নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লিখতে চেষ্টা করি ।

ন্যািন্স েদওয়ান

আমি ন্যান্সি দেওয়ান একজন লেখিকা

ন্যািন্স েদওয়ান › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ভালোবাসা

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমি
আমার সামনে দিয়ে দুইজন
ভালোবাসার কপোত কপোতী হেঁটে চলে গেলো
পাঁচ মিনিট ধরে তাদের দিকে তাকিয়ে থাকলাম
আর মনে মনে ভাবলাম
তাদের মতো সুখী এই পৃথিবীতে
বোধ হয় আর কেউ নেই
আমি নিজেকে তাদের জায়গাতে কল্পনা করে ফেলাম
কল্পনা শুধু কল্পনা রয়ে গেলো
আসলে কি মূল কথাটা বলা যাক
সবার কপালে সুখ সয়না
আর ভালোবাসার মানুষও
সবার কপালে জোটেনা
যাদের কোনো ভালোবাসার মানুষ নেই
তারই শুধু কল্পনার রাজ্যে ডুবে থাকে
অন্যর ভালোবাসার কথা শুনে
বা দেখে তারা মনে মনে খুশি হয়ে,
"হায়রে ভালোবাসা"
শুধু কল্পনা করেই গেলাম
হয়তো কোনোদিন তাদের জীবনে কোনো না কোনোদিন
ভালোবাসার মানুষটি আসবে
অসমাপ্ত ভালোবাসায় টানা পরণে কেউ কেউ
সেই স্রোতে ভেসে যাইছি
ভালোবাসার সেই যুগল
তারা দুইজন দুইজনের হাত ধরে
সাগর পাড়ে দাঁড়ানো
কপোতী সেই মেয়েটি
সাগর পানি স্পর্শ করে
বলছে বাহ্ দারুন
মিস্টি লাগছিলো তাদের
মনে মনে আমি ভাবলাম
ভালোবাসার মানুষের মতো
সুখী বোধায় এই পৃথিবীতে আর কিছুই হতে পারেনা ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: গদ্য ছন্দে কবিতা। ভালো লাগলো।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

ন্যািন্স েদওয়ান বলেছেন: ঠিক ধরেছেন ধন্যবাদ....

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

সনেট কবি বলেছেন: বেশ

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

ন্যািন্স েদওয়ান বলেছেন: ধন্যবাদ....

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা কবিতা।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

ন্যািন্স েদওয়ান বলেছেন: রকম কিছু....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.