![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাসিক নির্বাচনী ফলাফল নিয়ে নানান বিশ্লেষণ এবং এর বাস্তবতা ---------------###অনেকদিন আগে একটা লেখা লিখছিলাম "শহীদ মুহাম্মদ কামারুজ্জামান" ভাইকে নিয়ে, আর আজকের লেখা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনী ফলাফল সম্পর্কে। আমার এই লেখা কারো নিকট ভালো নাও লাগতে পারে তবে গত একটি বছর নারায়ণগঞ্জ চলাফেরা করতে গিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র হিসেব পুনরায় নির্বাচিত হওয়া এটা ডাঃ সেলিনা হায়াৎ আইভির পাওনা যা এই জনপদের মানুষ তাকে উপহার হিসেবে দিয়েছন। আর বিএনপির মত দল সব সময় ঘরে বসে নির্বাচনের হিসাব নিকাশ করেন।কোন মতে বিজয় লাভ করলে বলেন জনগণ তাদেরকে ভালোবাসেন আর পরাজিত হলে একেক সময় একেক বুলি ছাড়েন যা একেবারেই অমূলক, যেটা নাসিক নির্বাচন পরবর্তী সময়ে বলছেন। তারা এখানকার জামায়াতের উপর দোষ চাপানোর চেষ্টা করছেন।আমার প্রশ্ন হচ্ছে যদি তাদের বিজয় আর পরাজয়ের ব্যাপার জামায়াতে ইসলামী হয় তাহলে জামায়াতের সাথে এত বৈরী আচরন কেন? আর আমার মনে হয় বি এন পির রাজনীতি করার কোন প্রয়োজন নেই। শুধু জামায়াতে ইসলামীর কাছে ধর্ণা দ দরকার এবং জামায়াতকে বলা দরকার যে, ;আমরা ভোট চাইতে পারবনা, জনগনের নিকট যাইতে পারবনা, ময়দানে ভূমিকা রাখতে পারবনা, মানুষের হৃদয়ের কথা গুলো শুনবোনা, বুঝবোনা, আপনারাই সব করার ব্যবস্থা করেন,তাহলে জামায়াত সেভাবে চিন্তা করবে।আর ময়দানে মার খাবে জামায়াত মৌলিক কোন কাজে তাদেরকে রাখবেনা, ডাকবেনা ফলাফল ব্যতিক্রম হলে তখন যত দোষ নন্দঘোষ। আসল কথা হল নাসিক নির্বাচনের ফলাফল যা হওয়ার তাই হয়েছে। জামায়াত কখনো দ্বিমুখী আচরন করেনা, জামায়াত জোটের প্রার্থী হিসেবে যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন তা রেখেছেন এবং ভোটও দিয়েছেন। বাংলাদেশের বিগত দশ বছরের চেয়ে বলা যায় কোন রকম দাংগা হাংগমা ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং বিএনপি সারাদিন তাদের বিবৃতির মাধ্যমে বলেছেন। আমার জানামতে যা বিগত নির্বাচনের রেকর্ড ভঙ্গ হয়েছে।এখন নির্বাচন পরবর্তী যা বলা হচ্ছে তা হল বাংলাদেশের নির্বাচনী সাংস্কৃতি। ###আইভির বিজয়ের অনেক গুলো কারনের পিছনে কয়েকটি কারন নিন্মে উল্লেখ করছি।#### নারায়ণগঞ্জে শামীম উসমানের বিপরীতে আইভির বিকল্প নেই এটা নারায়ণগঞ্জের মানুষ মনে করেন।#### আইভি যে উন্নয়ন করেছেন যেটা কেউ সরাসরি চোখে না দেখলে বিশ্বাস নাও হতে পারে,দেখার জন্য বন্দর আর সিদ্ধিরগঞ্জ দেখে যান।#### নির্বাচনের দিন বিএনপির অনেক ভোটার বিগত নির্বচনের দৃশ্য মনে ভয় কাজ করায় কেন্দ্রে যাননি####যারা কেন্দ্রে গেছেন অনেকে আইভিকে ভোট দিয়েছেন।#### জনাব এডভোকেট সাখাওয়াত সাহেব নতুন মানুষ জনগনের মন জয় করার মত কিছুই করতে পারেনি আবার বলতেও পারেননি।#### অনেকে মনে করেছেন যদি সাখাওয়াত নির্বাচিত হয় কাজ করতে পারবেনা, কিছুদিন যাওয়ার পর বিভিন্ন সিটির মেয়রদের মত হবে ফলে ওসমানীয় খিলাফত বহাল তবিয়তে থাকবে।###কয়েকটি কথা লিখলাম শুরুতে বলছি আমার এই কথা গুলো পছন্দ নাও হতে পারে কিন্তু এটাই বাস্তবতা। তবে ভাগ্য আরো ভালো যদি আইভি নৌকা মার্কা ছাড়া অন্য যে কোন মার্কা নিয়ে আসতেন, তাহলে ভোটের ব্যবধান অনেক বেশী হত যা বিএনপির জন্য অনেক বেশি কষ্টদায়ক, বেদনাদায়ক হত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।তবে এই জয় আওয়ামীলীগের নয় এটা ব্যাক্তি আইভির জনপ্রিয়তা।(collected)
©somewhere in net ltd.