নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

"স্পেশাল ওয়ান মানুষ"

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

প্রত্যেকটা ছেলের জীবনে সেরা একটা প্রাপ্তি হলো একটা মেয়ের "Special One" হওয়া ! হতে পারে সম্পর্কটা গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড কিংবা স্বামী-স্ত্রীর.. প্রশ্ন করতে পারো তুমি কারো "Special One" কিনা বুঝবে কিভাবে? যখন দেখবে মেয়েটা অসংখ্য ছেলের চাওয়া-পাওয়া, আবদারকে তুচ্ছ করে তোমাকে সবার আগে গুরুত্ব দিচ্ছে, প্রয়োরিটি লিষ্টে তুমি সবার আগে তখনই নিজের অবস্থান টের পাবে.. যখন জানতে পারবে "মানুষটা কারো সাথে কথা বলেনা, যেভাবে তোমার সাথে বলে".. "কাউকেই এতটা সময় দেয়না, যতটা সময় তোমাকে দেয়".. "কাউকে নিয়েই ভাবেনা, যতটা তোমাকে নিয়ে ভাবে".. ছোট ছোট এই ব্যপারগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবে মানুষটার জীবনে তুমিই সেই "Special One".. পৃথিবীর সব ছেলেই তার প্রিয় মানুষটার কাছে "Special One" হতে চায়.. সবসময়ের জন্য.. সারাজীবনের জন্য..!!
.
অন্যদিকে প্রতিটা মেয়েই চায় তার জীবনে এমন একজন স্পেশাল মানুষ আসুক, যে শুধু তার মন ভালো করে দেয়া গল্প নয়, মন খারাপের গল্পগুলোও শুনবে.. খুব মনোযোগ দিয়ে শুনে সান্তনা দিবে.. কিন্তুু তা হয়না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়ঃ "প্রেমের শুরুতে মানুষগুলো যেভাবে মনোযোগ দিয়ে সব কথা শুনে, প্রেম হয়ে যাবার পর তার এক ফোঁটাও শুনতে চায়না".. সব সময় যেন বিরক্তিকর একটা ভাব নিয়েই বসে থাকে.. দু'দিন আগে আমার লিষ্টের একজন অভিযোগ করেছেঃ "ভাইয়া আমার কিছু ভালো লাগেনা, ও এখন আমার কোনো কথা সহ্য করতে পারে না, ভালো-মন্দ কিছু বললেই পায়ে পা দিয়ে ঝগড়া করে, অথচ ছ'মাস আগেও আমাদের রিলেশনটা এমন ছিলনা".. মারাত্নক ভয়াবহ একটা ব্যপার, লক্ষ্য করেন ছ'মাস আগেও যে মানুষটার জন্য মেয়েটার মনে ভালোবাসা ছিল, এখন সেখানে ভয় কাজ করে.. ব্রেকাপ হবার ভয়, এতদূর পথ এসে হারিয়ে ফেলার ভয়..!! এই ভয়টাকে জয় করে মেয়েটা যদি ছেলেটাকে ফোর্স করে পাল্টে যাওয়ার কারনও জিঙ্গেস করে.. তাহলেই তাদের সম্পর্কটা "জান থেকে হয়ে যাবে জানোয়ার, নয়তো বাবু থেকে হয়ে যাবে ব্যশ্যা".. সাংঘাতিক একটা ব্যপার.. আমি দেখেছি সামান্য এই ব্যপারগুলো নিয়েই কাপলদের মাঝে সবচেয়ে বেশি ব্রেকাপ হয়েছে.. অথচ ছ'মাস আগেও এই মানুষটার পাগল ছিল ছেলেটা.. রাতকে রাত না ঘুমিয়ে তার কথাগুলো শুনেছে, ফোনের ওপাশ থেকে ফিসফিস করে সান্তনা দিয়েছে.. কিন্তুু এখন শুনতে বিরক্তি লাগে, এখন তার কথা তিতা হয়ে গেছে.. বিশ্বাস করো তোমার এই গিরগিটির মত পরিবর্তনের কারনেই তুমি কখনোই কারো "স্পেশাল ওয়ান" হতে পারবে না.. কখনই না.. কারো "স্পেশাল ওয়ান" হতে হলে নিজেকে কখনোই পরিবর্তন করোনা, মানুষটিকে কখনোই অবহেলা করোনা.. যতটুকু পারো সময় দিয়ে ভালোবাসো.. অনেকটা বেশি..!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.