![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..যে মানুষটা তোমার নয়.. তাকে হাজার চোখে চোখে রেখেও তোমার করে নিতে পারবা না..কখনোই না.. ঠিক একদিন সে তোমাকে ফাঁকি দেবে.. ছেড়ে যাবে সবকিছু !
.
আমি জানিনা, ভালোবাসার এই অকাল যুগে ক'জন মানুষ তার "ভালোবাসাকে" এক ফ্রেমে বন্দি করে বছরের পর বছর কাটিয়ে দিতে পেরেছে.. ক'জন মানুষ প্রিয় মানুষকে দেয়া "ছেড়ে যাবোনা" প্রতিশ্রুতি ধরে রাখতে পেরেছে !
.
হিসেবের খাতা খুললে হয়তো সংখ্যাটা খুব বেশি হবেনা.. তবুও আমরা ভালোবাসি, খুব যত্ন করে মানুষটাকে ভালোবাসি.. আবার সময় ফুরালে আস্তাকুড়ে ছুড়ে ফেলে দেই.. ভালোলাগা অন্য কারো মাঝে স্থানান্তরিত হলেই ছেড়ে দেই !
.
দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যাওয়া মানুষটাকেও আমি বলবো না, তুমি ভালোবাসনা বলে ছেড়ে গেছ.. আমি জানি, মানুষটাকে তুমি ভালোবাসো; প্রচন্ড রকমের ভালোবাসো.. কিন্তু সম্পর্কের শুরুতে যে মুগ্ধতা কাজ করেছিল.. সেটা আজ থমকে গেছে বলে.. তুমি তাকে ছেড়ে গেছ !
.
হুট করেই তোমার সবকিছু পাল্টে গেছে.. খুব প্রিয় মানুষটাকে এখন আর ভালোলাগেনা.. তাকিয়ে থাকতে ইচ্ছে করে না.. মনে হয়, এই চেহারা তো মুখস্ত হয়ে গেছে.. নতুন করে দেখার কি আছে? সবকিছুই তো আগের মত, অন্যদিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে !
.
ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে না..মনে হয়, কি বলবো? সবই তো বলা শেষ ! ইচ্ছে করে চুপ থাকতে.. তার থেকে দূরে থাকতে.. ঘাপটি মেরে কোথাও লুকিয়ে থাকতে !
.
খুব কাছাকাছি থেকেও মানুষটার হাত ধরতে ইচ্ছে করে না.. ইচ্ছে করেনা একটু ছুঁয়ে দেখতে.. মন চায়না তার অগছালো চুলগুলো ঠিক করে দেয়ার অজুহাতে আলতো করে একটা চুমো দিতে.. মানুষটাকে আর কোনোভাবেই মুগ্ধ করতে ইচ্ছে করে না তোমার.. একটুও না !
.
কিন্ত তুমি খুব ভালোভাবেই জানো, এসবের কিছুই তোমার ইচ্ছেকৃত নয়.. তুমি কখনো কল্পনাও করোনি, মানুষটার প্রতি তোমার ফিলিংস এভাবে হারিয়ে যাবে.. খুব প্রিয় মানুষটা হুট করে এতটা অপ্রিয় হয়ে যাবে !
.
তবে বাস্তব এই যে, এখন তোমার অন্য কাউকে ভালোলাগে.. অন্য কারো জন্য ফিলিংস কাজ করে.. অন্য কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে মন চায়.. অন্য কারো চোখে চোখ রেখে "ভালোবাসি" বলতে ইচ্ছে করে.. পাশে থাকা মানুষটার চাইতে সেই মানুষটাকেই মন খুঁজে বেশি !
.
বুঝতেছি, অন্য কাউকে ভালো লাগার জন্য তোমার কোনো "পূর্ব প্ল্যানিং" ছিলো না.. ছিলোনা এই মানুষটাকেও খারাপ লাগার কোনো ভাবনা.. কিন্তু সবকিছুই তোমার অনিচ্ছায় হয়ে গেছে.. এখন ভালো না লাগলে তোমার কি করার আছে? তুমি তো নিরুপায় !
.
ট্রাস্ট মি, ঠিক এই সময়টাতেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি.. নির্লজ্জভাবে পুরনো মানুষটাকে ফেলে নতুন মানুষটার পিছনে ছুটতে থাকি.. ভুলে যাই সম্পর্কের শুরুতে পুরনো মানুষটার জন্যও কতটা পাগল ছিলাম আমি.. ভুলে যাই নতুন মানুষটাও তো একদিন পুরনো হয়ে যাবে !
.
যাকে দেখে আজ এতটা ভালো লাগছে, তাকেও তো একদিন ভালো লাগবে না.. যার দিকে তাকালে অনন্তকাল তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তার চেহারাটাও তো একদিন মুখস্ত হয়ে যাবে.. ঠিক যেমনটি ওই মানুষের বেলায় হয়েছিল !
.
সত্যি বলতে, ভালো লাগার এই যে পরিবর্তনটুকু সামলে নিতে হবে তোমার.. এটা বেশি দিন থাকে না.. একটা সময় গিয়ে ঠিকি থেমে যায়..থেমে যায় একজনের মাঝেই.. কিন্তু নতুন মানুষকে পাবার নেশায় পুরনো মানুষটা মাথায় থাকেনা তোমার.. অথচ পুরনো এই মানুষটাকেও পাবার নেশায় রাতের পর রাত জেগে পাগলামী করেছিলে তুমি !
.
সম্পর্কে সবসময় নতুত্ব খুঁজতে হয়না.. পুরনো মানুষটাকে সবটা দিয়ে আগলে রাখতে হয়.. মন খারাপের মূহুর্তগুলোতে ফিসফিস করে দুষ্টমী করতে হয়.. ভালো না লাগার মূহুর্তগুলোতে ফিক করে হেসে বলতে হয় "ওরে আল্লাহ রে তোমারে যে আজ কত্তো সুন্দর লাগতাছে, হামি তো পাগল হয়া যামু" ! এভাবেও ভালো থাকা যায়..ভালো রাখা যায়.. মুগ্ধ করা যায়..
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৯
নাসির নোহান বলেছেন: Thank u so much vai
২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৪
কানিজ রিনা বলেছেন: মানুষটা পুরনো হয়েগেছে, অথচ মানুষটাকে
পাবার জন্য একসময় জান দিতেও পারতে।
এখন সে পুরন। আসলে সে নিজেও পুরনো
হয়েছে একথা দিব্যি ভুলে যায়।
খুব ভাল লাগল আমার কাছে সবচে দামী
লেখা মনে হোল। আমার কথা গুলই লিখে
গেছেন। পুরনা বাড়ি গাড়ি একসময় দামী
হয়ে উঠে তা কি কেউ বুঝে?
অনেক অনেক দন্যবাদ।
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৫
নাসির নোহান বলেছেন: hmm...atai bastobota...you are most wellcome apu..
৩| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৯
আজীব ০০৭ বলেছেন: হৃদয় ছুয়ে গেল
+++
৪| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩
রুহুল আমিন খান বলেছেন: দীর্ঘমেয়াদে ভালোবাসা অনুশীলন ও অভ্যাসের বিষয়
৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: সম্পর্কে সবসময় নতুত্ব খুঁজতে হয়না.............. বানানটি ঠিক করে দিন।
ভাল লিখেছেন।
কিন্তু বলে দিয়ে আসলে কোন সম্পর্ক হয় না।
৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬
লিংকন১১৫ বলেছেন: তোমার জন্য এখন না আগের মতো ফিলিংস আসে না আমার ।
তোমার কথা শুনলে আমার না গা জ্বলে ,
কেন জানি তোমাকে দেখলেই রাগ উঠে যায় আমার ।
আসলে আমার মনে হয় এতদিন তোমার সাথে আমি অভিনয় করেছি ।
হয়তো এতদিন তোমার প্রতি আমার ভালোলাগা ছিল , কিন্তু ভালোবাসা ছিলোনা ।
কি অদ্ভুত আমরা রাতা রাতি না কিভাবে জেনো পাল্টে যাই ।
৭| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১
মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি পড়ে বেশ ভাল লাগল।
সম্পর্ক পুরানো হলে তো সেটা আরও ভাল হওয়ার কথা । কিন্তু বর্তমানে তা হচ্ছে না মনে হয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৩
এম আর তালুকদার বলেছেন: আপনার পোষ্টের শিরোনামটাই হৃদয় ছুয়ে গেল। ভাল লাগলো।