![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ছবিটা খুব বেশী ভাইরাল হতে দেখলাম।ছবিটার মূল বক্তব্য হলঃ "ইন্দোনেশিয়ার একটি স্কুলে ছাত্র ছাত্রীদের তাদের "মায়ের মর্যাদা" বুঝানোর জন্য সবাইকে তাদের নিজ নিজ মায়েদের পা ধোয়ানো হচ্ছে।" ছবিটার যে দিকটা আমাকে সবচেয়ে বেশী আবেগ তাড়িত করেছে তা হল "একটা বাচ্চা মেয়ে তার মায়ের পা ধুয়ে দিচ্ছে আর তার মা তা দেখে কাদছে।" আসলে পৃথিবীর সব মায়েরা বুঝি এমন ই।পাশ্চাত্য সভ্যতার প্রভাবে আসলে আমরা আমাদের মায়েদের প্রতি আমাদের দায়িত্ব ভুলে যাচ্ছি। জন্মের পর থেকে যে মানুষটি আপনার জন্য নিজের জীবনের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকেন তিনি হলেন আপনার, আমার "মা"।আমার, আপনার মুখের দিকে চেয়ে যিনি সব কষ্ট মুখ বুঝে সহ্য করেন।এই মাকে শুধু পা ধুলে কেন শরীরের সকল মাংশ কেটে দিলে ও তার ঋণ শোধ হবে না।তাই আমার মত যারা "মা" দের অধিকার সম্পর্কে খুব বেশী "অসচেতন" তাদের জন্য এই ছবিটা খুব "আবেগ" উদ্দীপক!!
©somewhere in net ltd.