![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদল মানুষ কখনই তোমার অভিমানের ভাষা বুঝবেনা...না খেয়ে যদি বলো-আজ সারাদিন আমি কিছু খাইনি...এরা মনে করবে নিশ্চয় মুখের রুচি কমে গেছে নয়তো গ্যাস্টিক সমস্যা...অথচ দিন শেষে এই মানুষগুলোই যখন তোমাকে বলে-"অনেক ভালোবাসি" বিশ্বাস করতে কষ্ট হয়...সত্যিই তখন বিশ্বাস করতে অনেক কষ্ট হয় ভালোবাসাকে...তুমি যদি মানুষটিকে এতটাই ভালোবাসো তাহলে কেন বুঝোনা তার অভিমানের ভাষা...বুঝতে হবে তোমাকে..অবশ্যই বুঝতে হবে তার ছোট ছোট রাগ- অভিমানগুলোকে...ক্লাস নাইনে থাকতে আমি একটা মেয়েকে আমি চিনতাম... মেয়েটার সাথে প্রতিদিন তার বয়ফ্রেন্ডের ঝগড়া হত...হঠাৎ করে একদিন রাত ৩-টায় মেয়েটি ছেলেটাকে ফোন করে বলল-
-আমি আজ আত্নহত্যা করবো..কিছুতেই এত অবহেলা আমার সহ্য হচ্ছেনা...
ছেলেটি এইটা শুনে বলল-
-"ওহ আচ্ছা তা কিভাবে মরবে শুনি?
মেয়েটি বললো-
-ইদুর মারার বিষটোপ খেয়ে...
-ওহ আচ্ছা মরো..
কথাটি বলে ছেলেটি ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে গেল...কারন ছেলেটার বিশ্বাস ছিল মেয়েটা কিছুই করবেনা...এর আগেও বেশ ক'বার এমন বলেছে কিন্তু কিছুই করেনি....অন্যদিকে মেয়েটা সেদিন সত্যিই বিষ খেয়ে ফেলল..কিন্তু যথাসময়ে হাসপাতালে নেয়ায় সে বেঁচে গেল...বেঁচে গিয়ে বুঝতে পারলো পৃথিবীটা এত সহজ নয়...আপনজন ভাবা ভুল মানুষগুলো কি পরিমান নিষ্ঠুর হতে পারে সেদিন সে টের পেয়ে গেল...হিউম্যান সাইন্স বলে প্রত্যেকটা মানুষের আত্নহত্যার পূর্বে আবেগটা বেশি কাজ করে..সে মনে করে-"আমি মরে গেলে নিশ্চয় মানুষগুলো আমার অনুপস্থিতি টের পাবে...আমার কথা মনে করে অনেক বেশি কষ্ট পাবে...কিন্তু সে ভুল ভাবে...প্রচন্ড রকমের ভুল...মরে যাওয়ার কিছুদিন পরেই সবাই তাকে ভুলে যায়...সে কখনই এটা বুঝতে পারেনা বেঁচে থাকতে যে মানুষগুলো তাকে বুঝতে পারলোনা..মরে গেলেই বা তারা তাকে কতটুকু বুঝবে...!! 'রাতের পর রাত জেগে যে মানুষটার জন্য এত অপেক্ষা; শতশত নির্ঘুম রাত সে যখন তোমার অভিমানের ভাষা বোঝেনা..তখন সত্যিকারের ভালোবাসাও ফিকে হয়ে যায়.... স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে যে মানুষটার সাথে একটুখানি কথা বলার জন্য মোবাইলে ফ্লেক্সি সে যখন তোমার মনের খবর জানেনা ...তখন নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় ব্যাক্তিটি মনে হওয়াটাই স্বাভাবিক... এতকিছুর পরেও যখন মানুষগুলো বলে-"ভালোবাসি অনেক"..তখন বুঝবে সে মিথ্যা বলে... ভালোবাসা নিয়ে প্রচন্ড রকমের মিথ্যা...যা কখনোই টের পাওনা তুমি..মনে রেখঃ ভুল মানুষের পেছনে ঘুরে সারাটা জীবন ব্যায় করার থেকে সঠিক মানুষের পেছনে এক মিনিট ব্যায় করা হাজারগুনে উওম.!!
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: খুবই মুল্যবান নীতিকথা বলেছেন , ধন্যবাদ
শুভেচ্ছা রইল