নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লিখতে চেষ্টা করি ।

ন্যািন্স েদওয়ান

আমি ন্যান্সি দেওয়ান একজন লেখিকা

ন্যািন্স েদওয়ান › বিস্তারিত পোস্টঃ

ফ্রীল্যান্সিং

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

বর্তমানে অর্থ আয়ে করবার জনপ্রিয় মাধ্যম আউটসোর্সিং বা ফ্রীল্যান্সিং ,অর্থ্যাৎ ঘরে বসে বিদেশ থেকে কম্পিউটারে মাধ্যমে অর্থ উপার্জন করা | এদেশে অনেকেই এই ফ্রীল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন,কেউ কেউ আবার চাকুরীর পাশাপাশি পার্ট-টাইম ফ্রীল্যান্সিং করে আয় করছেন কিছু বাড়তি অর্থ। যারা ফ্রীল্যান্সিং কাজের সাথে যুক্ত তার আর্থিক ভাবে বেশ লাভবান হয়েছেন |
যে সব ওয়েবসাইট থেকে আমরা কাজ পেতে পারি,সে গুলো কে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস বলে (যেমন – Upwork, Freelancer) গুলোতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কাজের উপর জব পোস্ট করে হয়ে থাকে যেমন ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন, এনিমেশন, ডাটা এন্ট্রি, কন্টেন্ট লেখা ইত্যাদি সহ আরও অনেক ধরনের কাজ। এসব জব করতে হলে প্রয়োজন দক্ষতা অর্জন করা বা কাজ শেখা।
যারা অনলাইন জবের জন্য ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস একাউন্ট করে জব খুঁজবে বা কাজের জন্য বিট করবে তাদের কম্পিউটার প্রোগ্রাম গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা এবং কিছু কোর্স আগে থেকে জানতে হবে |
ফ্রীল্যান্সিং সেক্টরে কাজের চাহিদা ও আয়ের কথা বিবেচনা করে কিছু ইনস্টিটিউট অনেক কোর্স প্রদান করেছে আপনার পছন্দ অনুযায়ী কোর্স করে নিজেকে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে জব করার উপযোগী করে তুলতে পারেন।অনেকেই ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস (যেমন – Upwork,Freelancer) গুলোতে প্রথমে নিজে কোনো কোর্স ট্রেনিং ছাড়া,একাউন্ট খুলে, এই ধরণের কাজ করা উচিত না এতে (Upwork,Freelancer)
মার্কেটপ্লেস গুলোতে সুসম্পর্কে নষ্ট হয়ে,ফলে যখন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুলোতে পারদর্শী হবেন ঠিক তখন নিজের একাউন্ট একাউন্ট খুলবে এর আগে না ।
সবসময়ে খেল রাখতে হবে কাজের নিয়ম,কি ধরণের কাজ,ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলো সম্পর্কিত তথ্য এবং তাদের নিয়ম কানুন ।
পৃথিবীতে শর্টকাটে টাকা আয় করার কোনো বৈধ পথ নেই। আপনাকে ধৈর্য নিয়ে কঠোর পরিশ্রম করে দক্ষতা অর্জন করতে হবে।এছাড়া যে সকল কাজ শিখতে অল্প পরিশ্রম বা সময় লাগে সে সব ক্ষেত্রে কাজ পাওয়ার জন্য কম্পিটিশন অনেক বেশি হয়।। ফ্রীল্যান্সিং এ আপনাকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা করে কাজ পেতে হয়। তাই যথার্থ সময় ও শ্রম দিয়ে এমন কিছু শেখার চেষ্টা করুন যেখানে আপনার প্রতিযোগীর সংখ্যা কম হবে এবং ভালো রেটে কাজ করতে পারবেন।
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস এর জবের ডিমান্ডের উপর ভিত্তি করে কিছু কোর্স সংকিপ্ত বর্ণনা দিচ্ছি Web Design & Development,Creative Graphic Design,Responsive Web Design এবং Search Engine Optimization (SEO)
Web Design এন্ড ডেভেলপমেন্ট মূলত প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজে HTML নিয়ে,এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ধারা ওয়েব পেজের কাজ গুলো হয়ে থাকে, HTML ব্যবহারে আরো ওয়েব পেজ আকর্ষণীয় করে তুলো ডিসাইন,কালার,ইমেজ,টেক্সট ।
Creative Graphies Design মানে ভিজ্যুয়াল কমিউনিকেশন ছবির মাধ্যমে মৈলিক কাজ তুলে ধরা ব্যবহারকারীর কাছে ।
Responsive Web ডিসাইন মোবাইল টেকনোলজি মোবাইল ব্রাউসার ইমেজ সংক্রান্ত গ্রাফিক্স,যার মধ্যে আকর্ষণীয় করে তুলো ।
Search Engine Optimization (SEO) যে মাধ্যমে অনেক গুলো ওয়েব সাইটকে খুঁজে সংক্ষেপ আকারে উপস্থাপন করা ।
বাংলাদেশ কিছু দিনের সফরে এসেছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় আউটসোর্সিং প্রতিষ্ঠান ওডেস্ক-upwork সহ সভাপতি ম্যাট কুপার "বাংলাদেশ আউটসোর্সিং এ দারুন এগিয়েছে ।এ খাতে বাংলাদেশ ৫০০ কোটি টাকার বাজার সম্ভবনা আছে "বাংলাদেশ আউটসোর্সিং কর্মীদের এ গুণমুখর কথাগুলো জানালেন ম্যাট কুপার ।
Ref: http://www.websitesolutions.com.bd



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কি আইটসোর্সিং করেন ? করলে কোন কাজের উপর করেন ?

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

ন্যািন্স েদওয়ান বলেছেন: I work in CPAlead,AdworkMedia,CPACgrip,G4Offers.As lead generator in Affiliate Marketing.

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আউটসোর্সিং |-)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

ফেনা বলেছেন: ভাল পোষ্ট।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

ন্যািন্স েদওয়ান বলেছেন: Thanks Dear.

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

পলাশবাবা বলেছেন: আউট সোর্সিং আর ফ্রীলেন্সিং দুটি বিষয় সম্পর্কিত হলেও এক বিষয় না।

যেমনঃ আপনি বাসায় রান্না না করে বাইরে থেকে খাবার আনবেন ঠিক করলেন । মানে আপনি আউট সোর্সিং করলেন।
আবার আপনার বাসার রান্নার বুয়া ঠিক করলেন একবাসায় রান্না না করে বিভিন্ন বাসার রান্না করা খাবার সরবারাহ করবেন । উনি ফ্রীলেন্সিং করলেন।

মানে দাঁড়াচ্ছে আউট সোর্সিং করলে আপনার টাকা খরচ হবে। আর ফ্রীলেন্সিং করলে টাকা আয় হবে।

আপনার ব্লগের প্রথম লাইনটাই ভুল। আরো কিছু হাস্যকর ভুল আছে। যেমন আপনি SEO র সংজ্ঞা দিয়ে গিয়ে বলছেন, যে যন্ত্র মাধ্যমে ... SEO যন্ত্র হল কবে...

আমার মনে হয় কিছু লেখার আগে একটু লেখাপড়া করে নিলে নিজে অপ্রস্তুত হবেন না। অন্যকেও হাসতে বাধ্য করবেন না। ভালো থাকবেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

ন্যািন্স েদওয়ান বলেছেন: জি..মামা,
লেখাতে আমার ভুল হয়েছে আমি মানছি তাই বলে মানুষকে হাসানোর কেউ লিখে? আপনিও নিশ্চুই লেখেন না আর মানুষই ভুল করে ।
আমরা বাঙালিরা পরের সমালোচনা করতে বেশি পছন্দ করি উল্টো তাদের ভুল সংসদন করবার চেয়ে তার মধ্যে আপনিও পড়েন, আমি কম্পিউটার সাইন্স উপর পড়াশোনা শেষ করেছি আর বিদেশ অনেকদিন ছিলাম,কম্পিউটার সম্পর্কিত বিষয়গুলো ভালো করে জানি ।
Upwork Freelancer আউটসোর্সিং কোম্পানি ফ্রীলেন্সিং মানে দেশের বাহিরে থেকে অর্থ আয় করা বৈদেশিক মুদ্রার মাধ্যমে...

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

মাহমুদুর রহমান বলেছেন: ফ্রিলেন্সে আজ থেকে আরও ছয় বছর আগে একটা একাউন্ট খুলেছিলাম।ওটা এখনও পড়ে আছে অকেজো।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আউটসোর্সিং সম্পর্কে প্রাথমিক একটা ধারণা
দেওযার চেষ্টা করেছেন। বিস্তারিত জানাবেন
আগামী পর্বে সেই প্রত্যাশায়।

অপটপিকঃ ন্যান্সি দেওয়ানের এই হাল কেন? ন্যািন্স েদওয়ান

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

ন্যািন্স েদওয়ান বলেছেন: আমার ফ্রেন্ড যে কম্পিউটার থেকে আপনাকে এই ব্লগটির একাউন্ট করে দিয়েছে সেখানে বাংলা শব্দগুলো কাজ করছিলো না তাই আমার নামের বানান ভুল দেখাচ্ছে আমি অনেক বার কমপ্লায়েন্ট করেছি কোনো কাজ হয়নি আমার নাম "ন্যান্সি দেওয়ান"...।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: একটা বিষাক্ত সাপের কামড় খেতে ইচ্ছা করছে খুব

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

ন্যািন্স েদওয়ান বলেছেন: World of Freelancing is a critical aspect.

৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

পলাশবাবা বলেছেন: বিনামূল্যে একটা বড় সাইজের বিদেশে উচ্চশিক্ষিত ভাগ্নী পেয়ে গেলাম। বাহ ।
শোন ভাগ্নি , তোমার বাংলায় ভয়াবহ সমস্যা আছে। তুমি তোমার অর্জিত ব্যয়বহুল কম্পিউটার সাইন্স জ্ঞান বাংলায় অনুবাদ করতে পারছ না। আমরা তোমার কাছ থেকে উপকৃত হতে চাই। তবে তোমাকে প্রথমে বাংলায় বাক্য গঠন জানতে হবে।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

ন্যািন্স েদওয়ান বলেছেন: মামা, খুশি হলাম উপকৃত হবেন দেখে,জানি আমার বাংলা লেখায় ভয়াবহ অবস্থা তারপর এতদিন পর দেশে বাংলায় লিখছি এটা আমার কাছে অনেক বড়,দোয়া করেন যাতে ভালো করে লিখতে পারি ।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

পলাশবাবা বলেছেন: ভাগনী , আমারো ভাল লেগেছে ভুলগুলো ঠিক করেছ দেখে। বিদেশে থেকে বিদেশী হয়ে গিয়েছিলে। দোয়া করি পরেরবার বিদেশি থেকে তোমাকে আর স্বদেশী হতে না হয়।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

ন্যািন্স েদওয়ান বলেছেন: ধন্যবাদ .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.