নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

মানুষ অভ্যাসের দাস

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮

একটা সম্পর্কে শুধু ভালোবাসা থাকেনা; রাগ, অভিমান, কষ্ট সব থাকে, সব ! কিন্তুু সমস্যা হলো মানুষ শুধু কষ্ট পেলেই একজন আরেকজনকে ভুলে যেতে চায়.. আচ্ছা চাইলেই কি কাউকে ভুলে যাওয়া যায়, যায়না.. আরো বেশি মনে পড়ে, মনে পড়ে যায় তার স্মৃতিগুলো.. একটা সময় যে মানুষটার ফোন কল তুমি ঘুম ভাঙ্গানোর "রিংটন" হিসেবে ব্যবহার করতে, সে যখন বেলা দশটা বেজে যাবার পরেও কোনো কল করেনা.. তখন তাকে মনে পড়বেই; স্বাভাবিক.. সামান্য রাত জাগার জন্য যে মানুষটা তোমাকে রোজ এত্তোগুলা ঝাড়ি দিয়ে গাল ফুলিয়ে থাকতো, সেখানে তুমি ভোর রাতে ঘুমিয়ে পড়লেও যখন কেউ কিছু বলে না, তখন তো শূন্যতা অনূভব করবেই.. এটাই সিস্টেম.. জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই মানুষ ভুলতে পারে না; অবচেতন মন তাকে ভুলতে দেয় না.. হঠাৎ হঠাৎ মনে করিয়ে দেয়..!!
আচ্ছা কেউ যখন কাউকে ভুলতেই না পারে তাহলে টিকে থাকে কিভাবে? প্রশ্নটা বড়ই কঠিন.. কারন মানুষ একটা আজব প্রাণী, মানুষ সব পারে, সব.. পাহাড় পরিমান বিশাল কষ্ট নিয়েও সে মুচকি হেসে বলতে পারে "নাহ ঠিক আছে, ব্যপার না".. এটা বলে সে কষ্ট'টা লুকিয়ে রাখে.. কষ্টের কথাগুলো সবাই বলতে চায়না, ভেতর থেকে এসে যেন গলায় আটকে যায় কথাগুলো..!!
পৃথিবীতে সবাই হয়তো তার প্রিয় মানুষটাকে ভুলতে পারে না ঠিকই.. কিন্তুু সে এটাকে মানিয়ে নিতে পারে, খুব সুন্দর করে মানিয়ে নিতে পারে.. হুট করে যখন পুরনো স্মৃতি মনকে আঘাত করে, তখন সে মাড়ির দাঁত শক্ত করে এটাকে সহ্য করে.. প্রথম প্রথম একটু কষ্ট হয়.. কিন্তুু রোজ সহ্য করার ফলে এক সময় সয়ে যায়.. তখন আর ভেতর থেকে সেই চাপা কান্না'টা আসেনা, একদম না.. মন অনেকটা সহজ হয়ে যায়..!!
সমাজে প্রচলিত একটা কথা আছে "মানুষ অভ্যাসের দাস".. কষ্ট হলেও আজ তুমি যে মানুষটিকে ছাড়া একা থাকা শিখতেছ, চিন্তা করোনা পরশু এটা তোমার অভ্যাসে পরিনত হবে.. আর অভ্যাস জিনিসটার একটা গুন হলো এর মাঝে কষ্ট খুব কম থাকে.. তবে থাকে; কষ্ট থেকেই যায়..কষ্ট কখনো ভোলা যায় না ... কষ্ট ঠেকানো যায় না .. শুধু সয়ে যেতে হয়.. মুচকি হাসি দিয়ে সবসময় অভ্যস্ত হয়ে যেতে হয়..!!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

নামে বইয়ের পোকা বলেছেন: খুব ভালো লেগেছে শেষের কথাগুলি।

/'সমাজে প্রচলিত একটা কথা আছে "মানুষ অভ্যাসের দাস".. কষ্ট হলেও আজ তুমি যে মানুষটিকে ছাড়া একা থাকা শিখতেছ, চিন্তা করোনা পরশু এটা তোমার অভ্যাসে পরিনত হবে.. আর অভ্যাস জিনিসটার একটা গুন হলো এর মাঝে কষ্ট খুব কম থাকে.. তবে থাকে; কষ্ট থেকেই যায়..কষ্ট কখনো ভোলা যায় না ... কষ্ট ঠেকানো যায় না .. শুধু সয়ে যেতে হয়.. মুচকি হাসি দিয়ে সবসময় অভ্যস্ত হয়ে যেতে হয়..!!"

২| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

নতুন বিশ্লেষক বলেছেন: ভালো লাগলো,

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

নাসির নোহান বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.