নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

একটু-অন্যরকম

২৯ শে মে, ২০১৬ রাত ১১:০৯

আজ রাতে যে মেয়েটার বিয়ে হবে নীল শাড়ি তার অনেক পছন্দ..দু'বছর আগে গভীর রাতে কোনো একজনকে ফোন করে বলেছিল "শোন-নীল শাড়িতে তোমার বউ সাজলে কেমন লাগবে আমাকে.? ব্যাস এতটুকুই.. কথাটি শোনার পর থেকে ছেলেটির মনে নীল পরীর একটা ছবি আঁকা হয়ে গেছে.. মেয়েটি সে কথা জানত না; জানার কোনো উপায় ছিল না.. চিন্তা করতে পারেন সাতশ রাত জেগে একটা মানুষের সাথে হাজার হাজার স্বপ্ন বুনে সাত মিনিটেই তা শেষ করে দেয়াটা কি পরিমান মারাত্নক হতে পারে.? চাট্টেখানি কথা না এটা.. আজ রাতে যে মেয়েটির স্বপ্ন পূরন হবে সেও কথা দিয়েছিল...স্বপ্ন পূরনের কথা...তাই তার স্বপ্ন পূরন হবে.. শুধু ছেলেটা থাকবেনা পাশে...এটুকুই অপ্রাপ্তি; আর কিছুনা... শুনেছি পৃথিবীতে নাকি একদল মানুষ থাকে ভীষন রোমান্টিক তবে বোকা; একদম বোকা..এদেরকে মানুষ স্বপ্ন দেখতে শেখায় ঠিকই..শুধু স্বপ্নটা পূরন করতে শেখায় না...ব্যাপারটা অদ্ভুত মনে হলেও সত্যি.. দিনের পর দিন একজন মানুষকে নিয়ে চান্দের দেশে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে হুট করে চলে যাওয়াকে যে কি ধরনের ভালোবাসা বলে আমার জানা নেই... আজও ডিকশনারিতে এই ভালোবাসার কোনো অর্থ খুঁজে পাইনি আমি..!!
তবে গত বছর বই মেলাতে একজন মানুষের সাথে পরিচয় হওয়া সুজোগ হয়েছিল আমার.. লোকটা বিদ্যা প্রকাশনী থেকে মোহিত কামাল স্যারের দুটা বই কিনে অটোগ্রাফ নেওয়ার জন্য বাড়িয়ে দিলেন; বই দুটো হাতে নিয়ে স্যার বললেন কি নাম দিব.? লোকটা বলল "সুবর্ণা".. স্যার একটু মুখ তুলে তাকিয়ে বললেনঃ গার্লফ্রেন্ড নিশ্চয়.? "হুম তিন বছর আগে ব্রেন টিউমারে মারা গেছে" বিদ্যুৎ গতিতে চমকে ওঠে স্যার কিছু একটা বলতে চাইছিল মনে হয়; কিন্তু না বলে নিশ্চুপ তাকিয়ে রইলেন... ভাবতে পারেন তিন বছর আগে মরে যাওয়া মানুষটার নামে এখনও বই সংগ্রহ করে সে.? কি বলবেন এই মানুষটিকে.? বলবেন কি "ভাই আপনি কি বিয়ে করেছেন? নাকি বলবেন "ভাই আপনার বাচ্চা কয়টা" নাহ এসব বলতে হবেনা...বলার কোনো দরকার নেই..তিন বছর ধরে যে প্রিয় মানুষের পছন্দের জিনিস সংগ্রহ করে আসছে তার থেকে বেশি কেউ মেয়েটিকে ভালোবাসতে পারেনি; কখনো পারবেও না... পৃথিবীতে যদি রাত জেগে জিপি টু জিপি ৪০ মিনিট কথা বললেই ভালোবাসা হয়ে যেত; তাহলে কোনো মানুষ'ই সিংগেল থাকতো না..আমি,আপনি সবাই লাইলী-মজনু, শিরী-ফরহাদ হয়ে যেতাম...তাই কারো ভালোবাসার মানুষ হতে চাইলে একটু ভিন্ন ধরনের হই আমরা..সবার মত নয়..একটু ভিন্ন ধরনের..!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ রাত ১২:০৭

গন্ডোলার মাঝি বলেছেন: ভালো লাগলো

২| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৮

নাসির নোহান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.