![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার আজিমপুরে জন্মেছি। বেড়েও উঠেছি এখানে। ঐতিহ্যবাহী ওয়েষ্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি সনদপ্রাপ্ত আমার পৈত্রিক নিবাসটা কিন্তু ‘ইলশে পাড়া’- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে।
ভিক্ষে
নাসীমুল বারী
°°°°°°°°°°
'বাবার কপালের চামড়ায় এত ভাঁঝ? শরীর এত মুটিয়ে গেছে!'
চুপি চুপি আসা বাবাকে দেখে থমকে দাঁড়ায় রহিমা। বাবা ঘরে ঢুকে ফিসফিসিয়ে বলেন, জামাই কই?
ভেজা চোখ মুছতে মুছতে রহিমা বলে, গঞ্জে গেছে।
পাঞ্জাবির পকেটে কাঁপা হাত ঢুকিয়ে বলে, মা জামাইর টাকাটা এখনো জোগাড় করতে পারি নাই। এ ক'টা টাকা নে অষুদ কিন্না খাইছ। কাইল তোর শরীলের উপর অনেক বিপদ গেছে। কী করুম মা, চোখে তো আমি আইন্দার দেখতাছি।
আর কোনো কথা না বলে বেরিযে যায় বাবা। দরজায় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে রহিমা। ও মেয়ে হয়ে জন্ম নেওয়াতেই কি বাবা আজন্ম অপরাধী?
রাতে খেতে বসে সালাম রহিমাকে জিজ্ঞেস করে, তোমার বাবার খবর কী? কিছুই তো জানাইতেছে না।
-বাবা এহনো তোমার জন্য ভিক্ষা যোগাড় করতে পারে নাই।
#
এই সিরিজের অন্য গল্পগুলো
কিপটে গল্প : এক
কিপটে গল্প : দুই
কিপটে গল্প : তিন
কিপটে গল্প : চার
কিপটে গল্প : পাঁচ
কিপটে গল্প : ছয়
১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
নাসীমুল বারী বলেছেন: সমাজ বাস্তবতা। ধন্যবাদ পড়ার জন্য।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
ইমরান নিলয় বলেছেন: বাহ। ভালো।
১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২
নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: যৌতুক।
আহারে মায়া হয়।
১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১
নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব প্যাথেটিক। ভালো লিখেছেন।