নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

মানুষ বদলায়

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

সস্তা ভেবে তুমি যে মানুষটাকে অবহেলা করো, সে মোটেও সস্তা নয় ! একটু একটু করে জমানো সব ভালোবাসা দিয়ে আজ সে তোমার কাছে সস্তা হয়ে গেছে.. প্রথম দেখায় তুমি বলেছঃ "জীবনে কোনো মেয়ের হাত ধরোনি".. মুচকি হেসে সে তোমার দিকে হাত'টা বাড়িয়ে দিয়েছে.. শ্রাবনের বর্ষায় তুমি যখন রিকশার হুট তুলে বলেছঃ "কখনো কাউকে লিপকিস করোনি".. সে তখন তোমাকে সেই চান্সটা দিয়ে দিছে.. পার্কের ব্রেঞে বসে চোখমুখ লাল করে যখন বলেছঃ "তোমাকে কোনোদিন কেউ বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে "ভালোবাসি" বলেনি.. হুট করে তখন মানুষটা তোমার শার্টের কলার ধরে হেচকা টান দিয়ে জড়িয়ে ধরে অসংখ্য বার "ভালোবাসি" বলেছে.. আর এসব পাওয়ার পর যদি তোমার মানুষটাকে সস্তা মনে হয়, তাহলে সে আসলেই সস্তা.. তোমার প্রতিটা অাবদার পূরণ করে যদি মানুষটা কোনো অপরাধ করে থাকে, তাহলে সে আসলেই অপরাধী.. একদিন হয়তো এই অপরাধী-সস্তা মানুষটাকে হারিয়ে তুমি আবার ফিরে পেতে চাইবে..পাগলের মত ছুটে যাবে তার কাছে, গিয়ে দেখবে তুমি যাওয়ার ঠিক দু-সপ্তাহ আগে মানুষটা অন্য কারো হয়ে গেছে.. আর সেখানে তোমার জন্য "প্রবেশ নিষেধ" নামক অদৃশ্য একটা সাইনবোর্ড ঝুলছে.. এটা দেখে তুমি সেদিন কাঁদবে.. খুব খুব কাঁদবে.. কিন্তু অাফসোস তোমার এই কান্নার আওয়াজ সেদিন তার কানে পৌঁছাবে না.. একদম না..!!
প্রচন্ড বোকা টাইপের এই মানুষগুলোর দোষ কি জানো ? "ভুল মানুষের প্রেমে পড়া".. ভুল মানুষকে ভালোবেসে এরা নিজেরাই কষ্ট তৈরি করে.. আবার সেগুলো ভেবে কষ্ট পায়, ফ্লোরে বসে কাঁদে.. এরা বোঝেনা যে ভর্তি গ্লাসে জল ঢাললে তো উপচে পড়বেই.. একটা ফাঁকা গ্লাস হাতে নিয়ে জলগুলো ঢেলে দেখো; কতটা পরিপূর্নতা খুঁজে পাও.. আজ তুমি যে বিশ্বাস নিয়ে ভর্তি গ্লাসে একটু একটু করে জল ঢেলে ভাবছো গ্লাসটা হয়তো একদিন সব শুষে নিয়ে আগের মত হয়ে যাবে.. সেই বিশ্বাস'টা তোমার ভুল; মারাত্নক ভুল.. হুট করে একদিন দেখবে গ্লাসটা ভেঙে গেছে, তোমার ঢালা জলের তোড়ে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে.. সেদিন তোমার কিচ্ছু করার থাকবেনা.. কিচ্ছুনা.. কারন পৃথিবীতে অতিরিক্ত ভালোবাসা দিয়ে কোনো কিছুই ঠিক হয়না.. হবেও না..!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

ডঃ এম এ আলী বলেছেন: পৃথিবীতে অতিরিক্ত ভালোবাসা দিয়ে কোনো কিছুই ঠিক হয়না.. হবেও না..
যতার্থ বলেছেন , এই যেমন আপনার লিখার ভালবাসার টানে প্রায় সবগুলি লিখা দেখা
হলেও আপনি যে একটিও দেখবেননা সেটা একটি ধারণা । এটা জাস্ট একটা ছোট্ট
উদাহরণ ।

ধন্যবাদ সুন্দর কথামালার জন্য ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২

নাসির নোহান বলেছেন: হি হি ধন্যবাদ ভাই,,, মূলত ব্যস্ততায় সময় পায়না অনলাইনে আসার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.