নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসীমুল বারী-র প্রযুক্তির উঠোনে স্বাগতম

নাসীমুল বারী

ঢাকার আজিমপুরে জন্মেছি। বেড়েও উঠেছি এখানে। ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি সনদপ্রাপ্ত আমার পৈত্রিক নিবাসটা কিন্তু ‘ইলশে পাড়া’- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে।

নাসীমুল বারী › বিস্তারিত পোস্টঃ

কিপটে গল্প : দুই

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১

সাদা মন
।। নাসীমুল বারী ।।
°°°°°°°°°°°°°

-এই কী দেখছ?
-কাশফুল?
-রাতের আলো-আঁধারিতে?
-হুম?
-মানে? রাতের আলো-আঁধারিতে কাশফুলের সৌন্দর্য দেখা যায়?
-যায়।
-কীভাবে?
-ওটা যে সাদা।
-ধ্যাৎ, তার চে’ চাঁদ দেখো। পূর্ণিমার চাঁদ। মন ভরে দেখ।
-কেন?
-এটা আরও সাদা। আরও মোলায়েম, সুন্দর।
–মোলায়েম! ধরা যায় বুঝি? তুমি ধরেছো?
-মন দিয়ে ধরতে হয়।
-মন দিয়ে! বাহ্!
-বাহ্ বললে যে? এর মানে কী?
-মানে সহজ। সাদা সাদাই থাকে। আলো আঁধারিতেও সাদা সাদাই।
-কিন্তু বাহ্ বললে কেন?
-বললাম, কারণ তুমি আর আমি একই সমান্তরালে।
-ঠিক করে বলো।
-বলছি, সাদাই সুন্দরের আত্মজ। ওই সুন্দরও চোখ নয়, মন দিয়ে দেখতে হয়। সাদা মন চোখ ছাড়াই দেখা যায়।
#
এই সিরিজের অন্য গল্প
কিপটে গল্প : এক
কিপটে গল্প : তিন

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৭

ঘরহীন বলেছেন: মন সর্বদাই ধূসর। কিংবা সাদা মনের কাউকে এখন পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৮

নাসীমুল বারী বলেছেন: সাদামন খুঁজে নিতে হয়, হা হা হা । ধন্যবাদ গল্পটি পড়ার জন্য।

২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: সাদা মন চোখ ছাড়া দেখা যায় । রাইট

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬

নাসীমুল বারী বলেছেন: সহমত প্রকাশ করায় ধন্যবাদ।

৩| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৯

শায়মা বলেছেন: মন হতে হবে রঙধনুর মত সাত রঙা। সাদা মন বড়ই পানসে!!!!!!!! আর কালো মন তো ওয়াক থু থু থু! :P

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭

নাসীমুল বারী বলেছেন: ।।
রঙধনুর সাত মিলেই কিন্তু সাদা রঙ হয়। অতএব..। ধন্যবাদ গল্পটি পড়ার জন্য।

৪| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯

নাসীমুল বারী বলেছেন: ।।
ধন্যবাদ গল্পটি পড়ার জন্য।

৫| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫১

ওমেরা বলেছেন: সবার কাছে নিজের মনটাই সাদা । আসলে সাদা মন কারোরই নাই ।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

নাসীমুল বারী বলেছেন: ।।
আপনার অভিমতও ঠিক। ধন্যবাদ গল্পটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.