যান্সি বলেছেন: কবি !!! ওরে বাপস!! এত প্রশংসা পেয়ে আমার কি বলা উচিৎ বুঝতে পারছিনা । শুভেচ্ছার জন্য ধন্যবাদ
২|  ০৪ ঠা আগস্ট, ২০১৭  সকাল ১০:৫০
০৪ ঠা আগস্ট, ২০১৭  সকাল ১০:৫০
ঋতো আহমেদ বলেছেন: চমৎকার কবিতা। ভালো হয়েছে।
  ০৪ ঠা আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩২
০৪ ঠা আগস্ট, ২০১৭  দুপুর ১২:৩২
আফরোজ ন্যান্সি বলেছেন: ধন্যবাদ
৩|  ০৬ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১৬
০৬ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:১৬
মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: ব্লগে আগে লিখিনি কখনো।
একজন বন্ধু বলেছিলো নিজের লেখা ফেবুর চাইতে ব্লগে দেয়া শ্রেয়।
ব্লগে আসার পর থেকে দেখতেছি বন্ধু খুব কমই বলেছিলো।
এখানে লেখার চাইতে পড়ার আনন্দটাই বেশি।
বিশেষকরে কবিতা।
৪|  ০৬ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৪০
০৬ ই আগস্ট, ২০১৭  দুপুর ১:৪০
আফরোজ ন্যান্সি বলেছেন: 
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৭  দুপুর ২:১৫
৩১ শে জুলাই, ২০১৭  দুপুর ২:১৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে আর একজন শুদ্ধ ব্লগার অথবা কবিকে জন্মাতে দেখে বেশ ভাল লাগল। শুভেচ্ছা অফুরন্ত।