নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শপথ নিয়েছি খোদার তরেই প্রাণ বিলিয়ে দেব,ঝড় তুফানে,প্রাণ যদি উড়ে যায় মরণে স্বাদ না পাব\"

নাসিম ফেরদৌস

নাসিম ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

ষড়যন্ত্রের ডুব পাহাড়ের মুখোমুখি সত্য পথের পথিকরা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

#কেস স্টাডী-১ঃ ইদানিং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে বাংলাদেশ প্রতিদিন,কালের কন্ঠ,যুগান্তর সহ কিছু টয়লেট পেপার টাইম পত্রিকা একেবারে নিলজ্জ, ঠাহা মিথ্যাচারে ভরপুর কিছু সংবাদ ছাপছে।যা কোন ভাবে সংবাদের যোগ্য হতে পারে না।২ দিন আগে চটি পত্রিকা নামে খ্যাত "বাংলাদেশ প্রতিদিন" সংবাদ ছেপেছে জামায়াতের নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান সাহেবকে নাকি জামায়াত থেকে বহিষ্কার করা হয়।সাথে সাথে এ ধরণের অপসাংবাদিকতা ও নিলজ্জ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।টনক নড়ে "বাংলাদেশ প্রতিদিন" গংদের।পরদিন আরেকটি মিথ্যা সংবাদ প্রচার করে এদেরই জ্ঞাতি গোষ্ঠী "বাংলা টিব্রিউন" নামের আওয়ামী অনলাইন সংবাদ মাধ্যম।তবে এতে স্বীকার করা হয় যে মাওলানা আতাউর রহমান সাহেবের বহিষ্কারের বিষয়টা ছিল জঘন্য মিথ্যাচার।

#কেস স্টাডী-২ঃ আজ আবার "বাংলাদেশ প্রতিদিন" "যুগান্ত "ইত্তেফাকে" একটা জঘন্য সিন্ডিকেটিং মিথ্যা রিপোর্ট করে।শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা শয়তান ও কল্পনা করতে পারে না।সেখানে সাংবাদিক নামের জানোয়ারা নিউজ করে"প্রেমের প্রস্তাবে প্রত্যাখাত হয়ে মাদরাসা ছাত্রীকে কোপালো শিবির ক্যাডার জহিদুল।" সাথে সাথে এই জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন। যে জাহিদুলকে সাংবাদিক নামের অমানুষরা "শিবির ক্যাডার" বলে উল্লেখ করেছে তার কোন পরিচয় তারা দিতে পারে নি।অথচ এই জাহিদুলের সাথে শিবিরের কোন সম্পর্কই নেই।সে ঐ এলাকার ২নং ওয়ার্ড ছাত্রসেনার কর্মী। এখানে ছাত্রসেনার কর্মীকে শিবির কর্মী বলে চালিয়ে দেওয়া হয়েছে।তার বাবাকে জামায়াত নেতা বলে চালিয়ে দেওয়া হলে ও সে লোক আদৌ জামায়াতের সাথে জড়িত নয়।

আসলে আজ ভয়াবহ ষড়যন্ত্রের "আইসবার্গ " এর মুখোমুখি করা হচ্ছে এদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বদানকারী দুইটি সংগঠনকে। জেল,জুলুম,নির্যাতন,পঙ্গু করে তাদের সাথে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বাতিল গোষ্ঠ আজ "জঘন্য ও নিকৃষ্ট মিথ্যাচারের" পথ বেছে নিয়েছে। যা অতীতে কখনে দেখা যায় নি। কিন্তু ওদের জানা নেই যাদেরকে নির্যাতনের স্টীম রোলার চালিয়ে ও দমানো যায় নি তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে ও বেশীদিন টিকে থাকা যাবে না।আল্লাহই যাদের সাহায্যকারী দুনিয়ার কোন শক্তি কি তাদের বিরুদ্ধে সফল হতে পারে??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.