নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে ভালোবাসি,মানুষকে ভাবাতে ভালোবাসি। আমার প্রত্যেকটি লেখাই নিজস্ব ভাবনা এবং মতামত প্রকাশ মাত্র। ফেসবুকঃ Nasir Hossain Nohan.

নাসির নোহান

নাসির নোহান › বিস্তারিত পোস্টঃ

"মন"

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

"জেনেশুনে কেউ ভুল মানুষের প্রেমে পড়েনা.. সবাই ভাবে "আমি যে মানুষটাকে ভালোবাসি সে আমার জন্য একদম পারফেক্ট" ! কিন্তুু কিছুদিন পর দেখা যায় মানুষটার অনেক কিছুই তোমার ভালো লাগছেনা, সারাক্ষন শুধু গম্ভীর থাকে, অনেক কথায় তোমার সাথে মিলছেনা, প্রচন্ড রাগও আছে, যা তোমাকে ভীষন কষ্ট দেয়.. ফলাফলঃ সম্পর্কে ভাঙ্গন।
.
এরপর তুমি মনে মনে ভাবলে এবার এমন কাউকে ভালোবাসবে যে তোমার সব কথা শুনবে, যার ভেতর কোনো রাগ থাকবেনা, যে তোমাকে সবসময় হাসিখুশিতে রাখবে, গম্ভীরতা নিয়ে কোনো কথা বলবেনা.. খুবই ভালো চিন্তা..!!
.
এর কয়েকমাস পর একদিন তুমি তার দেখা পেয়ে গেলে যার ভেতর কোনো রাগ নেই, যে তোমার সব কথা শোনে, তুমি যা করতে বলো সে তাই করে.. গম্ভীরতা নিয়ে কোনো কথা বলেনা.. একদম মনের মত; যেমনটা তুমি চেয়েছিলে.. তোমাদের প্রেম হয়ে গেলো.. তোমরা জীবনের সবচেয়ে আনন্দময় মূহুর্তে কাটাতে শুরু করলে..!!
.
তুমি হঠাৎ একদিন লক্ষ্য করলে এই মানুষটার মধ্যেও কি যেন একটা নাই নাই ভাব.. তখন তোমার বান্ধবীর বয়ফ্রেন্ডের কথা মনে পড়বে, আহ "ছেলেটা কত্তো হ্যান্ডস্যাম", সানগ্লাস পড়লে দারুন লাগে দেখতে.. পরক্ষনেই আবার মনটা খারাপ হয়ে যাবে তোমার সাথে থাকা "হাবলা" টাইপের মানুষটার কথা মনে পড়ে.. যে তোমার সব কথা শোনে,ঠিক যেমনটা তুমি চেয়েছিলে..!!
.
তোমার এখন মনে হবে "ধুর আমার এইডা এমন কেন? একটু চালাক হলে কি হতো, সাথে গুড লুকিং, হ্যান্ডসাম.. নাহ এর সাথে আর "Relation Continue" করা সম্ভব না.. ফলাফলঃ সম্পর্কে ভাঙ্গন ২।
.
এরপর তুমি সিদ্ধান্ত নিলে এবার যাকে ভালোবাসবে সে সবদিক থেকে পারফেক্ট কিনা জেনেশুনে তারপর প্রেমে পড়বে.. তুমি আবার একটা মানুষের প্রেমে পড়লে যাকে তোমার সবদিক থেকে পারফেক্ট মনে হলো.. যে কোনো কথায় রাগ করেনা, যে তোমার কোনো কথায় অমত করেনা, যে দেখতে শুনতে অনেক ভালো.. একদম পারফেক্ট.. তোমাদের রিলেশন হলো, তোমরা আস্তে আস্তে সম্পর্কটাকে গভীরে নিয়ে যেতে শুরু করলে.. ভালোই কাটছিল দিনগুলো..!!
.
হঠাৎ একদিন ঝুম বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে তুমি কিছু একটার অভাব বোধ করলে.. কোনো একটা মানুষের কর্কশ কন্ঠের অভাব.. একটা মানুষের শাসনের অভাব.. ভুল করলে রেগে গিয়ে ঝাড়ি দেয়ার অভাব.. তুমি আজ স্বাধীন হয়েও মনে হবে "হয়তো সেই প্রথম মানুষটাই ঠিক ছিল আমার জীবনে".. অবচেতন মনের ইচ্ছে করবে সেই আগের মানুষটার কাছে ফিরে যেতে.. ইচ্ছে করবে সেই মূহুর্তগুলোতে ফিরে যেতে.. কিন্তুু তুমি আর সেটা পারবেনা.. পৃথিবীটা এমনই অদ্ভুত মানুষ চাইলেও কখনো দু'সেকেন্ড আগে চলে যাওয়া মূহুর্তে ফিরে যেতে পারবেনা.. তুমিও পারবে না..!!
.
তোমার বুঝতে হবে মানুষের মন একটা রঙিন ঘুড়ির মত, কখন কি চায় সে নিজেও জানে না.. ক্ষনে ক্ষনে এটা পরিবর্তনশীল.. তাই হুট করে একটা সিদ্ধান্ত নেয়ার আগে ভাবো,বার বার ভাবো.. "আজ তুমি যে মানুষটাকে নিজের জন্য পারফেক্ট ভাবতে পারছো না, হয়তোবা পরবর্তীতে এর থেকে মন্দ কেউ তোমার জীবনে এসে যাবে.. এজন্য সবকিছু হিসেব না করে ভালোবাসায় কিছুটা সেক্রিফাইস করতে শেখো..!!
.
মানুষটা একটু দেখতে কালো? তাতে কি হইছে, গিয়ে দেখো ফর্সা একটা মানুষের ভেতর যা আছে তার থেকে বেশি গুন এই কালো মানুষটার ভেতর আছে..!!
মানুষটা প্রচন্ড রাগী? তাতে সমস্যা কি, দেখবে রাগী এই মানুষটার এক মুহূর্তের ভালোবাসায় তুমি দুনিয়ার সবকিছু ভুলে যাবে..!!
.
পৃথিবীতে কোনো মানুষকেই তুমি ১০০% পারফেক্ট পাবানা.. ট্রাস্ট মি পাবানা.. যে মানুষটাকে তুমি পারফেক্ট মনে করো, খোঁজ নিয়ে দেখো তার ভেতরেও কিছু না কিছু দোষ আছে.. থাকতেই হবে..!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৮

অবনি মণি বলেছেন: আমরা যতোটা বুঝি ঠিক ততোটা পারফেক্টলি কাজ করিনা। আমি নিজেও এমন ভুল করতে যাচ্ছিলাম।পরে হঠাত মনে হলো পরে যে আসবে সে হয়ত বর্তমান এই মানুষ্টার মত ভালো নাও বাসতে পারে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩০

নাসির নোহান বলেছেন: একদম রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.