নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষানবিশকাল চলছে......

আফরোজ ন্যান্সি

ঈশ্বরী

আফরোজ ন্যান্সি › বিস্তারিত পোস্টঃ

পজেটিভিটি

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

পথে ঘাটে ইভটিজিং এর শিকার হলে স্বাভাবিকভাবেই আমরা সেটা নিয়ে লিখি.. গালমন্দ করি.. আচ্ছা কখনো কোনো ভালো মানুষের সাথে দেখা হলে কি আমরা সেটা সবাইকে জানাই? নাকি আমাদের সাথে ভালো মানুষের দেখাই হয়না...
সেদিন পথে দু'জন চমৎকার ভালো মানুষের দেখা পেয়েছিলাম ... সেই ঘটনাটাই শেয়ার করতে চাই... শপিং শেষ করে সন্ধ্যার পরে কাওরান বাজার থেকে হাতিরঝিল আসার সিএনজি তে উঠলাম.. সাধারনভাবেই এই সিএনজি গুলোতে তিনজন যাত্রী বসাটা একটু টাফ যদি তিনজনের একজন যাত্রী আবার নারী হন। আর সহযাত্রী অন্য দু'জন পুরুষ অভদ্র টাইপ হলে তো কথাই নেই... তাই বেশীরভাগ সময় পিছনে দুই সিট নিয়েই আসি... তো আজকে সময় স্বল্পতার কারনে বাধ্য হয়েই তিনজন বসতে হলো.. এরমধ্যে আবার একজন পুরুষ যাত্রী যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন... কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেই মোটা লোকটি এবং অপর জন জড়সড়ভাবে কষ্ট করে বসলেন... বুঝাই যাচ্ছিল দু'জনেরই বেশ কষ্ট হচ্ছে এভাবে জায়গা বাঁচিয়ে বসতে.. বিশেষ করে স্বাস্থ্যবান লোকটির.. অথচ তারা উল্টো আমাকেই বললেন, " আপনি রিলাক্সে বসুন.. আমরা চেপে বসছি "... আসার সময় উনাদের ছোট্ট করে একটা থ্যাংকস বলে এসেছি.. আমি বিশ্বাস করি একদিন এদেশের বেশীরভাগ লোকের মানসিকতা এমন চমৎকার হবে...

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: সবার মন মানসিকতা এমনটাই হোক সমাজের চেহারাটাই বদলে যাবে তখন, ভাল লাগল আপনার কথাগুলো।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

আফরোজ ন্যান্সি বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নষ্ট রাজনীতি মানুষদেরকে খারাপ করে ফেলছে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

আফরোজ ন্যান্সি বলেছেন: ব্যাপারটা ঠিক রাজনীতির নয়। ব্যাপারটা মূল্যবোধের ; বিশেষত পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ । মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২

Md Faruk Ahmed বলেছেন: আমরা মনেকরি সমাজে এখনো ভাল মানুষ আছে। এবং ইনশাআল্লাহ থাকবে। আর এও বুঝতে পারলাম আপনিএকজন ভাল মানুষ বলেই আমাদের সাথে এই সুন্দর কথাগুলো শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৭

আফরোজ ন্যান্সি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.