নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শপথ নিয়েছি খোদার তরেই প্রাণ বিলিয়ে দেব,ঝড় তুফানে,প্রাণ যদি উড়ে যায় মরণে স্বাদ না পাব\"

নাসিম ফেরদৌস

নাসিম ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

সুৃমাইয়া(রা) এর উত্তরসূরীরা কি এত সহজেই দমবে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

এ দেশে প্রকাশ্য দিবালোকে ছেলে,মেয়ে জড়াজড়ি করে পড়ে থাকে।সেটা কোন সমস্যা না। কারণ সেটা আধুনিকতা!!এ দেশে ছেলে, মেয়ে পালিয়ে গেলে সেটা কোন সমস্যা নয়!কারণ এটা বয়সের দোষ!! অথচ এ দেশে কোন ঘরে মা-বোনরা মিলে কুরআন-হাদীস পড়লে!সেটা হয়ে যায় নাশকতা!!!দেশ বিরোধী কাজ!!তাহলে এদেশে ইসলামের অালোচনা করা মানে নাশকতা করা???এসব করে তৌহিদ জনতাকে আল্লার পথ থেকে ফিরানো যায় নি।দেখুন আমাদের মা-বোনদের ঈমান!!পুলিশ দেখে এরা মোটেও ভয় পান নি!ববং সবাই নামাজে দাড়িয়ে গেছেন আল্লাহর সাহায্যেরর জন্য!! জালেমরা জানেনা আমাদের মা-বোনদের রক্তে বইছে সুমাইয়া(রাঃ), ফাতেমা (রাঃ) রক্ত!!জেল,জুলুম নির্যাতন করে উম্মুল মুমিনীনদের উত্তরসূরীদের রুখে দেওয়া যায় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.