নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে কে কাহার ?

১২ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৬

শুধু ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে ছেলেটি আত্নহত্যা করেছে, এই সংখ্যা বহুত ! কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকে আমি ভালোবাসার জন্য মরে যাওয়া তো দূরে থাক, মরে যাওয়ার চেষ্টা করতেও দেখিনি ! আমি বলছিনা যে পৃথিবীতে কোনো মেয়েই এটা করেনি, অনেকেই হয়তো করেছে.. তবে সেই সংখ্যাটা অনেক কম, খুব খুব কম..কারন মেয়েরা যতটা "Emotional" ঠিক ততটাই বাস্তব বাদী..!!
"বিশ" বা তার অধিক বয়সের একটা মেয়ে যখন কারো প্রেমে পড়ে তার ভেতর একটা লক্ষ্য কাজ করে.. সফলতা অর্জনের লক্ষ্য.. ধীরে ধীরে সে ছেলেটির পরিবারের অন্য মানুষগুলো সম্পর্কে জানা শুরু করে.. তখন আবেগের চেয়ে বাস্তব ভাবনাগুলো সবচেয়ে বেশি "Efect" করে তাকে.. ধরো তুমি তাকে নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখে সকালে উঠে জানালে, তখন সে এটাকে দুই যোগ দুই সমান চার মিলিয়ে বাস্তবক্ষেত্র সাজাবে.. রোমান্টিক মূহুর্তগুলোকে বার বার বাস্তবতা দিয়ে সাজাতে চাইবে.. এই ভাবনাগুলোর অর্থ অস্বাভাবিক কিছু নয়, একদম স্বাভাবিক..!!
হিউম্যান সাইন্স বলে ১৪-১৯ বছরের মেয়েদের মাঝে তুমি যে আবেগ আর রোমান্টিকতা খুঁজে পাবে, প্রাপ্ত বয়স্ক একজন মেয়ের মাঝে কখনই তার ছিটাফোঁটাও খুঁজে পাবেনা.. কারন তারা এ কল্পনা রাজ্য থেকে আলাদা, একদম আলাদা.. মূলত এ কারনেই কোনো মেয়ে প্রেমে ব্যর্থ হওয়ার পরও আত্নঘাতী সিদ্ধান্ত নিতে ভয় পায়.. পরিবার বাবা-মা, ভাই-বোন, চারপাশের মানুষগুলোকে নিয়ে ভাবার আলাদা একটা মানসিকতা থেকে যায় এদের মাঝে.. যা খুবই ইতিবাচক...!!
আর একটা ছেলে যখন কারো প্রেমে পড়ে, তখন তার ভেতর সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে তা হল আবেগ ! আবেগ দিয়ে সে সবকিছু জয় করে নিতে চায়, এক সময় এ আবেগ একটা চাওয়া তৈরি করে..যে চাওয়াটাই হয় তার জন্য সবচেয়ে বেশি মারাত্নক.. মানুষটিকে পেতে হবে, যে কোনো মূল্যে তাকে আমার করে নিতে হবে.. যদি না পাই তাহলে আমি ব্যর্থ, আমি নিঃস্ব, বেঁচে থাকে লাভ নেই.. এই ভাবনাগুলো ভয়ানক খারাপ.. যারা এই ভাবনা নিয়ে সম্পর্ক গড়ে আবার ভেঙে দেয়, তারা জীবনে কখনো উঠে দাঁড়াতে পারেনা.. কখনোই না..!!
একটা মানুষ কখনোই তোমার বেঁচে থাকার অবলম্বন হতে পারেনা, বেঁচে থাকার অবলম্বন তো খাবার, পানি, অক্সিজেন.. একজন মানুষ পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার অর্থ তুমি নিঃস্ব নও, তোমার পরিবার আছে, বন্ধু-বান্ধব আছে.. একজনের থেকে প্রতারিত হয়ে কখনোই তুমি নিজেকে শেষ করে দিতে পারোনা.. কারন পৃথিবীর সবাই তোমাকে ঠকাতে আসেনি, কেউ কেউ তোমাকে এমন ভালোবাসা দিবে যে তুমি অতীতকেই ভুলে যাবে..!!
সত্যি বলতে পৃথিবীতে কেউ কারো জন্য নয়, তোমাকেই তোমার জন্য বাঁচতে হবে.. তুমি চলে গেলে কারো কিচ্ছু যায় আসেনা.. একদম না.. একটা নির্দিষ্ট সময় পর সবাই তোমাকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখেনা এখানে..সবাই অনেক স্বার্থপর..খুব খুব স্বার্থপর..!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: সত্যি বলতে পৃথিবীতে কেউ কারো জন্য নয়, তোমাকেই তোমার জন্য বাঁচতে হবে.. তুমি চলে গেলে কারো কিচ্ছু যায় আসেনা.. একদম না.. একটা নির্দিষ্ট সময় পর সবাই তোমাকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখেনা এখানে..সবাই অনেক স্বার্থপর..খুব খুব স্বার্থপর..!!

না, কথাটি ঠিক নয়।

২| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭

নাসির নোহান বলেছেন: কোথায় ঠিক নেই ভাইয়া.? দশ বছর আগে আপনার যে বন্ধুটি সুইসাইড করেছে আপনি তাকে মনে রেখেছেন.?? আপনি কি তার কথা ভেবে এখনো কষ্ট পেয়ে কাঁদেন..?? কাঁদেন না... তাহলে ভুল টা কোথায়??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.