নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইতিহাসের আড়ালে

নাতাশা মজুমদার

মাথার ভিতরে স্বপ্ন নয় — প্রেম নয় — কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়?

নাতাশা মজুমদার › বিস্তারিত পোস্টঃ

তারপর

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১

' তারপর ' বলে কখনো কিছু ছিল কি?
তাহলে কি একটি দাড়ি চিহ্ন হয়ে দাঁড়ায় ' তারপর ' ?
নাকি সমাপ্তির ঘোষণা পত্র?
অভিমানের আনাগোনা ছিল সেই বারান্দায়
আশা ছিল, অপেক্ষা ছিল, সবই ঠিক ছিল ।।
তারপর !
কেটে গেল বহু বছর, হয়ত যাবে কেটে আরো কিছু সময়
একদিন রোদ ফুরিয়ে সন্ধ্যা নামবে জীবনের বারান্দায়.।।
তারপর,
একটা দাড়ি চিহ্ন টেনে দিয়ে জীবন চলে যাবে পরপারে !
তবুও থেকে যাবে দীর্ঘশ্বাস
শ্বাসে শ্বাসে প্রতিধ্বনির মত বয়ে যাবে - ' তারপর ' বলে সত্যি কিছু ছিলো নাহ !

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১

ভবোঘুরে বাউল বলেছেন: প্রথম স্বাগত মন্তব্য আমিই দিলাম। লেখাটা সত্যিই ভালো হয়েছে। চালিয়ে জান। আরও সুন্দরের অপেক্ষায়...।।।।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

মোঃ হৃদয় শেখ বলেছেন: একটা দাড়ি চিহ্ন টেনে দিয়ে জীবন চলে যাবে পরপারে !

কথাটা অনেক সুন্দর হয়েছে । আরও সুন্দর কিছুর অপেক্ষায় :)

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৭

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ সবাইকে :)

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: তারপর রয়ে যাবে এই ব্লগ খানি। আপনি হবেন অমর।।

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

নাতাশা মজুমদার বলেছেন: তারপর বোধহয় একটু বেশী হয়ে গেল ;)

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ

৮| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: তারপর,
একটা দাড়ি চিহ্ন টেনে দিয়ে জীবন চলে যাবে পরপারে !
তবুও থেকে যাবে দীর্ঘশ্বাস
শ্বাসে শ্বাসে প্রতিধ্বনির মত বয়ে যাবে - ' তারপর ' বলে সত্যি কিছু ছিলো নাহ !

--চমৎকার হয়েছে এ লাইনগুলো!
ব্লগে সুস্বাগতম! এখানে যতদিন আছেন, স্বচ্ছন্দ হোক আপনার বিচরণ, আনন্দে কাটুক আপনার সময়।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.