নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

-ধোকা-

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮

যে মেয়েটাকে তুমি সতের বার "ভালোবাসি" বলার পরেও ফিক করে হেসে বলেঃ "ধুর ভালোবাসা বলে কিছু আছে নাকি, সব ছেলেই তো সুযোগ বু্ঝে শরীর ভোগ করার ধান্দা খোঁজে ! সেই মেয়েটাকে তুমি খারাপ ভেবনা,একদম না..বিশ্বাস করো অহংকার থেকে সে এটা বলেনা.. তোমার মতই কেউ একজন তাকে নিয়ে খেলেছে, দিনের পর দিন খুব সূক্ষ্ম ভাবে খেলেছে...!! জোৎস্না রাতে ফোনের ওপাশ থেকে মানুষটা ফিসফিস করে বলেছেঃ "দেইখো জান সারাজীবন এভাবেই তোমার পাশে থাকবো".. বার বার "Physical Relation" করার আগে বলেছেঃ " ভয় পেয়োনা জান, এইতো আর দু বছর পরই তোমাকে বিয়ে করবো".. অথচ সেই মানুষটাই একদিন হুট করে হারিয়ে গেছে ! তুচ্ছ একটা অজুহাত দেখিয়ে ছেড়ে গেছে.. সেদিনই মেয়েটা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে.. এখন যদি পোড় খাওয়া সেই মেয়েটাকে তুমি আবার নতুন করে স্বপ্ন দেখাতে চাও, তাহলে তো এমনটা শুনতেই হবে..!!
মানছি তুমি হয়তো তাকে ঠকাতে আসোনি, সত্যিকার ভালোবাসা দিতেই এসেছ.. কিন্তু সে বুঝবে কিভাবে, তুমি আগের জনের মত নও ? সে তো পোড় খাওয়া মানুষ ! খুব বিশ্বস্ত হাতটাও যে এখন তার কাছে পিচ্ছিল সাপের মত মনে হয়.. এজন্য একটু একটু করে তোমাকে তার বিশ্বাস অর্জন করে নিতে হবে.. দশ পাতা ঘুমের ট্যাবলেট খেয়ে রাতের বেলা পাগলামী করে প্রমান করতে হবেনা "কতটা ভালোবাসো".. রুমের দরজা আটকিয়ে হাত কেটে বিশ্বাস করাতে হবেনা "সে ছাড়া তুমি নিঃস্ব".. ভালোবাসা জয় করার জন্য শুধু ধৈর্য থাকতে হবে তোমার,প্রচন্ড ধৈর্য নিয়ে মানুষটিকে বুঝতে হবে..তার সুখ, দুঃখ, চাওয়া-পাওয়া গুলোর মূল্য দিতে হবে.. দেখবে ঠিক একদিন ভালোবাসার জয় তোমাদেরই হবে..!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ভালোবাসা জয় করার জন্য শুধু ধৈর্য থাকতে হবে তোমার,প্রচন্ড ধৈর্য নিয়ে মানুষটিকে বুঝতে হবে..তার সুখ, দুঃখ, চাওয়া-পাওয়া গুলোর মূল্য দিতে হবে.. দেখবে ঠিক একদিন ভালোবাসার জয় তোমাদেরই হবে
নিগুর দার্শনিক কথা , এটা অনুসরণ করলে জীবনটা হবে মধুর ।
ধন্যবাদ সুন্দর করে বলার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.