নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসীমুল বারী-র প্রযুক্তির উঠোনে স্বাগতম

নাসীমুল বারী

ঢাকার আজিমপুরে জন্মেছি। বেড়েও উঠেছি এখানে। ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি সনদপ্রাপ্ত আমার পৈত্রিক নিবাসটা কিন্তু ‘ইলশে পাড়া’- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে।

নাসীমুল বারী › বিস্তারিত পোস্টঃ

কিপটে গল্প : এক

১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৪

তিনটে শ্বশুড়বাড়ি
নাসীমুল বারী
°°°°°°°°°°°°

অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে যাচ্ছি গাড়িতে। ওর চোখের দিকে তাকাই। বধূটি লজ্জায় লাল হয়ে ঘোমটা টেনে দেয় আরো। আমি শান্ত কণ্ঠে ওকে বললাম- যাক এবারের ঈদে তিনটে শ্বশুরবাড়ি বেড়াব।
আচমকাই চোখ বড় করে তাকায় আমার দিকে। ছোখ ছল ছল করে বলে, তার মানে…!
তারপরই দু’হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে।

বাসর সাজানো খাটে বসা বধূটি। দোয়া দিতে আসেন শ্বশুর শাশুড়ি দু’জনেই। তাদের দেখে বধূটি সাহস নিয়ে জিজ্ঞেস করে, এবারেরটা নিয়ে আপনাদের ছেলের তিনটা শ্বশুরবাড়ি। আমার এমন ক্ষতি করলেন কেন?
দু’জনেই চমকে বলেন- কী…! তিনটা শ্ব-শু-র বাড়ি…! কে বলল?
এ কথা শুনতে শুনতে আমি রুমে ঢুকলাম। অট্টহাসি দিয়ে বলি- আমি বলেছি। এবারের ঈদে আমি তিনটে শ্বশুরবাড়ি বেড়াব, ইংশাআল্লাহ।
মা রেগে বলেন- কী বলছিস এসব?
-কেন মা, তোমার শ্বশুরবাড়ি, বাবার শ্বশুরবাড়ি আর আমার এই নতুন শ্বশুরবাড়ি- তিনটা হলো না?
বধূটি এবারও দু’হাতে মুখ ঢেকে মিটমিটিয়ে হেসে দেয়।
#

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মোটা দাগের রম্য !!

১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০০

নাসীমুল বারী বলেছেন: গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩২

ঢুকিচেপা বলেছেন: বাহ্ আনকমন রম্য।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৬

নাসীমুল বারী বলেছেন: গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ওমেরা বলেছেন: অল্প কথায় মজার গল্প ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২০

নাসীমুল বারী বলেছেন: গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে আরো এমন স্বল্প আয়োজনের গল্প পাবেন। সাথে থাকুন।

৪| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

নাসীমুল বারী বলেছেন: গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

৫| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

প্রেক্ষা বলেছেন: কি ভয়ংকর!!! তিন তিনটে শ্বশুরবাড়ি :|

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নাসীমুল বারী বলেছেন: হা হা হা আসলেই ভয়ংকর!!! গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

৬| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৮

শায়মা বলেছেন: হা হা ভাই বোন থাকলে তাদের শ্বশুরবাড়ি নিয়ে আরও কয়েকটাও বেড়িয়ে নিতে পারো ভাইয়ামনি! :)

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

নাসীমুল বারী বলেছেন: হা হা বাড়িয়ে নিতে পারতাম। ধন্যবাদ।

৭| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার একটা লেখা পড়ে গেলাম।

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫০

নাসীমুল বারী বলেছেন: গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

৮| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: হা হা হা হা------

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নাসীমুল বারী বলেছেন: গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

৯| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: রম্য সুন্দর হয়েছে।

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নাসীমুল বারী বলেছেন: গল্পটি পড়ার জন্য ধন্যবাদ

১০| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে বেশ রম্য হয়েছে। তবে ওখানে আরো দুটি শ্বশুরবাড়ি যোগ হতেই পারতো। সেক্ষেত্রে শ্বশুরবাড়ি সংখ্যা দাঁড়াত পাঁচটি।

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫২

নাসীমুল বারী বলেছেন: হা হা বাড়িয়ে নিতে পারতাম। ধন্যবাদ গল্পটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.