![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার আজিমপুরে জন্মেছি। বেড়েও উঠেছি এখানে। ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি সনদপ্রাপ্ত আমার পৈত্রিক নিবাসটা কিন্তু ‘ইলশে পাড়া’- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে।
।। নাসীমুল বারী।।
শিক্ষা অর্জনে সর্ববিষয়ে পারদর্শী হওয়া (৮০% বা ততোর্ধ পাওয়া) আপামর শিক্ষার্থীর পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু আবার সম্ভব- যদি সংক্ষিপ্ত শিক্ষা প্রদানে সহজ পরীক্ষা নেওয়া হয়। ছোট্ট একটি উদাহরণ- ২০০৬ সালের HSC পদার্থ বিজ্ঞানের 'ভেক্টর' অধ্যায়টি এক লেখক তার বইয়ে ১৩৪ পৃষ্ঠায় লিখেছেন। সেই লেখকই বোর্ডের অনুমোদনে লিখেছেন মাত্র ৪৯ পৃষ্ঠায়- যা ২০১৭ তে পড়ানো হচ্ছে। সংকুচিত এমনি ধরনের কয়েকটি অনুমোদিত বই ছাড়া কলেজ কর্তৃপক্ষ অন্য কোনো বই পড়াতে পারবেন না। সংক্ষিপ্ত শিখনে কি-বা আর শিখবে; শিক্ষকরাই বা কী প্রশ্ন করবেন? ফলে ছোট্ট অধ্যায়ে স্বল্প শিক্ষায় সহজ প্রশ্নে পরীক্ষা! সকল বিষয়ে ৮০% বা তার বেশি নম্বর পাওয়া কত সহজ!
৮০-র দশকে ১০০০ নম্বরের মধ্যে ৯৫১ পেয়ে পুরো দেশে সেরা হয়েও কিন্তু দুই বিষয়ে ৮০% পায় নি। তখন ৮০% বা এর বেশি পেত হাতে গোনা কজন, শতকরা হারে বড়জোড় ৪-৫। এখন ঠিক তার উল্টো। আসলে শিক্ষার মান সংকুচিত ও সহজ করে নম্বর বৃদ্ধিতে জাতি কি সত্যি উপকৃত হচ্ছে? ভেবে দেখবেন কি?
২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৬
নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্যে।
২| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: শিক্ষাস্ফীতি। খুব খারাপ এর প্রভাব।
২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩০
নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ। শিক্ষাস্ফীতির নেতিবাচক প্রভাব সামনের পারজন্মই টের পাবে।
৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০২
ইমরান আশফাক বলেছেন: শিক্ষা ব্যাবস্হার আমুল সংস্কার ব্যাতীত আমরা আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। বর্তমান শিক্ষাব্যবস্তা হচ্ছে স্মার্ট কেরানী তৈরীর ব্যবস্হা।
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ। সাম্রাজ্যবাদী বৃটিশরা কেরাণি তৈরির শিক্ষাা ব্যবস্থা রেখে গেছে,তা থেকে আমরা বের হতে পারি নি। এখন আরো বেশি বেশি কেরাণি তৈরির শিক্ষানীতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮
শামছুল ইসলাম বলেছেন: আত্মতৃপ্তিতে চোখ মুঁদে গেছে, ভাববার সময়টা কোথায়?