নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শপথ নিয়েছি খোদার তরেই প্রাণ বিলিয়ে দেব,ঝড় তুফানে,প্রাণ যদি উড়ে যায় মরণে স্বাদ না পাব\"

নাসিম ফেরদৌস

নাসিম ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

কেষ্টা বেটাই কেন বার বার চোর হবে??

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১

#দৃশ্যপট ১ঃ
গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর দিন টুডে ব্লগে লিখেছিলাম "নানকদের গণক হওয়ার রহস্য কি?"এর কারণ হল ঘটনার পরের দিন লিটনের লাশের সামনে দাড়িয়ে আঙ্গুল উচিয়ে, বুক ফুলিয়ে এই হত্যাকান্ডের জন্য কোন কারণ ছাড়াই আওয়ামীলীগেরর যুগ্ম সাধারণ সম্পদক জাহাঙ্গীর কবির নানক তেজ দ্বীপ্ত ভংগীমায় বল্লেন"জামায়াত-শিবির এর সাথে জড়িত।" অথচ তখন ও লিটনের লাশ দাফন হয় নি আবার থানায় ও কোন মামলা হয় নি। ঢাকা থেকে একই কোরাস গাওয়া শুরু করলেন পুলিশের আইজি নামধারী এক দলীয় ক্যাডার। তো আর কি লাগে???সারাদেশে শুরু হল চিরুণী অভিযান।ঘটনা ঘটল গাইবান্ধায়।আর রংপুরে শত শত জামায়াত আর শিবিরের নেতা কর্মীদের গ্রেফতার করা হল,মামলা দেওয়া হল,রিমান্ডে নেওয়া হল।গাইবান্ধাতে তো ত্রাসের রাজত্ব কায়েম করা হল।জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীলদের আত্ন গোপনে যেতে হল।আর যারা যেতে পারলেন তারা বেঘোরে পুলিশের হাতে ধরা পড়লেন।এদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বার বার বিবৃতি দিয়ে এ কথাই সরকারকে বুঝানোর চেষ্টা করল এই ঘটনার সাথে জামায়াত বা শিবির জড়িত নয়।কিন্তু কে শুনে কার কথা!!!চোর কি শুনে ধর্মের কাহিনী???
#দৃশ্যপট ২ঃ গতকাল এম পি মঞ্জুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই এলাকার সাবেক এমপি ডাঃ কর্ণেল অবসর প্রাপ্ত কাদের খানকে।গাইবান্ধার এস পি গণমাধ্যমকে বলেছেন লিটনকে হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থেরর যোগান দাতা হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।লিটন হত্যায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল তা ছিল সাবেক এমপি কাদের খানের লাইসেন্সকৃত অস্ত্র। গোয়েন্দারা বলছেন শুধু মাত্র এমপি হওয়ার জন্য ই এ কাজটি করেছিলেন কাদের খান।
#আমাদের প্রশ্নঃ ঘটনার মূল রহস্য উদঘাটিত।হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আটক।তবে এখন নানকের গণকীয় বাজখাই গলা বা আইজি নামের পোষ্য দালালটার ঘেউ ঘেউ শুনা যাচ্ছে না।এখন আমাদের সাধারণ জনগণের প্রশ্ন কেন তখন জামায়াত-শিবিরকে দায়ী করা হল??কেন শত শত নেতা কর্মীদের গ্রেফতার করা হল??কেন শত শত ছাত্রদের শিক্ষা জীবন শেষ করা হল???কেন শত শত জামায়াত নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হল??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.