নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শপথ নিয়েছি খোদার তরেই প্রাণ বিলিয়ে দেব,ঝড় তুফানে,প্রাণ যদি উড়ে যায় মরণে স্বাদ না পাব\"

নাসিম ফেরদৌস

নাসিম ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে কেউ স্হায়ী হবে না ... হোক না সে ফেরাউন কিবা নমরূদ ....

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

সিলেট কানাইঘাটে একটা মসজিদের নাম ফলকে ছিল"শহীদ মতিউর রহমান নিজামী" ও সাবেক এমপি জামায়াতের কেন্দ্রীয় নেতা পিন্সিপাল মাওলানা ফরীদউদ্দীন চৌধুরী" সাহেবের নাম। সরকারী পরিপত্রে নাকি উল্লেখ করা হয়েছে যেখানেই "নিজামী মুজাহিদের নাম থাকবে সেখানেই তা সরিয়ে ফেলতে হবে।"এ সংক্রান্ত "সরকারী ওহীটি"(!!??) উপজেলার মাসিক মিটিংয়ে পেয়ে ই মাঠে অতি উৎসাহে নেমে পড়েন মুক্তিযোদ্ধারা ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা।অথচ মসজিদ নির্মাণের সময় "নিজামীদের"সাথে কিন্তু এই মুক্তিযোদ্ধারাই ছিলেন।এসব করে সরকার ও তার সাঙ্গ পাঙ্গরা মনে করে এদেশের মানুষদের মন থেকে "নিজামী,মুজাহিদদের"মুছে ফেলা যাবে??? আসলে কি মুছে ফেলা যাবে??মুছে ফেলা যায়?? এমনতো হতে পারে আজ যারা অন্যের নামফলক ভাঙ্গছে কাল হয়তে অন্যরা তাদের টা ভাঙ্গবে।এমন নজীর কি নেই নেই ইতিহাসে?সাদ্দামের মত(যিনি নিজেকে বিশ্বের সবচেয়ে একজন ক্ষমতাবান শাসক মনে করতেন) স্বৈরাচারী শাসকের বিশালাকায় মূর্তিকে ও তো আমরা ভেঙ্গে ফেলতে দেখেছি।তাহলে কেন এই অহংকার?কেন এই দম্ভ??কেন এই নগ্ন হিংস উল্লাস???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.