নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

কালো মেয়ে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আমি প্রায়ই কালো মেয়েদের নিয়ে কিছু লেখার চেষ্টা করি.. বলতে পারেন শুধু মেয়েরা কেন; ছেলেরা কি দোষ করেছে.. তাহলে বলবোঃ "বর্তমান যুগে ছেলেরা কালো হলেও কোনো সমস্যা নাই, কিন্তুু বউ হতে হবে দুধের মত ফর্সা".. কথাটি বিশ্বাস না হলে বিবাহিত কোনো বড় ভাই অথবা মামাকে জিজ্ঞেস করে দেখুন; পাত্রি দেখার সময় ছেলে কালো কিনা ফর্সা এই প্রসংঙ্গ কয়বার ওঠে.. আর মেয়ে কালো না ফর্সা এই প্রশংঙ্গ কয়বার ওঠে.. তাছাড়া বর্তমানে বিয়ের আগে একটা মেয়েকে যেভাবে দেখানো হয়.. বাজারে একটা গরু কিনতে গেলেও বোধহয় মানুষ এভাবে দেখেনা.. লজ্জা হওয়া উচিত আমাদের.. চরম লজ্জা..!!
যাইহোক দু'দিন আগে ব্লগে একটা পোষ্ট দিয়েছিলাম "কালো মেয়েদের" নিয়ে.. কয়েক মিনিট পরেই দেখলাম এক ভদ্রলোক মন্তব্য করেছেঃ "ভাই মনে হয় সেই আদি যুগেই পড়ে আছেন, এখন আর কোনো মেয়েই কালো নয় ভাই, সবাই বিশ্ব সুন্দরী "মেকাপ আর ক্যান্ডি ক্যামেরার মারফতে".. কথাটা বেশ স্বাভাবিক হলেও আমার কাছে তা অস্বাভাবিক.. তবুও আমি তার সাথে তর্কে গেলাম না.. কারন পৃথিবীর সব কিছু আমার ভালো লাগবেনা.. অনেকের মতের সাথেই আমার মত মিলবে না; এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার.. এজন্য তার সাথে তর্ক করাটা বোকামী; মারাত্নক বোকামী.. ডিকশনারিতে এর একটা সুন্দর "Solution" আছে "Ignore or Skip".. তোমার যাকে ভালো লাগবেনা "Ignore" করো.. তোমার যা শুনতে পছন্দ হবেনা চুপচাপ সেটা "Skip" করো.. সমস্যা নাই.. আমিও সেটাই করলাম..!!
এবার আসি মূল কথায়, আচ্ছা কালো হয়ে জন্মানো যে মেয়েটা প্রতিদিন মেকাপ করে, ক্যান্ডি ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে দেয়, এতে কি তার বিন্দুমাত্র কষ্ট কমে? কমেনা নিশ্চয়.. তাহলে সে এটা করে কেন? সে এটা করে মানুষ যাতে তাকে চেহারাগত নামটায় না ডাকে, কালো বলে কুৎসিত নজরে না দেখে.. এছাড়া আর কিছুই না..!! আমি দু'টা কালো মেয়ের ঘটনা জানি, কালো বলে তারা যে পরিমান হতাশাগ্রস্থ.. তার চেয়েও বেশি হতাশাগ্রস্থ তাদের পরিবার.. কিভাবে বিয়ে দিবে? কার সাথে বিয়ে দিবে? কে বিয়ে করবে? অদ্ভুত সব চিন্তা ভাবনা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে.. আমাকে মেয়েটা বলেছে তাকে নিয়ে যেন কিছু লিখি.. কিন্তুু বিশ্বাস করুন আজ পর্যন্ত আমি যতবার লিখতে চেয়েছি, আমার শব্দগুলো যেন বার বার হারিয়ে গেছে.. নখের ডগায় এসে নিষ্কিয় হয়ে গেছে.. পারিনি লিখতে.. আমাদের সমাজে এমনও কিছু মেয়ে আছে যারা অবহেলা সহ্য করতে না পেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে.. আবার কেউ কেউ থেকেও না থাকার মত বেঁচে আছে.. সবাই যেন হতাশার সাগরে ভাসছে..!! বেঁচে থাকার জন্য এদের একটু কি দরকার জানেন? সামান্য একটু "ভরসা".. যে জিনিসটার অভাব, খুব খুব অভাব.. এরা চায় হঠাৎ কেউ একজন এসে হাতে হাত রেখে একটু ভরসা দিক.. না হয় চোখের দিকে তাকিয়ে বলুক "আমার জন্যই তোমার বাঁচতে হবে, আমিই সারাজীবন তোমার পাশে থাকবো".. ব্যাস এটুকুই.. স্রেফ এটুকুই হতে পারে একটা মানুষের বেঁচে থাকার ভরসা..!!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

সজুসজীব বলেছেন: B:-)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

ডঃ এম এ আলী বলেছেন: কালো মেয়েদের বেচে থাকার জন্য সুন্দর ভরসা দিলেন
বেঁচে থাকার জন্য এদের একটু কি দরকার জানেন? সামান্য একটু "ভরসা".. যে জিনিসটার অভাব, খুব খুব অভাব.. এরা চায় হঠাৎ কেউ একজন এসে হাতে হাত রেখে একটু ভরসা দিক.. না হয় চোখের দিকে তাকিয়ে বলুক "আমার জন্যই তোমার বাঁচতে হবে, আমিই সারাজীবন তোমার পাশে থাকবো".. ব্যাস এটুকুই.. স্রেফ এটুকুই হতে পারে একটা মানুষের বেঁচে থাকার ভরসা..!!
লিখার গভীরতার জন্য শ্রদ্ধা ও ভালবাসা রইল ।
ধন্যবাদ ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

নাসির নোহান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

ডঃ এম এ আলী বলেছেন: কালো মেয়েদের বেচে থাকার জন্য সুন্দর ভরসা দিলেন
বেঁচে থাকার জন্য এদের একটু কি দরকার জানেন? সামান্য একটু "ভরসা".. যে জিনিসটার অভাব, খুব খুব অভাব.. এরা চায় হঠাৎ কেউ একজন এসে হাতে হাত রেখে একটু ভরসা দিক.. না হয় চোখের দিকে তাকিয়ে বলুক "আমার জন্যই তোমার বাঁচতে হবে, আমিই সারাজীবন তোমার পাশে থাকবো".. ব্যাস এটুকুই.. স্রেফ এটুকুই হতে পারে একটা মানুষের বেঁচে থাকার ভরসা..!!
লিখার গভীরতার জন্য শ্রদ্ধা ও ভালবাসা রইল ।
ধন্যবাদ ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। তাই ভাগ্যের কাছেই ছেড়ে দিতে হবে...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

নাসির নোহান বলেছেন: ভাগ্য কখনোই মানুষকে রাস্তা দেখায় না,,,মানুষই মানুষকে গ্রহন করে, রাস্তা দেখায়,,, ধন্যবাদ ভাইয়া

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার বক্তব্যের সাথে সহমত। আশা করি ধীরে ধীরে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

নাসির নোহান বলেছেন: হুম ইনশা আল্লাহ ভাই,,,,ধন্যবাদ

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

নিশ্চুপ উৎস বলেছেন: সেই দিন আর নাই, দিন বদলাইছে ভাই, বর্তমানে কালো মেয়েদের মধ্যে প্রতিযোগিতার একটা ব্যাপার দেখি, তারা নিজ যোগ্যতায় সব কিছু অর্জন করতে চায়। আর আশা করি ভবিষ্যতে দিন আরও বদলাবে।

একটা গল্প লিখেই ফেলেন- এত কিছুর পরেও তাদের বেঁচে থাকার গল্প

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

নাসির নোহান বলেছেন: হুম ইনশা অাল্লাহ সফলতার গল্পও লিখবো ভাই,,,নিজ নিজ যোগ্যতায় অর্জন করা তো অনেক খুশির কথা,,, কারো মুখাপেক্ষি হতে হলোনা তাদের,,, কি বলেন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.