নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

সময়ের সাথে সাথে বদলে যায় মানুষ...

০৬ ই মে, ২০১৬ রাত ১:১৫

চারকোনা স্কীনে ভেসে ওঠা নামটা দেখেও তুমি যে মানুষটার কল বার বার কেটে দিচ্ছ,একটা বার চিন্তা করে দেখতো "গত বর্ষাতেও এই মানুষটার জন্য কতোটা পাগল ছিলে তুমি"... ইনবক্সে যে মানুষটার শত শত মেসেজ তুমি SEEN করে রেখে দিচ্ছ,একটা বার ভেবে দেখতো "এই মানুষটার Hi লেখা সামান্য একটা মেসেজের জন্য কতোটা সময় জুড়ে তুমি অনলাইনে নিরবে অপেক্ষা করেছো"... সামান্য জ্বর কিংবা মাথা ব্যথায় রাত জেগে যে মানুষটার ফোনের এপাশে থেকে বলেছ "আমি ঘুমাইনি জান,তোমার পাশেই আছি"..অথচ আজ সে মরে গেলেও তোমার কিচ্ছু যায় আসেনা...কি নিষ্টুর আমরা তাইনা...!!
.
পৃথিবীতে বদলে যাওয়া খুব সহজ,মূহুর্তেই গিরগিটির মত রং বদলায় মানুষ...আজ যে মানুষটার হাতে হাত রেখে বলছো "কেউ মেনে না নিলে পালিয়ে যাবো আমরা,পরশু সে তোমার হাতটি ছেড়ে দিবেনা তার কি গ্যারান্টি আছে.? হুম একটা সময় হয়তো সবকিছু মানিয়ে নেয়া যায়,কিন্তু প্রিয় মানুষের বদলে যাওয়া মানিয়ে নেয়া যায়না..কখনই না"...
.
আমি একটা মেয়েকে চিনি যার প্রিয় মানুষটি তাকে এতটায় কেয়ার করতো যে মাঝে মাঝে তার মনে হত পৃথিবীর সব সুখ বুঝি পাওয়া হয়ে গেছে তার... আর সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক রাতে কথা বলতে বলতে মেয়েটা যখন ঘুমিয়ে যেত,ছেলেটা তখন কলটা না কেটেই কানের এক পাশে ফোন রেখে ঘুমিয়ে পড়তো...আর সকালে উঠে মেয়েটা যখন ধমকের স্বরে জিজ্ঞেস করতো..মুচকি হেসে ছেলেটা বলতোঃ"সত্যি বলতে তোমার নিঃশ্বাসের শব্দ শুনলেও মনে হয় খুব দূরে নয়,এইতো কাছেই আছো তুমি,তখন শান্তিতে ঘুম চলে আসে"... অথচ দু বছর পরে এই মানুষটাই যখন বলেঃ "Oh Shit,Disgusting" তখন আর কিচ্ছু বলার থাকেনা,কিচ্ছুনা...নিরবে শুধু চোখের জল ফেলতে হয়..হয়তো এজন্যই কাউকে বিশ্বাস করে সবটা দিয়ে দিতে হয়না,কিছুটা নিজের কাছে যত্ন করে রেখে দিতে হয়..কেননা সব পাওয়া হয়ে গেলেই মানুষগুলো বদলাতে শুরু করে,এই বদলানো কেউ আটকাতে পারেনা তুমি,আমি,সে...নাহ কেউনা...!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: আসলেও সময়ের সাথে মানুষ বদলায় ।ধন্যবাদ সুন্দর লিখনির জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.