![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন যে এই লেখাটি পড়ছে সে কখন মরবে জানেনা; জানার কোনো সিস্টেম নেই.. অথচ সে পরশু বিকেলে ফ্যান্টাসিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে প্লান করেছে.. কি আশ্চর্য যে মানুষটার এক মিনিটও বেঁচে থাকার নিশ্চয়তা নেই, সে দুদিন পরে কি করবে ভেবে অস্থির.. হুম সে হয়তো লেখাটি পড়ার পর মরবে না কিংবা কাল-পরশু অথবা দু-মাস পরেও মরবেনা.. সে মরবে আষাঢ় মাসের ঝুম বৃষ্টিতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে, অথবা প্রিয়জনকে কল দিয়ে ফোনটা রিসিভ হওয়ার আগেই..নয়তো চোখটা একবার বন্ধ করে খুলে দেখার আগেই, মরে যাবে সে নিশ্চিত,বেঁচে থাকাটাই যেন অনিশ্চিত...!!
পৃথিবীতে সবচেয়ে মারাত্নক একটা সত্যি হল মৃত্যু; এর কাছে তুমি-আমি সবাই ধরা..তুমি এখন বেঁচে অাছ, তাই বলে আরও দশ মিনিট বেঁচে থাকবে এই গ্যারান্টি তোমাকে পৃথিবীর কেউ দিতে পারবে না; কিন্তু তুমি যে মরে যাবে এর ১০০% গ্যারান্টি আছে...!!
একটা মানুষের জীবনকে যদি ঘড়ির সাথে তুলনা করা হয় তাহলেও মনে হয় অনেক বেশি হয়ে যাবে.. ঘড়ি তো কয়েকটা ব্যাটারি পাল্টানোর পরেও ঠিক ভাবে চলে.. মানুষের হাতে সেই সময় টুকুও নেই..বেঁচে থাকার জন্য খুব অল্প সময় দেয়া হয়েছে মানুষকে..খুব অল্প.! অথচ সেই সময়টা তুমি হেলায় কাটিয়ে দিচ্ছ, আফসোস করবে; খুব আফসোস করবে একদিন এই সময়টার জন্য; কিন্তু তখন কিচ্ছু করার থাকবেনা.. কিচ্ছুনা...!!
ঘন্টার পর ঘন্টা চলে যায়,আসর গিয়ে মাগরীব আসে এশাও চলে যায় নামাজের কোনো খেয়াল নেই তোমার; টিভিতে খুব রোমান্টিক একটা সিনামা দেখতে ব্যস্ত তুমি.. আযান হচ্ছে.? ওহ আস্তে করে টিভির ভলিয়মটা কমিয়ে নিশ্চুপ তাকিয়ে থাকো চারকোনা জাদুর বাক্সের দিকে; আযান শেষ আবার ভলিয়ম বাড়িয়ে দিলে..কি লাভ হল.? কিছুই না.. বিশ্বাস করো তুমি যদি একবার আযানের এই মর্মটা বুঝতে তাহলে "আল্লাহু আকবার" ধ্বনি তোমার কানে পৌছানোর পর একটা মিনিটও তোমার ঘরে থাকতে ইচ্ছে হতনা.. এটা কল্যানের ডাক; এটা শুধু তোমাকে টিভির ভলিয়ম কমানোর জন্য ডাকা হয়নি....!!
বছরে ১২ টা মাস, এগারটা মাস'ই তো জানা-অজানা কত গুনাহের কাজ করেছি; আসুন না এবার রমজানের ওসিলায় নিজেকে বদলে ফেলি.? একেবারে না পারি,একটু একটু করে বদলায়.. যেমন ধরেন আগে আপনি দৈনিক দশটা মিথ্যা কথা বলতেন, কাল আট'টা বলার চেষ্টা করুন,পরশু সাতটা বলেন..তবুও সময় থাকতে নিজেকে বদলে ফেলুন.. মনে রাখবেন পৃথিবীতে কেউই আলাদিনের প্রদিপ নিয়ে এসে আপনার লাইফটাকে বদলাবেনা; আপনাকেই আপনার লাইফ বদলাতে হবে..হুম আপনাকেই...!!
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: লিখাটির শেষে সুন্দর পরামর্শ , মেনে চললে আসবে সকলের জীবনেই সাফল্যগাথা।
ধন্যবাদ ।