নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসীমুল বারী-র প্রযুক্তির উঠোনে স্বাগতম

নাসীমুল বারী

ঢাকার আজিমপুরে জন্মেছি। বেড়েও উঠেছি এখানে। ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি সনদপ্রাপ্ত আমার পৈত্রিক নিবাসটা কিন্তু ‘ইলশে পাড়া’- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে।

নাসীমুল বারী › বিস্তারিত পোস্টঃ

কিপটে গল্প : পাঁচ

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

হার্ট এ্যাটাক
নাসীমুল বারী
°°°°°°°°°
পূর্ব সুন্দরী রুমা।
বাবার একমাত্র মেয়ে, বাড়ি কিন্তু দুটি।
পাত্রপক্ষ এসেছেন। এঙ্গেজমেন্ট। পাত্রের বাবা রুমার বাবাকে বলেন, মা-মণির ইন্টার্নিটা তো এখনো শেষ হলো না। আগেবাগে কিছু করা যায় না?
-এই... সামনের মাসেই শেষ হবে।
-ছেলেটা তো আগামী সপ্তাহে চলে যাচ্ছে লন্ডন এফসিপিএস করতে।
রুমার বাবা পাত্রের দিকে তাকিয়ে বলেন- আচ্ছা, দু’দিন কি সময় দিতে পারবে বাবা?
-পারবো, তবে দেব না।
মুখের উপর এমন কথা- দুপক্ষই একটু বিব্রত হয়ে পড়েন।
পাত্র এবার বলতে থাকে- আপনি সমাজে খুবই সম্মানিত একজন। সরকার আপনাকে যে বেতন দেয়, তাতে তো আপনার ড্রাইভারের বেতন আর তেলের খরচেই চলে যায়। তবে এ বাড়ি-গাড়ি এলো কোত্থেকে?
পাত্রের বাবা ধমক দিয়ে বলেন- কী বলছিস এসব?
-বাবা, আমার শেখা ডাক্তারিবিদ্যা মতে শরীরে অনাকাঙ্ক্ষিত মেদ জমলে হার্ট এ্যাটাক হতে পারে।
#

এই সিরিজের অন্য গল্পগুলো
কিপটে গল্প : এক
কিপটে গল্প : দুই
কিপটে গল্প : তিন
কিপটে গল্প : চার

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অল্প কথায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ।ভালো লেগেছে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪

তারেক ফাহিম বলেছেন: ডাক্তারী বিদ্যায় হবু শ্বশুরের মেদে মলম লাগিয়ে দিলো। :D

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

অনল চৌধুরী বলেছেন: এসব গল্পে আর বাংলা ছবিতেই পাওয়া যায়। বাস্তবে কোনো সন্তান বাবা-মা‘র দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না বা দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক করতেও কেউ আপত্তি করে না।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: হবু ছশ্শুরের টেহা থাকলে হবু জামাই খুশি হয়।
কিন্তু বেককল বেডায় এইডা কি করল? হেরে পতারের :-P ( বুদ্ধির )অষুধ খাওয়াইতে অইব। দিল ত বিয়াডা ভাইংগা বেককল বেডা।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

আমি সাজিদ বলেছেন: আমি হলে মেয়েকেও কয়েকটা কথা শুনিয়ে দিয়ে আসতাম।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.