![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ভিতরে স্বপ্ন নয় — প্রেম নয় — কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়?
কতদিন হয়নি লেখা,
কতদিন হয়নি প্রেম কলমের সাথে কবিতার,
মাঝে কেটে গেছে একটি বর্ষা !
অথচ এই বর্ষায় কথা ছিল কবিতা যুদ্ধে যাবার
কথা ছিল শব্দলোককে এফোঁড়- ওফোড় করে কেটে ছিঁড়ে ফেলার
হল না এবারও !
হৃদয়ে শ্রাবণ নেই
খাঁ খাঁ রোদ্দুর
শ্রাবণ চুরি করে নিয়ে চলে গেছে পরের প্রেমিকটি
চোরেরই বা কি দোষ,
যদি গৃহকর্ত্রী থাকে চোরের সপ্নে বিভোর !
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
উর্বি বলেছেন: ভালো লাগল
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শ্রাবণ চুরি করে নিয়ে চলে গেছে পরের প্রেমিকটি
চোরেরই বা কি দোষ,
যদি গৃহকর্ত্রী থাকে চোরের সপ্নে বিভোর !
দারুণ তো !!!!
আপনার কবিতা গুলি ভাল হচ্ছে । শুভ কামনা জানবেন ।
৬| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ
৭| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো।
৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
বাতাস০০০১ বলেছেন: আহ প্রান ভরে গেল..
৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
নাতাশা মজুমদার বলেছেন: ধন্যবাদ সবাইকে
১০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
ভ্রমরের ডানা বলেছেন: সবুজ তীর চেপে কমেন্ট করুন। কমেণ্টকারীর বক্সে দেখুন ওটা চেপে উত্তর করতে হয় না হলে নোটিফিকেশন পাওয়া যায় না।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
ডাঃ মারজান বলেছেন: শ্রাবণ চুরি করে নিয়ে চলে গেছে পরের প্রেমিকটি
চোরেরই বা কি দোষ,
যদি গৃহকর্ত্রী থাকে চোরের সপ্নে বিভোর !
ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা