নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসীমুল বারী-র প্রযুক্তির উঠোনে স্বাগতম

নাসীমুল বারী

ঢাকার আজিমপুরে জন্মেছি। বেড়েও উঠেছি এখানে। ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি সনদপ্রাপ্ত আমার পৈত্রিক নিবাসটা কিন্তু ‘ইলশে পাড়া’- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে।

নাসীমুল বারী › বিস্তারিত পোস্টঃ

কিপটে গল্প : তিন

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

বিষের শিশি
নাসীমুল বারী
°°°°°°°°°°°°°°

আমি এখন মরব।
মরতে হবেই আমাকে। লাভ কী বেঁচে থেকে ওকে যখন পেলামই না।
বিষের শিশিটা হাতের কাছে। নাড়াচাড়া করছি। এখনই খাব? না, আরেকটু দেখে নেই পৃথিবীকে। আজ তো পূর্ণিমা- শেষ জ্যোৎস্নাটাও দেখে নেই একবার!
হঠাৎ পেছন থেকে আমার হাতটি ধরে ও। তারপর ভীতকণ্ঠে বলে, আরে করছ কী? তোমার না ডায়াবেটিক। মধুর শিশিটা হাতে কেন?
-এটা বিষ না?
চমকে জিজ্ঞেস করি। তারপর শান্তকণ্ঠে বলি, এমন একটা শিশিতেই তো বিষ এনেছিলাম।
কথাটা শুনে বিষ্ময় নিয়ে ও জিজ্ঞেস করে, বিষ! বিষ দিয়ে কী করবে!
-মরব। আমি মরব।
-কেন?
-তোমাকে চাইনি; ওকে পাইনি।
-'কাপুরুষ'-এর স্ত্রীলিঙ্গ হয় না, জানো তো? তোমাদের মতো অথর্বদের জন্যই ওই শব্দটার জন্ম। বুঝলে?
#
এই সিরিজের অন্য গল্পগুলো
কিপটে গল্প : এক
কিপটে গল্প : দুই

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: নাসীমুল বারী সাহেব আপনি কি কিপটে?

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

নাসীমুল বারী বলেছেন: হা হা হা, লেখায় হয়ত•••

২| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মরারও সুযোগ নাই !!
তার পরেও কেউ কেউ দুই
বিয়ে করতে চায়!! সাহস কতো!!

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫০

নাসীমুল বারী বলেছেন: হা হা হা, কাপুরুষেরাই মরতে চায়•••

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.